19/09/2024
ঢাকা বিশ্ববিদ্যালয় আর বুয়েটে পড়লেই "দেশসেরা মেধাবী" বলে মাথায় তুলে নাচা বন্ধ করেন। এই এন্টাইটেলমেন্ট এদের খু নী বানাইসে। আমি ব্যক্তিগতভাবে এনশিওর করতে পারি যে, যাদের আপনারা দেশসেরা মেধাবী বলে মাথায় তুলে নাচেন তারা আসলে অত মেধাবী না, তারউপর এদের এম্প্যাথিও কম। বই মুখস্থ করা জানলেই মেধাবী হয়না,মনুষ্যত্ব লাগে এবং এদের ওইটা নাই আর।
©️Fahim Khan