06/11/2025
'জড়িয়ে ধরা'র মতো সুন্দর ফিলিংস আর নাই! মাঝেমধ্যে ইচ্ছা করবে আপনার আসলে ওই নির্দিষ্ট একজন কে একটু 'জড়িয়ে ধরতে' মন চাচ্ছে। জড়িয়ে ধরে চুপচাপ থাকবেন, আর কিচ্ছুনা। আপনার মনে হবে সেই মানুষ টা কে একটু জড়িয়ে ধরতে পারলেই আপনার সব দীর্ঘনিঃশ্বাস,সব হাহাকার,সব কষ্ট এক নিমেষে চলে যাবে। সব! একটু জড়িয়ে ধরলেই! ❤️