Roza Express

Roza Express This is Important entertainment page
Chairman-Md Razzaq khan Kishor
01728641757

11/11/2025

জরুরি ভাবে এদেরকে
অবসরে পাঠানো হোক অবসরে পাঠানো হোক ইয়ং দের সুযোগ দেওয়া হোক

06/11/2025

 #এই লেখাটা সবাই পড়ার অনুরোধ রইল এই ছেলেটির নাম কাজল। বাড়ি নোয়াখালির হাতিয়া উপজেলায়।কয়েক দিন আগে এক বাঙ্গালি ভাইয়ের সবজ...
29/10/2025

#এই লেখাটা সবাই পড়ার অনুরোধ রইল
এই ছেলেটির নাম কাজল। বাড়ি নোয়াখালির হাতিয়া
উপজেলায়।
কয়েক দিন আগে এক বাঙ্গালি ভাইয়ের সবজির মাজরাতে কাজের লোক দরকার বলে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলো। সেই পোস্ট দেখে কাজল নামক ছেলেটি যোগাযোগ করে এবং সেলারী সহ যাবতীয় কিছু ফাইনাল করে সেই মাজরাতে কাজে যায়। প্রায় ১৫ দিন ধরে সে সেখানে কাজ করছিল।

সেই মাজরাতে মোট ১২ জন লোক কাজ করে। তাদের একজন আমিনুল ইসলাম (বাড়ি রংপুর)। আমিনুল দেশে গিয়ে বিয়ে করবে বলে আগে থেকেই ৪ ভরি গহনা কিনে রেখেছিল এবং কিছু টাকা জমিয়ে রেখেছিল।সামনে মাসে তার দেশে যাওয়ার কথা ছিলো।

আজ সকালে সবাই কাজে চলে গেলে কাজল বলে, সে অসুস্থ — তাই আজ কাজে যাবেনা। কিন্তু সবাই চলে যাওয়ার পর, রুমে কেউ না থাকায়, সে হাতুড়ি দিয়ে আমিনুলের আলমারির তালা ভেঙে ৪ ভরি গহনা ও ২,৯০০ সৌদি রিয়াল নিয়ে পালিয়ে যায়।

এখন আমিনুলের অবস্থা খুব খারাপ। সে প্রায় ৫ বছর ধরে এই মাজরাতে কাজ করছে। কষ্ট করে টাকাগুলো জমিয়েছিল।বিয়ের জন্য গহনা কিনেছিল। এখন সব শেষ। তার মা দেশে থেকে ফোন করে ভীষণ কান্নাকাটি করতেছেন।

লোক মারফত জানা গেলো, কাজল পালিয়ে সম্ভবত জেদ্দার সানাইয়া নামক এলাকায় তার এক আত্মীয়ের কাছে গেছে।

👉 সবার কাছে অনুরোধ: কেউ যদি এই কাজলকে চিনে থাকেন বা তার পরিবারের ঠিকানা জানেন, দয়া করে আমাদের জানান।

👉 কাজল, তোমার উদ্দেশে বলছি:
যদি এই পোস্ট দেখো, দয়া করে আমিনুলের জিনিসপত্র ফিরিয়ে দাও। নিজে থেকে ফেরত দিলে কেউ তোমাকে কিছু বলবে না । কিন্তু না দিলে, তুমি যে অন্যায় করছো তার দশগুণ বেশি শাস্তি পাবা। — পালিয়ে থাকা সম্ভব হবে না। আমাদের বাংলাদেশি কিছু কিছু মানুষ কী পরিমাণ খারাপ, সেটা তুমি প্রমাণ করছো।

Address

Malibagh 1st Lane
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Roza Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Roza Express:

Share