Dear Motherland ッ

Dear Motherland ッ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dear Motherland ッ, Digital creator, Madarganj.

🌿 Dear Motherland 🌿
প্রকৃতির রূপ, সংস্কৃতির রঙ আর সমাজের গল্প—
সবকিছুর মিলনে এক ভিন্ন মাত্রা।
এখানে পাবেন গ্রামের মাঠ, নদী, পাহাড়, উৎসব আর জীবনের নানা আয়োজন।

✨ প্রকৃতি | সংস্কৃতি | সমাজ
📷 Scenery | Culture | Social Life

19/10/2025

DUCSU এর full meaning হলো 👉 Dhaka University Central Students' Union
✍️

৪৬ টা জেট কেনার নিউজ ১০০% সত্য । তাই চামচামি/ দালালি  থামান এবার। সরকারের একটা উপদেষ্টার থেকে জুলকারদের রেফারেন্স তুলনা ...
17/10/2025

৪৬ টা জেট কেনার নিউজ ১০০% সত্য । তাই চামচামি/ দালালি থামান এবার। সরকারের একটা উপদেষ্টার থেকে জুলকারদের রেফারেন্স তুলনা করবেন না । চুক্তি যা হওয়ার ৯০% হয়ে গেছে। সো কান্না কাটি হাউমাও করে বিষয়টাকে ফ্যাব্রিকেটেড করে আড়ালে আড়ালে থামানোর চেষ্টা করা হচ্ছে। আপনি ভাববেন না ভারতীয় গোয়েন্দা ‘র’ এর আগে আপনারা ফেসবুকে এই বড় বড় চুক্তির নিউজ পেয়েছেন। অবশ্যই অবশ্যই র আগে পেয়েছে, ওরা বাংলাদেশ সফরেও আসছে, হয়তো বাংলাদেশে ভেতরে তাদের এজেন্টরাও চেষ্টা চালাচ্ছে এই চুক্তি গুলো নষ্ট করে দেওয়ার।
আর ওরা এটার সর্বোচ্চ চেষ্টা করবে।
কিন্তু আর লাভ নাই। ৪৬ টা জেট কেনার এই চুক্তি আমাদের স্বপ্ন। আশা, ভরসা। এটা ভাঙলে বাংলাদেশ ভেঙে যাবে। দরকারে তখন সর্বস্তরের জনগণ এর জন্য মাঠে নামবে। এটা আমাদের অস্তিত্বে লড়াই।
তবে এটা ভালো যে পাকিস্তানের সাথে যে চুক্তি হইছে ওটা আগে কেউ জানত না । ওটা এতই গোপনী যে আগে কাউকে জানানো হয় নি । বাংলাদেশ পাকিস্তানের সাথে যে চুক্তি করেছে তা কেউ টের পায়নি। এটাই প্রমাণ করে ভারতের প্রভাব আর বাংলাদেশে আগের মত নেই। সব এলোমেলো লাগলেও কোথাও একটা সেন্ট্রাল সুপ্রিম অথরিটি আছে, যাকে ইন্ডিয়াও ট্রেস করতে হিমশিম খাচ্ছে বারবার।

সবাইকে মনে রাখতে হবে এটা ২৪ পরবর্তী বাংলাদেশ আর লাভ নাই ভারতীয় আধিপত্যবাদী দালাল ও ষড়*যন্ত্রকারীদের।
যত বাধাই দেওয়া হোক , আমাদের আকাশে প্রতিরক্ষায় ওয়ার্ল্ড ক্লাস ফাইটার জেট গুলো উড়বে এটা ওরা না চাইলেও আমাদের চাইতে হবে।

09/10/2025

যে জাতি একমাস রোজা রাখতে পারে সেই জাতি এক বেলা না খেয়ে হলেও যুদ্ধ বিমান ও সমরাস্ত্র ক্রয় করবে আশা করি ইনশাআল্লাহ!✍️
Dear Motherland ッ

সবাইকে হালকা কুয়াশার আগমনের শুভেচ্ছা || শুভ সকাল || শুভ হোক আপনাদের জীবন চলা || বি:দ্র: কে বলতে পারবেন রাস্তা টা কই? উত্...
07/10/2025

সবাইকে হালকা কুয়াশার আগমনের শুভেচ্ছা || শুভ সকাল || শুভ হোক আপনাদের জীবন চলা || বি:দ্র: কে বলতে পারবেন রাস্তা টা কই? উত্তর লেখতে কমেন্ট করুন ||

07/08/2025

📢 এসএসসি ফল পুনঃনিরীক্ষণের রেজাল্ট ২০২৫
📅 ফল প্রকাশ: রবিবার, ১০ আগস্ট সকাল ১০টা
📲 অ্যাপ থেকে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে

---

🔍 ঢাকা বোর্ডের পরিসংখ্যান:
▪️ আবেদনকারীর সংখ্যা: ৯২,৮৬৩ জন
▪️ মোট চ্যালেঞ্জকৃত খাতা: ২,২৩,৬৬৪ টি
▪️ গত বছর ছিল: ৭১,০৩৪ জন
📈 এবছর বৃদ্ধি:
▪️ শিক্ষার্থী: +২১,৮২৯ জন
▪️ খাতা: +৪০,১২১টি

---

📊 বিষয়ভিত্তিক চ্যালেঞ্জের সংখ্যা (ঢাকা বোর্ড):
📘 গণিত: ৪২,৯৩৬ টি
📘 ইংরেজি: ১৯,৬৮৮ টি
📘 পদার্থবিজ্ঞান: ১৬,২৩৩ টি
📘 বাংলা: ১৩,৫৫৮ টি
⚠️ গণিতে ফেল বেশি হওয়ায় চ্যালেঞ্জ সবচেয়ে বেশি!

---

📌 ফল পুনঃনিরীক্ষণে যা যা দেখা হয়:
✳️ সব প্রশ্নে নম্বর দেওয়া হয়েছে কিনা
✳️ মোট নম্বর সঠিকভাবে যোগ হয়েছে কিনা
✳️ নম্বর ওএমআর শিটে ঠিকভাবে তোলা হয়েছে কিনা
✳️ ওএমআর শিটে নম্বর অনুযায়ী বৃত্ত ভরাট করা হয়েছে কিনা

❌ নতুন করে খাতা মূল্যায়ন বা নম্বর বাড়িয়ে দেওয়ার সুযোগ নেই।
📌 পরীক্ষকেরা খাতা পুনরায় দেখেন না।

---

✅ কেউ ভুল সংশোধনের সুযোগ পেলে নতুন ফলাফল প্রকাশ করা হবে।
🔁 সঠিক নিয়মেই হয় পুনঃনিরীক্ষণ – তাই ভুল ধারণা থেকে দূরে থাকুন।

---

🔄 বন্ধুদের সঙ্গে শেয়ার করুন — যাতে সবাই জানতে পারে সঠিক তথ্য!
#ফলপুনঃনিরীক্ষণ

30/07/2025

বাবা ছিল সহকারী সচিব...... আজকে আপনি রাস্তায় কেন তাহলে?

29/07/2025

Ai Mon shudu Tumar e Valobasa pete chai || এই মন শুধু তোমার ই ভালোবাসা পেতে চাই || Bangla Romantic Song || Singer: Imran Mahmud || Saiful multimedia || ম্যানশন করুন আপনার সেই প্রিয় মানুষকে ||

Big shout out to my newest top fans! 💎 Md Jahid RanaDrop a comment to welcome them to our community,
27/07/2025

Big shout out to my newest top fans! 💎 Md Jahid Rana

Drop a comment to welcome them to our community,

🔍 তোমার তারিখ লেখার স্টাইল বলে দেয়, তুমি কতটা ডিজিটালি স্মার্ট!🗓️ Slash ( / ) vs Hyphen ( - ) — কোনটা তারিখ লেখার জন্য প...
03/07/2025

🔍 তোমার তারিখ লেখার স্টাইল বলে দেয়, তুমি কতটা ডিজিটালি স্মার্ট!

🗓️ Slash ( / ) vs Hyphen ( - ) — কোনটা তারিখ লেখার জন্য পারফেক্ট?

🟥 ভুল ধারণা:
অনেকেই মনে করে / দিয়ে তারিখ লেখা সহজ, তাই 03/07/2025 লিখে ফেলে।
কিন্তু সমস্যা হলো — Slash চিহ্ন মূলত বিকল্প বা বিভাজন বোঝাতে ব্যবহৃত হয় (যেমন: and/or)। এতে পেশাদারিত্ব কমে!

✅ সঠিক ও স্মার্ট উপায়:
ব্যবহার করো Hyphen (-)
যেমন: 03-07-2025
👉 দেখতে পরিষ্কার, পরিপাটি, আর প্রফেশনালিজমেও ১০০% ফুল মার্কস!

💡 প্রফেশনাল ফর্ম, অফিসিয়াল নথি, ডিজিটাল প্ল্যাটফর্ম — সব জায়গায় Hyphen ফরম্যাটই গ্রহণযোগ্য।

---

🎯 মেসেজটা মনে রাখো:

> ✍️ “03-07-2025” = তুমি একজন স্মার্ট ইউজার
🚫 “03/07/2025” = একটু অগোছালো লাগতে পারে

👇 কমেন্টে লিখে জানাও — তুমি আগে কোনটা ব্যবহার করতে? এখন থেকে বদলাবে তো?

13/06/2025

ধৈর্য্য ধরে যাও, ধৈর্যের প্রতিদান যে আল্লাহ কতগুণে বাড়িয়ে দিবেন চিন্তাও করতে পারবেনা!

Address

Madarganj
2041

Alerts

Be the first to know and let us send you an email when Dear Motherland ッ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dear Motherland ッ:

Share