
14/08/2025
🌾 বিসমিল্লাহির রাহমানির রাহিম 🌾
সাবেক সভাপতি – বাংলাদেশ জাতীয়তাবাদী দল
সাবেক নির্বাচিত সভাপতি – দেবহাটা উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক – দেবহাটা উপজেলা বিএনপি বর্তমান সম্মানিত সদস্য – সাতক্ষীরা জেলা বিএনপি- শেখ সিরাজুল ইসলাম ভাই এর উক্তি
✒️ প্রিয় দেবহাটা উপজেলা বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মী ভাইয়েরা
আপনাদের জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় সহযোদ্ধারা,
আপনারা জানেন—বিগত ১৭ বছরের ফ্যাসিস্ট সরকারের দুঃশাসন আমলে আমি সততা, নিষ্ঠা ও আদর্শের সাথে দলের দায়িত্ব পালন করে আসছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলের ক্ষতির মুখে কখনো আপোষ করিনি, নিজের স্বার্থে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করিনি, বরং সর্বদা ভেবেছি—কিভাবে আমাদের প্রিয় দল আরও উজ্জ্বল হবে।
হয়তো এ কারণে অনেকেই আমার প্রতি মনঃক্ষুণ্ণ হয়েছেন, কিন্তু আমি যা করেছি—তা ব্যক্তি স্বার্থে নয়, দলের স্বার্থে। প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপিকে হৃদয়ে লালন করে আপনাদের দোয়া ও সহযোগিতায় আজ এখানে পৌঁছেছি। অতীতে আপনারা যে সম্মান ও ভালোবাসা দিয়েছেন—তার জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব।
এখন আমার লক্ষ্য—দেবহাটা উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করা। যাতে আগামীতে দেবহাটার মাটি ধানের শীষের জন্য উর্বর ভূমি হয়ে ওঠে। আমাদের লক্ষ্য—জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন।
🤝 আমি বিশ্বাস করি—যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, ইনশাআল্লাহ এই লক্ষ্য পূরণ হবেই। তাই আমার সহকর্মী ভাইদের প্রতি আহ্বান—
ত্যাগী, জেল-জুলুম-হামলা-মামলার শিকার নেতাকর্মীদের কখনো পেছনে ফেলে দেবেন না। এটি শুধু কথায় নয়—আমাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে।
📢 আসুন, ঐক্যবদ্ধ হয়ে, দেশের জন্য, দলের জন্য, তারেক রহমানের নেতৃত্বে এক নতুন সূচনা করি।
ধন্যবাদান্তে,
শেখ সিরাজুল ইসলাম
সাবেক সভাপতি – বাংলাদেশ জাতীয়তাবাদী দল
সাবেক নির্বাচিত সভাপতি – দেবহাটা উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক – দেবহাটা উপজেলা বিএনপি
বর্তমান সম্মানিত সদস্য – সাতক্ষীরা জেলা বিএনপি