04/11/2025
চলতি বছরের প্রথম নয় মাসে প্রায় ৩৩ হাজার কোটি টাকার ব্যবসা করেছে বহুজাতিক সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি)।
গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির বিক্রি বেড়েছে প্রায় ২ হাজার ১০৮ কোটি টাকা বা ৭ শতাংশ। গত বছর একই সময়ে বিএটিবিসির আয় ছিল ৩০ হাজার ৮৪৩ কোটি টাকা।
তবে আয় বাড়লেও মুনাফায় এসেছে বড় পতন। আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ের তুলনায় চলতি বছরের একই সময়ে কোম্পানিটির মুনাফা কমেছে প্রায় ৬০৩ কোটি টাকা, যা প্রায় ৪৬ শতাংশ হ্রাস নির্দেশ করে। চলতি বছরের প্রথম নয় মাসে বিএটিবিসি মুনাফা করেছে ৭২০ কোটি টাকা, যেখানে গত বছর একই সময়ে মুনাফা ছিল ১ হাজার ৩২৩ কোটি টাকা।
মুনাফা কমে যাওয়ার মূল কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে—সিগারেটের ওপর সম্পূরক শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) বৃদ্ধি। পাশাপাশি কোম্পানির কারখানা ও প্রধান কার্যালয় স্থানান্তরেও বড় অঙ্কের ব্যয় হওয়ায় সেটির প্রভাবও মুনাফায় পড়েছে।
***co