Masuma Akter

Masuma Akter Allah
Malik

পুরো একটা জেনারেশন ভেবেছিল যে অপু বিশ্বাসের কাছে শাকিব খান আবার ফিরবে। আসলে এখানে অপু বুবলি কারোরই দোষ না। আবার হতে পারে...
03/08/2025

পুরো একটা জেনারেশন ভেবেছিল যে অপু বিশ্বাসের কাছে শাকিব খান আবার ফিরবে।
আসলে এখানে অপু বুবলি কারোরই দোষ না। আবার হতে পারে ওরা দুজন আসলে স্বাভাবিকভাবেই নিয়েছে আমরা জনগণরা নিতে পারি নাই।
অপু বিশ্বাস কিভাবে সহ্য করতেছে আল্লাহ ই জানেন| অপু বিশ্বাসের জন্য খুবই খারাপ লাগতেছে।
পৃথিবীর বুকে সবথেকে কঠিন সময় হয়তো বা নিজের মানুষকে অন্য কারো সাথে রোমান্টিক হতে দেখা।

New movie : life in U. S. A  🤣🤣Next movie : once upon a time in U. S. A 🤣🤣🤣
03/08/2025

New movie : life in U. S. A 🤣🤣
Next movie : once upon a time in U. S. A 🤣🤣🤣

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
22/07/2025

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

যত্নে আর গুছিয়ে রাখলে সব কিছুই সুন্দর, হোক সেটা মানুষ কিংবা ফুল।💖🥀
16/07/2025

যত্নে আর গুছিয়ে রাখলে সব কিছুই সুন্দর, হোক সেটা মানুষ কিংবা ফুল।💖🥀

16/07/2025

15/07/2025
ছবিতে যাদের দেখতে পারছেন তারা স্বামী-স্ত্রী। তাদের ৮ বছরের বিবাহিত সংসার। একটা কন্যা সন্তানও আছে তাদের সংসারে। গত দুই বছ...
27/06/2025

ছবিতে যাদের দেখতে পারছেন তারা স্বামী-স্ত্রী। তাদের ৮ বছরের বিবাহিত সংসার। একটা কন্যা সন্তানও আছে তাদের সংসারে। গত দুই বছর যাবত তাদের দাম্পত্য জীবনে ঝা! মেলা চলছিল। বহু চেষ্টা করেও সংসার জোড়া লাগানো যাচ্ছে না। প্রায় ছয় মাস আগে চুড়ান্ত সিদ্ধান্ত হয় তারা সংসার বিচ্ছেদ করবে। আমি নানা ভাবে তাদের সংসার জোড়া লাগানোর চেষ্টা করে যাচ্ছি। কিন্তু কোন ভাবেই কিচ্ছু হচ্ছে না। পরিশেষে গতকাল তাদের ডিভোর্স করার তারিখ ঠিক করা হয়। দুঃখের বিষয় তাদের ডি!ভো!র্স দেয়ার মতো যৌক্তিক কোন কারণ ছিলো না। স্ত্রীর ধর্মীয়,রাষ্ট্রিয় সামাজিক সব পাওনা বুঝিয়ে দেয়া হলো।এখন ডি"ভো""র্স পেপারে স্বাক্ষর দেয়ার সময়। স্ত্রী অনেক কান্নাকাটি করছে। কোন ভাবেই স্বাক্ষর দিতে চাচ্ছেন না।অনেক চাপাচাপির পর স্ত্রী যখন স্বাক্ষর দিতে যাবেন তখনই আল্লাহর রহমত নেমে আসে। স্বামী স্ত্রী কে বাধা দিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরে। এই সময় উপস্থিত সকলের চোখে আনন্দ অশ্রু প্লাবিত হয়। পরিশেষে তাদের মিলিত করতে পেরে খুবই মনে শান্তি পাচ্ছি। সবাই ওদের নতুন পথ চলায় দোয়া করবেন। ( জাস্টিন টুডোর এ যুগে এরাই ব্যতিক্রম এরাই আলাদা এরাই নিরেট ভালবাসায় শতভাগ পারফেক্ট !!!
ঘটনাটি শিল্পাঞ্চল খ্যাত টঙ্গি থেকে তুলে আনা মনির হুসেন সাগর নামক এক বন্ধুর ওয়াল থেকে নেওয়া।
💙 — in Chittagong.

17/10/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

09/11/2023

Soudi Arabia Jeddah Corniche
Ghurte ese ki ki korlam😍

10/05/2023

মাটির চুলায় বাইং মাছ রান্না করি

ছবিতে দেখা যাচ্ছে- একজন লোক একটি হাতিকে ধাক্কা দিয়ে সিঁড়ি দিয়ে উপরে তুলছে। এমন নয় যে, লোকটির ধাক্কায় হাতিটি উপরে উঠ...
08/05/2023

ছবিতে দেখা যাচ্ছে- একজন লোক
একটি হাতিকে ধাক্কা দিয়ে সিঁড়ি দিয়ে উপরে তুলছে।
এমন নয় যে, লোকটির ধাক্কায় হাতিটি উপরে উঠে যাবে। বিষয়টি হলো- লোকটি হাতির পেছনে হাত রাখাতে হাতিটি বুঝতে পারছে তাকে সাপোর্ট দেয়ার জন্য কেউ আছে। এই ভরসায় হাতিটি সিঁড়ি বেয়ে উপরে উঠতে সমর্থ হবে। এটাই প্রেরণা। জীবনে প্রত্যেক টা সফল মানুষের পিছনে একটা গল্প থাকে।

আমাদের মধ্যে এমন অনেক লোক আছেন যারা ব্যর্থ হয়েছেন, কারণ তাদের সমর্থন বা উৎসাহ দেওয়ার মতো কেউ ছিলো না; উঠে দাঁড়ানোর জন্যেও কারো হাত লাগে।

আমরা অন্যকে সহযোগিতা করতে সক্ষম নাও থাকতে পারি; তবে কারো কঠিন সময়ে তার পাশে থেকে উৎসাহ নিশ্চয়ই দিতে পারি। ভালোবাসা, ইতিবাচক সহযোগিতা এবং ভরসার মাধ্যমে যদি কেউ উঠে দাঁড়াতে পারে, কারো জীবন পরিবর্তন হয়, এর চেয়ে উত্তম কাজ আর কিছু নেই।

Exactly
24/06/2022

Exactly

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Masuma Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share