
11/01/2025
রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মো. রবিউল ইসলাম সরকার জানান, মেহেদী ওই কক্ষে একাই থাকতেন। রাত ১০টার দিকে তাঁর মা আরেক শিক্ষার্থীকে জানান যে মেহেদীকে ফোনে পাওয়া যাচ্ছে না। ছাত্রাবাসে গিয়ে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে আসে। পরে ঝুলন্ত অবস্থায় মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়।