Farjana Akter

Farjana Akter আমার জীবন এতটা সংক্ষিপ্ত না যে।তা ২৫৫ শব্দের মধ্যে বলে শেষ করে দিবো।
(3)

28/10/2025

কেউ রাইগা গেলে মানুষরে দেখি কত সুন্দর করে রাগ ভাঙায়। আমি ভাই ওসব পারি না। আমি বরাবরই বিপরীতমুখী।
আগুনে পানির মতো কাজ করি না, করি কেরোসিনের মতো। কমানোর বদলে রাগের চরম পর্যায়ে নিয়া ঘুরাই আনতে আমি ভালো করেই পারি।🙂

28/10/2025

ঝড় আসতে দেখলে অন্যান্য পাখিরা পালিয়ে যায়, কিন্তু ঈগল সরাসরি ঝড়ের দিকেই উড়ে যায়।
ঈগল ঝড়ের বিরুদ্ধে লড়াই করে না, বরং শক্তিশালী ঊর্ধ্বমুখী বাতাসকে কাজে লাগিয়ে ঝড়ের উপরে উঠে যায়। অন্য পাখিরা পালিয়ে যেতে গিয়ে নিজেদের শক্তি শেষ করে ফেলে, আর ঈগল অনায়াসে মেঘের উপরে ভেসে বেড়ায়, ঝড় থামার অপেক্ষায়।
মনে রাখবেন,পালিয়ে গেলে চ্যালেঞ্জ শেষ হয় না। বরং সাহস করে তার মুখোমুখি হন এবং বিপদের শক্তিকেই কাজে লাগিয়ে নিজেকে আরও উঁচুতে তুলে নিন।

27/10/2025

জীবন থমকে গেলেও সময় থমকে নেই,
সময় তো চলছে তার আপন গতিতেই।
বিনা কারণে করছি সেই সময়ের অপচয়,
ডেকে আনছি নিজেরাই নিজেদের ক্ষয়।

26/10/2025

পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে।
আর কিছু মানুষ এমনও আছে যারা নিজে কেঁদে অন্যকে সুখী করার চেষ্টা করে।
আর তাদের জন্যই হয়তো পৃথিবীটা এখনও টিকে আছে।

26/10/2025

🤔যে মানুষ তোমার উপদেশ বা ভালো কথা ইগনোর করে, তাকে কখনো জোর করে বোঝাতে যেও না 🏌️‍♂️
কারণ কিছু মানুষ উপদেশে নয়, জীবনের বড় কোন আঘাত থেকেই শেখে 💭
কোন একদিন হয়তো দেখবে🤗 সেই মানুষই মাথা নিচু করে তোমার সামনে এসে বলবে...

“সরি… আমি সত্যিই ভুল ছিলাম।” 🍁

26/10/2025

জীবনে বড় হতে হলে, আঘাত আর অভাবের মধ্য দিয়ে যেতে হয়। কারণ, সুখ মানুষকে আরাম দেয়, কিন্তু কষ্ট মানুষকে তৈরি করে। যাদের জীবনে অভাব আছে, তারা জানে প্রতিটি টাকার মূল্য কত; যাদের হৃদয়ে আঘাত আছে, তারা জানে মানুষের অনুভূতি কত গভীর।

আঘাত শেখায় ধৈর্য, অভাব শেখায় পরিশ্রম। এই দুই-ই মানুষকে বাস্তববাদী, শক্ত আর সংবেদনশীল করে তোলে। তাই জীবনে যদি কখনও আঘাত আসে বা অভাব ঘিরে ধরে, ভয় পেও না—এই সময়গুলোই একদিন তোমার সফলতার পাথেয় হবে

26/10/2025

ফুল কখনো নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করে না,
তবুও চারপাশকে সুন্দর করে তোলে নিঃশব্দে,,,!!!
💛💛💛

25/10/2025

‎দরকার হলে একা থাকুন, কিন্তু মিথ্যা হাসি, মিথ্যা আশা, মিথ্যা ভালোবাসা, মিথ্যা বন্ধুত্ব এগুলো থেকে শত হাত দূরে থাকার চেষ্টা করুন!

‎_এতেই শান্তিইইইই। 🤍🌻

25/10/2025

জীবন যত সহজ, ততই সুন্দর হয়, হৃদয়ে তৃপ্তি আর মনে শান্তি থাকলেই আল্লাহর রহমতে প্রতিটি নিঃশ্বাসে থাকে শুকরিয়া। ♥️🌻

24/10/2025

অনেকেই ভাবে আমার খাইয়াদাইয়া কাজকাম নাই তাই সারাদিন ফেসবুকে পইরা থাকি,Reality হইলো কাজকামও করি আবার ফেসবুকেও পইরা থাকি Remember it যে রাঁধে সে চুলও বাঁধে।

24/10/2025

বুঝলেন ভাবী, ছেলেটাকে মানুষ করতে পারলাম না খালি বউ এর কথা শুনে। তবে আমার মেয়ের জামাই অনেক ভালো!

আমার মেয়ে যা বলে তাই শোনে! 🙂

24/10/2025

কবি বলেছেন
পুরুষ তুমি কার,
পুরুষ বলেছেন, যখন যাকে অনলাইনে পাই❞...
আমি তার❞---
কথা ঠিক না ভেজাল আছে..

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farjana Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category