House of Marketing

House of Marketing House of Marketing is a marketing thought leader that gives you deep & core insights into the market.

বাংলাদেশে আনুষ্ঠানিক বিক্রি শুরুর মাত্র এক বছরের মধ্যে ১৩ হাজারের বেশি রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল বিক্রি হয়েছে। গত বছরের ...
08/10/2025

বাংলাদেশে আনুষ্ঠানিক বিক্রি শুরুর মাত্র এক বছরের মধ্যে ১৩ হাজারের বেশি রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল বিক্রি হয়েছে। গত বছরের অক্টোবরে ইফাদ মোটরস দেশে এই মোটরসাইকেল বাজারজাত শুরু করে।

দেশে প্রথমবারের মতো ৩৫০ সিসি ইঞ্জিনক্ষমতার মোটরসাইকেল এনেছে রয়্যাল এনফিল্ড। বর্তমানে বাজারে চারটি মডেল পাওয়া যাচ্ছে- হান্টার ৩৫০, মিটিয়র ৩৫০, ক্ল্যাসিক ৩৫০ এবং বুলেট ৩৫০। মডেলভেদে এসব মোটরসাইকেলের দাম নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৭১ হাজার থেকে ৫ লাখ ৮ হাজার টাকা পর্যন্ত।

রয়্যাল এনফিল্ডের সংযোজন কারখানার কাজ শেষ হয় গত বছর অক্টোবরে। কুমিল্লার চৌদ্দগ্রামে আট একর জমির ওপর নির্মিত এ কারখানার বার্ষিক উৎপাদন সক্ষমতা ৩০ হাজার মোটরসাইকেল। ইফাদ মোটরস এই প্রকল্পে বিনিয়োগ করেছে ২০০ কোটি টাকার বেশি। ইঞ্জিন ছাড়া মোটরসাইকেলের বাকি যন্ত্রাংশ দেশেই সংযোজন করা হচ্ছে।

ভারতের বাইরে এটি রয়্যাল এনফিল্ডের ষষ্ঠ সংযোজন কারখানা। এর আগে নেপাল, ব্রাজিল, থাইল্যান্ড, কলম্বিয়া ও আর্জেন্টিনায় সংযোজন কারখানা স্থাপন করেছে প্রতিষ্ঠানটি।

চলতি অর্থবছরের সেপ্টেম্বর মাসে দেশের রপ্তানি আয় আগের বছরের তুলনায় কমেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ ...
08/10/2025

চলতি অর্থবছরের সেপ্টেম্বর মাসে দেশের রপ্তানি আয় আগের বছরের তুলনায় কমেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা যায়, সেপ্টেম্বরে রপ্তানি আয় হয়েছে ৩ হাজার ৬২৭.৫৮ মিলিয়ন মার্কিন ডলার (৩৬২ কোটি ৭৫ লাখ), যা গত বছরের একই মাসের ৩ হাজার ৮০২.৮৭ মিলিয়ন ডলার থেকে ৪.৬১ শতাংশ কম।

রোববার (৫ অক্টোবর) ইপিবি প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়। তবে একক মাসে রপ্তানি আয় কমলেও ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) সামগ্রিক রপ্তানি বেড়েছে ৫.৬৪ শতাংশ।

প্রধান রপ্তানি খাত পোশাক শিল্পে সেপ্টেম্বরে উল্লেখযোগ্য হারে আয় কমেছে। মাসটিতে পোশাক খাত থেকে আয় হয়েছে ২ হাজার ৮৩৯.৭৫ মিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ৩ হাজার ১০.১১ মিলিয়ন ডলার।

রপ্তানি আয়ে দ্বিতীয় স্থানে থাকা কৃষিপণ্য খাতেও পতন ঘটেছে। সেপ্টেম্বরে কৃষি রপ্তানি আয় দাঁড়িয়েছে ১০৯.১৯ মিলিয়ন ডলার, যা আগের বছরের ১০৪.৩ মিলিয়ন ডলারের তুলনায় ২.৩৭ শতাংশ কম।

অন্যদিকে, চামড়া ও চামড়াজাত পণ্যে প্রবৃদ্ধি দেখা গেছে। সেপ্টেম্বরে এই খাত থেকে আয় হয়েছে ৯০.৯৮ মিলিয়ন ডলার, যা আগের বছরের ৮৭.৮৬ মিলিয়ন ডলারের তুলনায় ৩.৫৫ শতাংশ বেশি।

পাট ও পাটজাত পণ্যে আয় সামান্য কমেছে। সেপ্টেম্বরে এ খাতে আয় হয়েছে ৭৪.৩৩ মিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের ৭৫.১১ মিলিয়ন ডলারের তুলনায় ১.০৪ শতাংশ কম।

গৃহস্থালী পণ্য খাত পঞ্চম স্থানে রয়েছে। সেপ্টেম্বরে আয় হয়েছে ৬৭.৬ মিলিয়ন ডলার, যা গত বছরের ৬৭.৯৭ মিলিয়ন ডলার থেকে ০.৫৪ শতাংশ কম।

তবে ইতিবাচক দিক হলো, প্রিন্টেড মেটেরিয়ালস ও ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস খাতে যথাক্রমে ৫৭.৫০ শতাংশ এবং ৩৬.৪৩ শতাংশ প্রবৃদ্ধি রেকর্ড হয়েছে, যা ভবিষ্যতে রপ্তানিতে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

বিক্রি কিছুটা কমলেও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড ১৯০ কোটি টা...
08/10/2025

বিক্রি কিছুটা কমলেও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড ১৯০ কোটি টাকা মুনাফা করেছে। প্রায় নয় দশকের ইতিহাসে এটিই সর্বোচ্চ মুনাফা।

বিদেশি মদ আমদানিতে কঠোর বিধিনিষেধ আর স্থানীয় বাজারে উচ্চ মুনাফার কার্যক্রম কেরুকে এ সাফল্য এনে দিয়েছে। এই দুটি কারণই কোম্পানিটির আয় বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।

যদিও লোকসানি চিনি ইউনিটে ৬২ কোটি টাকার ক্ষতি হয়েছে, তবুও তা সমন্বয় করার পর কেরুর সমন্বিত নিট মুনাফা দাঁড়িয়েছে ১২৮ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৫২ শতাংশ বেশি।

শুধু ডিস্টিলারি ইউনিট থেকেই মুনাফা বেড়েছে প্রায় ৩২ শতাংশ। এতে স্পষ্ট, কেরু অ্যান্ড কোম্পানির মূল আর্থিক চালিকাশক্তি হয়ে উঠেছে মদের ব্যবসা।

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সে ঊর্ধ্বমুখী প্রবাহ দেখা গেছে। সদ্য শেষ হওয়া সেপ্টেম্বরে দেশে এসেছে ২ দশমিক ৬৮ বি...
08/10/2025

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সে ঊর্ধ্বমুখী প্রবাহ দেখা গেছে। সদ্য শেষ হওয়া সেপ্টেম্বরে দেশে এসেছে ২ দশমিক ৬৮ বিলিয়ন মার্কিন ডলার (২৬৮ কোটি ৫৮ লাখ), যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ হাজার ৭৫৭ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৬৮ লাখ ১০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে এসেছে ২৫ কোটি ৮২ লাখ ১০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৯৫ কোটি ৪৬ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬২ লাখ ৪০ হাজার ডলার।

এর আগে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। আগস্টে প্রবাসীরা পাঠান ২৪২ কোটি ২০ লাখ ডলার বা প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি টাকা।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) দেশের রপ্তানি আয় ৫.৬৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২.৩১ বিলিয়ন ডলারে। ...
08/10/2025

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) দেশের রপ্তানি আয় ৫.৬৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২.৩১ বিলিয়ন ডলারে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ে আয় ছিল ১১.৬৬ বিলিয়ন ডলার।

রপ্তানির শীর্ষ খাত তৈরি পোশাক (আরএমজি) যথারীতি প্রধান অবদান রেখেছে। জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে এ খাত থেকে আয় হয়েছে ৯.৯৭ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪.৭৯ শতাংশ বেশি।

হোম টেক্সটাইল খাতের রপ্তানি আয় বেড়েছে ৭.৯৮ শতাংশ। এ সময়ে আয় হয়েছে ২০৬.৬২ মিলিয়ন ডলার, যা গত বছর ছিল ১৯১.৩৫ মিলিয়ন। কৃষিপণ্যে আয় বেড়েছে ১.৫৪ শতাংশ, দাঁড়িয়েছে ২৭৬.৫৭ মিলিয়ন ডলারে। গত বছর একই সময়ে আয় ছিল ২৭২.৩৮ মিলিয়ন।

চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি আয় বেড়েছে ১০.৬ শতাংশ। এ খাতে আয় দাঁড়িয়েছে ৩১৯.৭৪ মিলিয়ন ডলারে, যা গত বছর ছিল ২৮৯.০৯ মিলিয়ন।

সবচেয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি এসেছে ইঞ্জিনিয়ারিং পণ্য খাতে। জুলাই-সেপ্টেম্বরে এ খাত থেকে আয় হয়েছে ১৬৫.৩৭ মিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় ৪৫.১৬ শতাংশ বেশি।

এছাড়া পাট ও পাটজাত পণ্যে আয় বেড়েছে ৩.৭৩ শতাংশ। খাতটি থেকে এ সময়ে আয় হয়েছে ১৯২.৮৯ মিলিয়ন ডলার, যা গত বছর ছিল ১৮৫.৯৬ মিলিয়ন ডলার।

দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (আইবিবিএল) প্রতি বছর ১,৫০০ কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতির বো...
08/10/2025

দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (আইবিবিএল) প্রতি বছর ১,৫০০ কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতির বোঝা টানছে অদক্ষ ও অর্ধশিক্ষিত কর্মীদের কারণে। সাত বছর আগে এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট পূর্ববর্তী ব্যবস্থাপনার মাধ্যমে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত এসব কর্মীর সংখ্যা ৮ হাজার ৩৪০ জনেরও বেশি।

তথ্য অনুযায়ী, কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বা আনুষ্ঠানিক পরীক্ষা ছাড়াই কেবল মোটা অংকের অর্থের বিনিময়ে পানের দোকানদার, গৃহকর্মী, অটোরিকশা চালক, রাজমিস্ত্রির সহকারী, রংমিস্ত্রীসহ নানা পেশার মানুষকে ব্যাংকে চাকরি দেওয়া হয়েছিল।

এই অবৈধ নিয়োগের কারণে প্রতি বছর ১,৫০০ কোটি টাকারও বেশি ব্যয় হচ্ছে, ফলে গত সাত বছরে ব্যাংকটির ক্ষতি দাঁড়িয়েছে ১০ হাজার কোটি টাকারও বেশি। এর সঙ্গে ব্যাংক থেকে ১ লাখ কোটি টাকারও বেশি অর্থ লোপাটের অভিযোগ যুক্ত হওয়ায় প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ আর্থিক স্থিতিশীলতা টিকিয়ে রাখা ‘প্রায় অসম্ভব’ হয়ে পড়েছে।

ব্যাংকিং বিশেষজ্ঞরা বলছেন, ইসলামী ব্যাংকের এ ধরনের অবৈধ নিয়োগ ও অর্থ আত্মসাতের ঘটনা পুরো ব্যাংকিং খাতকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।

ব্যাংক কর্তৃপক্ষ কর্তৃক যোগ্যতা যাচাই প্রক্রিয়া শুরু হলে দেখা যায়, অনেক কর্মকর্তা জাল সার্টিফিকেট ব্যবহার করে চাকরিতে যোগ দিয়েছেন। ইতিমধ্যে জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে বেশ কয়েকজনকে বরখাস্ত করা হয়েছে এবং সার্টিফিকেট যাচাই কার্যক্রম এখনো চলছে।

পঞ্চগড়ের দেবীগঞ্জের দেবদারু তলায় বসে দেশের সবচেয়ে বড় জলপাই হাট। মৌসুমজুড়ে এখানে জমজমাট কেনা-বেচা চলে। জলপাইয়ের পাশাপাশি ...
08/10/2025

পঞ্চগড়ের দেবীগঞ্জের দেবদারু তলায় বসে দেশের সবচেয়ে বড় জলপাই হাট। মৌসুমজুড়ে এখানে জমজমাট কেনা-বেচা চলে। জলপাইয়ের পাশাপাশি জাম্বুরা, কলা, পেঁপেসহ নানা মৌসুমি ফলও বিক্রি হয় এ বাজারে। সঠিক বিপণন ব্যবস্থা গড়ে তুলতে পারলে এই জনপদ গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে মনে করছেন স্থানীয়রা।

সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সারা মৌসুম ধরে দেবীগঞ্জের দেবদারু তলার এই জলপাই হাট সরগরম থাকে। চাষিরা বাগান থেকে জলপাই সংগ্রহ করে আড়তদারদের কাছে বিক্রি করেন, আর তা কিনে নিয়ে যান দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা। আকার, মান ও গুণের কারণে চাহিদা বেশি হওয়ায় ভালো দাম পাচ্ছেন স্থানীয় চাষিরা।

ব্যবসায়ীদের মতে, প্রতিদিন গড়ে প্রায় ২৫ লাখ টাকার জলপাই কেনা-বেচা হচ্ছে। প্রকারভেদে প্রতি কেজি জলপাই বিক্রি হচ্ছে ২০ থেকে ৪০ টাকায়। হাটে প্রতিদিন ৫০ থেকে ৮০ টন জলপাই কেনা-বেচা হয়। প্রায় হাজার খানেক ক্ষুদ্র ব্যবসায়ী স্থানীয়ভাবে জলপাই কিনে বাইরের ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন।

পণ্য পরিবহনে ট্রেন ও সড়কপথের সুবিধা থাকায় দেশের নানা প্রান্ত থেকে ব্যবসায়ীরা এখানে আসেন জলপাই কিনতে। ফলে দেবীগঞ্জের এই জলপাই হাট মৌসুমজুড়ে গ্রামীণ অর্থনীতিকে চাঙা রাখছে।

বিশ্বের বৃহত্তম হালাল পণ্য প্রদর্শনী মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (মিহাস) ২০২৫-এ অংশ নিয়ে নজিরবিহীন সাফল্য অর্জন...
08/10/2025

বিশ্বের বৃহত্তম হালাল পণ্য প্রদর্শনী মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (মিহাস) ২০২৫-এ অংশ নিয়ে নজিরবিহীন সাফল্য অর্জন করেছে বাংলাদেশের কসমেটিকস ও স্কিনকেয়ার শিল্প।

প্রদর্শনীতে অংশ নেওয়া দেশি কোম্পানিগুলোর পণ্যে ২১টি দেশের ১১৮টিরও বেশি আন্তর্জাতিক ক্রেতা ও রিটেইলার আগ্রহ দেখিয়েছেন। এতে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো প্রায় ২৫ লাখ মার্কিন ডলারের সম্ভাব্য রপ্তানি অর্ডার পেয়েছে।

এবারের আয়োজনে বাংলাদেশ থেকে মোট ১২টি বুথ অংশ নেয়, যার মধ্যে দুটি পরিচালনা করেছে বাংলাদেশ হাইকমিশন। খাদ্য, কসমেটিকস, হস্তশিল্প, সিরামিক, পাটজাত এবং পর্যটনসহ বিভিন্ন খাতের পণ্য প্রদর্শিত হয়। এর মধ্যে হালাল সার্টিফায়েড কসমেটিকস, স্কিনকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য বিশেষ আকর্ষণ হিসেবে জায়গা করে নেয়।

যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, চীন, অস্ট্রেলিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ক্রেতারা বাংলাদেশের হালাল কসমেটিকসের গুণগত মান, উদ্ভাবনী প্রযুক্তি এবং প্যাকেজিং দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।

প্রদর্শনীর সময় একাধিক দেশি কোম্পানি সরাসরি রপ্তানি অর্ডার পায় এবং ভবিষ্যতে প্রাইভেট লেবেল উৎপাদন ও প্যাকেজিং সহযোগিতায় প্রাথমিক সমঝোতায় পৌঁছায়।

মিহাস ২০২৫-এ বিশ্বের ৮০টি দেশের ১ হাজার ১৯টি কোম্পানি অংশ নেয়, যেখানে ২ হাজার ৩৮০টিরও বেশি স্টল ছিল। প্রায় ৪৫ হাজার দর্শনার্থী প্রদর্শনীতে যোগ দেন। আয়োজনের মধ্যে ছিল ইনভেস্টমেন্ট ও পারচেজিং মিশন, বিজনেস সেমিনার, অ্যাওয়ার্ড শো এবং নলেজ হাব।

দেশের রফতানি আয়ের প্রবাহ সেপ্টেম্বরে ধীর হয়ে পড়েছে। সদ্য বিদায়ী মাসে তৈরি পোশাক (আরএমজি) রফতানি কমেছে ৫ দশমিক ৬৬ শতাংশ। ...
07/10/2025

দেশের রফতানি আয়ের প্রবাহ সেপ্টেম্বরে ধীর হয়ে পড়েছে। সদ্য বিদায়ী মাসে তৈরি পোশাক (আরএমজি) রফতানি কমেছে ৫ দশমিক ৬৬ শতাংশ।

রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, ২০২৪ সালের সেপ্টেম্বরে যেখানে পোশাক রফতানি আয় ছিল ৩ হাজার ১০ মিলিয়ন ডলার, ২০২৫ সালের সেপ্টেম্বরে তা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৮৩৯ মিলিয়ন ডলারে।

ইপিবি জানিয়েছে, দেশের প্রধান রফতানি পণ্য তৈরি পোশাকের রফতানি কমার কারণেই সামগ্রিক আয় হ্রাস পেয়েছে। খাতে নেতিবাচক প্রবৃদ্ধির মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে নতুন অর্ডার না আসা। অধিকাংশ ক্রেতা অতিরিক্ত ২০ শতাংশ রেসিপ্রোক্যাল শুল্কের একটি অংশ বাংলাদেশি সরবরাহকারীদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

রফতানিকারকদের মতে, ইতোমধ্যেই উৎপাদন খরচ বৃদ্ধি এবং প্রাথমিক শুল্ক সমন্বয়ের চাপে থাকা অবস্থায় এই অতিরিক্ত বোঝা বহন করা সম্ভব নয়।

একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও অন্যান্য বাজারেও বাংলাদেশি রফতানিকারকরা কঠিন প্রতিযোগিতার মুখে পড়েছেন। কারণ চীন ও ভারত তাদের যুক্তরাষ্ট্রের বাজারে ক্ষতি পুষিয়ে নিতে এসব বাজারে রফতানি বাড়াচ্ছে।

গুগল সতর্ক করেছে যে একটি হ্যাকার গ্রুপ, যারা নিজেদেরকে কুখ্যাত Cl0p র‍্যানসমওয়্যার চক্রের সহযোগী দাবি করছে, বিভিন্ন প্রত...
07/10/2025

গুগল সতর্ক করেছে যে একটি হ্যাকার গ্রুপ, যারা নিজেদেরকে কুখ্যাত Cl0p র‍্যানসমওয়্যার চক্রের সহযোগী দাবি করছে, বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের কাছে চাঁদাবাজির উদ্দেশ্যে ইমেইল পাঠাচ্ছে।

রয়টার্স ও ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, হ্যাকাররা দাবি করেছে তারা ওরাকলের ই-বিজনেস স্যুট (E-Business Suite) থেকে সংবেদনশীল ডেটা চুরি করেছে। এটি একটি বহুল ব্যবহৃত বিজনেস অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান Halcyon জানিয়েছে- কিছু ভুক্তভোগীর কাছে হ্যাকাররা ৫০ মিলিয়ন ডলার পর্যন্ত মুক্তিপণ দাবি করেছে, এবং প্রমাণ হিসেবে কিছু চুরি হওয়া ডেটার নমুনা দিয়েছে।

ব্লুমবার্গের তথ্যমতে, হ্যাকাররা ব্যবহারকারীদের ইমেইল অ্যাকাউন্টে অনুপ্রবেশ করে এবং পাসওয়ার্ড রিসেট ফাংশন কাজে লাগিয়ে ওরাকলের সিস্টেমে প্রবেশ করেছে।

এআই প্রযুক্তি খাতে নতুন ইতিহাস গড়েছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। প্রতিষ্ঠানটির বাজারমূল্য পৌঁছেছে ৫০০ বিলি...
07/10/2025

এআই প্রযুক্তি খাতে নতুন ইতিহাস গড়েছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। প্রতিষ্ঠানটির বাজারমূল্য পৌঁছেছে ৫০০ বিলিয়ন ডলারে।

বার্তা সংস্থা রয়টার্স ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানিয়েছে, ওপেনএআইয়ের বর্তমান ও সাবেক কর্মীরা প্রায় ৬ দশমিক ৬ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করেছেন। এর ফলে আগের ৩০০ বিলিয়ন ডলারের মূল্যায়ন থেকে বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে ৫০০ বিলিয়ন ডলারে।

গত আগস্টেই শেয়ার বিক্রির বিষয়টি প্রথম প্রকাশ করে রয়টার্স। চুক্তির অংশ হিসেবে ওপেনএআইয়ের কর্মীরা তাদের শেয়ার বিক্রি করেছেন একাধিক বিনিয়োগকারী গোষ্ঠীর কাছে। বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে থ্রাইভ ক্যাপিটাল, সফটব্যাংক, ড্রাগোনিয়ার ইনভেস্টমেন্ট গ্রুপ, আবুধাবির এমজিএক্স এবং টি রো প্রাইস।

সূত্র আরও জানিয়েছে, ওপেনএআই সেকেন্ডারি মার্কেটে মোট ১০ বিলিয়ন ডলারের বেশি দামের শেয়ার বিক্রির অনুমোদন দিয়েছিল।

এর আগে ওপেনএআইয়ের ৪০ বিলিয়ন ডলারের প্রাইমারি ফান্ডিং রাউন্ডে বিনিয়োগ করেছিল সফটব্যাংক। নতুন এই শেয়ার বিক্রিও তাদের আগের বিনিয়োগের সঙ্গে যুক্ত হয়েছে।

উল্লেখ্য, ওপেনএআই ২০২৫ সালের প্রথম ছয় মাসে প্রায় ৪ দশমিক ৩ বিলিয়ন ডলার আয় করেছে, যা ২০২৪ সালের পুরো বছরের তুলনায় প্রায় ১৬ শতাংশ বেশি।

ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন, তার কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি xAI একটি নতুন ডিজিটাল বিশ্বকোষ তৈরি করছে, যার নাম ‘গ্রোকিপিডিয়...
07/10/2025

ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন, তার কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি xAI একটি নতুন ডিজিটাল বিশ্বকোষ তৈরি করছে, যার নাম ‘গ্রোকিপিডিয়া’ (Grokipedia)। এটি হবে উইকিপিডিয়ার প্রতিদ্বন্দ্বী।

সেপ্টেম্বরের ৩০ তারিখে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে মাস্ক লিখেছেন, “আমরা xAI-তে গ্রোকিপিডিয়া তৈরি করছি। এটি উইকিপিডিয়ার তুলনায় অনেক উন্নত হবে। আসলে এটি মহাবিশ্বকে বোঝার জন্য xAI-এর লক্ষ্যের একটি অপরিহার্য ধাপ।”

তার এই মন্তব্য এসেছে উদ্যোক্তা ডেভিড স্যাকসের এক বক্তব্যের জবাবে। স্যাকস বলেছেন, “উইকিপিডিয়া সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট।”

মাস্ক দীর্ঘদিন ধরেই উইকিপিডিয়ার তীব্র সমালোচনা করে আসছেন। তিনি একে “ওয়োক” বলে আখ্যা দিয়েছেন এবং এর তহবিলের জন্য দানের ওপর নির্ভরশীলতাকেও কটাক্ষ করেছেন।

এ বছরের শুরুর দিকে তিনি প্ল্যাটফর্মটির সমালোচনা করেছিলেন, যখন উইকিপিডিয়ায় একটি এন্ট্রিতে দাবি করা হয় যে তিনি ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে নাৎসি স্যালুট দিয়েছিলেন। xAI-এর চ্যাটবট গ্রোক (Grok)-এর উপর ভিত্তি করে গড়ে উঠবে গ্রোকিপিডিয়া।

Address

1st Floor, House: 313, Avenue: 4, Road No: 4, Mirpur DOHS
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when House of Marketing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to House of Marketing:

Share