ₚₐᵣₐcₑₜₐₘₒₗ

ₚₐᵣₐcₑₜₐₘₒₗ welcome to my page

18/11/2022

জীবনে এমন কাউকে খুঁজুন এবং তাকেই বেছে নিন যে কিনা.. আপনাকে পেয়ে গর্ব বোধ করে.. আপনাকে হারানোর ভয়ে ভীত থাকে.. আপনার ইচ্ছা গুলোকে পূরণ করার প্রচেষ্টায় থাকে.. আপনাকে সম্মান করে আপনার যথেষ্ট কেয়ার অথবা যত্ন করে,আপনাকে বিশ্বাস করে,কখনো কাওকে নিয়ে সন্দেহ না করে . আপনি কিছু বলার আগেই সে অনেক কিছুই সে বুঝে ফেলে..ছোট ছোট কারনে রাগ অভিমান আর ঝগড়া করে.. আপনার গুণ,ভালো,মন্দ লক্ষ্য করে ভালো কে ভালো এবং খারাপ কে খারাপ-নির্দ্বিধায় বলে ফেলে.. কারন সত্যিকার অর্থেই সে আপনাকে ভালোবাসে এবং আপনাকে সে সুখী দেখতে চায় সত্যিকার ভালোবাসা কষ্ট দেওয়ার জন্য নই তবে সত্যিকার ভালবাসলে কষ্ট পেতে হয় আর কিছু মানুষ ভালোবাসা নিয়ে করে অভিনয় যে কারন ভেঙ্গে যায় সত্যিকার ভালোবাসার হৃদয়! সব কষ্ট সুখে পরিণত হয়, যখন প্রিয়জন পাশে রই, তখন কষ্ট বলে কিছু থাকেনা যখন ভালবাসার মানুষটি বলে আমি তোমার ভালোবাসা ছাড়া আর কিছুই চাইনা,একজন মানুষের কাছে তার প্রিয় মানুষটি হল মূল . যদি মন খারাপ হয়ে যায় অকারনেই , হঠাৎ যদি ছুয়ে যায় খেয়ালি বাতাস, তবে জেনো চুপি চুপি সে বলছে আমার কথাই। যদি কারও দেওয়া কষ্ট তোমাকে খুব কাদায়- তবে জেনো ভালবাসার স্পর্শছায়ায়পাশেই আছি তোমার সব সময়। যদি কখনো নিজেকে খুব একাকী মনে হয় ঐ নীল জোছনার মত,তাহলে দেখবে ভালবাসা নিয়েদাঁড়িয়ে আছি আমি তোমার পথে । .জীবন আমাকে অনেক কিছু দিয়েছে, কখনো তুমি ভালোবেসে আগলে রেখেছ, কখনো সেইভালোবাসা আমাকে নিঃশেষ করেছ, কেওবা তার প্রয়োজনে ব্যাবহার করেছে। কখনো বন্ধুরা অনেক সুখ দিয়েছে, কখনো ভালবাসার মানুষের চোখে অবহেলা দেখেছি। কখনো তোমার অসীম ভালোবাসায় নতুন জীবন পেয়েছি। জীবনে অনেক কিছু দেখেছি, খুব প্রিয় মানুষের বিভিন্ন মুখ দেখেছি। কারো মুখে হাসি ফুটিয়েছি। তো কাওকে অনেক কষ্ট দিয়েছি। দেনা পাওনার হিসেব এখন আর মিলাই না। চাওয়া পাওয়ার হিসেব কসতে সাহস হয়না। সব কিছুই হয়ত পেয়েছি জীবন থেকে, শুধু পাইনি খুঁজে আমারমাঝে লুকিয়ে থাকা আমি কে?. আমি চাঁদ চাইনা, যে শুধু উঠবে রাতে..!! আমি রাত চাইনা, যে হারাবে প্রভাতে। আমি ফুল চাইনা, যে ঝরবে দিনের শেষে..!! আমি ফল চাই না, যে ঝরবে বাতাসে।
পাষাণী,
আমি শুধু এমন এক জনকে চাই, যে কখনো ভুলবে না আমাকে,অনেক বিশ্বাস করবে আমাকে,সন্দেহ করবে না আমাকে,আমার মা বাববা বোনকে,নিজের মত মনে করবে...!! .
(নামটা উল্লেখ কোরলাম না)
প্রত্যেক দিনের শুরুতে তোমায় মনে ভেবে দিনকে আলোকিত করি, প্রত্যেক বিকেলে তোমাকে গোধুলী আকাশে মনের মত করে সাজাই, প্রত্যেক সন্ধায় শুক তারার মত করে আমার পাশে তোমাকে রাখি,প্রত্যক রাতে তোমায় ভেবে আমার স্বপ্ন রঙ্গিন বানাই, এভাবে আমার একটা দিন সর্ম্পূন হয়।য়ার শুরুতে তুমি থাকো আর শেষে ও তুমি থাকো।তাই সব সময় আমি ভাল থাকি।. কিছু ঘটনার জন্য আমি আজ অনুতপ্ত..... ;-( । কিছু সিদ্ধান্তের কারণে আমি ভোক্তভোগি.....। হয়ত এগুলো সারা জীবন আমাকে পীড়া দেবে ;-( । হয়ত কষ্ট হবে এসব কাটিয়ে উঠতে। হয়ত কিছু জিনিস ঝেড়ে ফেলতে পারবনা। তবুও আমাকে এগিয়ে যেতে হবে, সীমানা ছাড়িয়ে.....। আকাশ পানে......। হতে হবে ছাতক পাখি।যার দৃষ্টি থাকবে সবসময় উপরের দিকে।থাকতে হবে উচ্ছাখাঙ্খা কিন্তু উচ্চবিলাসিতা নয়। । .আমার সুখ তোমার পছন্দ নয় তাই নতুন সুখের আশায়, ছেড়ে যেতে চাও আমায় -- তাই তো !!!! যাও ,ছেড়ে দিলাম তোমায় - থাকো সুখে , নতুন ভালোবাসায় ---। আমি ও আর ধরে রাখবো না তোমায় বলবো না - কষ্টে আছি তুমি হীনা - বলবো না - আগাম রাত গুলো কাটবে , নিদ্রাহীন তুমি ছাড়া - বলবো না -সত্যি বলবো না আমি --। তুমি হীনা এ দু চোখ আর , স্বপ্ন কারোর দেখবে না ------। তুমি হীনা নতুন সুখে ,আমি আর নিজেকে ভাসাবো না --- যাও , ছেড়ে দিলাম তোমায় থাকো সুখে , নতুন ভালোবাসায়, -------।. কাউকে দুর থেকে ভালবাসাই সব থেকে পবিত্র ভালবাসা | কারন, এ ভালবাসায় কোন রকম অপবিত্রতা থাকে না, কোন শারিরীক চাহিদা থাকে না ..... শুধু নীরব কিছু অভিমান থাকে, যা কখনো কেউ ভাঙায় না | কিছু অশ্রু বিন্দু থাকে যা কেউ কখনো মুছতে আসে না | আর সবার অজান্তে আড়ালে একটা পৃযেখানে একজনই রানী/ রাজা । মনের মত করে স্বপ্নের একটা ভুবন তৈরী করা যায় ...| সুখ নামের ছোট্র নৌকায় আমি দুঃখের মাঝি, আমার কষ্ট ভাগ করতে কেউ হয়নি রাজী। এই জীবনে চলতে গিয়ে পাইনি সুখের দেখা, শান্ত নদীর মাঝে আমি তাই চলছি একা। দুঃখ আছে মনে মনে,কইবো আমি কার শনে? শোনার মতো মানুষ নাই, নিজের কষ্ট নিজেই পাই, যখন পাবো তার দেখা,বলবো আমার সব কথা। দুঃখ নামের স্টেশনে থামলো জীবন গাড়ী, আজো খুজে পেলামনা কোথায় সুখের বাড়ি। বিধাতার কলমে বুঝি ছিলোনা কালি, সুখ নামেরি জায়গাটা পড়ে আছে আজো খালি! কিছু কিছু মানুষ নি:স্বার্থ ভাবে শুধু ভালবাসে যায় । মানুষের উপকার করে যায় । কিছুই আশা করে না তারা । শুধু এটুকুই চায় যে তারা যখন কষ্টে থাকে তাদের পাশে যেন সবাই থাকে । সবাই না থাকলেও তার প্রিয় মানুষটি যেন থাকে । আর তাদের যেন কেউ ভূলে না যায় । কিন্তু সে সময় যখন সে কেউ ই তার পাশে থাকে না । সে অনেক কষ্ট পায় ।কিন্তু তারপর ও সে নি:স্বার্থ ভাবে ভালবেসে যায় । হয়ত এটাই জীবন অথবা এটাই প্বথিবীর নিয়ম ... বুঝিনি আমি তোমাকে দেখে রেখেছ যে কত মায়াতে..!!! বুঝিনি এত টুকু তোমাকে হারিয়েছিলাম স্বপ্নের ঘোরে, কতটা পথ ঘুরে এসেছি তুমি বন্ধু আমার ছিলে পাশে, মেঘের পরে আলোর ভিড়ে তুমিই প্রথম চেয়েছিলে, বুঝিনি আমি তোমাকে দেখে রেখেছ যে কত মায়াতে.... বুঝতে দাও নি কেন আমাকে সাজিয়েছ যা হৃদয়ে, ছায়া হয়ে ছিলে পাশে বল কি করে যাব তোমায় রেখে, মেঘের পরে আলোর ভিড়ে তুমিই প্রথম চেয়েছিলে, বুঝিনি আমি তোমাকে দেখে রেখেছ যে কত মায়াতে...!! আমার কোন কষ্ট নেই| হয়ত এই পৃথিবীতে সবথেকে সুখী আমি| ভালবাসি বলে আমি সুখি| ভালবাসতে পারি বলে আমার কষ্টগুলো আমাকে ছুঁতে পারেনা| তোমাকে আবারো বলছি, আমার কোন কষ্ট নেই|আমি জানি, যে হৃদয় ভালবাসতে পারে তার কোন কষ্ট থাকেনা| তুমি কাঁদছো? আমার কথা শুনে তোমার চোখে জল? ভেবে ভেবে অবাক হচ্ছি… কেন কাঁদছো? তুমি যে ভালবাসতে পারোনা তা তো নয়| শুধু তোমার ভালবাসার মানুষটা আমি নই| তুমি যে বিশ্বাস করতে পারো না তা তো নয়। শুধু সেই বিশ্বাসী মানুষ টা আমি নই।.. মন হল জলের নৌকা !! কখনো সুখের পাল তুলে ,, কখনো দুখের স্রোতে ভাসে .. কখনো স্রোতে চলে ভালবাসার টানে ,, কখনো থেমে যায় অজানা অভিমানে ...........!! কখনো উচ্ছল হাসিতে ঝলমলে রং ছড়ায়,,, আবার কখনো বিষাদের নিকষ আধারে হারায়..... প্রাণবন্ত প্রজাপতির মতো ফুলের বুকে মাতোয়ারা ভালোবাসা হারিয়ে কখনো বিমর্ষ ঘর ছাড়া।।! তোমার চোখে দেখে ছিলাম। অজানা এক নতুন ভাষা। যে ভাষা বুঝতে গিয়ে।জীবন থেকে হারিয়ে গেছে অনেকটা সময় । তুমি আজ নেই।হারিয়ে গেছো নিল আকাশের এক টুকরো মেঘের মত।তুমি ছিলে জীবন চলছিলো সাগরের মত চলোমান। আজ হয়তো আমায় আর তোমার মনে পরে না। ভূলে গেছি বলে ও আজ ও ভুলা হয়ে উটলো না। বুজা হয়ে উটলো না তোমার চোখের ভাষা।! ভালবাসা একটি টস্ করা পয়সার মত...... যার একদিকে থাকে প্রেম আর একদিকে থাকে ঘৃণা; যখন কাউকে ভালবাসো তখন পয়সাটি ঘুরতে থাকে... তুমি যখন এই ঘূর্ণন থামাবে তোমার সামনে আসবে –হয় প্রেম , নয়তো ঘৃণা কাউকে কাঁদিয়ে যদি নিজেকে বড় ভাবো সেইটা হবে বড় ভুল.. কারণ বিধাতা একান্ত কারো জন্য কষ্ট সৃষ্টি করেনি,অভিশাপ বলে একটি বাক্য আছে.. আর সেই কষ্টের অভিশাপে একদিন তুমিও কাঁদবে... কিছু কিছু সম্পর্ক এমন হয়.. যেখানে চেনার দরকার হয় না.. দেখার দরকার হয় না... কোনো চাওয়া থাকে না... কোনো স্বার্থ খোঁজে না... তারপরও অনেক মায়া হয়ে যায়... কিছু কিছু মানুষ ব্যতিক্রম হতে চায় ভিন্নতা খুঁজে। নিজেকে আলাদা করার প্রয়াস চালায় অন্যের কাছ থেকে ভিন্ন হবার। কতটুকু পারে? কেউ কি পারে ?আমি নিজে ও সবার থেকে আলাদা হতে চাই কিন্তু কতটুকু হতে পেরেছি ?? জানি না , , ব্যতিক্রম হতে গিয়ে অনেক কিছু হারিয়েছি জীবনে হয়তোবা আরও অনেক কিছু হারাতে হবে ।। এমনি করেই জীবন টা পার করে দেব ......
" Arifujjaman "

16/11/2022

তুমি ও কী কাওকে একটা সেকেন্ড
দেখার জন্য উতলা হয়ে যাও?

23/10/2022

পৃথিবীর সবচেয়ে বড় দুইটা ভু'ল হচ্ছে, প্রথমত, কারো সাথে রাত জাগার অভ্যাস করে ফেলা। দ্বিতীয়ত, নিজে সুন্দর না হয়েও কাউকে অ'তিরিক্ত ভালোবেসে ফেলা। 🖤

23/10/2022

Women ☕☕


22/10/2022

বিয়ে করিনি তবে!
বিয়ের আগের দিন বউয়ের বাবাকে একলা ডাকবো! তার হাতটা শক্ত করে ধরে বলবো।

সারাজীবন অনেক কিছু দিয়ে মেয়েকে বড় করেছেন,কাল আমায় দিয়ে দিবেন। কত ঋণি করে দিবেন আমায়। যদিও,আপনার এই ঋণ কখনোই শোধ করা যাবে না। তবে,কথা দিলাম কখনো অবহেলা করবোনা।

কিন্তু আপনা কে কথা দিতে হবে বিয়ের পর আপনার মেয়ের সাথে কোনো আসবাবপত্র যেনো আমার বাড়ি না যায়। খুশি মনে বলবো আর ঋণি করবেন না।
সত্যিকার অর্থে বিবেক মানুষের সব চেয়ে বড় জিনিস প্রতিটি যুবক যদি এভাবে ভাবতো!তাহলে হয়তো অধিকাংশ সংসারে অশান্তি সৃষ্টি হতো না।

জানিনা কে কপালে আছে,তবে আমি এভাবেই উনার বাবাকে বলবো ইনশাআল্লাহ.❤️🥀

21/10/2022

পাশের বাসার Wifi 🤣


21/10/2022

Welcome 😜🤣

16/10/2022

😅😅

16/10/2022

-মানুষকে ভালোবেসেও দেখছি...!
তারপরেও শুধু অবহেলায় পেয়েছি¤¤
"এটাই কি বাস্তবতা"

16/10/2022

তুমি যাকে চাও আর তাকে যদি পেয়ে যাও, সেটা হলো ভাগ্য!
আর যাকে পাবে না জেনেও তাকে চাও, সেটা হলো ভালোবাসা!'🖤

11/10/2022

🖤🥀

08/10/2022

🥰🥀

08/10/2022
07/10/2022

ভাবতে ভাবতে তারে আমি

চোখবুজে জড়ায় ধরি ❤️🥰

Address

Dhaka
7635

Website

Alerts

Be the first to know and let us send you an email when ₚₐᵣₐcₑₜₐₘₒₗ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ₚₐᵣₐcₑₜₐₘₒₗ:

Share

Category