04/02/2024
বাংলাদেশের সর্বকালের সেরা ওয়ানডে দল ✍️🇧🇩
১. তামিম ইকবাল খান
২. শাহরিয়ার নাফিস
৩. সাকিব আল হাসান
৪. মোহাম্মদ আশরাফুল
৫. মুশফিকুর রহিম (wk)
৬. আকরাম খান
৭. মাহমুদউল্লাহ রিয়াদ
৮. মোহাম্মদ রফিক
৯. মাশরাফি বিন মর্তুজা (c)
১০. রুবেল হোসেন / তাসকিন আহমেদ
১১. মোস্তাফিজুর রহমান
এবার পজিশন অনুযায়ী তাদের দলে থাকার কারণ ব্যাখ্যা করছি-
১. তামিম ইকবাল :: বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার তাকে নিয়ে কারও কোন কথা নেই।
২. শাহরিয়ার নাফিস :: স্ট্যাট বলবে নাফিস এবং লিটনের গড় সমান। কিন্তু নাফিস সেই ২০০৫/০৬ সময়ে ঐ রানগুলো করেছেন। যখন ওয়ানডে ক্রিকেটে ১ টা বল ছিলো। ৩ টা পাওয়ার প্লে ছিলো না। ভাস, মুরালি, ব্রেট লি, শোয়েব আখতারদের মতো বোলার ছিলে। কোন রিভিউ ছিলো না৷ পিচও এত ব্যাটিং সহায়ক ছিলো না।
৩. সাকিব আল হাসান : বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। কারও কোন কথা নেই।
৪. মোহাম্মদ আশরাফুল : অনেকেই হাবিবুল বাশার এবং আফতাবের নাম বলবেন। কিন্তু দিনশেষে স্পটটা যখন আশরাফুলের সাথে ফাইট করে নিতে হবে আশরাফুলকেই বেছে নিতে হবে। কারণ বড়ো দলগুলোর বিপক্ষে বাংলাদেশের প্রতিটি প্রথম জয়েই ছিলো আশরাফুলের অবদান।
৫. মুশফিকুর রহিম: কেউ কেউ খালেদ মাসুদের কথা বলবেন। কিন্তু রেকর্ড পরিসংখ্যান সবই মুশফিকের হয়ে কথা বলবে।
৬. আকরাম খান: আকরাম খান একটা আবেগের নাম। বাংলাদেশের ক্রিকেট আজকের পর্যায়ে আসার পেছনে সবচেয়ে বড়ো অবদান তারঁ। ১৯৯৭ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে সেমিফাইনালে বাংলাদেশের নিশ্চত হেরে যাওয়া ম্যাচ জিতিয়েছিলেন। যে ম্যাচে হারলে বাংলাদেশের বিশ্বকাপে খেলা হতো না। আর বিশ্বকাপে না খেললে অন্তত ৫০ বছর পিছিয়ে যেতো। তাঁকে বাদ দেবেন? সম্ভব?
৭. মাহমুদউল্লাহ রিয়াদ : কোন বিতর্ক নেই।
৮. মোহাম্মদ রফিক : যারা তার খেলা দেখেছেন প্রশ্ন তুলতে পারবেন না। আব্দুর রাজ্জাককে বিট করে তিনি দলে এসেছেন।
৯. মাশরাফি বিন মর্তুজা ✅
১০. রুবেল হোসেন : তাসকিন অনেক বড়ো কন্টেন্ডার ছিলেন। কিন্তু বাংলাদেশকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে দিতে তার সেই হিরোইজমের কারণে রুবেলকেই দলে রাখা হয়েছে। রেকর্ড, স্ট্যাট সেম টু সেম যদিও।
১১. মোস্তাফিজুর রহমান ✅
এই একাদশে কোন কোন পজিশন ঠিক হয়নি বলে মনে করেন? এবং কেনো?