DCM Abu Khalifa

DCM Abu Khalifa Personal blog

25/07/2025

ফুটফুটে প্রানবন্ত ছোট্ট মিরসাদের কে হারানোর শোক এখনো আমরা ভুলে উঠিনি ,
গতকাল থেকেই তার মায়ের অবস্থা ছিল খুবই করুণ।
ছেলের মৃ'ত্যুর শোক সহ্য করতে না পেরে অবশেষে মিরসাদের মা হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তে'কাল করেছেন।

(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

শোকে পাথর হয়ে গেছে পরিবার গুলো!
দোয়া করা ছাড়া আমাদের কিছু বলার আর ভাষা নেই।

#মাইলস্টোন #উত্তরা #বিমান

25/07/2025
EFDMS_হতে_ইস্যূকৃত_চালানের_ভিত্তিতে_লটারির_একচল্লিশতম_ড্র_এর_রেজাল্টভ্যাট আদায়ে স্বচ্ছতা আনতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর...
06/06/2024

EFDMS_হতে_ইস্যূকৃত_চালানের_ভিত্তিতে_লটারির_একচল্লিশতম_ড্র_এর_রেজাল্ট

ভ্যাট আদায়ে স্বচ্ছতা আনতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইএফডিএমএস চালু করেছে। দোকানে দোকানে ইএফডি/এসডিসি মেশিন স্থাপন করা হয়েছে। এই মেশিনের মাধ্যমে ভ্যাট প্রদানে জনগণকে উত্সাহিত করার জন্য এনবিআর ইএফডিএমএস থেকে ইস্যুকৃত মুদ্রিত চালানের ওপর প্রতি মাসের ১ তারিখ থেকে শেষদিন পর্যন্ত ইস্যুকৃত চালানের ওপর পরবর্তী মাসের ৫ তারিখে এই লটারি অনুষ্ঠিত হয়।

তাই আসুন, কেনার সময় ভ্যাট বুঝে নিন। আর লটারিতে দশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত ১০১টি পুরস্কার বুঝে নিন।

লটারির ড্র এর ফলাফল জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট (www.nbr.gov.bd) ও পরবর্তী ৩ কার্যদিবসের মধ্যে দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।
লটারি বিজয়ী যে কোনো কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে পুরস্কারের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারিত ফরমে নির্ধারিত মাসের মধ্যে পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটসমূহের ঠিকানা জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট (www.nbr.gov.bd) এ রয়েছে। পুরস্কারের জন্য আবেদন পত্রের সাথে
মূল চালানপত্র সংযুক্ত করতে হবে। অন্যথায় আবেদন পুরস্কারের জন্য বিবেচিত হবে না।

পুরস্কার প্রাপ্তিতে কোনো সমস্যা হলে ০১৯৬৩৬৩৬৫৫৪ মোবাইল নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

Address

Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when DCM Abu Khalifa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share