
08/10/2025
বাংলাদেশে আনুষ্ঠানিক বিক্রি শুরুর মাত্র এক বছরের মধ্যে ১৩ হাজারের বেশি রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল বিক্রি হয়েছে। গত বছরের অক্টোবরে ইফাদ মোটরস দেশে এই মোটরসাইকেল বাজারজাত শুরু করে।
দেশে প্রথমবারের মতো ৩৫০ সিসি ইঞ্জিনক্ষমতার মোটরসাইকেল এনেছে রয়্যাল এনফিল্ড। বর্তমানে বাজারে চারটি মডেল পাওয়া যাচ্ছে- হান্টার ৩৫০, মিটিয়র ৩৫০, ক্ল্যাসিক ৩৫০ এবং বুলেট ৩৫০। মডেলভেদে এসব মোটরসাইকেলের দাম নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৭১ হাজার থেকে ৫ লাখ ৮ হাজার টাকা পর্যন্ত।
রয়্যাল এনফিল্ডের সংযোজন কারখানার কাজ শেষ হয় গত বছর অক্টোবরে। কুমিল্লার চৌদ্দগ্রামে আট একর জমির ওপর নির্মিত এ কারখানার বার্ষিক উৎপাদন সক্ষমতা ৩০ হাজার মোটরসাইকেল। ইফাদ মোটরস এই প্রকল্পে বিনিয়োগ করেছে ২০০ কোটি টাকার বেশি। ইঞ্জিন ছাড়া মোটরসাইকেলের বাকি যন্ত্রাংশ দেশেই সংযোজন করা হচ্ছে।
ভারতের বাইরে এটি রয়্যাল এনফিল্ডের ষষ্ঠ সংযোজন কারখানা। এর আগে নেপাল, ব্রাজিল, থাইল্যান্ড, কলম্বিয়া ও আর্জেন্টিনায় সংযোজন কারখানা স্থাপন করেছে প্রতিষ্ঠানটি।