
17/04/2025
Wife material কিনা সেটা বলবো না তবে I love the way she is doing it. 🫶 এটা শুধু sunehra আপুই না অনেক মেয়েরাই করে থাকে আমি নিজেও করি যেহেতু আমার ফ্যাশন ডিজাইনিং এ অনেক বেশি ইন্টারেস্ট। The only difference is that she is famous তাই সে বেশি highlight হয়েছে। বাকি আমি brand এ বিশ্বাসী নই বরং brand এর থেকে বেশি ভালো কাপড় or dress or anything ফুটপাতের দোকান গুলো তে পাওয়া যায় তাও আবার অনেক কম প্রাইজে । অনেক মেয়েরাই আছেন যারা মনে করে brand মানেই সুন্দর আর brand মানেই সেরা তাদের জন্য Sunehra আপুর এই ভিডিও টা। যে কাপড় or যে ড্রেস পরে যত সুন্দর লাগবে আর সেটা যত বেশি comfortable হবে সেটাই সেরা। 🤭
So overall the thing is যে যারা আপুর এই ভিডিও থেকে তাকে wife material বানিয়ে ফেলে আরও অনেক কিছুই বলতেসে অনেক এর চোখ কপালে উঠে গেসে যে আপু এটা কি করলো সবার কান্না চলে আসতেসে যে সে কত ভালো ফুটপাত থেকে জিনিস কিনে ৩০০ টাকার শাড়ি পরে তাদের বলবো এতো ভাসায়ে দিয়েন না দুনিয়াতে উনি একাই করেন না এইগুলা এরকম অনেক মেয়েই আছে আমরাও করি আমিও প্রায় সময়ই ফুটপাত থেকে কাপড় কিনে ডিজাইন করে ড্রেস বানাই আপু ফ্যাশন বুঝে তাই এটা করেছে that's it. কিন্তু এখন সমস্যা হলো Sunehra আপুর এই ভিডিও viral হওয়ার পর দেখা যাবে ফুটপাতের জিনিস গুলোর ও দাম বাড়ায় দিসে 🤦♀️🤦♀️