
29/08/2025
লালমনিরহাটের রাজপুর গ্রামের আমিনুর ইসলাম ও নিরা বেগম দম্পতির একমাত্র সন্তান খাইরুল ইসলাম। জন্মের পর মাত্র তিন মাস বয়সে টাইফয়েড জ্বরে দীর্ঘদিন ভুগে তার দুটি চোখ নষ্ট হয়ে যায়। সেই ছোট্ট বয়স থেকেই খাইরুলের জীবন অন্ধকারে ডুবে যায়।
অভাবের সংসারে টাকার অভাবে আজ পর্যন্ত তার চোখের অপারেশন করা সম্ভব হয়নি। তারপরও বাবা–মা অনেক কষ্টে ছেলেকে বড় করেছেন। খাইরুলের বিয়ে দিয়েছিলেন, ভেবেছিলেন হয়তো ছেলে সংসার করে সুখে শান্তিতে থাকবে। কিন্তু ভাগ্য যেন আরও নিষ্ঠুর হলো। অল্প কিছুদিনের মধ্যেই স্ত্রী খাইরুলকে বলে চলে গেল—
“আমি কানার সাথে থাকবো না।”
এরপর থেকে খাইরুল একা, পাশে শুধু তার বৃদ্ধা মা। দিনরাত ছেলের পাশে থেকে মায়ের বুকের কষ্ট একটাই—
“আমি বেঁচে আছি বলে খাইরুলকে দেখি। কিন্তু আমি যদি একদিন না থাকি, আমার অন্ধ ছেলেকে কে দেখবে?”
আজ সেই মায়ের বুকফাটা আহ্বান—
আপনাদের সামান্য সাহায্যই হয়তো খাইরুলের জীবন থেকে আঁধার দূর করতে পারে। আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও সহযোগিতায় হয়তো আবার চোখের আলো ফিরে পেতে পারে খাইরুল।
📞 খাইরুলের পরিবারের সাথে যোগাযোগের নাম্বার: 01700541901
আসুন আমরা সবাই মিলে একটি অন্ধকার জীবনকে আলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি।