Ayesha jawaher

Ayesha jawaher সহজ রান্না শিখুন

ইলিশের ভর্তা - 🥘উপকরণ: 🦈ইলিশ মাছের লেজ ৪টি🦈ইলিশ মাছের মাথা ৪টি🧅পেঁয়াজকুচি ৪ টেবিল চামচ 🍶শর্ষের তেল ২ টেবিল চামচ🌶️শুকনা ...
27/08/2023

ইলিশের ভর্তা - 🥘

উপকরণ:
🦈ইলিশ মাছের লেজ ৪টি
🦈ইলিশ মাছের মাথা ৪টি
🧅পেঁয়াজকুচি ৪ টেবিল চামচ
🍶শর্ষের তেল ২ টেবিল চামচ
🌶️শুকনা মরিচ ২টি
🌶️কাঁচা মরিচ ২টি
🥗ধনেপাতাকুচি ২ টেবিল চামচ
🧂লবণ স্বাদমতো।

প্রণালি: মাছ কেটে ভালো করে ধুয়ে নিন। হলুদ ও লবণ দিয়ে মেখে নিন। এরপর গরম তেলে ভেজে নিন। হালকা ঠান্ডা হলে কাঁটা বেছে রাখুন। একই তেলে পেঁয়াজকুচি, শুকনা মরিচ ও কাঁচা মরিচ হালকা ভেজে তুলে রাখুন। সব উপকরণ একসঙ্গে নিয়ে, লবণ দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভর্তা।

26/08/2023

৮ মাস থেকে ৪ বছরের বাচ্চাদের জন্য খিচুড়ি এভাবে রান্না করলে বাচ্চারা চেটেপুটে খাবে 😋 এবং দ্রুত ওজন বৃদ্ধি পাবে 🥰

তাল-চিড়ার নাড়ুউপকরণ: 🍚চিড়া আধা কেজি 🍂তেজপাতা ১টি, 🍚আখের গুড় ৮০০ গ্রাম 🥣ভাজা জিরা আধা চা-চামচ🌰তালের ক্বাথ আধা কাপ (কম...
26/08/2023

তাল-চিড়ার নাড়ু

উপকরণ:
🍚চিড়া আধা কেজি
🍂তেজপাতা ১টি,
🍚আখের গুড় ৮০০ গ্রাম
🥣ভাজা জিরা আধা চা-চামচ
🌰তালের ক্বাথ আধা কাপ (কমও লাগতে পারে)।

প্রণালি: চিড়া ভালো করে কাপড়ে ছেকে নিন যেন কোনো বালু না থাকে। শুকনো খোলায় চিড়া টেলে নিন। বড় একটি ফ্রাইপ্যান বা কড়াইয়ে তেজপাতা, গুড় এবং তালের ক্বাথ একত্রে মিশিয়ে জ্বাল দিন। গুড় এবং তালের ক্বাথ ফুটে ওঠার পর তাতে জিরা এবং চিড়া দিয়ে নেড়ে মিশিয়ে নিন। চুলা থেকে নামানো মাত্রই দুহাত ঠান্ডা পানিতে ভিজিয়ে নিয়ে নাড়ু বানিয়ে নিন। অল্প অল্প করে গুড়, তাল, চিড়ার মিশ্রণ হাতের তালুতে নিয়ে গোল করে নাড়ু তৈরি করতে হবে। প্রতিবারই হাত দুটো ঠান্ডা পানিতে ভিজিয়ে নেবেন। গরম অবস্থায় নাড়ু না বানালে নাড়ু তৈরি হবে না। ঠান্ডা হয়ে গেলে মুঠ করে নাড়ু বানানো যাবে না। চিড়াগুলো খুলে খুলে যাবে।

24/08/2023

লইট্টা শুটকির প্রতি ভালবাসা দিন দিন বেড়েই চলছে🤤😋 #লইট্টাশুটকি

"কাঁচকি মাছের চচ্চড়ি"যা প্রয়োজনঃ*কাচকি মাছ-- ১/২ কেজি*পেঁয়াজ ঝুড়ি কুচি-- ১ কাপ* ধনে পাতা কুচি-- ১/৪ কাপ* কাঁচামরিচ -- ৮...
23/08/2023

"কাঁচকি মাছের চচ্চড়ি"

যা প্রয়োজনঃ

*কাচকি মাছ-- ১/২ কেজি
*পেঁয়াজ ঝুড়ি কুচি-- ১ কাপ
* ধনে পাতা কুচি-- ১/৪ কাপ
* কাঁচামরিচ -- ৮/১০ টি চিকন করে ফালি করে নেবেন।
* ভাজা রাঁধুনি বাটা বা গুঁড়ো--- ১ চা চামচ
* হলুদ গুঁড়া-- ১/২ চা চামচ।
* মরিচ গুঁড়া কোয়াটার চামচ( যদি সাদা সাদা তরকারি খেতে পছন্দ না করেন, তাহলেই শুধু মাত্র লাল মরিচ গুঁড়া দেবেন। তা না হলে দেবেন না)।
* টমেটো লম্বা করে ঝুড়ি কুচি ১ টা।
* লবণ স্বাদ অনুযায়ী।
তেল,লবণ-- পরিমাণমতো

যেভাবে করবেনঃ

মাছ ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। হাঁড়িতে মাছ ও তেল ছাড়া অন্য সব উপকরণ নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিন। মাখা হলে এই মিশ্রণের সাথে হালতো হাতে মাছ মিশিয়ে নিয়ে তেল দিয়ে আবার মাখিয়ে নিন। হাত ধোয়া মাখা মাখা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। মাঝারি আঁচে 3 মিনিট রান্না করে খুন্তি দিয়ে মাছ উল্টিয়ে দিয়ে ঢেকে দিন। 2 মিনিট পর চুলার তাপ একদম কমিয়ে দিন। কড়াই ঘুরিয়ে ঘুরিয়ে তাপ দিতে পারেন যাতে পানি শুকিয়ে তেল ওপরে চলে আসে। পানি শুকিয়ে তেল ছেড়ে আসলে নামিয়ে নিন।

**গরম ভাতের সাথে পরিবেশন করুন।
*** কাঁচকি মাছ একটু বড়ো সাইজের নেওয়ার চেষ্টা করবেন।
*** মাছ ভালো করে পরিষ্কার করে নেবেন। এক টা একটা করে বাছবেন। এর মধ্যে গুড়ি গুড়ি শামুক থাকে।
#রান্না

#কাচকিমাছ #চচ্চড়ি

"পুরান ঢাকার তেহারী"পুরোটা ফলো করে রান্না করলে পুরান ঢাকার রেস্টুরেন্টের স্বাদ পাবেন।তেহারী উপকরণ :-মাংস রান্নার জন্যেঃ*...
22/08/2023

"পুরান ঢাকার তেহারী"

পুরোটা ফলো করে রান্না করলে পুরান ঢাকার রেস্টুরেন্টের স্বাদ পাবেন।

তেহারী উপকরণ :-

মাংস রান্নার জন্যেঃ

* হার ছাড়া মাংস ছোট ছোট টুকরা করা কলিজা, তিল্লি, চর্বি সহ-- 2 কেজি। আপনি ১ কেজি ও নিতে পারেন। তেহারী তে গোস্ত বেশি হলে ভালো হয়।
*গোলমরিচ গুঁড়া -- ২ চা চামচ (স্বাদমতো)
*সরিষার তেল-- দের কাপ
*পেঁয়াজ কুচি-- আধা কাপ বেরেস্তা করে রেখে দেবেন। সবার শেষে লাগবে।
*পেঁয়াজ বাটা দেড় কাপ
*আদা বাটা-- 2 টে চামচ
*রসুন বাটা-- দের টে চামচ
*জিরা বাটা ১ টেবিল চামচ
*ধনিয়া বাটা ১ টেবিল চামচ
*টক দই-- ১ কাপ (পানি ঝরিয়ে বিট করে নেবেন)।
*কাঁচামরিচ-- ১০/১২ টি ফালি করা।
*আস্ত জিরা-- ১ চা চামচ
এলাচ -- ৫-৬ টি
দারুচিনি-- ২ ইঞ্চির ১ টুকরো
*চিনি ১ চা চামচ।
*লবণ দের চা চামচ বা স্বাদ অনুযায়ী।

মাংসের গরম মসলা:-
*এলাচ -- ৮/১০ টি
*দারুচিনি-- ২ ইঞ্চির 4 টুকরো
*জায়ফল -- ১ টা
*জৈয়ত্রি -- ২ টুকরা।
*স্টার এনিস ১ টা
*লবঙ্গ ৭/৮ টা
*গোল মরিচ ১৫ টা
*হালকা ভাজা জিরা ১ চা চামচ।
নোট:- সব গুলো এক সাথে গুঁড়ো করে রেখে দিন।

পোলাও রান্নার জন্যেঃ

*পোলাওয়ের চাল-- ১ কেজি
* গরম পানি 2 কেজি
*তেজপাতা-- ৩/৪ টি
*দারচিনি-- ২ টুকরা
*গোলমরিচ-- ৫-৬ টি
*লবণ-- স্বাদমতো

যেভাবে করবেনঃ

টকদই, গোল মরিচ গুঁড়া আর লবণ দিয়ে গোস্ত মেরিনট করে রেখে দিন 2 ঘণ্টা।
এবার হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে নিন। ওই তেলে আস্ত জিরা, এলাচ, দারচিনি ফোঁড়ন দিয়ে তাতে পেঁয়াজ বাটা , আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া দিয়ে আবার ভালো করে কষিয়ে নিন। কষানো হলে মাংস মিশিয়ে দিন। কিছুক্ষণ মাংস কষিয়ে আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করুন। মাংস থেকে ওঠা পানি দিয়েই মাংস রান্না কমপ্লিট করবেন।প্রয়োজন হলে অল্প গরম পানি দিন। মাংস সেদ্ধ হয়ে তেল ছেড়ে আসলে কাচা মরিচ ফালি আর গরম মসলার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে 2 মিনিট চুলায় রেখে, নামিয়ে ঢেকে রাখুন।

তেহারি রান্নাঃ

চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।

হাঁড়িতে পানি 2 লিটার ফুটিয়ে রাখুন।,
রান্নার হাড়িতে সরিষার তেল দিয়ে গরম করে নিন। এর মধ্যে দারচিনি, তেজপাতা, গোলমরিচ ও লবঙ্গ দিয়ে চাল দিন। চালে লবণ দিন। ভালো করে কষিয়ে পানি দিয়ে দিন।
পোলাও ৮০ পার্সেন্ট হয়ে আসলে, পানি নিচে নেমে গেলে মাংস দিয়ে হালকা হাতে ভালো করে নেড়ে দিন। যাতে চাল আর মাংস ভালো ভাবে মেশে। এবার এর ওপর আস্ত কাচা মরিচ, 2 টা এলাচ ছেচা, 2 টুকরা দারুচিনি, ৫/৬ টা লবঙ্গ, পেঁয়াজ বেরেস্তা আর অল্প ঘী ছড়িয়ে দিয়ে ভালো ভাবে ঢাকা দিন যেনো হাওয়া না ঢোকে। ১০ মিনিট পর ঝাকি দিয়ে তেহারী উল্টে দিন। ঢাকা খুলবেন না।
আরও ১০ মিনিট পর নামিয়ে নিন।
সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু তেহারী।
নিয়ে চুলায় বসান।

**গরম গরম পরিবেশন করুন দারুন মজার পুরাণ ঢাকার স্টাইলে তেহারি।
*** দমে দেওয়ার আগে লবণ চেক করে নেবেন।

#তেহারি #






21/08/2023

মন ভালো করার জন্য এমন এক কাপ চা ই যথেষ্ট ☕🤤
#চা #চারেসিপি
#মালাইচা #দুধেরচা

চিলি পটেটোফ্রাইড রাইস অথবা পোলাও এর সাথে পরিবেশন করুন মুখরোচক চিলি পটেটো। দেখে নিন চিলি পটেটো তৈরির পুরো প্রণালীউপকরণ আল...
21/08/2023

চিলি পটেটো

ফ্রাইড রাইস অথবা পোলাও এর সাথে পরিবেশন করুন মুখরোচক চিলি পটেটো। দেখে নিন চিলি পটেটো তৈরির পুরো প্রণালী

উপকরণ

আলু ৩ টা
লবন পরিমাণ মতো
কর্ণফ্লাওয়ার ২ টেবিল চামচ
তেল ভাজার জন্য
কাঁচা মরিচ ৩ টা
রসুন কুঁচি ২ চা চামচ
আদা রসুনের পেস্ট ১ চা চামচ
পেঁয়াজ রিং শেপে কাটা ২ টেবিল চামচ
ক্যাপসিকাম অর্ধেকটা
কাশ্মীরি মরিচের গুঁড়ো ১ চা চামচ
সয়াসস ১চা চামচ
চিনি ১চা চামচ
ভিনেগার ১চা চামচ
চিলি সস ২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি

(১) আলু কিছুটা মোটা করে কাটুন। তারপর ভালো করে ধুয়ে লবন এবং কর্ণফ্লাওয়ার দিয়ে ভালো করে মেশান।

(২) একটি প্যানে তেল গরম করতে দিন। তেল গরম হয়ে আসলে এতে আলুগুলো দিয়ে ভাজুন। বাদামী রং হয়ে আসলে নামিয়ে ফেলুন।

(৩) আরেকটি প্যানে তেলে রসুন কুঁচি, কাঁচা মরিচ, পেঁয়াজের রিং, ক্যাপসিকাম কুঁচি দিয়ে ভাজুন।

(৪) এর সাথে মরিচের গুঁড়ো, সয়াসস, চিনি, ভিনেগার, লবন এবং চিলি সস দিয়ে নাড়ুন।

(৫) এবার এতে ভাজা আলুগুলো দিয়ে দিন। কিছুক্ষণ নাড়ুন।

(৬) ব্যস তৈরি হয়ে গেল মজাদার চিলি পটেটো।

20/08/2023

অল্প কিছু উপকরণ দিয়ে এত মজার হবে ভাবতেই পারিনি 🤤👌



🎀ছানার উপকারিতা🎀🍁ছানার উপকারিতা অনেক।ছানা খাওয়ার উপকারিতা সম্পর্কে অনেকেই জানেন না।জেনে নিন ছানার গুনঃ 🍶১| দুধে যতই গুণ...
19/08/2023

🎀ছানার উপকারিতা🎀
🍁ছানার উপকারিতা অনেক।ছানা খাওয়ার উপকারিতা সম্পর্কে অনেকেই জানেন না।
জেনে নিন ছানার গুনঃ

🍶১| দুধে যতই গুণ থাকুক ল্যাকটোজ ইনটলারেন্সের জন্য অনেকেরই তা সহ্য হয় না। কিন্তু দুধে যে উপাদানগুলি থাকে সেগুলি শরীরে খুবই প্রয়োজনীয়। সে ক্ষেত্রে দুধের বদলে ছানা খাওয়া যায়। বরং গুণের নিরিখে ছানা ও পনিরকে এগিয়ে রাখা যায়।

🍶 ২| ছানা বা পনিরে ক্যালশিয়াম ও ভিটামিন ডি থাকে যা ব্রেস্ট ক্যানসারের সম্ভাবনা কমায়। ক্যালশিয়াম ও ভিটামিন ডি-এর ফলেই এতে হাড়ও শক্ত থাকে। এই ভিটামিন ডি-এর জন্যই আবার অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য ছানা খুবই কার্যকর।

🍶 ৩| ফসফরাস থাকার ফলে ছানা অথবা পনির খাবার হজমেও সাহায্য করে। ছানায় প্রোটিনের মাত্রা ভাল থাকায় ক্রীড়াবিদদের জন্যও খুব উপকারী।

🍶৪| তবে শুধু ছানাতেই নয়। ছানার জলেও রয়েছে বেশ কিছু গুণাগুণ। দুধ কাটিয়ে ছানা তৈরি করার পরে সেই জল সাধারণত ফেলে দেওয়া হয়। খেতে ভাল না হলেও, এতেই রয়েছে বেশ কয়েকটি উপকারিতা।

🍶৫| ছানার জলে অ্যালবুমিন ও গ্লোবিউলিন নামে দু‌টি প্রোটিন থাকে। এ ছাড়াও এতে থাকে কার্বহাইড্রেট ও ল্যাকটোজ। ছানায় রিবোফ্ল্যাভিন নামে একটি ভিটামিন থাকে যা শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে এবং শরীরে শক্তির যোগান দেয়।

🍶৬| এ ছাড়াও, হরমোনাল ইমব্যালান্স, কিডনির সমস্যা, হার্টের সমস্যা, লো প্রেশার থাকলেও ছানার জল খেতে পারেন। পেশি শক্ত করতে ও শরীরে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে ছানার জল।

🍶৭| ছানা বা পনিরে ক্যালশিয়াম ও ভিটামিন ডি থাকে যা ব্রেস্ট ক্যানসারের সম্ভাবনা কমায়। ক্যালশিয়াম ও ভিটামিন ডি-এর ফলেই এতে হাড়ও শক্ত থাকে।
#ছানার_উপকারিতা

19/08/2023

🔥গরম ধোঁয়া ওঠা সাদা ভাত আর‌ ঝাল ঝাল এই ভর্তা আহ্ 🤤এযেন অমৃত 😋😍

নারকেল কাচকি শুঁটকি ভর্তা 🍛 - (নোয়াখালী)উপকরণ: 🐟কাচকি মাছের শুঁটকি আধা কাপ🥥কোরানো নারকেল ২ টেবিল চামচ🧅পেঁয়াজকুচি ১ টে...
18/08/2023

নারকেল কাচকি শুঁটকি ভর্তা 🍛 - (নোয়াখালী)

উপকরণ:
🐟কাচকি মাছের শুঁটকি আধা কাপ
🥥কোরানো নারকেল ২ টেবিল চামচ
🧅পেঁয়াজকুচি ১ টেবিল চামচ
🌶️শুকনা মরিচ ২টা
🧂লবণ সামান্য।

প্রণালি: শুঁটকি, শুকনা মরিচ ও পেঁয়াজ টেলে নিতে হবে। শুঁটকি, পেঁয়াজ ও শুকনা মরিচ বেটে নিন। নারকেল বেটে একসঙ্গে মেশান, পরিমাণমতো লবণ দিয়ে মেখে ভাতের সঙ্গে পরিবেশন করুন।

18/08/2023

একটু বেশিই ভালো লাগে বৃষ্টির মধ্যে প্রিয় মানুষের সাথে 🥰❤️

17/08/2023

বাঙালির ইমোশন❤️ সাগরপোনার স্বাদ যেনো এখনো মুখে লেগে আছে 🤤 এই রেসিপি টা থাকলে আর কি লাগে এতোটাই মজা

#নদীর ছোট মাছের চচ্চড়ি #মাছ

প্রজাপতি কাপকেক 🧁উপকরণ 🍚ময়দা পৌনে এক কাপ🥣কোকো পাউডার আধা কাপ🥣বেকিং পাউডার ১ চা-চামচ🥚ডিম ২টি🥣ভ্যানিলা এসেন্স আধা চা-চা...
17/08/2023

প্রজাপতি কাপকেক 🧁

উপকরণ
🍚ময়দা পৌনে এক কাপ
🥣কোকো পাউডার আধা কাপ
🥣বেকিং পাউডার ১ চা-চামচ
🥚ডিম ২টি
🥣ভ্যানিলা এসেন্স আধা চা-চামচ
🥛দুধ আধা কাপ
🍋লেবুর রস ১ চা-চামচ
🧊মাখন আধা কাপ
🥣ভারী ক্রিম ১ কাপ।

প্রণালি: দুধ ও লেবুর রস মিশিয়ে ঢেকে রাখুন। ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার একসঙ্গে চেলে নিন। ডিমের সঙ্গে ভ্যানিলা এসেন্স, বাটার মিল্ক (দুধের মিশ্রণ), মাখন একসঙ্গে ডিমের বিটার অথবা হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার ময়দার মিশ্রণ অল্প অল্প করে মিলিয়ে কেকের মিশ্রণ তৈরি করুন। কাপ ডাইসে ঢেলে ১৬০ ডিগ্রি প্রিহিট তাপে ওভেনে ২৫ মিনিট বেক করুন। ঠান্ডা হলে ভেতরের অংশ গোল করে নিন। এবার ভেতরে ক্রিম দিন। কাটা অংশ দুই টুকরা করে প্রজাপতির মতো করে বসিয়ে দিন।

আচারি খিচুড়ি 🍲উপকরণ: 🍚পোলাওয়ের চাল ৪ কাপ, 🫘মসুরের ডাল ২ কাপ, 🧅পেঁয়াজ ১ কাপ, 🍶তেল আধা কাপ, 🥣আদা ২ টেবিল চামচ, 🧄রসুন ২ টেব...
16/08/2023

আচারি খিচুড়ি 🍲

উপকরণ:
🍚পোলাওয়ের চাল ৪ কাপ,
🫘মসুরের ডাল ২ কাপ,
🧅পেঁয়াজ ১ কাপ,
🍶তেল আধা কাপ,
🥣আদা ২ টেবিল চামচ,
🧄রসুন ২ টেবিল চামচ,
🥣জিরা ১ টেবিল চামচ,
🥣ধনে ১ চা-চামচ,
🥣হলুদ ১ চা-চামচ,
🥣মরিচগুঁড়া ২ টেবিল চামচ,
🍵যেকোনো আচার আধা কাপ,
🧄রসুনের কোয়া খোসাসহ ১০–১২টি,
🥣এলাচি ৬টি,
🥣দারুচিনি ২ টুকরা,
🍂তেজপাতা ২টি,
🌶️কাঁচা মরিচ ৭–৮টি,
🧅পেঁয়াজ বেরেস্তা আধা কাপ,
🫗পানি ৮ কাপ।

প্রণালি: প্রথমে পেঁয়াজ, তেল, আদা, রসুন, জিরা, ধনে, হলুদ, মরিচ, গরমমসলা সব হাতে মেখে প্রয়োজনমতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিন। ১০ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। এবার ধুয়ে পানি ঝরানো চাল, ডাল ঝোলে দিন। নেড়েচেড়ে ভাজুন ১ মিনিট। তারপর ৭ কাপ গরম পানি দিয়ে উচ্চ তাপে রান্না করুন। পানি ফুটে উঠলে ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে রান্না করুন কিছুক্ষণ। যখন দেখবেন পানি মাখা মাখা হয়ে চাল প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আচার দিন। হালকা হাতে আচার ভালো করে মিশিয়ে ওপরে কাঁচা মরিচ আর রসুনের কোয়া দিয়ে দিন। একটা তাওয়ায় হাঁড়ি রেখে ১০ মিনিট দমে রাখুন। ১০ মিনিট পর খিচুড়ির ওপর বেরেস্তা ছিটিয়ে চুলা থেকে নামান। ৫–১০ মিনিট পাতিলেই রাখুন। খোসাসহ রসুনের ভেতরটা এ সময় সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে। গরম গরম পরিবেশন করুন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayesha jawaher posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ayesha jawaher:

Share

Category