News World

News World Don’t waste time. Don’t put off till tomorrow what you should be doing today. Life is short.

Become part of our community of informed citizens who value knowledge, dialogue, and understanding. Like our page to receive regular updates, share your thoughts in the comments, and participate in discussions with fellow readers. Together, let's explore the world, expand our horizons, and strive for a better tomorrow.

লালমনিরহাটের রাজপুর গ্রামের আমিনুর ইসলাম ও নিরা বেগম দম্পতির একমাত্র সন্তান খাইরুল ইসলাম। জন্মের পর মাত্র তিন মাস বয়সে ট...
29/08/2025

লালমনিরহাটের রাজপুর গ্রামের আমিনুর ইসলাম ও নিরা বেগম দম্পতির একমাত্র সন্তান খাইরুল ইসলাম। জন্মের পর মাত্র তিন মাস বয়সে টাইফয়েড জ্বরে দীর্ঘদিন ভুগে তার দুটি চোখ নষ্ট হয়ে যায়। সেই ছোট্ট বয়স থেকেই খাইরুলের জীবন অন্ধকারে ডুবে যায়।

অভাবের সংসারে টাকার অভাবে আজ পর্যন্ত তার চোখের অপারেশন করা সম্ভব হয়নি। তারপরও বাবা–মা অনেক কষ্টে ছেলেকে বড় করেছেন। খাইরুলের বিয়ে দিয়েছিলেন, ভেবেছিলেন হয়তো ছেলে সংসার করে সুখে শান্তিতে থাকবে। কিন্তু ভাগ্য যেন আরও নিষ্ঠুর হলো। অল্প কিছুদিনের মধ্যেই স্ত্রী খাইরুলকে বলে চলে গেল—
“আমি কানার সাথে থাকবো না।”

এরপর থেকে খাইরুল একা, পাশে শুধু তার বৃদ্ধা মা। দিনরাত ছেলের পাশে থেকে মায়ের বুকের কষ্ট একটাই—
“আমি বেঁচে আছি বলে খাইরুলকে দেখি। কিন্তু আমি যদি একদিন না থাকি, আমার অন্ধ ছেলেকে কে দেখবে?”

আজ সেই মায়ের বুকফাটা আহ্বান—
আপনাদের সামান্য সাহায্যই হয়তো খাইরুলের জীবন থেকে আঁধার দূর করতে পারে। আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও সহযোগিতায় হয়তো আবার চোখের আলো ফিরে পেতে পারে খাইরুল।

📞 খাইরুলের পরিবারের সাথে যোগাযোগের নাম্বার: 01700541901

আসুন আমরা সবাই মিলে একটি অন্ধকার জীবনকে আলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি।

✨ সফলতার পথ — ৪ ধাপে ✨সফল হতে চাইলে শুধু স্বপ্ন দেখলেই চলবে না, দরকার সঠিক পরিকল্পনা আর নিয়মিত কাজ। চলুন দেখে নেই ধাপে ধ...
28/08/2025

✨ সফলতার পথ — ৪ ধাপে ✨

সফল হতে চাইলে শুধু স্বপ্ন দেখলেই চলবে না, দরকার সঠিক পরিকল্পনা আর নিয়মিত কাজ। চলুন দেখে নেই ধাপে ধাপে —

1️⃣ Dream (স্বপ্ন দেখুন)
স্বপ্ন হবে আপনার দিকনির্দেশনা। তাই স্পষ্টভাবে লিখে ফেলুন কী চান, কেন চান, কখন চান।
👉 বড় স্বপ্নকে ছোট ছোট ধাপে ভেঙে নিন।

2️⃣ Plan (পরিকল্পনা করুন)
স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাইলে চাই সঠিক রোডম্যাপ।
👉 SMART লক্ষ্য ঠিক করুন (Specific, Measurable, Achievable, Relevant, Time-bound)।
👉 সময়সূচি বানান ও প্রয়োজনীয় রিসোর্স ঠিক করুন।

3️⃣ Action (কাজ শুরু করুন)
পরিকল্পনা থাকলেও কাজ না করলে ফল আসবে না।
👉 ছোট থেকে শুরু করুন, কিন্তু নিয়মিত করুন।
👉 প্রতিদিন অন্তত ২টা অগ্রাধিকার কাজ শেষ করুন।

4️⃣ Success (সাফল্য আসবে)
নিয়মিত পরিশ্রমের ফলেই আসবে সফলতা।
👉 ছোট ছোট বিজয়কেও উদযাপন করুন।
👉 কীভাবে আরও উন্নতি করবেন তা ভেবে পরের ধাপে যান।

---

🔥 মনে রাখবেন —
Dream → Plan → Action → Success = সফলতা

👉 এখন প্রশ্ন হলো, আপনি কোন ধাপে আছেন?

একজন দরিদ্র ভ্যানচালকের কন্যা, যিনি ছোটবেলায় স্বপ্ন দেখতেন বড় হওয়ার, পড়াশোনা করতে ও দেশের জন্য কিছু করতে। হাজারো কষ্...
28/08/2025

একজন দরিদ্র ভ্যানচালকের কন্যা, যিনি ছোটবেলায় স্বপ্ন দেখতেন বড় হওয়ার, পড়াশোনা করতে ও দেশের জন্য কিছু করতে। হাজারো কষ্ট, পরিশ্রম আর মানুষের কটাক্ষের মাঝে আজ তিনি তাঁর বাবার একটা স্বপ্ন পূরণ করলেন।

এই গল্প শুধু একটি চাকরির নয়, এটি সাহস, অধ্যবসায় এবং পরিবারের ভালোবাসার জয়।

ভালোবাসা, সমর্থন আর বিশ্বাস দিয়ে আমরা সত্যিই বড় কিছু করতে পারি।আজ আমরা শুধু একটি চাকরির অর্জন দেখছি না, আমরা স্বপ্নের সত্যিকারের জয় দেখছি।

#স্বপ্নপূরণ #পরিশ্রম #বাংলাদেশপুলিশ #প্রেরণা

“যুদ্ধে যাওয়া ঘোড়া কখনো বিয়েতে নাচে না”এই কথাটার ভেতর লুকিয়ে আছে গভীর শিক্ষা। ঘোড়া যদি যুদ্ধের জন্য প্রস্তুত হয়, ত...
27/08/2025

“যুদ্ধে যাওয়া ঘোড়া কখনো বিয়েতে নাচে না”

এই কথাটার ভেতর লুকিয়ে আছে গভীর শিক্ষা। ঘোড়া যদি যুদ্ধের জন্য প্রস্তুত হয়, তবে তার মানসিকতা, শৃঙ্খলা আর লক্ষ্য সবকিছুই যুদ্ধ জেতার দিকে কেন্দ্রীভূত থাকবে। সে কখনো আনন্দ-উল্লাস, খেলা বা হালকা কোনো কাজে নিজেকে ব্যস্ত করবে না। কারণ সে জানে—তার আসল কাজ, তার আসল দায়িত্ব যুদ্ধক্ষেত্রে।

আমাদের জীবনের ক্ষেত্রেও বিষয়টা একই রকম।

* যে মানুষ বড় কোনো লক্ষ্য অর্জনের পথে হাঁটে, সে অযথা তুচ্ছ কাজে সময় নষ্ট করে না।
* যে ব্যক্তি নিজের ভবিষ্যৎ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ, সে জানে কোন কাজ তার মূল উদ্দেশ্যকে সাহায্য করছে, আর কোনটা তাকে পিছিয়ে দিচ্ছে।
* যে নিজের যুদ্ধ বেছে নিয়েছে—শিক্ষা, কর্মজীবন, সমাজে ভালো কিছু করা বা ব্যক্তিগত উন্নতি—সে বিনা কারণে অপ্রয়োজনীয় ভিড়ে নিজেকে হারিয়ে ফেলে না।

👉 এই কথাটার মূল শিক্ষা হলো **“ফোকাস”**।
যুদ্ধে নামা মানে চ্যালেঞ্জ নেওয়া। আর চ্যালেঞ্জ নিতে চাইলে মনোযোগ ছাড়া কোনো সাফল্য আসে না। তাই আমাদের উচিত—

* অযথা সময় নষ্ট না করে লক্ষ্যকে সামনে রাখা,
* নিজের শক্তি ছোটখাটো আনন্দে নয়, বরং বড় সাফল্যের পথে ব্যবহার করা,
* বুঝে চলা, জীবনের প্রতিটি মুহূর্ত আসলে যুদ্ধক্ষেত্রের মতো, যেখানে হার-জিত নির্ভর করে আমাদের প্রস্তুতি আর মনোযোগের উপর।

সুতরাং মনে রাখুন—
যে মানুষ তার জীবনের যুদ্ধের জন্য তৈরি, তাকে তুচ্ছ আনন্দে হারানো যায় না।**
কারণ, “যুদ্ধে যাওয়া ঘোড়া কখনো বিয়েতে নাচে না।”

একটু ভেবে দেখেন না? এই মানুষ গুলোও আপনার-আমার মতো তারাও এই দুনিয়াতে ছিলো। এমনকি এই ক্ষনস্থায়ী দুনিয়া নিয়ে কতোই না তাদের ...
27/08/2025

একটু ভেবে দেখেন না? এই মানুষ গুলোও আপনার-আমার মতো তারাও এই দুনিয়াতে ছিলো। এমনকি এই ক্ষনস্থায়ী দুনিয়া নিয়ে কতোই না তাদের স্বপ্ন ছিলো। মানুষ তাদের কে বাহ বাহ বলবে এই লোক দেখানো স্বপ্ন নিয়ে দুনিয়াকে আপন বানিয়েছে। আজ তারা কোথায়? এই বাহ বাহ অর্জনের জন্য তুহ আমরা পরকাল কে ভুলে যাচ্ছি।
একটু চিন্তা করা উচিত দুনিয়ার ভোগ-বিলাসী পেয়ে যেন পরকাল কে ভুলে না যায়।
এই দুনিয়ার কোনো কিছু আমাদের আপন না। এক মাত্র আমাদের রব ছাড়া।
ফিরে আসুন রবের কাছে।
আমিন

২০ সালে ব্রি*টে*নে খ্রি*ষ্টা*ন পন্ডিতের সাথে ডিবেটে শায়খ আ*স*রা*র র*শি*দ বলেছিলেন যিশু বলেছে যে মন থেকে তাকে বিশ্বাস কর...
26/08/2025

২০ সালে ব্রি*টে*নে খ্রি*ষ্টা*ন পন্ডিতের সাথে ডিবেটে শায়খ আ*স*রা*র র*শি*দ বলেছিলেন যিশু বলেছে যে মন থেকে তাকে বিশ্বাস করবে বি*ষ খেলেও তার কিছুই হবে না। আপনি এই বি*ষ খেয়ে এই কথা সত্য প্রমান করেন।
তখন খ্রি*স্টা*ন পন্ডিত বলে হযরত মুহাম্মদ সাঃ বলেছে ভোরে সাতটা আজোয়া খেজুর খেলে সারাদিন তাকে বি*ষ বা যা*দু কোনো ক্ষতি করতে পারবে না।
আমরা জানি আপনি এই হাদিসের আমল করেন। ভোরে সাতটা আজোয়া খেজুর খান। আপনি বি*ষ খেয়ে প্রমান করেন নবীর কথা সত্য।
তখন শায়খ আ*স*রা*র র*শি*দ দুই দুইবার বি*ষ খায় তার কিছুই হয় না। এরপরেও অনেকক্ষন ডিবেট অনুষ্ঠান চলে উনি অ*সু*স্থ অনুভব করেন নাই। ডিবেট সুন্দরভাবে শেষ করেন।
কোরআন হাদিস থেকে একটা বিষয় স্পষ্ট ইসলাম চূড়ান্ত সত্য ধর্ম। কেউ ইসলাম ধর্ম বিশ্বাস না করে মা*রা গেলে সে অনন্তকালের জা*হা*ন্না*মী হবে।
আমাদের সকলের সাথে ই*ব*লি*শ শ*য়*তা*নে*র অনুগত একটা জীন শ*য়*তা*ন আছে। তার কাজ ঈমান আমল নষ্ট করে জা*হা*ন্না*মী করা।
তাই ইসলাম ধর্ম বিশ্বাস না করলে বা বিশ্বাস করেও ইসলামের কাছে নিজের ইচ্ছে কে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ না করলে এই জীন শ*য়*তা*ন*কে অনুভব করা যায় না।
হেদায়েতের উপর থাকা ব্যক্তি হযরত মুহাম্মদ সাঃ কে আদর্শ মেনে শুধু মাত্র আল্লাহর জন্য বেঁচে থাকে। কোনো ফরজ ছাড়ে না আর কোনো হারাম করে না আর সবসময় নেক আমলের ভিতর থাকে।
হযরত মুহাম্মদ সাঃ কে আদর্শ মেনে শুধু মাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সবসময় নামাজ জিকির আমলের ভিতর থাকে। সব ধরনের পা*প থেকে বেঁচে থাকে। আল্লাহর হক, বান্দার হক ঠিক মতো আদায় করে।
এমন ব্যক্তি শ*য়*তা*নে*র ওসোয়াসায় বিভিন্ন মানুষের কথা ভেবে, বিভিন্ন নেগেটিভ কিছু ভেবে অশান্তির চিন্তা, অ*শ্লী*ল চিন্তা, ভয়ের চিন্তায় প্রভাবিত হলে হেদায়েতের উপর থাকতে পারে না।
তাই হেদায়েতের উপর থাকা ব্যক্তি শ*য়*তা*নে*র বাধা পেয়ে শ*য়*তা*ন*কে অনুভব করা শিখে। আর তার ওসোয়াসায় প্রভাবিত না হয়ে হেদায়েতের উপর থাকার জন্য চিন্তার জগতে শুধু পরকাল রাখে।
এমনটা করতে পারলে সহজেই শ*য়*তা*ন*কে হারিয়ে হেদায়েতের উপর থাকা যায়। এমনটা করতে পারলে সকল পরিস্থিতিতে প্রতি মুহূর্তে মনে শান্তি থাকে।
তখন একজন উপলব্ধি করে এইভাবে প্রতি মুহূর্ত শ*য়*তা*ন*কে হারিয়ে হেদায়েতের উপর থাকার মাধ্যমে সময় কাজে লাগিয়ে জান্নাতের একশোটি স্তরের সর্বোচ্চ স্তরে সকল নবী রাসুলের সাথে অনন্তকাল থাকা সম্ভব।
এমন মুসলিমদের ঈমান অনেক মজবুত থাকে। যেই আমলে বি*ষ তার কোনো ক্ষতি করতে পারবে না ওই আমল সে করলে বি*ষ খাওয়ার চ্যালেঞ্জ সহজেই গ্ৰহন করতে পারে। এমন সৎ সাহস শুধু মুক্তাকিরাই দেখাতে পারে।
শায়খ আ*স*রা*র র*শি*দে*র বি*ষ খাওয়ার চ্যালেঞ্জ লিখে ইউটিউবে সার্চ দিলে ভিডিও পেয়ে যাবেন।
আল্লাহ সবাইকে সত্য উপলব্ধি করার তৌফিক দান করুক। কারন শ*য়*তা*নে*র ওসোয়াসাকে নিজের ভাবনা ভেবে সত্য উপলব্ধি না করে মা*রা গেলে অনন্তকালের জা*হা*ন্না*মী হতে হবে।
আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক।

চাকরির পাশাপাশি লাখ টাকার গাড়িতে করে গুলশানের রাস্তায় চিপস মাখা বিক্রি করছেন এই আপু। কোন কাজই ছোট নয় বেকারত্বকে অভিশাপ ম...
26/08/2025

চাকরির পাশাপাশি লাখ টাকার গাড়িতে করে গুলশানের রাস্তায় চিপস মাখা বিক্রি করছেন এই আপু।

কোন কাজই ছোট নয় বেকারত্বকে অভিশাপ মনে না করে ভিন্ন ভিন্ন খাতে ভিন্ন ভিন্ন আইডিয়া নিয়ে কাজ শুরু করুন সফলতা আসবেই।

মৃত্যুর পর মানুষের ৯টি আকাঙ্খা আফসোস---● "হায়! আমি যদি মাটি হয়ে যেতাম।" (সূরাহ্- নাবা, আয়াত : ৪০)● "হায়! যদি পরকালের...
26/08/2025

মৃত্যুর পর মানুষের ৯টি আকাঙ্খা আফসোস---

● "হায়! আমি যদি মাটি হয়ে যেতাম।" (সূরাহ্- নাবা, আয়াত : ৪০)

● "হায়! যদি পরকালের জন্য কিছু করতাম।" (সূরাহ্- ফজর, আয়াত : ২৪)

● "হায়! আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো।" (সূরাহ্- আল-হাক্কা, আয়াত : ২৫)

● "হায়! আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম।" (সূরাহ্- ফুরকান, আয়াত : ২৮)

● "হায়! আমরা যদি আল্লাহ ও আল্লাহ'র রাসূল ﷺ এর আনুগত্য করতাম।" (সূরাহ্- আহযাব, আয়াত : ৬৬)

● "হায়! আমি যদি রাসূল ﷺ এর পথ অবলম্বন করতাম।" (সূরাহ্- ফুরকান, আয়াত : ২৭)

● "হায়! আমিও যদি তাদের সঙ্গে থাকতাম, তা হলে বিরাট সফলতা লাভ করতে পারতাম।" (সূরাহ্- আন-নিসা, আয়াত : ৭৩)

● "হায়! আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরীক না করতাম।" (সূরাহ্- ক্বাহাফ, আয়াত : ৪২)

● "হায়! এমন যদি কোনো সুরত হতো ― আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হতো, আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম আর আমরা হতাম ঈমানদারদের শামিল।" (সূরাহ্- আনআম, আয়াত : ২৭)

একজন স্বামী যে স্ত্রীর কাছে কতটা গুরুত্বপূর্ণ আজকে এই বোনটির কান্না না দেখলে বুঝতাম না, এই বোনটি তার স্বামীর বক্সে জড়িয়ে...
26/08/2025

একজন স্বামী যে স্ত্রীর কাছে কতটা গুরুত্বপূর্ণ আজকে এই বোনটির কান্না না দেখলে বুঝতাম না, এই বোনটি তার স্বামীর বক্সে জড়িয়ে ধরে কান্না করতে করতে কয়েকবার জ্ঞান হারিয়ে ফেলেছিলো,

সৌদি আরব থেকে একজন প্রবাসীর লা** শ এসেছে, প্রবাসীর স্ত্রীর কান্নায় আমরাও কেঁদেছি, এই ছোট্ট ছেলেটা জানেনা এই বক্সের ভিতর কি আছে, ছেলেটা জানেই না বক্সের ভিতর তার আদরের বাবা শুয়ে আছে, ছেলেটা যদি বুঝতো তার বাবা আর কোন দিন তাকে আদর করবে না, তাকে খোকা বলে ডাকবে না, তাহলে চিৎকার করে করে কান্না করতো, হে আল্লাহ এই প্রবাসী ভাই কে জান্নাতুল ফেরদৌস দান করো, এবং তার পরিবার কে তুমি হেফাজত করো, আমিন।

আল্লাহ তায়ালা যেনো সকল প্রবাসীকে হেফাজতে রাখেন এই দোয়াই করি আল্লাহর কাছে,,

 #আহ্হা স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামী নিজেই নোয়াখালী শহরে চলে যান।খবর পেয়ে স্ত্রীও পিছু পিছু নোয়াখালীতে যান। একসময় স্ব...
26/08/2025

#আহ্হা
স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামী নিজেই নোয়াখালী শহরে চলে যান।খবর পেয়ে স্ত্রীও পিছু পিছু নোয়াখালীতে যান। একসময় স্বামী-স্ত্রী শহরের একটি দোকানে কথা কাটাকাটি করছিলেন।

এমন সময় হঠাৎ দুইজন যুবক সেখানে এসে জানতে চায়—
“আপনারা কারা? কোথা থেকে এসেছেন?”

স্বামী উত্তর দেন,
“আমরা স্বামী-স্ত্রী।”

এই কথা শোনার পর ওই দুই যুবক ধোঁকা দিয়ে স্বামী-স্ত্রীকে একটি বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় নিয়ে যায়। সেখানে স্বামীকে বেঁধে ফেলে তারা স্ত্রীর উপর জঘন্য কাজ করার চেষ্টা করে।

কিন্তু অসহায় স্ত্রী নিজের ইজ্জত রক্ষা করতে মরিয়া হয়ে ওঠেন। শেষ পর্যন্ত তিনি দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পড়েন। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন ছুটে এসে স্বামী-স্ত্রী দুজনকেই উদ্ধার করে। পরে সাহসী এলাকাবাসী ওই দুই দুর্বৃত্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।

একটি ছোট্ট অভিমান থেকে শুরু হওয়া এই ঘটনা শেষ পর্যন্ত রূপ নেয় ভয়ঙ্কর ট্র্যাজেডিতে।
এমন ঘটনার দায় শুধু ওই দুজন অপরাধীর নয়, দায় আমাদের সমাজ ব্যবস্থারও। আমাদের সত্যিই লজ্জা হওয়া উচিত—এখনো আমরা এমন অমানবিক পরিবেশে বেঁচে আছি।

---

স্বামীর হাতে স্ত্রী খুন কদমতলী মোহাম্মদ বাগ নয়ন ও তামান্না ইসলাম দম্পতি বসবাস করতেন তাদের একটি কন্যা সন্তান রয়েছে যার বয়...
26/08/2025

স্বামীর হাতে স্ত্রী খুন কদমতলী মোহাম্মদ বাগ নয়ন ও তামান্না ইসলাম দম্পতি বসবাস করতেন তাদের একটি কন্যা সন্তান রয়েছে যার বয়স আজ এক বছর পূর্ণ হয়েছে শিশুটির এক বছর পূরণ হওয়ার একদিন আগেই নির্মমভাবে খুন হলেন তার মা তামান্না ইসলাম তার বাবা নায়েব উল্লাহ দাবি তার মেয়েকে প্রচন্ড টর্চার করে মেরে ফেলেছে বর্তমানে লাশ পোস্টমাডাম এর জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে আমরা এই হত্যাকান্ডের সুস্থ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করছি। পোস্টার সবাই শেয়ার করে দেবেন যাতে অতি দ্রুত গ্রেফতার করা সম্ভব হয়।

জগৎ বিখ্যাত একজন আলেমকে বিনা অপরাধে ১৩ বৎসর জেলে বন্দি রেখে হত্যা করেছে তখন তুদের একটুও খারাপ লাগেনি তখন তুরা চুপ ছিলি! ...
26/08/2025

জগৎ বিখ্যাত একজন আলেমকে বিনা অপরাধে ১৩ বৎসর জেলে বন্দি রেখে হত্যা করেছে তখন তুদের একটুও খারাপ লাগেনি তখন তুরা চুপ ছিলি!
আর সামান্য একটা টিকটকার যে স্যোশাল মিডিয়ায় বেহায়াপনা আর নিজের মা বোনকে অর্ধ উলঙ্গ ভাবে প্রমোট করে তার জন্য তুদের এত্ত দরদ?? তোদের কি আল্লাহ বিবেক বুদ্ধি কিছু দেই নাই?? নিজেকে মুসলমান পরিচয় দিতে লজ্জা করে না?? এই মোনাফেকের বাচ্চারা তোরা ত আবুযাহেল কেও হার মানাবি রে!🙄

আফসোস....

Address

Mirpur 2
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when News World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News World:

Share

Category