ImpressBooks

ImpressBooks ImpressBooks focuses on helping all customers succeed, wherever they are in their education and proof

এই বই মূলত ঈমানের আর্গুমেন্ট। আল্লাহর অস্তিত্বের পক্ষে নিখিল জগত কিভাবে সাক্ষী দেয়, তার বিবরণী রয়েছে এ বইয়ের প্রতিটি ল...
07/05/2025

এই বই মূলত ঈমানের আর্গুমেন্ট। আল্লাহর অস্তিত্বের পক্ষে নিখিল জগত কিভাবে সাক্ষী দেয়, তার বিবরণী রয়েছে এ বইয়ের প্রতিটি লেখায়। আল কুরআনের মহাবিশ্বের নিদর্শন সমূহকে যেভাবে মানুষের দৃষ্টি উন্মোচনের জন্য আল্লাহর আয়াত হিসেবে উপস্থাপন করা হয়েছে, এ বইয়ে তাকে ব্যাখ্যা করা হয়েছে চমৎকারভাবে। প্রকৃতিবিজ্ঞান ও দার্শনিকতার সমন্বয়ে অভিনব এই গ্রন্থ আস্তিক-নাস্তিক সবারই পাঠ্য হওয়া উচিত। কারণ নিজেকে ও নিজের দুনিয়াকে জানা ও ব্যাখ্যা করার এমন এক আঙ্গিক এখানে রয়েছে,যা আমাদেরকে কেবল সমৃদ্ধ করে না, বরং এ আঙ্গিক বিশ্বতত্ত্ব ও আত্মতত্ত্বের নানা রহস্যকে বুঝিয়ে দিতে উদগ্রীব।
পরিবেশ, প্রকৃতি ও মানুষের আত্মসত্ত্বাকে এ বই এমন ভাবে তুলে ধরে, যা সাহিত্যিক সৌন্দর্যকে আত্মিক সৌন্দর্য্য নিয়ে যেতে চায়। এ বই পাঠককে শুধু জ্ঞানের আনন্দ দিয়ে থেমে থাকে না, বরং নিয়ে যেতে চায় সত্য আবিষ্কারের আনন্দে। যে সত্য লুকিয়ে আছে নিজের মধ্যে, নিজের চারপাশে।
বইয়ের নাম : সৃষ্টির দেখে স্রষ্টারে দেখি।
লেখক : মুসা আল হাফিজ
প্রকাশক : Impress Books
মুদ্রিত মূল্য : ২৫০ টাকা
বিক্রয় মূল্য ১৭৫ টাকা (After 30% Discount)
Note : যেকোনো তিনটি বই অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি

06/05/2025
আসসালামু আলাইকুম, 🎉 Big Offers প্রকাশক হওয়ায় আমরা দিচ্ছি ৩০% আকর্ষণীয় ছাড় এবং যেকোনো তিনটি বই ক্রয় করলে ডেলিভারি চার্জ...
03/05/2025

আসসালামু আলাইকুম, 🎉 Big Offers প্রকাশক হওয়ায় আমরা দিচ্ছি ৩০% আকর্ষণীয় ছাড় এবং যেকোনো তিনটি বই ক্রয় করলে ডেলিভারি চার্জ একদম ফ্রি 😃
Note:মুদ্রিত মূল্য থেকে ৩০% ছাড়ে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে। আমাদের Impress Books প্রকাশনীতে যেসকল বইগুলো পাবেন-
1. ১০০ ওয়েজ টু মোটিভেট আদারস।
লেখক- স্টিভ চ্যান্ডলার, স্কট রিচার্ডসন
মুদ্রিত মূল্য: ৩০০৳
বিক্রয় মূল্য: ২২০৳
ওয়ার্ল্ড'স বেস্ট সেলার বই ‘১০০ ওয়েজ টু মোটিভেট আদারস।।

বইটি বর্তমান সময়ের জনপ্রিয় একটি বই। মোটিভেশন বা প্রেরণাদায়ক বইগুলোর ক্ষেত্রে সাধারণত পুরাতন বইগুলোই আমাদের দেশে প্রচলিত। নতুন সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করতে শিক্ষা, ব্যক্তিগত জীবন বা কর্মক্ষেত্রে সাফল্যের জন্য ও ধারাবাহিক উন্নতির জন্য পরীক্ষিত একটি বই।

বইটি শুরুই হয়েছে একজন হতাশ ম্যানেজারের গল্প দিয়ে; যিনি নিজের টিম নিয়ে হতাশ ছিলেন পাশাপাশি নিজেকে তিনি প্রশিক্ষণ নিতে অনাগ্রহী ছিলেন। কিন্তু মজার ব্যাপার হলো ঐ ম্যানেজারই দীর্ঘ সময় নিয়ে প্রশিক্ষণে অংশ নেন এবং নিজের টিমের উপর তা অ্যাপ্লাই করে সফল হন। তিনি নিজের হতাশার কাটিয়ে একজন প্রাণবন্ত মানুষে পরিণত হন।

‘১০০ ওয়েজ টু মোটিভেট আদারস’ বইটি উন্নতির জায়গাগুলো পয়েন্ট আকারে দেখিয়ে দিবে। পাশাপাশি কার্যকর কাজের পদ্ধতিও নির্দেশ করবে।

2. লিডারশিপ।
লেখক- ব্রায়ান ট্রেসি
মুদ্রিত মূল্য: ২৫০৳
বিক্রয় মূল্য: ১৭৫৳
Leadership বইটি কেন কিনবেন?

আপনি জানেন কি? কোন কোন কৌশলের সাহায্যে কর্পোরেট লিডার হিসাবে এমন অবস্থানে পৌঁছানো যায় যেখানে ভাল ভাল কোম্পানি আপনার সাথে কাজ করার জন্য মুখিয়ে থাকবে?

কোন কোন হ্যাকসের মাধ্যমে অন্যদের অবাক করে দিয়ে প্রতি মাসে নিজের টিমের পারফরমেন্স প্রতি মাসে ২গুণ, ৩গুণ বৃদ্ধি করা যায়?

এই ব্যাপারগুলো আপনি যদি জেনে থাকেন তাহলে আপনাকে অভিনন্দন। সেরা হয়ে ওঠার পথে আপনার আর কিছু সময়ের অপেক্ষা।

আর যদি না জেনে থাকেন তাহলে মাত্র একটি বই আপনাকে নিয়ে যেতে পারে সাফল্যের শিখরে। ব্রায়ান ট্রেসির ‘লীডারশীপ’-এই একটি বই পড়লে আপনার আর কিছু না পড়লেও চলবে।

এই বইতে ব্রায়ান ট্রেসি তার দীর্ঘ অভিজ্ঞতায় আবিস্কার করা প্রমাণিত গোপন কৌশলগুলো তুলে ধরেছেন যেগুলো অনুসরণ করলে আপনি চাইলেও লীডার হিসাবে নিজের ভাল পারফরমেন্স আটকাতে পারবেন না।

অত্যন্ত সহজ ভাষায় আমরা নিয়ে এসেছি বইটির বাংলা অনুবাদ। নিজের সাফল্য নিজেই নিশ্চিত করতে স্বল্প মাত্র মূল্যে বইটি অর্ডার করুন আর পেয়ে যান আপনার দোরগোড়ায়।

3. এটমিক হ্যাবিটস।
লেখক- জেমস ক্লিয়ার
মুদ্রিত মূল্য: ৩০০৳
বিক্রয় মূল্য: ২১০৳

উন্নত অভ্যাস তৈরির জন্য প্রকৃতপক্ষে সুনির্দিষ্ট কোনও উপায় নেই তবে এই বইটিতে লেখক তার অভিজ্ঞতা থেকে সবথেকে ভাল পদ্ধতির বর্ণনা করেছেন। আপনি যে ধারনাগুলির সহায়তায় একটি সফল ব্যবসা, একটি সুখী পরিবার এবং একটি সুন্দর জীবন গড়ে তুলতে পারেন সেই কৌশলগুলো নিয়েই "এটমিক হ্যাবিটস" বইটিতে লেখক আলোচনা করেছেন।

মানুষের আচরণ সর্বদা পরিবর্তিত হয়: পরিস্থিতি থেকে পরিস্থিতি, মুহূর্ত থেকে মুহূর্তে, ক্ষণ থেকে ক্ষণে। সহজে ভাল অভ্যাস গড়ে তোলা এবং খারাপ অভ্যাস দূর করে নিজেকে সফল হিসেবে গড়ে তুলতে "এটমিক হ্যাবিটস" বইটি আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

4. ডেথ বাই মিটিং।
লেখক- প্যাট্রিক লিঞ্চিওনি
মুদ্রিত মূল্য: ৩৫০৳
বিক্রয় মূল্য: ২৪৫৳
ডেথ বাই মিটিং বইটি কেন কিনবেন?

দ্য ফাইভ ডিসফাংশনস অব এ টিম' এবং 'দ্য ফাইভ টেম্পটেশনস অব এ সিইও' লিডারশীপের উপর চমৎকার এ দু'টি বইয়ের পর এবার এসেছে প্যাট্রিক লিঞ্চিওনির নতুন বই 'ডেথ বাই মিটিং'-এ লিডারশীপ ফ্যাবল এর অনুবাদ। লিডারশীপ নিয়ে অন্য দুইটি বইয়ের মতোই এই বইটিও পাঠকগোষ্ঠীতে সমান জনপ্রিয় ও উপকারী হিসেবে সমাদৃত হবে বলে আশা করা যায়।

যারা নিজের টিম নিয়ে দুশ্চিন্তাগ্রস্থ কিংবা নিজের টিমকে আদর্শ টিম হিসেবে গড়ে তুলতে চান। চান টিমের সবাই সমানে সমান তাল মিলিয়ে এগিয়ে নিয়ে যাবে আপনার কোম্পানিকে। তারা নিঃসন্দেহে প্যাট্রিক লিঞ্চিওনির কৌশলগুলো আয়ত্ত করে দেখতে পারেন।

5. লিডারস ইট লাস্ট।
লেখক- সাইমন সিনেক
মুদ্রিত মূল্য: ৪৫০৳
বিক্রয় মূল্য: ৩১৫৳

বই পড়ে কেউ নেতা হয় না, নেতৃত্ব দেয়াটার একটা অংশ হতে পারে বই। লিডারস ইট লাস্ট এমনই একটি বই! এই বইটি পড়ে মানুষের মানসিকতা এবং অন্য নেতাদের অভিজ্ঞতা থেকে ধারণা লাভ করতে পারবেন যেটা আপনাকে ভালো নেতা হতে সাহায্য করবে। আপনি নিজে যদি নেতৃত্ব দিতে না চান তাহলেও এই বইটি আপনার জন্য জরুরী ভালো নেতা কে সেটা বুঝার জন্য। এই বইটি পড়লে আপনি বুঝতে পারবেন কিভাবে নেতৃত্ব দিতে হয় এবং একজন সত্যিকারের নেতার কি কি গুণাবলী থাকতে হয়। বইটি নিজে পড়ুন এবং অন্যদের পড়তে উৎসাহিত করুন।

6. ইকিগাই।
লেখক- হেক্টর গার্সিয়া, ফ্রান্সেস্ক মিরালস
মুদ্রিত মূল্য: ২৫০৳
বিক্রয় মূল্য: ১৭৫৳
7. সৃষ্টিরে দেখে স্রষ্টারে দেখি।
লেখক- মুসা আল হাফিজ
মুদ্রিত মূল্য: ২৫০৳
বিক্রয় মূল্য: ১৭৫৳
এই বই মূলত ঈমানের আর্গুমেন্ট। আল্লাহর অস্তিত্বের পক্ষে নিখিল জগত কিভাবে সাক্ষী দেয়, তার বিবরণী রয়েছে এ বইয়ের প্রতিটি লেখায়। আল কুরআনের মহাবিশ্বের নিদর্শন সমূহকে যেভাবে মানুষের দৃষ্টি উন্মোচনের জন্য আল্লাহর আয়াত হিসেবে উপস্থাপন করা হয়েছে, এ বইয়ে তাকে ব্যাখ্যা করা হয়েছে চমৎকারভাবে। প্রকৃতিবিজ্ঞান ও দার্শনিকতার সমন্বয়ে অভিনব এই গ্রন্থ আস্তিক-নাস্তিক সবারই পাঠ্য হওয়া উচিত। কারণ নিজেকে ও নিজের দুনিয়াকে জানা ও ব্যাখ্যা করার এমন এক আঙ্গিক এখানে রয়েছে,যা আমাদেরকে কেবল সমৃদ্ধ করে না, বরং এ আঙ্গিক বিশ্বতত্ত্ব ও আত্মতত্ত্বের নানা রহস্যকে বুঝিয়ে দিতে উদগ্রীব।
পরিবেশ, প্রকৃতি ও মানুষের আত্মসত্ত্বাকে এ বই এমন ভাবে তুলে ধরে, যা সাহিত্যিক সৌন্দর্যকে আত্মিক সৌন্দর্য্য নিয়ে যেতে চায়। এ বই পাঠককে শুধু জ্ঞানের আনন্দ দিয়ে থেমে থাকে না, বরং নিয়ে যেতে চায় সত্য আবিষ্কারের আনন্দে। যে সত্য লুকিয়ে আছে নিজের মধ্যে, নিজের চারপাশে।

8. দ্য ফাইভ সেকেন্ড রুল।
লেখক- মেল রবিন্স
মুদ্রিত মূল্য: ৩০০৳
বিক্রয় মূল্য: ২১০৳
লেগে থাকুন, সফলতা আসবেই--কথাটা সত্য নয়। সঠিক কৌশল না জানলে সারাজীবন ধরে চেষ্টা করেও সফলতা পাবেন না। আপনি কি এখনও জীবনে সংগ্রাম করে চলেছেন? প্রবলভাবে হয়তো চেষ্টা করেছেন, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন!
এর কারণ আপনি হয়তো কি করতে হবে তা জানেন কিন্তু সঠিক কৌশলটি জানেন না। আপনি যা পেতে চান তা পাওয়ার জন্য আপনাকে মাত্র একটি প্রমাণিত সূত্র জানতে হবে হবে, আর সেটা অনুসরণ করতে হবে। কী এই সূত্র? কেন এটা প্রয়োজন? কিভাবে এই সূত্র ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ নিজেদের জীবন বদলে ফেলছেন মাত্র ৫ সেকেন্ডে?
সত্যিই কি এটা সম্ভব? কীভাবে সম্ভব? জানতে হলে পড়ে ফেলতে হবে চমৎকার এই বইটি।

9. বিল্ডিং এ স্টোরি ব্র্যান্ড।
লেখক- ডোনাল্ড মিলার
মুদিত মূল্য: ৩০০৳
বিক্রয় মূল্য: ২১০৳

আপনার কি ব্যবসা রয়েছে? ব্যবসা শুরু করার কথা ভাবছেন? আপনি কি মার্কেটিং পেশার সাথে সরাসরি যুক্ত? কিংবা পেশাদার মার্কেটার হয়ে উঠতে চান? ফ্রিল্যান্সিং শুরু করতে চান? অথবা আপনি হয়তো এসবের কিছুই চান না, নিজের আবেগ ও ভাললাগার কাজ দিয়ে পরিবার ও দেশের মুখ উজ্জ্বল করতে চান! জীবনের প্রত্যেকটি পদক্ষেপে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে প্রয়োজন হয় মার্কেটিং এর। পেশাদার মার্কেটার হোন বা হোন, আপনার ব্যবসা বড় হোক বা ছোট হোক, কিংবা কোন ব্যবসা থাকুক বা না থাকুক, কোন ডিগ্রি না নিয়ে, জটিল তত্ত্ব না পড়ে যদি একটি সহজ সাত ধাপের মার্কেটিং কাঠামো পেয়ে যান যা সারাজীবন সমস্ত ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন তাহলে কেমন হবে?

এই বইতে আপনি পাবেন:
১। সাত ধাপের গল্পের কাঠামো যা ব্যবহার করে যেকোন মানুষকে আকৃষ্ট করা সম্ভব।
২। গ্রাহকদের কোন কিছু কেনার পেছনের আসল কারণ এবং স্বয়ংক্রিয় বিক্রয় পদ্ধতি তৈরির প্রক্রিয়া
৩। কীভাবে সহজভাবে কিছু বলতে হয় এবং সহজ ব্র্যান্ড মেসেজ তৈরি করতে হয় যেন সবাই বুঝতে পারে
৪। কীভাবে ওয়েবসাইট, ব্রোশিয়ার এবং সোশাল মিডিয়ার জন্য সবচেয়ে কার্যকর মেসেজ তৈরি করা যাবে

এই বই আপনার জন্য। এই বই সেইসব উদ্যমী মানুষদের জন্য যারা নিজেদের পরিশ্রম ও ইতিবাচক কাজ দিয়ে পরিবর্তন আনতে চান। কারণ এইসব অসাধারণ মানুষদের জন্যই পৃথিবীর মানুষ এখনও স্বপ্ন দেখে।

10. দ্য পাওয়ার অব এ পজিটিভ অ্যাটিটিউড।
লেখক- রজার ফ্রিটজ
মুদিত মূল্য: ৩০০৳
বিক্রয় মূল্য: ২১০৳
দ্য পাওয়ার অব এ পজিটিভ অ্যাটিটিউড: সফলতার চাবি আষ্টিভঙ্গি আমাদের জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করে - আমাদের দুশ্চিন্তা সামলানোর প্রক্রিয়া থেকে কর্মক্ষেত্রে আমাদের যোগাযোগ পদ্ধতি পর্যন্ত। আমাদের বাধা- বিপত্তিগুলো দেখার পদ্ধতিই সাফল্য এবং ব্যর্থতার মধ্যে পার্থক্য তৈরি করে। Roger Fritz বাধা অতিক্রম করে এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে লক্ষ্য অর্জনে মানুষকে সহায়তা করার জন্য তার কর্মজীবন উৎসর্গ করেছেন। ইতিবাচক দৃষ্টিভঙ্গির শক্তির মধ্যে , তিনি পাঠকদের দেখান কীভাবে তাদের দৃষ্টিভঙ্গির প্রভাব সম্পর্কে গভীর বোধশক্তির উন্নতি ঘটাতে হয় এবং কীভাবে এটি কেবল তাদের কর্মক্ষমতাই নয়, তাদের অর্জনকেও প্রভাবিত করে।

এখন, পাঠকেরা ব্যবসায় সফল হওয়ার জন্য শিখতে পারেন:

• নিজেদের এবং তাদের সহকর্মীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি মূল্যায়ন করা
• নেতিবাচক দৃষ্টিভঙ্গি কাটিয়ে উঠা
• তাদের পরিচালকদের সাথে করণীয় এবং বর্জনীয় আচরণসমূহ শেখা
• অধিকতর ভাল শ্রোতা হওয়া
• কর্মক্ষেত্রের পরিবেশ পরিবর্তনের জন্য প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠা
• অসন্তোষ সৃষ্টি না করে পরামর্শ প্রত্যাখ্যান করা
• দলের সদস্যদের সমালোচনার প্রতি জবাব ও সাড়া দেওয়া
• ভিন্ন মতাদর্শী না হয়ে কর্মচারী এবং সহকর্মীদের সাথে ভিন্ন মত পোষণ করা
• মানসিক অবসাদ এবং কাজের চাপকে জয় করা
জীবন-সমৃদ্ধ এবং প্রামাণ্য, এটি একটি অমূল্য বই যেটি যে কাউকে আনন্দ ও আত্মবিশ্বাসের সাথে জীবনের মুখোমুখি হতে শক্তিমান করে তুলবে।

11. পরিচয়হীন জাতি।
লেখক- মো: শাহাদাৎ হোসেন
মুদ্রিত মূল্য: ২০০৳
বিক্রয় মূল্য: ১৪০৳

বর্তমান প্রেক্ষাপটে চলমান জীবন যাপন বৈধ অবৈধ উভয়টাই প্রকাশিত হয়েছে তীব্র আকারে। তবে মানুষের কাছে এর পার্থক্য করা বেশ জটিল হয়ে পড়েছে। কারণ নৈতিক শিক্ষা চর্চা এখন মানুষের কাছ থেকে প্রায় বিলীন। বলা যায় এখন বিবাহের পূর্বে উভয়ের সম্মতিতে শারীরিক চাহিদা পূরণ কোন অপরাধের নয়। তাই হোটেলের রুম ব্যবহার না করে আজ নিজ বাড়িতে পরিবারের উপস্থিতিতে খোলামেলা চলাচলে বাধা নেই। তারা সমাজের এমন বর্বর সংস্কৃতি মানুষের দীর্ঘ সংসারের বন্ধন থেকে তাই বিচ্ছিন্ন করেছে। আর যারা সংসারের কে দৃঢ়ভাবে আঁকড়ে রাখার জন্য চেষ্টা করছে তাদেরকে সমাজ তিরস্কার করছে। ফলে সমাজ ঠায় পাচ্ছে বৃদ্ধাশ্রমে ও কারাগারের মতো প্রতিষ্ঠানসমূহে। সন্তান আদর্শ স্বভাবে প্রভাবিত না হয়ে,বরং তারা হয়ে উঠছে মা-বাবার মত মাতাল নেশাগ্রস্ত বা তার চেয়েও উগ্র। যেখানে সীমাবদ্ধ আবেগের প্রশ্রয় ও বাস্তবতার মিল নেই বললেই চলে।

12. পার্সোনাল সাকসেস।
লেখক- ব্রায়ান ট্রেসি
মুদ্রিত মূল্য: ২৫০৳
বিক্রয় মূল্য: ১৭৫৳
শুধুমাত্র স্মার্ট হলেই কি আপনি সর্বোচ্চ পরিমাণ উপার্জন করতে পারবেন? ১০০গুণ বেশি উপার্জন করতে হলে কী কেবল বুদ্ধিই যথেস্ট?

এক গবেষণায় ১০০০জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির আই.কিউ টেস্টের ফলাফলে দেখা যায় যে- সর্বোচ্চ স্কোর অর্জনকারী ব্যক্তি, সর্বনিম্ন স্কোর অর্জনকারী ব্যক্তির চেয়ে মাত্র ২.৫গুণ অধিক স্মার্ট। কিন্তু উপার্জনের পরিমাণ বিবেচনায় তাদের মধ্যে ১০০গুণ পার্থক্য বিরাজমান;

কেন কিছু কিছু মানুষ কর্মজীবনে অন্যদের তুলনায় অধিক সফল হয়ে থাকেন? কিভাবে তারা এতটা উন্নতি এবং সমৃদ্ধি অর্জন করেন? কিভাবে তারা কাঙ্খিত পদোন্নতি লাভ করে সামনে এগিয়ে যান এবং নিজের স্বপ্নের জীবন বাঁচতে পারেন?

এসব কৌশল শেখা যাবে ব্রায়ান ট্রেসির 'পার্সোনাল সাকসেস' বইটিতে। এই বইটিতে সর্বমোট ২১টি পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে, যা চর্চার মাধ্যমে আপনি ব্যক্তিগত সফলতার জন্য প্রয়োজনীয় সকল বিষয়ের উন্মেষ ঘটাতে সক্ষম হবেন। এবং কর্মক্ষেত্রে এইসব পদ্ধতি ব্যবহার করে হয়ে আরোহন করবেন সর্বোচ্চ পর্যায়ে।

অর্ডার করতে হলে ইনবক্স করুন,
আপনার নাম:
ফোন নাম্বার:
ঠিকানা:
Impress Books
Customers Care: 01777808151
Page Link: https://www.facebook.com/impressbooksbd

ইকিগাই (হার্ডকভার)দীর্ঘায়ু এবং সুখী জীবন লাভের জাপানী কৌশলপৃথিবীর সবচেয়ে বেশি শতউর্ধ মানুষের দেখা পাওয়া যায় জাপানের ওকিন...
28/04/2025

ইকিগাই (হার্ডকভার)
দীর্ঘায়ু এবং সুখী জীবন লাভের জাপানী কৌশল

পৃথিবীর সবচেয়ে বেশি শতউর্ধ মানুষের দেখা পাওয়া যায় জাপানের ওকিনাওয়া দ্বীপে। ওকিনাওয়া দ্বীপের মানুষের দীর্ঘ ও সুখী জীবনের রহস্য নিয়ে লেখা হয়েছে 'ইকিগাই'। দীর্ঘ ও সুখী জীবন-যাপনের গোপন রহস্য জানার জন্য বইটি সবার পড়া উচিত এবং এই বইটি দীর্ঘ ও সুখী জীবন-যাপন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বই: ইকিগাই
লেখক: ফ্রান্সেস্ক মিরালস , হেক্টর গার্সিয়া
প্রকাশক : ইমপ্রেস বুকস
মূল্য : ১৯০৳ (২৫% ছাড়ে)
অর্ডার করতে হলে
আপনার নাম :
ফোন নাম্বার :
ঠিকানা:

দ্য পাওয়ার অব এ পজিটিভ অ্যাটিটিউড: সফলতার চাবি আবিষ্কার করুনদৃষ্টিভঙ্গি আমাদের জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করে - আমাদে...
25/04/2025

দ্য পাওয়ার অব এ পজিটিভ অ্যাটিটিউড: সফলতার চাবি আবিষ্কার করুন

দৃষ্টিভঙ্গি আমাদের জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করে - আমাদের দুশ্চিন্তা সামলানোর প্রক্রিয়া থেকে কর্মক্ষেত্রে আমাদের যোগাযোগ পদ্ধতি পর্যন্ত। আমাদের বাধা- বিপত্তিগুলো দেখার পদ্ধতিই সাফল্য এবং ব্যর্থতার মধ্যে পার্থক্য তৈরি করে। Roger Fritz বাধা অতিক্রম করে এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে লক্ষ্য অর্জনে মানুষকে সহায়তা করার জন্য তার কর্মজীবন উৎসর্গ করেছেন। ইতিবাচক দৃষ্টিভঙ্গির শক্তির মধ্যে , তিনি পাঠকদের দেখান কীভাবে তাদের দৃষ্টিভঙ্গির প্রভাব সম্পর্কে গভীর বোধশক্তির উন্নতি ঘটাতে হয় এবং কীভাবে এটি কেবল তাদের কর্মক্ষমতাই নয়, তাদের অর্জনকেও প্রভাবিত করে।

এখন, পাঠকেরা ব্যবসায় সফল হওয়ার জন্য শিখতে পারেন:

• নিজেদের এবং তাদের সহকর্মীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি মূল্যায়ন করা
• নেতিবাচক দৃষ্টিভঙ্গি কাটিয়ে উঠা
• তাদের পরিচালকদের সাথে করণীয় এবং বর্জনীয় আচরণসমূহ শেখা
• অধিকতর ভাল শ্রোতা হওয়া
• কর্মক্ষেত্রের পরিবেশ পরিবর্তনের জন্য প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠা
• অসন্তোষ সৃষ্টি না করে পরামর্শ প্রত্যাখ্যান করা
• দলের সদস্যদের সমালোচনার প্রতি জবাব ও সাড়া দেওয়া
• ভিন্ন মতাদর্শী না হয়ে কর্মচারী এবং সহকর্মীদের সাথে ভিন্ন মত পোষণ করা
• মানসিক অবসাদ এবং কাজের চাপকে জয় করা
জীবন-সমৃদ্ধ এবং প্রামাণ্য, এটি একটি অমূল্য বই যেটি যে কাউকে আনন্দ ও আত্মবিশ্বাসের সাথে জীবনের মুখোমুখি হতে শক্তিমান করে তুলবে।

মূল্য : ২২০৳ (২৬% ছাড়ে)
Inside Dhaka Delivery charge 60 tk
Outside Dhaka Delivery charge 100 tk
বি.দ্র:যেকোনো তিনটি বই ক্রয় করলে ডেলিভারি খরচ ফ্রি.

অর্ডার করতে হলে
আপনার নাম :
ফোন নাম্বার :
ঠিকানা:

Combo Offer  (সম্পূর্ণ বাংলা অনুবাদ) 🎉তিনটি বইয়ের মূল্য আছে ৮৫০৳ প্রকাশক হওয়ায় আমরা ৩০% ছাড়ে ৫৯৫৳ রাখছি এবং ডেলিভারি...
23/04/2025

Combo Offer (সম্পূর্ণ বাংলা অনুবাদ) 🎉
তিনটি বইয়ের মূল্য আছে ৮৫০৳ প্রকাশক হওয়ায় আমরা ৩০% ছাড়ে ৫৯৫৳ রাখছি এবং ডেলিভারি চার্জ ফ্রি 😃

দীর্ঘায়ু এবং সুখী জীবন লাভের কৌশল, সহজে ভালো অভ্যাস গড়ে তোলা এবং খারাপ অভ্যাস দূর করে সফল হবার প্রমাণিত পদ্ধতি, কিভাবে জীবন ও ক্যারিয়ারের যুগান্তকারী পরিবর্তন আনা যায় এবং সর্বদা বিজয়ী হওয়া যায় তা জানতে পারবেন এই বই তিনটি পড়ার মাধ্যমে 💁‍♂️

1. এটোমিক হ্যাবিটস। লেখক: James Clear

উন্নত অভ্যাস তৈরির জন্য প্রকৃতপক্ষে সুনির্দিষ্ট কোনও উপায় নেই তবে এই বইটিতে লেখক তার অভিজ্ঞতা থেকে সবথেকে ভাল পদ্ধতির বর্ণনা করেছেন। আপনি যে ধারনাগুলির সহায়তায় একটি সফল ব্যবসা, একটি সুখী পরিবার এবং একটি সুন্দর জীবন গড়ে তুলতে পারেন সেই কৌশলগুলো নিয়েই "এটমিক হ্যাবিটস" বইটিতে লেখক আলোচনা করেছেন।

মানুষের আচরণ সর্বদা পরিবর্তিত হয়: পরিস্থিতি থেকে পরিস্থিতি, মুহূর্ত থেকে মুহূর্তে, ক্ষণ থেকে ক্ষণে। সহজে ভাল অভ্যাস গড়ে তোলা এবং খারাপ অভ্যাস দূর করে নিজেকে সফল হিসেবে গড়ে তুলতে "এটমিক হ্যাবিটস" বইটি আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

2. ইকিগাই। লেখক: Garcia And Franesco Mirals.

দীর্ঘায়ু এবং সুখী জীবন লাভের জাপানী কৌশল

পৃথিবীর সবচেয়ে বেশি শতউর্ধ মানুষের দেখা পাওয়া যায় জাপানের ওকিনাওয়া দ্বীপে। ওকিনাওয়া দ্বীপের মানুষের দীর্ঘ ও সুখী জীবনের রহস্য নিয়ে লেখা হয়েছে 'ইকিগাই'। দীর্ঘ ও সুখী জীবন-যাপনের গোপন রহস্য জানার জন্য বইটি সবার পড়া উচিত এবং এই বইটি দীর্ঘ ও সুখী জীবন-যাপন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

3. দ্য সেকেন্ড রুল। লেখক: Mel Robins.

লেগে থাকুন, সফলতা আসবেই--কথাটা সত্য নয়। সঠিক কৌশল না জানলে সারাজীবন ধরে চেষ্টা করেও সফলতা পাবেন না। আপনি কি এখনও জীবনে সংগ্রাম করে চলেছেন? প্রবলভাবে হয়তো চেষ্টা করেছেন, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন!
এর কারণ আপনি হয়তো কি করতে হবে তা জানেন কিন্তু সঠিক কৌশলটি জানেন না। আপনি যা পেতে চান তা পাওয়ার জন্য আপনাকে মাত্র একটি প্রমাণিত সূত্র জানতে হবে হবে, আর সেটা অনুসরণ করতে হবে। কী এই সূত্র? কেন এটা প্রয়োজন? কিভাবে এই সূত্র ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ নিজেদের জীবন বদলে ফেলছেন মাত্র ৫ সেকেন্ডে?
সত্যিই কি এটা সম্ভব? কীভাবে সম্ভব? জানতে হলে পড়ে ফেলতে হবে চমৎকার এই বইটি।
মনে রাখবেন: "Survival of the fastest, no prize for second place."

💬 অর্ডার কনফার্ম করতে হলে ইনবক্স করুন,
আপনার নাম :
ফোন নাম্বার :
ঠিকানা :

Impress Books
Customers Care 📠 : 01777808151
Page Link : https://www.facebook.com/impressbooksbd

Combo Offer [সম্পূর্ণ বাংলা অনুবাদ]তিনটি বইয়ের মূল্য আছে ৮৩০ টাকা। ২৮% ছাড়ে পাচ্ছেন ৫৯৫ টাকায়। এবং ডেলিভারি চার্জ একদম...
20/04/2025

Combo Offer [সম্পূর্ণ বাংলা অনুবাদ]
তিনটি বইয়ের মূল্য আছে ৮৩০ টাকা। ২৮% ছাড়ে পাচ্ছেন ৫৯৫ টাকায়। এবং ডেলিভারি চার্জ একদম ফ্রি।
📚 লিডারশিপ।
লেখক : Brain Tracy
📚 বিল্ডিং এ স্টোরি ব্র্যান্ড।
লেখক: ডোনাল্ড মিলার, লায়েক আহমেদ
📚 ১০০ ওয়েজ টু মোটিভেট আদারস। লেখক: Skot Rider Son

Leadership বইটি কেন কিনবেন?

আপনি জানেন কি: *কোন কোন কৌশলের সাহায্যে কর্পোরেট লিডার হিসাবে এমন অবস্থানে পৌঁছানো যায় যেখানে বিশ্বের সেরা কোম্পানি আপনার সাথে কাজ করার জন্য মুখিয়ে থাকবে?

মাত্র একটি বই আপনাকে নিয়ে যেতে পারে সাফল্যের শিখরে। ব্রায়ান ট্রেসির ‘লীডারশীপ’ -এই বইটি পড়লে আপনার আর কিছু না পড়লেও চলবে।

2. বিল্ডিং এ স্টোরি ব্র্যান্ড বইটি কেনো কিনবেন?
মার্কেটিং বিষয়ক
আপনার কি ব্যবসা রয়েছে? ব্যবসা শুরু করার কথা ভাবছেন? আপনি কি মার্কেটিং পেশার সাথে সরাসরি যুক্ত? কিংবা পেশাদার মার্কেটার হয়ে উঠতে চান? ফ্রিল্যান্সিং শুরু করতে চান? অথবা আপনি হয়তো এসবের কিছুই চান না, নিজের আবেগ ও ভাললাগার কাজ দিয়ে পরিবার ও দেশের মুখ উজ্জ্বল করতে চান! জীবনের প্রত্যেকটি পদক্ষেপে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে প্রয়োজন হয় মার্কেটিং এর। পেশাদার মার্কেটার হোন বা হোন, আপনার ব্যবসা বড় হোক বা ছোট হোক, কিংবা কোন ব্যবসা থাকুক বা না থাকুক, কোন ডিগ্রি না নিয়ে, জটিল তত্ত্ব না পড়ে যদি একটি সহজ সাত ধাপের মার্কেটিং কাঠামো পেয়ে যান যা সারাজীবন সমস্ত ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন তাহলে কেমন হবে?

এই বইতে আপনি পাবেন:
১। সাত ধাপের গল্পের কাঠামো যা ব্যবহার করে যেকোন মানুষকে আকৃষ্ট করা সম্ভব।
২। গ্রাহকদের কোন কিছু কেনার পেছনের আসল কারণ এবং স্বয়ংক্রিয় বিক্রয় পদ্ধতি তৈরির প্রক্রিয়া
৩। কীভাবে সহজভাবে কিছু বলতে হয় এবং সহজ ব্র্যান্ড মেসেজ তৈরি করতে হয় যেন সবাই বুঝতে পারে
৪। কীভাবে ওয়েবসাইট, ব্রোশিয়ার এবং সোশাল মিডিয়ার জন্য সবচেয়ে কার্যকর মেসেজ তৈরি করা যাবে

এই বই আপনার জন্য। এই বই সেইসব উদ্যমী মানুষদের জন্য যারা নিজেদের পরিশ্রম ও ইতিবাচক কাজ দিয়ে পরিবর্তন আনতে চান। কারণ এইসব অসাধারণ মানুষদের জন্যই পৃথিবীর মানুষ এখনও স্বপ্ন দেখে।
বই: বিল্ডিং এ স্টোরি ব্র্যান্ড
লেখক: ডোনাল্ড মিলার, লায়েক আহমেদ,

3. ১০০ ওয়েজ টু মোটিভেট আদারস বইটি কেনো কিনবেন?

বইটি বর্তমান সময়ের জনপ্রিয় একটি বই। মোটিভেশন বা প্রেরণাদায়ক বইগুলোর ক্ষেত্রে সাধারণত পুরাতন বইগুলোই আমাদের দেশে প্রচলিত। নতুন সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করতে শিক্ষা, ব্যক্তিগত জীবন বা কর্মক্ষেত্রে সাফল্যের জন্য ও ধারাবাহিক উন্নতির জন্য পরীক্ষিত একটি বই।

বইটি শুরুই হয়েছে একজন হতাশ ম্যানেজারের গল্প দিয়ে; যিনি নিজের টিম নিয়ে হতাশ ছিলেন পাশাপাশি নিজেকে তিনি প্রশিক্ষণ নিতে অনাগ্রহী ছিলেন। কিন্তু মজার ব্যাপার হলো ঐ ম্যানেজারই দীর্ঘ সময় নিয়ে প্রশিক্ষণে অংশ নেন এবং নিজের টিমের উপর তা অ্যাপ্লাই করে সফল হন। তিনি নিজের হতাশার কাটিয়ে একজন প্রাণবন্ত মানুষে পরিণত হন।

‘১০০ ওয়েজ টু মোটিভেট আদারস’ বইটি উন্নতির জায়গাগুলো পয়েন্ট আকারে দেখিয়ে দিবে। পাশাপাশি কার্যকর কাজের পদ্ধতিও নির্দেশ করবে।

১০০ ওয়েজ টু মোটিভেট আদারস (হার্ডকভার)
লেখকঃ স্টিভ চ্যান্ডলার ও স্কট রিচার্ডসন
অনুবাদঃ ফরিদ হায়দার
প্রকাশক : ImpressBooks

📞 Impress Books
Phone Number : 01777808151
Page Link :
https://www.facebook.com/impressbooksbd?mibextid=ZbWKwL

Note: যেকোনো তিনটি বই নিতে পারবেন ডেলিভারি ফ্রি.

অর্ডার করতে হলে ইনবক্স করুন
আপনার নাম :
ফোন নাম্বার :
ঠিকানা:

Combo Offer [সম্পূর্ণ বাংলা অনুবাদ]তিনটি বইয়ের মূল্য আছে ৯০০ টাকা। ২৫% ছাড়ে পাচ্ছেন ৬৭৫ টাকায়। এবং ডেলিভারি চার্জ একদম...
18/04/2025

Combo Offer [সম্পূর্ণ বাংলা অনুবাদ]
তিনটি বইয়ের মূল্য আছে ৯০০ টাকা। ২৫% ছাড়ে পাচ্ছেন ৬৭৫ টাকায়। এবং ডেলিভারি চার্জ একদম ফ্রি।
📚 লিডারশিপ। লেখক : Brain Tracy
📚 ডেট বাই মিটিং। লেখক : Petrix Lincony
📚 ১০০ ওয়েজ টু মোটিভেট আদারস। লেখক: Skot Rider Son

Leadership বইটি কেন কিনবেন?

আপনি জানেন কি: *কোন কোন কৌশলের সাহায্যে কর্পোরেট লিডার হিসাবে এমন অবস্থানে পৌঁছানো যায় যেখানে বিশ্বের সেরা কোম্পানি আপনার সাথে কাজ করার জন্য মুখিয়ে থাকবে?

মাত্র একটি বই আপনাকে নিয়ে যেতে পারে সাফল্যের শিখরে। ব্রায়ান ট্রেসির ‘লীডারশীপ’ -এই বইটি পড়লে আপনার আর কিছু না পড়লেও চলবে।

2. ডেথ বাই মিটিং বইটি কেন কিনবেন?

দ্য ফাইভ ডিসফাংশনস অব এ টিম' এবং 'দ্য ফাইভ টেম্পটেশনস অব এ সিইও' লিডারশীপের উপর চমৎকার এ দু'টি বইয়ের পর এবার এসেছে প্যাট্রিক লিঞ্চিওনির নতুন বই 'ডেথ বাই মিটিং'-এ লিডারশীপ ফ্যাবল এর অনুবাদ। লিডারশীপ নিয়ে অন্য দুইটি বইয়ের মতোই এই বইটিও পাঠকগোষ্ঠীতে সমান জনপ্রিয় ও উপকারী হিসেবে সমাদৃত হবে বলে আশা করা যায়।

যারা নিজের টিম নিয়ে দুশ্চিন্তাগ্রস্থ কিংবা নিজের টিমকে আদর্শ টিম হিসেবে গড়ে তুলতে চান। চান টিমের সবাই সমানে সমান তাল মিলিয়ে এগিয়ে নিয়ে যাবে আপনার কোম্পানিকে। তারা নিঃসন্দেহে প্যাট্রিক লিঞ্চিওনির কৌশলগুলো আয়ত্ত করে দেখতে পারেন।

বই: ডেথ বাই মিটিং
লেখক: প্যাট্রিক লিঞ্চিওনি

3. ওয়ার্ল্ড'স বেস্ট সেলার বই ‘১০০ ওয়েজ টু মোটিভেট আদারস।।

বইটি বর্তমান সময়ের জনপ্রিয় একটি বই। মোটিভেশন বা প্রেরণাদায়ক বইগুলোর ক্ষেত্রে সাধারণত পুরাতন বইগুলোই আমাদের দেশে প্রচলিত। নতুন সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করতে শিক্ষা, ব্যক্তিগত জীবন বা কর্মক্ষেত্রে সাফল্যের জন্য ও ধারাবাহিক উন্নতির জন্য পরীক্ষিত একটি বই।

বইটি শুরুই হয়েছে একজন হতাশ ম্যানেজারের গল্প দিয়ে; যিনি নিজের টিম নিয়ে হতাশ ছিলেন পাশাপাশি নিজেকে তিনি প্রশিক্ষণ নিতে অনাগ্রহী ছিলেন। কিন্তু মজার ব্যাপার হলো ঐ ম্যানেজারই দীর্ঘ সময় নিয়ে প্রশিক্ষণে অংশ নেন এবং নিজের টিমের উপর তা অ্যাপ্লাই করে সফল হন। তিনি নিজের হতাশার কাটিয়ে একজন প্রাণবন্ত মানুষে পরিণত হন।

‘১০০ ওয়েজ টু মোটিভেট আদারস’ বইটি উন্নতির জায়গাগুলো পয়েন্ট আকারে দেখিয়ে দিবে। পাশাপাশি কার্যকর কাজের পদ্ধতিও নির্দেশ করবে।

১০০ ওয়েজ টু মোটিভেট আদারস (হার্ডকভার)
লেখকঃ স্টিভ চ্যান্ডলার ও স্কট রিচার্ডসন
অনুবাদঃ ফরিদ হায়দার
প্রকাশক : ImpressBooks

📞 Impress Books
Phone Number : 01777808151
Page Link :
https://www.facebook.com/impressbooksbd?mibextid=ZbWKwL

Note: যেকোনো তিনটি বই নিতে পারবেন ডেলিভারি ফ্রি (শর্ত প্রযোজ্য)

অর্ডার করতে হলে ইনবক্স করুন
আপনার নাম :
ফোন নাম্বার :
ঠিকানা:

Happy Ramzan! May Allah pure your heart with kindness, grace, and love for All 🤲
11/03/2024

Happy Ramzan! May Allah pure your heart with kindness, grace, and love for All 🤲

Combo Offer 🎉 [সম্পূর্ণ বাংলা অনুবাদ]তিনটি বইয়ের মূল্য আছে ৯০০ টাকা। ৩০% ছাড়ে পাচ্ছেন ৬৩০ টাকায়। এবং ডেলিভারি চার্জ এক...
09/03/2024

Combo Offer 🎉 [সম্পূর্ণ বাংলা অনুবাদ]
তিনটি বইয়ের মূল্য আছে ৯০০ টাকা। ৩০% ছাড়ে পাচ্ছেন ৬৩০ টাকায়। এবং ডেলিভারি চার্জ একদম ফ্রি 😃
1. বিল্ডিং এ স্টোরি ব্র্যান্ড।
লেখক: ডোনাল্ড মিলার
2. দ্য পাওয়ার অব এ পজিটিভ অ্যাটিটিউড।
লেখক: রজার ফ্রিটজ
3. দ্য ফাইভ সেকেন্ড রুল।
লেখক: মেল রবিন্স

চলুন এবার জেনে নেয়া যাক আপনি কেন বইগুলো কিনবেন? 🤔

1. বিল্ডিং এ স্টোরি ব্র্যান্ড।
মার্কেটিং বিষয়ক
আপনার কি ব্যবসা রয়েছে? ব্যবসা শুরু করার কথা ভাবছেন? আপনি কি মার্কেটিং পেশার সাথে সরাসরি যুক্ত? কিংবা পেশাদার মার্কেটার হয়ে উঠতে চান? ফ্রিল্যান্সিং শুরু করতে চান? অথবা আপনি হয়তো এসবের কিছুই চান না, নিজের আবেগ ও ভাললাগার কাজ দিয়ে পরিবার ও দেশের মুখ উজ্জ্বল করতে চান! জীবনের প্রত্যেকটি পদক্ষেপে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে প্রয়োজন হয় মার্কেটিং এর। পেশাদার মার্কেটার হোন বা হোন, আপনার ব্যবসা বড় হোক বা ছোট হোক, কিংবা কোন ব্যবসা থাকুক বা না থাকুক, কোন ডিগ্রি না নিয়ে, জটিল তত্ত্ব না পড়ে যদি একটি সহজ সাত ধাপের মার্কেটিং কাঠামো পেয়ে যান যা সারাজীবন সমস্ত ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন তাহলে কেমন হবে?

এই বইতে আপনি পাবেন:
১। সাত ধাপের গল্পের কাঠামো যা ব্যবহার করে যেকোন মানুষকে আকৃষ্ট করা সম্ভব।
২। গ্রাহকদের কোন কিছু কেনার পেছনের আসল কারণ এবং স্বয়ংক্রিয় বিক্রয় পদ্ধতি তৈরির প্রক্রিয়া
৩। কীভাবে সহজভাবে কিছু বলতে হয় এবং সহজ ব্র্যান্ড মেসেজ তৈরি করতে হয় যেন সবাই বুঝতে পারে
৪। কীভাবে ওয়েবসাইট, ব্রোশিয়ার এবং সোশাল মিডিয়ার জন্য সবচেয়ে কার্যকর মেসেজ তৈরি করা যাবে

এই বই আপনার জন্য। এই বই সেইসব উদ্যমী মানুষদের জন্য যারা নিজেদের পরিশ্রম ও ইতিবাচক কাজ দিয়ে পরিবর্তন আনতে চান। কারণ এইসব অসাধারণ মানুষদের জন্যই পৃথিবীর মানুষ এখনও স্বপ্ন দেখে।

2. দ্য পাওয়ার অব এ পজিটিভ অ্যাটিটিউড।

সফলতার চাবি আবিষ্কার করুন

দৃষ্টিভঙ্গি আমাদের জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করে - আমাদের দুশ্চিন্তা সামলানোর প্রক্রিয়া থেকে কর্মক্ষেত্রে আমাদের যোগাযোগ পদ্ধতি পর্যন্ত। আমাদের বাধা- বিপত্তিগুলো দেখার পদ্ধতিই সাফল্য এবং ব্যর্থতার মধ্যে পার্থক্য তৈরি করে। Roger Fritz বাধা অতিক্রম করে এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে লক্ষ্য অর্জনে মানুষকে সহায়তা করার জন্য তার কর্মজীবন উৎসর্গ করেছেন। ইতিবাচক দৃষ্টিভঙ্গির শক্তির মধ্যে , তিনি পাঠকদের দেখান কীভাবে তাদের দৃষ্টিভঙ্গির প্রভাব সম্পর্কে গভীর বোধশক্তির উন্নতি ঘটাতে হয় এবং কীভাবে এটি কেবল তাদের কর্মক্ষমতাই নয়, তাদের অর্জনকেও প্রভাবিত করে।

এখন, পাঠকেরা ব্যবসায় সফল হওয়ার জন্য শিখতে পারেন:

• নিজেদের এবং তাদের সহকর্মীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি মূল্যায়ন করা
• নেতিবাচক দৃষ্টিভঙ্গি কাটিয়ে উঠা
• তাদের পরিচালকদের সাথে করণীয় এবং বর্জনীয় আচরণসমূহ শেখা
• অধিকতর ভাল শ্রোতা হওয়া
• কর্মক্ষেত্রের পরিবেশ পরিবর্তনের জন্য প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠা
• অসন্তোষ সৃষ্টি না করে পরামর্শ প্রত্যাখ্যান করা
• দলের সদস্যদের সমালোচনার প্রতি জবাব ও সাড়া দেওয়া
• ভিন্ন মতাদর্শী না হয়ে কর্মচারী এবং সহকর্মীদের সাথে ভিন্ন মত পোষণ করা
• মানসিক অবসাদ এবং কাজের চাপকে জয় করা
জীবন-সমৃদ্ধ এবং প্রামাণ্য, এটি একটি অমূল্য বই যেটি যে কাউকে আনন্দ ও আত্মবিশ্বাসের সাথে জীবনের মুখোমুখি হতে শক্তিমান করে তুলবে।

3. দ্য ফাইভ সেকেন্ড রুল।

লেগে থাকুন, সফলতা আসবেই--কথাটা সত্য নয়। সঠিক কৌশল না জানলে সারাজীবন ধরে চেষ্টা করেও সফলতা পাবেন না। আপনি কি এখনও জীবনে সংগ্রাম করে চলেছেন? প্রবলভাবে হয়তো চেষ্টা করেছেন, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন!
এর কারণ আপনি হয়তো কি করতে হবে তা জানেন কিন্তু সঠিক কৌশলটি জানেন না। আপনি যা পেতে চান তা পাওয়ার জন্য আপনাকে মাত্র একটি প্রমাণিত সূত্র জানতে হবে হবে, আর সেটা অনুসরণ করতে হবে। কী এই সূত্র? কেন এটা প্রয়োজন? কিভাবে এই সূত্র ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ নিজেদের জীবন বদলে ফেলছেন মাত্র ৫ সেকেন্ডে?
সত্যিই কি এটা সম্ভব? কীভাবে সম্ভব? জানতে হলে পড়ে ফেলতে হবে চমৎকার এই বইটি।
মনে রাখবেন: "Survival of the fastest, no prize for second place."

অর্ডার করতে হলে ইনবক্স করুন,

আপনার নাম:
ফোন নাম্বার:
ঠিকানা:

প্রকাশনী: Impress Books
Customers Care 💬
01765919101

08/03/2024

Combo Offer [সম্পূর্ণ বাংলা অনুবাদ]
তিনটি বইয়ের মূল্য আছে ৯০০ টাকা। ছাড়ে পাচ্ছেন ৬৭৫ টাকায়। এবং ডেলিভারি চার্জ একদম ফ্রি।
★ লিডারশিপ। লেখক : Brain Tracy
★ ডেট বাই মিটিং। লেখক : Petrix Lincony
★ ১০০ ওয়েজ টু মোটিভেট আদারস। লেখক : Skot
Riderson

1. Leadership বইটি কেন কিনবেন?

আপনি জানেন কি? কোন কোন কৌশলের সাহায্যে কর্পোরেট লিডার হিসাবে এমন অবস্থানে পৌঁছানো যায় যেখানে ভাল ভাল কোম্পানি আপনার সাথে কাজ করার জন্য মুখিয়ে থাকবে?

কোন কোন হ্যাকসের মাধ্যমে অন্যদের অবাক করে দিয়ে প্রতি মাসে নিজের টিমের পারফরমেন্স প্রতি মাসে ২গুণ, ৩গুণ বৃদ্ধি করা যায়?

এই ব্যাপারগুলো আপনি যদি জেনে থাকেন তাহলে আপনাকে অভিনন্দন। সেরা হয়ে ওঠার পথে আপনার আর কিছু সময়ের অপেক্ষা।

আর যদি না জেনে থাকেন তাহলে মাত্র একটি বই আপনাকে নিয়ে যেতে পারে সাফল্যের শিখরে। ব্রায়ান ট্রেসির ‘লীডারশীপ’-এই একটি বই পড়লে আপনার আর কিছু না পড়লেও চলবে।

এই বইতে ব্রায়ান ট্রেসি তার দীর্ঘ অভিজ্ঞতায় আবিস্কার করা প্রমাণিত গোপন কৌশলগুলো তুলে ধরেছেন যেগুলো অনুসরণ করলে আপনি চাইলেও লীডার হিসাবে নিজের ভাল পারফরমেন্স আটকাতে পারবেন না।

অত্যন্ত সহজ ভাষায় আমরা নিয়ে এসেছি বইটির বাংলা অনুবাদ। নিজের সাফল্য নিজেই নিশ্চিত করতে স্বল্প মাত্র মূল্যে বইটি অর্ডার করুন আর পেয়ে যান আপনার দোরগোড়ায়।

বই: লিডারশিপ
লেখক: ব্রায়ান ট্রেসি, আনোয়ার মাহমুদ (অনুবাদক)
প্রকাশক : Impress Books

2. ডেথ বাই মিটিং বইটি কেন কিনবেন?

দ্য ফাইভ ডিসফাংশনস অব এ টিম' এবং 'দ্য ফাইভ টেম্পটেশনস অব এ সিইও' লিডারশীপের উপর চমৎকার এ দু'টি বইয়ের পর এবার এসেছে প্যাট্রিক লিঞ্চিওনির নতুন বই 'ডেথ বাই মিটিং'-এ লিডারশীপ ফ্যাবল এর অনুবাদ। লিডারশীপ নিয়ে অন্য দুইটি বইয়ের মতোই এই বইটিও পাঠকগোষ্ঠীতে সমান জনপ্রিয় ও উপকারী হিসেবে সমাদৃত হবে বলে আশা করা যায়।

যারা নিজের টিম নিয়ে দুশ্চিন্তাগ্রস্থ কিংবা নিজের টিমকে আদর্শ টিম হিসেবে গড়ে তুলতে চান। চান টিমের সবাই সমানে সমান তাল মিলিয়ে এগিয়ে নিয়ে যাবে আপনার কোম্পানিকে। তারা নিঃসন্দেহে প্যাট্রিক লিঞ্চিওনির কৌশলগুলো আয়ত্ত করে দেখতে পারেন।

বই: ডেথ বাই মিটিং
লেখক: প্যাট্রিক লিঞ্চিওনি
প্রকাশক: Impress books

3. ওয়ার্ল্ড'স বেস্ট সেলার বই ‘১০০ ওয়েজ টু মোটিভেট আদারস।।

বইটি বর্তমান সময়ের জনপ্রিয় একটি বই। মোটিভেশন বা প্রেরণাদায়ক বইগুলোর ক্ষেত্রে সাধারণত পুরাতন বইগুলোই আমাদের দেশে প্রচলিত। নতুন সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করতে শিক্ষা, ব্যক্তিগত জীবন বা কর্মক্ষেত্রে সাফল্যের জন্য ও ধারাবাহিক উন্নতির জন্য পরীক্ষিত একটি বই।

বইটি শুরুই হয়েছে একজন হতাশ ম্যানেজারের গল্প দিয়ে; যিনি নিজের টিম নিয়ে হতাশ ছিলেন পাশাপাশি নিজেকে তিনি প্রশিক্ষণ নিতে অনাগ্রহী ছিলেন। কিন্তু মজার ব্যাপার হলো ঐ ম্যানেজারই দীর্ঘ সময় নিয়ে প্রশিক্ষণে অংশ নেন এবং নিজের টিমের উপর তা অ্যাপ্লাই করে সফল হন। তিনি নিজের হতাশার কাটিয়ে একজন প্রাণবন্ত মানুষে পরিণত হন।

‘১০০ ওয়েজ টু মোটিভেট আদারস’ বইটি উন্নতির জায়গাগুলো পয়েন্ট আকারে দেখিয়ে দিবে। পাশাপাশি কার্যকর কাজের পদ্ধতিও নির্দেশ করবে।

১০০ ওয়েজ টু মোটিভেট আদারস (হার্ডকভার)
লেখকঃ স্টিভ চ্যান্ডলার ও স্কট রিচার্ডসন
অনুবাদঃ ফরিদ হায়দার
প্রকাশক : ImpressBooks

অর্ডার করতে হলে ইনবক্স করুন
আপনার নাম :
ফোন নাম্বার :
ঠিকানা:

Impress Books Publication
Page link : https://www.facebook.com/impressbooksbd
☎️ Customers Care :01765919101

Address

18, Babupura Market, Kataban Dal, Dhanmondi
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when ImpressBooks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ImpressBooks:

Share

Category