House of Marketing

House of Marketing House of Marketing is a marketing thought leader that gives you deep & core insights into the market.

চলতি বছরের প্রথম নয় মাসে প্রায় ৩৩ হাজার কোটি টাকার ব্যবসা করেছে বহুজাতিক সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান ...
04/11/2025

চলতি বছরের প্রথম নয় মাসে প্রায় ৩৩ হাজার কোটি টাকার ব্যবসা করেছে বহুজাতিক সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি)।

গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির বিক্রি বেড়েছে প্রায় ২ হাজার ১০৮ কোটি টাকা বা ৭ শতাংশ। গত বছর একই সময়ে বিএটিবিসির আয় ছিল ৩০ হাজার ৮৪৩ কোটি টাকা।

তবে আয় বাড়লেও মুনাফায় এসেছে বড় পতন। আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ের তুলনায় চলতি বছরের একই সময়ে কোম্পানিটির মুনাফা কমেছে প্রায় ৬০৩ কোটি টাকা, যা প্রায় ৪৬ শতাংশ হ্রাস নির্দেশ করে। চলতি বছরের প্রথম নয় মাসে বিএটিবিসি মুনাফা করেছে ৭২০ কোটি টাকা, যেখানে গত বছর একই সময়ে মুনাফা ছিল ১ হাজার ৩২৩ কোটি টাকা।

মুনাফা কমে যাওয়ার মূল কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে—সিগারেটের ওপর সম্পূরক শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) বৃদ্ধি। পাশাপাশি কোম্পানির কারখানা ও প্রধান কার্যালয় স্থানান্তরেও বড় অঙ্কের ব্যয় হওয়ায় সেটির প্রভাবও মুনাফায় পড়েছে।
***co

দক্ষিণ কোরিয়ার সিউলে এক রেস্তোরাঁয় উপস্থিত সবার বিল পরিশোধ করে চমকে দিলেন প্রযুক্তি জগতের তিন শীর্ষ ধনকুবের- এনভিডিয়ার প...
03/11/2025

দক্ষিণ কোরিয়ার সিউলে এক রেস্তোরাঁয় উপস্থিত সবার বিল পরিশোধ করে চমকে দিলেন প্রযুক্তি জগতের তিন শীর্ষ ধনকুবের- এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং, স্যামসাং ইলেকট্রনিকসের চেয়ারম্যান লি জে-ইয়ং এবং হুন্দাই মোটর গ্রুপের নির্বাহী চেয়ারম্যান চুং উ-ই-সন।

বৃহস্পতিবার রাজধানী সিউলের জনপ্রিয় কাকানবু রেস্তোরাঁয় এই তিনজন একসঙ্গে ফ্রাইড চিকেন ও ঠান্ডা বিয়ার উপভোগ করেন। দক্ষিণ কোরিয়ায় ফ্রাইড চিকেন ও বিয়ারের এই সমন্বয় “চিমায়েক” নামে পরিচিত এবং এটি দেশটিতে অত্যন্ত জনপ্রিয়।

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপিইসি) সম্মেলনের আগে আয়োজিত এই আড্ডায় হুয়াং হাসিমুখে পথচারীদের উদ্দেশে বলেন, “বন্ধুদের সঙ্গে ফ্রাইড চিকেন আর বিয়ার আমি সত্যিই খুব পছন্দ করি। তাই কাকানবু একদম পারফেক্ট, তাই না?” উল্লেখ্য, “কাকানবু” শব্দটি কোরিয়ান ভাষায় ঘনিষ্ঠ বন্ধুত্ব বোঝাতেও ব্যবহৃত হয়।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ জানায়, তারা ফ্রাইড চিকেনের পাশাপাশি চিজ বল, চিজ স্টিক, বোনলেস চিকেন, স্থানীয় বিয়ার ‘টেরা’ এবং ঐতিহ্যবাহী পানীয় সোজু উপভোগ করেন।

স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, মোট ১৯৫ বিলিয়ন ডলারের সম্পদের অধিকারী এই তিন ব্যবসায়ী “বন্ধুত্বের শট” পান করেন—যা কোরিয়ায় বন্ধুত্বের প্রতীকী রীতি। এরপর তারা বাইরে এসে অপেক্ষমাণ দর্শকদের চিকেন ও চিজ স্টিক এগিয়ে দেন।

হাতে চিকেনের ঝুড়ি তুলে হুয়াং বলেন, “চিকেন উইংসটা অবিশ্বাস্য ভালো! আপনি আগে এখানে এসেছেন? দারুণ, তাই না? কেউ নেবেন? ফ্রাইড চিকেন?”

রেস্তোরাঁয় উপস্থিত সবার বিল পরিশোধের প্রতীক হিসেবে হুয়াং যখন ‘গোল্ডেন বেল’ বাজান, তখন উপস্থিত সবাই উল্লাসে ফেটে পড়েন। তবে ইয়োনহাপ জানিয়েছে, মূল বিলটি পরিশোধ করেন স্যামসাংয়ের লি, আর দ্বিতীয় রাউন্ডের খরচ বহন করেন হুন্দাই চেয়ারম্যান চুং।

স্বনির্ভর প্রতিরক্ষা শিল্প গঠনের বড় পরিকल्पনার অংশ হিসেবে সরকার একটি 'বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন' বা সামরিক অর্থনৈতিক...
03/11/2025

স্বনির্ভর প্রতিরক্ষা শিল্প গঠনের বড় পরিকल्पনার অংশ হিসেবে সরকার একটি 'বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন' বা সামরিক অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগের উদ্দেশ্য সামরিক ও আধা-সামরিক বাহিনীর প্রয়োজন মেটাতে ড্রোন, সাইবার প্রযুক্তি ও বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারু স্থানীয়ভাবে উৎপাদন করা এবং ভবিষ্যতে সেগুলো রপ্তানির সম্ভাবনা তৈরি করা।

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এই শিল্পের পূর্ণাঙ্গ বিকাশে মোটামুটি ১৫,০০০ কোটি টাকার বিনিয়োগ প্রয়োজন হবে, যা রাজস্ব বাজেট, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি), যৌথ উদ্যোগ বা সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) সূত্রে দীর্ঘমেয়াদে সংগ্রহ করার পরিকল্পনা রয়েছে।

প্রতিরক্ষাক্ষেত্রে আধুনিকায়ন ও আত্মনির্ভরতা নিশ্চিত করতে প্রযুক্তি হস্তান্তর, যৌথ বিনিয়োগ, পিপিপি ও এফডিআই সহজকরণের জন্য কিছু নীতিগত অনুমোদন প্রদান করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উচ্চ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার কার্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে যে ইতোমধ্যেই বিভিন্ন দেশের সরকার ও প্রতিষ্ঠান বাংলাদেশের উদীয়মান প্রতিরক্ষা উৎপাদনখাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) রাজধানীর গুলশানে তাদের নতুন কর্পোরেট প্রধান কার্যালয় স্থাপনের জন্য প্রায় ৩০০ ...
03/11/2025

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) রাজধানীর গুলশানে তাদের নতুন কর্পোরেট প্রধান কার্যালয় স্থাপনের জন্য প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে এক বিঘা জমি ক্রয়ের পরিকল্পনা নিয়েছে।

প্রস্তাবিত এই বিনিয়োগের মধ্যে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও নিবন্ধন খরচ অন্তর্ভুক্ত নয়। প্রকল্পটি বাস্তবায়নের আগে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে। এর মাধ্যমে গুলশান-১ এলাকায় অবস্থিত ২১ তলা বাণিজ্যিক ভবন “দ্য কিউব”-এর নিচতলা থেকে ১৪ তলা পর্যন্ত মোট ১৫টি ফ্লোর কেনার পূর্ববর্তী সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে এমটিবি ওই ফ্লোরগুলো কেনার অনুমোদন দিয়েছিল, যার মূল্য ছিল ৪৫০ কোটি টাকা (ভ্যাট ও নিবন্ধন খরচ ব্যতীত)।

প্রযুক্তি হস্তান্তর চুক্তির আওতায় চীনের সঙ্গে যৌথভাবে বাংলাদেশে একটি আনম্যানড এরিয়াল ভেহিকল (ইউএভি) বা ড্রোন উৎপাদন কারখ...
03/11/2025

প্রযুক্তি হস্তান্তর চুক্তির আওতায় চীনের সঙ্গে যৌথভাবে বাংলাদেশে একটি আনম্যানড এরিয়াল ভেহিকল (ইউএভি) বা ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করছে বাংলাদেশ বিমান বাহিনী।

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কারখানার স্থাপনকাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এটি দেশের প্রতিরক্ষা শিল্পে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এছাড়া, চীন বাংলাদেশে একটি বিমান ওভারহলিং কেন্দ্র স্থাপনের প্রস্তাবও দিয়েছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত এক সমন্বয় সভার কার্যবিবরণীতে এ তথ্য উঠে এসেছে।

সভায় বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপন এবং সামরিক ও আধা-সামরিক বাহিনীর প্রয়োজনীয় সরঞ্জাম স্থানীয়ভাবে উৎপাদনের লক্ষ্যে সরকারি, বেসরকারি ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বিমান বাহিনীর এক কর্মকর্তা জানান, দুই বছর আগে বাংলাদেশ অ্যারোনটিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (বার্ডাক) নিজস্ব নকশায় চারটি বিমান তৈরি করে সফলভাবে উড্ডয়ন করিয়েছে। এর উদ্দেশ্য ছিল প্রশিক্ষণ বিমানের নিজস্ব প্রযুক্তি উন্নয়ন এবং ভবিষ্যতে বাণিজ্যিকভাবে স্পোর্টস এয়ারক্রাফট উৎপাদন শুরু করা।

বিমান বাহিনীর কর্মকর্তারা বলেন, বিশ্বজুড়ে বিমান সম্পর্কিত যন্ত্রাংশ ও সরঞ্জামের বিপুল চাহিদা রয়েছে। দেশের মানবসম্পদকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত উদ্যোগ নেওয়া গেলে এভিয়েশন খাতে ব্যাপক উন্নয়ন সম্ভব এবং এতে বিদেশি বিনিয়োগের সম্ভাবনাও বাড়বে।

চীনের দেওয়া বিমান ওভারহলিং প্রস্তাব নিয়ে সভায় এক কর্মকর্তা বলেন, বিমান বাহিনীর বিদ্যমান সক্ষমতা ও জনবলের সঙ্গে প্রয়োজনীয় কিছু সরঞ্জাম যুক্ত করে ব্যবহৃত বিমানের ইঞ্জিনের ওভারহলিং কার্যক্রম চালানো সম্ভব হবে।

মার্কিন প্রযুক্তি জায়ান্ট মেটা জর্জিয়া অঙ্গরাজ্যের নিউটন কাউন্টির প্রান্তে ৭৫০ মিলিয়ন ডলারের ডেটা সেন্টার নির্মাণের পর থ...
03/11/2025

মার্কিন প্রযুক্তি জায়ান্ট মেটা জর্জিয়া অঙ্গরাজ্যের নিউটন কাউন্টির প্রান্তে ৭৫০ মিলিয়ন ডলারের ডেটা সেন্টার নির্মাণের পর থেকে স্থানীয় বাসিন্দাদের জীবন যেন ওলটপালট হয়ে গেছে। বিশেষ করে যেসব পরিবার নলকূপের পানির ওপর নির্ভরশীল, তারা পড়েছেন ভয়াবহ পানি সংকটে।

দ্য নিউইয়র্ক টাইমস–এর এক প্রতিবেদনে বেভারলি (৭১) এবং জেফ মরিস (৬৭) নামের এক দম্পতির দুর্ভোগ তুলে ধরা হয়েছে। তাদের বাড়ি মেটার ডেটা সেন্টার থেকে মাত্র এক হাজার ফুট দূরে।

২০১৮ সালে নির্মাণকাজ শুরু হওয়ার কয়েক মাস পরই তাদের বাড়ির কলের পানি শুকিয়ে যায়। এরপর থেকে তারা পানি সমস্যার সমাধানে প্রায় ৫ হাজার ডলার ব্যয় করেছেন। কিন্তু নতুন নলকূপ বসাতে প্রয়োজনীয় ২৫ হাজার ডলার জোগাড় করা তাঁদের পক্ষে সম্ভব হচ্ছে না।

ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি চালু হওয়ার পর থেকে পানির ব্যবহার এত দ্রুত বেড়েছে যে, স্থানীয়দের জীবনযাত্রা ও সরকারি পানি সরবরাহ ব্যবস্থা এখন মারাত্মক হুমকির মুখে।

ডেটা সেন্টারগুলোকে শীতল রাখতে দৈনিক বিপুল পরিমাণ পানি প্রয়োজন হয়। মেটার ব্যবহৃত বিশাল আকারের একটি ডেটা সেন্টার প্রতিদিন প্রায় ৫ লাখ গ্যালন পানি ব্যবহার করে থাকে। আর নতুন এআই-ভিত্তিক ডেটা সেন্টারগুলোতে এই ব্যবহার বেড়ে প্রতিদিন কয়েক মিলিয়ন গ্যালনে পৌঁছাতে পারে। নিউটন কাউন্টির মতো এলাকায় এত পানি সরবরাহ করা কার্যত অসম্ভব।

একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে নিউটন কাউন্টি তীব্র পানি সংকটে পড়তে যাচ্ছে। ইতিমধ্যেই কাউন্টির ওয়াটার অথোরিটি আগামী দুই বছরের মধ্যে পানি বিল ৩৩ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে—যা স্বাভাবিক বার্ষিক ২ শতাংশ বৃদ্ধির চেয়ে অনেক বেশি। জর্জিয়ার রাজধানী আটলান্টা থেকে মাত্র দেড় ঘণ্টার দূরত্বে অবস্থিত এই কাউন্টির জনসংখ্যা প্রায় ১ লাখ ২০ হাজার।

২০১৮ সালে মেটার এই প্রকল্প শুরু হয় এবং শেষ হয় গত বছর। এটি ছিল জর্জিয়ায় নির্মিত প্রথম বড় আকারের ডেটা সেন্টার। স্থানীয় প্রশাসন রাজস্ব বৃদ্ধির আশায় প্রকল্পটিতে উৎসাহ দিয়েছিল।

নিউটন কাউন্টি ওয়াটার অ্যান্ড স্যুয়ারেজ অথোরিটির নির্বাহী পরিচালক মাইক হপকিন্স জানিয়েছেন, মেটার ডেটা সেন্টার বর্তমানে কাউন্টির মোট দৈনিক পানি ব্যবহারের প্রায় ১০ শতাংশ ব্যবহার করছে। আরও নয়টি কোম্পানি এখন একই এলাকায় নতুন ডেটা সেন্টার নির্মাণের অনুমতি চেয়েছে—এর মধ্যে কিছু প্রতিষ্ঠান দিনে ৬০ লাখ গ্যালন পর্যন্ত পানি ব্যবহারের পরিকল্পনা জানিয়েছে, যা কার্যত পুরো কাউন্টির দৈনিক পানি ব্যবহারের সমান।

পানি সংকট মোকাবিলায় স্থানীয় পানি কর্তৃপক্ষ পুনর্ব্যবহারযোগ্য পানি সরবরাহ ব্যবস্থা উন্নত করতে ২৫০ মিলিয়ন ডলারের এক বিশাল প্রকল্প হাতে নিয়েছে, যদিও এটিকে বাস্তবায়ন করা প্রায় অসম্ভব বলে মনে করছেন অনেকেই।

চলতি ২০২৫ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর) গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি প্রায় ২ হাজার ২৩৫ কোটি টাকার নিট লোক...
03/11/2025

চলতি ২০২৫ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর) গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি প্রায় ২ হাজার ২৩৫ কোটি টাকার নিট লোকসানের মুখে পড়েছে। আগের বছরের একই সময়ে ব্যাংকটি ৪২ কোটি টাকার বেশি নিট মুনাফা করেছিল। ব্যাংকের চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের প্রথম নয় মাসে ব্যাংকটির মোট নিট লোকসান দাঁড়িয়েছে ২ হাজার ২৩৪ কোটি ৫৮ লাখ টাকা, যেখানে গত বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৪২ কোটি ৫০ লাখ টাকা। আলোচ্য সময়ে ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২২ টাকা ৬৩ পয়সা, যা গত বছরের একই সময়ের ৪৩ পয়সা শেয়ারপ্রতি মুনাফার তুলনায় বিপুল পতন নির্দেশ করে।

আর্থিক প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এই নয় মাসের মোট লোকসানের মধ্যে ৯৭৪ কোটি ৯৮ লাখ টাকা এসেছে পরিচালন লোকসান থেকে। পাশাপাশি খেলাপি ঋণের বিপরীতে সঞ্চিতি (প্রভিশনিং) গঠনের কারণে ব্যাংককে অতিরিক্ত ১ হাজার ২৬০ কোটি ৯১ লাখ টাকার লোকসান বহন করতে হয়েছে।

এই বিপুল লোকসান ব্যাংকটির আর্থিক স্থিতিশীলতা ও ভবিষ্যৎ পরিকল্পনার ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মূল চালিকাশক্তি হিসেবে ...
03/11/2025

চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মূল চালিকাশক্তি হিসেবে এনভিডিয়ার চিপ এখন বিশ্বজুড়ে বিপুল চাহিদা সৃষ্টি করেছে, যার ফলেই কোম্পানিটি একের পর এক সাফল্যের মাইলফলক স্পর্শ করছে।

জেনসেন হুয়াং প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান ইতিহাস গড়েছে বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে ৫ ট্রিলিয়ন বা ৫ লাখ কোটি মার্কিন ডলারের বাজার মূলধন অর্জন করে। সেদিন এনভিডিয়ার শেয়ারের দর ২ দশমিক ৯৯ শতাংশ বেড়ে যাওয়ার পর দিন শেষে কোম্পানির বাজারমূল্য দাঁড়ায় ৫ দশমিক শূন্য ৩ ট্রিলিয়ন বা ৫ লাখ ৩ হাজার কোটি মার্কিন ডলার।

অবিশ্বাস্য গতিতে এগিয়ে চলা এই কোম্পানির প্রতিটি সাফল্য এখন প্রযুক্তি বিশ্বের নতুন অধ্যায় লিখছে। ২০২৩ সালের জুনে এনভিডিয়া প্রথম এক ট্রিলিয়ন ডলারের বাজার মূলধন ছুঁয়েছিল। মাত্র ২৯ মাস পরেই সেটি বেড়ে দাঁড়ায় পাঁচ ট্রিলিয়ন ডলারে।

তথ্য অনুযায়ী, এক লাখ কোটি ডলার থেকে দুই লাখ কোটি ডলারে পৌঁছাতে এনভিডিয়ার সময় লেগেছিল ১৮০ দিন। পরবর্তী ধাপে, দুই লাখ কোটি থেকে তিন লাখ কোটি ডলারে উঠতে লাগে মাত্র ৬৬ দিন, আর চার লাখ কোটি থেকে পাঁচ লাখ কোটি ডলারে যেতে সময় লেগেছে মাত্র ৭৮ দিন।

চলতি বছরের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে ডাচ–বাংলা ব্যাংকের গড় মুনাফা ৩৪৭ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।ডাচ–বা...
02/11/2025

চলতি বছরের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে ডাচ–বাংলা ব্যাংকের গড় মুনাফা ৩৪৭ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ডাচ–বাংলা ব্যাংক থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, এই প্রান্তিকে ব্যাংকের গড় মুনাফা হয়েছে ১৫০ কোটি টাকা, যা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে ব্যাংকের গড় মুনাফা দাঁড়িয়েছে ২৫৫ কোটি ৬৯ লাখ টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৬৫ পয়সা।

টানা তৃতীয় বছরের মতো লোকসানের ধারায় রয়েছে রাষ্ট্রায়ত্ত গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডি...
02/11/2025

টানা তৃতীয় বছরের মতো লোকসানের ধারায় রয়েছে রাষ্ট্রায়ত্ত গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ২০২৪–২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটি ৭৭২ কোটি টাকার লোকসান করেছে।

গত তিন অর্থবছরে প্রতিষ্ঠানটির মোট লোকসান দাঁড়িয়েছে ১ হাজার ৬৮১ কোটি টাকা।

লোকসানে থাকলেও তিতাস গ্যাস সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

দেশের প্রথম বেসরকারি খাতের নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে আগের ব...
02/11/2025

দেশের প্রথম বেসরকারি খাতের নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে আগের বছরের তুলনায় নিট মুনাফায় ১৩৬% প্রবৃদ্ধি অর্জন করেছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিনিয়োগ আয়ে বৃদ্ধি, ব্যয় নিয়ন্ত্রণে শৃঙ্খলা, এবং বহুমুখী পোর্টফোলিওর কারণে এই অসাধারণ প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।

কোম্পানির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে আইপিডিসির নিট মুনাফা দাঁড়িয়েছে ১১.২০ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে আইপিডিসির মোট মুনাফা দাঁড়িয়েছে ২৬.২ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭৪% বেশি। কোম্পানিটি জানিয়েছে, কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতেও বিনিয়োগ আয় বৃদ্ধি, সুদ আয়ের প্রবৃদ্ধি, এবং কৌশলগত পোর্টফোলিও বৈচিত্র্যকরণই তাদের এই পারফর্মেন্সের পেছনে মূল ভূমিকা রেখেছে।

মার্কেন্টাইল ব্যাংক জানিয়েছে, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে তাদের একীভূত নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায়...
02/11/2025

মার্কেন্টাইল ব্যাংক জানিয়েছে, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে তাদের একীভূত নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৯৫% হ্রাস পেয়েছে।

২৯ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রকাশিত ব্যাংকের আর্থিক প্রতিবেদনে বলা হয়, এ সময়ে তাদের প্রতি শেয়ারে আয় ছিল মাত্র ০.০৫ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ১.০৬ টাকা।

চলতি বছরের প্রথম নয় মাসে ব্যাংকের একীভূত প্রতি শেয়ারে আয় দাঁড়িয়েছে ১.৮৭ টাকা, যা আগের বছরের তুলনায় ৩৮% কম। ব্যাংক জানিয়েছে, এই পতনের মূল কারণ হলো প্রভিশন দেওয়ার আগে মুনাফা কমে যাওয়া, পাশাপাশি নেট অপারেটিং কার্যক্রম থেকে নগদ প্রবাহ কমে যাওয়া।

Address

1st Floor, House: 313, Avenue: 4, Road No: 4, Mirpur DOHS
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when House of Marketing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to House of Marketing:

Share