T M Hadiuzzaman Liton

T M Hadiuzzaman Liton I am Medical information officer of Beacon Pharmaceutical Ltd. I make videos about my lifestyle.

13/08/2025

টাইফয়েড টিকা রেজিস্ট্রেশন প্রক্রিয়া 2025 | Typhoid Vaccine Registration Guide 2025

ঘুমানোর আগে তিন কুল পড়া সুন্নত আয়েশা (রা.) থেকে বর্ণিত, প্রতি রাতে নবী (সা.) বিছানায় যাওয়ার আগে সুরা ইখলাস, সুরা ফালাক ও...
19/09/2024

ঘুমানোর আগে তিন কুল পড়া সুন্নত

আয়েশা (রা.) থেকে বর্ণিত, প্রতি রাতে নবী (সা.) বিছানায় যাওয়ার আগে সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস পাঠ করে দুহাত একত্র করে তাতে ফুঁক দিতেন এবং যত দূর সম্ভব সমস্ত শরীরে হাত বোলাতেন। মাথা ও মুখ থেকে আরম্ভ করে তাঁর দেহের সম্মুখভাগের ওপর হাত বোলাতেন। তিনি এভাবে তিনবার করতেন। (সহিহ বুখারি, হাদিস : ৫০১৭)

সুরা ইখলাস

আল্লাহর একত্ববাদের অনন্য বৈশিষ্ট্য ও পরিচয়সমৃদ্ধ সুরা।
কোরআনের ১১২তম ও ছোট্ট সুরা এটি। এ সুরার তেলাওয়াত ও আমলের প্রবণতা মানুষের মধ্যে বেশি। সুরার নামের অর্থ থেকেই এর ফজিলত, মর্যাদা ও নেয়ামত প্রকাশ পায়। অর্থসহ সুরাটির উচ্চারণ তুলে ধরা হলো-

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ - اللَّهُ الصَّمَدُ - لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ - وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ

উচ্চারণ : কুল হুআল্লাহু আহাদ। আল্লাহুচ্চামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ’ (মাখরাজসহ বিশুদ্ধ উচ্চারণ শিখে নেওয়া জরুরি )

অর্থ : (হে রাসুল! আপনি) বলুন, তিনিই আল্লাহ, একক। আল্লাহ অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি। আর তার সমতুল্য কেউ নেই। ’

সুরা ফালাক

সুরা ফালাক পবিত্র কোরআনের ১১৩ তম সুরা। শয়তানের আক্রমণ ও জাদুটোনাসহ সব ধরনের অনষ্টিতা থেকে মুক্ত থাকতে— এ সুরার নিয়মিত আমলই মানুষের জন্য যথেষ্ট। সুরাটিতে মহান আল্লাহ তাআলা তার কাছে আশ্রয় চাওয়ার কৌশল তুলে ধরেছেন। হাদিসের একাধিক বর্ণনায় সুরাটির অনেক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ও উপকারিতা বর্ণনা করা হয়েছে। অর্থসহ সুরাটির উচ্চারণ তুলে ধরা হলো-

قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ - مِن شَرِّ مَا خَلَقَ - وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ - وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ - وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

উচ্চারণ : কুল আউজু বিরাব্বিল ফালাক; মিন শাররি মা খালাক্ব; ওয়া মিন শাররি গাসিক্বিন ইজা ওয়াক্বাব; ওয়া মিন শাররিন নাফ্ফাছাতি ফিল উক্বাদ; ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ। (মাখরাজসহ বিশুদ্ধ উচ্চারণ শিখে নেয়া জরুরি )

অর্থ : বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার, তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে। অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়, গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।

সুরা নাস

পবিত্র কোরআনেরর সর্বশেষ (১১৪তম) সুরা। এর প্রতিটি আয়াতের মাধ্যমে প্রকাশ্য-অপ্রকাশ্য সব ধরনের অনষ্টিতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে। সুরার প্রথম তিন আয়াতে আল্লাহ তায়ালার প্রশংসা করা হয়েছে। আর পরের তিন আয়াতে জ্বিন ও মানুষরূপী শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় গ্রহণের দিকনির্দেশনা দেওয়া হয়েছে। অর্থসহ সুরাটির উচ্চারণ তুলে ধরা হলো-

قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ - مَلِكِ النَّاسِ - إِلَهِ النَّاسِ - مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ - الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ - مِنَ الْجِنَّةِ وَ النَّاسِ

উচ্চারণ : কুল আউজু বিরাব্বিন নাস; মালিকিন্ নাস; ইলাহিন্ নাস। মিন্ শররিল ওয়াস্ওয়াসিল খান্নাস; আল্লাজি ইউওয়াসয়িসু ফি ছুদুরিন নাস। মিনাল ঝিন্নাতি ওয়ান নাস। (মাখরাজসহ বিশুদ্ধ উচ্চারণ শিখে নেয়া জরুরি )

অর্থ : বলুন, আমি আশ্রয় চাই মানুষের পালনকর্তার কাছে, মানুষের অধিপতির কাছে, মানুষের মাবুদের কাছে। তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে।

11/09/2024

যাদের রাজাকার বলা হতো তারা কেউই পাকিস্তান যায়নি।
কিন্তু যাদের ভারতের দালাল বলা হতো,তারা ঠিকই ভারত পালিয়ে গেছে।

21/08/2024

চাহিদাকে সীমিত করুন, জানেনতো কাফনের কাপড়ের কোন পকেট থাকে না।

06/08/2024

নারায়ে তকবির
আল্লাহু আকবর
ধ্বন্নিতে মুখরিত হবে বাংলার জমিন, আর খুব শীঘ্রই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ্।

যশোর সিভিল সার্জন এর ১১-২০তম গ্রেডের সকল পরীক্ষা অনিবার্য কারণবশতঃ আগামী ১৯/০৭/২০২৪ইং তারিখের পরিবর্তে আগামী ২৬/০৭/২০২৪ই...
13/07/2024

যশোর সিভিল সার্জন এর ১১-২০তম গ্রেডের সকল পরীক্ষা অনিবার্য কারণবশতঃ আগামী ১৯/০৭/২০২৪ইং তারিখের পরিবর্তে আগামী ২৬/০৭/২০২৪ইং তারিখ রোজ শুক্রবার অনুষ্ঠিত হবে।

10/06/2024



26/05/2024

একাদশ শ্রেণীতে ভর্তি শুরু
আবেদন করা যাবে- আজ সন্ধ্যা ৬টার পর থেকে।

13/05/2024

একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু ২৬ শে জুন

12/05/2024

এসএসসি ও সমমানের ফল আজ বেলা 11 টায় প্রকাশিত হবে

10/04/2024
08/04/2024

১ লাখ ৯১২৬ পদে
বিভিন্ন সরকারি নিয়োগ চলমান। আবেদনের জন্য যোগাযোগ করুন এম এইচ আইটি এন্ড স্টেশনারী।
বিস্তারিত কমেন্টে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when T M Hadiuzzaman Liton posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share