M. Foyjur Razzak

M. Foyjur Razzak আধুনিক ছাদ কৃষি I was in the garment business for 17 years. Now I am a blogger and digital creator.

মাধবীলতা গাছের পাতা হলুদ বা দুর্বল হওয়ার কারণ হতে পারে পানির ঘাটতি, পুষ্টির অভাব বা অতিরিক্ত পানি। গাছের গোড়ার মাটিতে মা...
27/06/2025

মাধবীলতা গাছের পাতা হলুদ বা দুর্বল হওয়ার কারণ হতে পারে পানির ঘাটতি, পুষ্টির অভাব বা অতিরিক্ত পানি।

গাছের গোড়ার মাটিতে মাসে ৩০-৫০ গ্রাম পচা গোবর বা কম্পোস্ট দিন। এছাড়া মাসে একবার ১ লিটার পানিতে আধা চা চামচ এপসম সল্ট মিশিয়ে রোদ কম থাকাকালীন সময়ে (সকাল বা বিকেল) পাতায় স্প্রে করুন - পাতাগুলো অল্প সময়ে সবুজ ও সতেজ হয়ে উঠবে।

সপ্তাহে একবার ১ লিটার পানিতে ১ চা চামচ নিম তেল মিশিয়ে স্প্রে করুন যাতে পোকামাকড় কমে।

গাছকে হালকা রোদ ও ছায়ার মাঝে রাখুন, এতে পাতা সবুজ ও প্রাণবন্ত থাকবে।
#ছাদবাগান

লেবু ফাটার প্রধান কারণ হলো অতিরিক্ত পানি দেওয়া, অসময়ে পানি দেয়া এবং পুষ্টির ভারসাম্যের অভাব। লেবু গাছকে নিয়মিত ও পরিমিতভ...
26/06/2025

লেবু ফাটার প্রধান কারণ হলো অতিরিক্ত পানি দেওয়া, অসময়ে পানি দেয়া এবং পুষ্টির ভারসাম্যের অভাব। লেবু গাছকে নিয়মিত ও পরিমিতভাবে পানি দিতে হবে; মাটি যেন খুব ভিজে না যায় এবং একদম শুকনোও না থাকে। প্রতি মাসে গাছের গোড়ায় ৫০ গ্রাম পটাশ সার দেওয়া উচিত, কারণ পটাশ লেবুর ত্বক শক্ত করে ফলকে ফাটা থেকে রক্ষা করে। যদি গাছে ফলের ঘনত্ব বেশি হয়, তাহলে কিছু ছোট ফল ছেঁটে ফেলতে হবে, এতে বড় ও শক্ত লেবু গড়ে উঠবে। ফল বড় হওয়া শুরু করলে পানি কমিয়ে দিন এবং গাছকে পর্যাপ্ত ছায়ায় রাখুন, এতে লেবু ফাটা কমে।

#কৃষি #ছাদবাগান

টবের শসা গাছের পাতা হলুদ হয়ে গেলে কী করবেন: প্রথমে টবের মাটির পানি নিষ্কাশন ঠিক আছে কিনা খেয়াল করুন। অতিরিক্ত পানি জমে থ...
25/06/2025

টবের শসা গাছের পাতা হলুদ হয়ে গেলে কী করবেন: প্রথমে টবের মাটির পানি নিষ্কাশন ঠিক আছে কিনা খেয়াল করুন। অতিরিক্ত পানি জমে থাকলে শিকড় পঁচে যেতে পারে, যা পাতা হলুদ হওয়ার কারণ হয়। সপ্তাহে ২ থেকে ৩ বার পরিমিত পানি দিন, যাতে মাটি সামান্য আদ্র থাকে কিন্তু ভিজে না থাকে। অতিরিক্ত পানি দেবেন না।

প্রতি টবের জন্য ২০ থেকে ৩০ গ্রাম পচানো গোবর বা ভার্মি কম্পোস্ট মাটির সাথে ভালো করে মিশিয়ে দিন। এতে মাটি পুষ্টি পাবে এবং গাছ সুস্থ থাকবে। পোকামাকড় কমাতে ১ লিটার পানিতে ১ চা চামচ নিম তেল মিশিয়ে পাতায় স্প্রে করুন। স্প্রে করার সময় সকালে বা বিকালে করাই ভালো।

টবটি এমন জায়গায় রাখুন যেখানে দিনে অন্তত ৬ ঘণ্টা হালকা রোদ পড়ে। বেশি তীব্র রোদ থেকে গাছকে রক্ষা করতে হালকা ছায়ার ব্যবস্থা করুন। নিয়মিত পরিচর্যা এবং উপরের পরামর্শ অনুসরণ করলে শসার পাতা সবুজ, ঝকঝকে ও সুস্থ থাকবে।

#কৃষি #ছাদবাগান

টমেটো গাছে ফুল না আসার প্রধান কারণগুলো হলো অতিরিক্ত নাইট্রোজেন সার, পর্যাপ্ত সূর্যালোকের অভাব, তাপমাত্রার অস্বাভাবিকতা এ...
24/06/2025

টমেটো গাছে ফুল না আসার প্রধান কারণগুলো হলো অতিরিক্ত নাইট্রোজেন সার, পর্যাপ্ত সূর্যালোকের অভাব, তাপমাত্রার অস্বাভাবিকতা এবং অনিয়মিত বা অতিরিক্ত পানি দেওয়া। বেশি নাইট্রোজেন পেলে গাছে শুধুমাত্র পাতা বাড়ে, যা ফুল ফোটার জন্য বাধাগ্রস্ত করে। টমেটো গাছের জন্য প্রতিদিন কমপক্ষে ৬-৮ ঘণ্টা সরাসরি সূর্যালোক প্রয়োজন। অত্যধিক গরম বা ঠাণ্ডা তাপমাত্রা গাছের ফুল ফোটাতে নেতিবাচক প্রভাব ফেলে। পানির পরিমাণ সঠিক রাখতে হবে, যেন মাটি ঝুরঝুরে থাকে কিন্তু জলজমা না হয়।

ফুল ধরানোর জন্য নাইট্রোজেন সার দেয়া বন্ধ রেখে পটাশিয়াম ও ফসফরাসযুক্ত সার ব্যবহার করুন। নিয়মিত এবং পরিমিত পানি সরবরাহ নিশ্চিত করুন। গাছের ডালপালা মাঝে মাঝে ছাঁটাই করে গাছকে ফুল ফোটানোর জন্য উৎসাহিত করুন। এছাড়া ফুল ফোটার সময় পোকামাকড় থেকে গাছকে রক্ষা করা গুরুত্বপূর্ণ।

এই যত্ন এবং সঠিক পরিচর্যা অনুসরণ করলে টমেটো গাছে ভালো ও প্রচুর ফুল আসবে, যা ফলনের উন্নতি ঘটাবে।

#কৃষি #ছাদবাগান

শিম গাছের পাতা কুকড়ে গেলে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে যাতে গাছ সুস্থ থাকে এবং ভালো ফলন দেয়। প্রথমে গাছের আক্রান্ত পা...
23/06/2025

শিম গাছের পাতা কুকড়ে গেলে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে যাতে গাছ সুস্থ থাকে এবং ভালো ফলন দেয়।

প্রথমে গাছের আক্রান্ত পাতা ও ডগা ছেঁটে ফেলুন, কারণ এসব অংশে রোগ বা পোকামাকড় থাকতে পারে যা দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর ১ লিটার পানিতে ১ চা চামচ নিম তেল ও ৫ ফোঁটা হালকা সাবান মিশিয়ে বিকেলে গাছের পাতার উপরে ও নিচে ভালো করে স্প্রে করুন। এটি পোকামাকড় ও ছত্রাক দমন করতে সাহায্য করবে।

মাটিতে প্রতি গাছে ৫০ গ্রাম নিম খৈল মেশালে মাটি সুস্থ থাকে এবং পোকামাকড়ের আক্রমণ কমে।

গাছের আশপাশ পরিষ্কার রাখুন এবং জমে থাকা পানি দ্রুত বের করে দিন, কারণ অতিরিক্ত আর্দ্রতা রোগ বিস্তারের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে।

এছাড়া গাছ যেন প্রতিদিন পর্যাপ্ত রোদ পায় তা নিশ্চিত করুন এবং নিয়মিত পুষ্টিসার ব্যবহার করুন। এসব নিয়ম মেনে চললে শিম গাছ দ্রুত সুস্থ হয়ে উঠবে এবং ভালো ফলন দেবে।

#ছাদবাগান #কৃষি

20/06/2025

বর্ষাকালে গাছের যত্ন #কৃষি #ছাদবাগান

লেবু ফলের গায়ে ছোট ছোট খসখসে দানা, সাথে দাগ বা ক্ষত। এটা সাধারণত Citrus Scab বা Canker রোগের লক্ষণ, যা ছত্রাক ও ব্যাকটের...
20/06/2025

লেবু ফলের গায়ে ছোট ছোট খসখসে দানা, সাথে দাগ বা ক্ষত। এটা সাধারণত Citrus Scab বা Canker রোগের লক্ষণ, যা ছত্রাক ও ব্যাকটেরিয়ার কারণে হয়। বর্ষাকালে বা বেশি আদ্রতা থাকলে এই রোগ বেশি দেখা দেয়।

সমাধান:
১ লিটার পানিতে ১ চা চামচ কপার অক্সিক্লোরাইড বা ম্যানকোজেব গুঁড়া মিশিয়ে স্প্রে করুন।
ব্যাকটেরিয়ার আক্রমণ মনে হলে স্ট্রেপটোসাইক্লিন ১ গ্রাম + কপার অক্সিক্লোরাইড ১ গ্রাম স্প্রে করতে পারেন।
পোকা থাকলে নিম তেল ১ চা চামচ + ৫ ফোঁটা লিকুইড সাবান ১ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা ভালো।

আক্রান্ত ফল তুলে ফেলে দিন।
গাছের গোড়ায় ভার্মিকম্পোস্ট বা পঁচা সরিষার খৈল দিন মাসে ১ বার।
গাছ ও আশে-পাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।

#কৃষি #ছাদবাগান

গাছ মিলিবাগ বা পাউডারি মিলডিউ জাতীয় ছত্রাকের আক্রমণে আক্রান্ত হলে সাদা তুলার মতো দাগ ও গুঁড়ো ধরনের সাদা আবরণ দেখা যায়।সম...
20/06/2025

গাছ মিলিবাগ বা পাউডারি মিলডিউ জাতীয় ছত্রাকের আক্রমণে আক্রান্ত হলে সাদা তুলার মতো দাগ ও গুঁড়ো ধরনের সাদা আবরণ দেখা যায়।

সমাধান:
১ লিটার পানিতে ১ চা চামচ নিম তেল, ১ চা চামচ লিকুইড সাবান (প্লেইন) ও ১ চা চামচ বেকিং সোডা মিশিয়ে স্প্রে করুন। সকালে বা বিকেলে পাতার উপরে ও নিচে, ডাঁটা ও মাটির আশপাশেও ভালোভাবে দিন।

পদ্ধতি:
– ৫–৭ দিন পরপর ২–৩ বার স্প্রে করুন।
– খুব বেশি আক্রান্ত পাতা ও ডাল কেটে ফেলুন।
– গাছ রোদে রাখুন যেন বাতাস চলাচল ঠিক থাকে।
– প্রয়োজনে পটাশ সার অল্প দিয়ে গাছকে শক্তিশালী করুন।

এইভাবে নিয়ম মেনে চললে গাছটা আবার সুস্থ হয়ে উঠবে।

#কৃষি #ছাদবাগান

ড্রাগন ফল গাছে ফুল ফোটার সময় যদি বৃষ্টি হয়, তাহলে ফুলে পানি জমে গেলে সহজেই পচে যেতে পারে, ফলে ফুল ঝরে পড়ে এবং ফল কম ধরে।...
18/06/2025

ড্রাগন ফল গাছে ফুল ফোটার সময় যদি বৃষ্টি হয়, তাহলে ফুলে পানি জমে গেলে সহজেই পচে যেতে পারে, ফলে ফুল ঝরে পড়ে এবং ফল কম ধরে। বেশি আর্দ্র পরিবেশে ছত্রাক (যেমন ব্লাইট বা বোট্রাইটিস) আক্রমণ করতে পারে, যা ফুল ও ছোট ফলে দাগ, পচন ও নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি বাড়ায়।

এই সমস্যা এড়াতে বৃষ্টির সময় গাছের উপর ট্রান্সপারেন্ট পলিথিন দিয়ে ঢেকে রাখুন, যাতে সরাসরি পানি না পড়ে। ভোরের দিকে ফুলে জমে থাকা পানি আলতোভাবে তুলা দিয়ে মুছে ফেলুন। চাইলে প্রতিরোধ হিসেবে প্রতি ১০ দিনে একবার করে ছত্রাকনাশক (যেমন ট্রাইকোডার্মা বা বোর্দো মিশ্রণ) ব্যবহার করতে পারেন। এতে ফুল ও ফল উভয়ই নিরাপদ থাকবে।
#ছাদবাগান #কৃষি

গোলাপ গাছে ফুলের কুঁড়ি কালো হয়ে ঝরার জন্য নিয়মিত পানি দেওয়া প্রয়োজন, দিনে অন্তত ১ লিটার পানি দিন কিন্তু মাটি যেন বেশি ভি...
16/06/2025

গোলাপ গাছে ফুলের কুঁড়ি কালো হয়ে ঝরার জন্য নিয়মিত পানি দেওয়া প্রয়োজন, দিনে অন্তত ১ লিটার পানি দিন কিন্তু মাটি যেন বেশি ভিজে না থাকে। বিকেলে ১ লিটার পানিতে ১ চা চামচ নিম তেল এবং ৫ ফোটা লিকুইড সাবান মিশিয়ে স্প্রে করুন। প্রতি ১৫ দিনে একবার ১০০ গ্রাম জৈব সার মাটিতে দিন। গাছ হাওয়াযুক্ত ও ভালো রোদযুক্ত স্থানে রাখুন। এভাবে যত্ন নিলে ফুলের কুঁড়ি ঝরা কমবে।
#ছাদবাগান

জবা গাছে ফুল না আসা আর পাতা হলদে-হলকা সবুজ হওয়া মানে গাছ পুষ্টির অভাবে আছে বা পানি বেশি দেওয়া হয়েছে। সাধারণত নাইট্রোজেন ...
15/06/2025

জবা গাছে ফুল না আসা আর পাতা হলদে-হলকা সবুজ হওয়া মানে গাছ পুষ্টির অভাবে আছে বা পানি বেশি দেওয়া হয়েছে। সাধারণত নাইট্রোজেন আর পটাশ কম হলে এ সমস্যা হয়। গাছে প্রতি মাসে ১ বার জৈব তরল সার দিন এবং মাটিতে ৭-১০ দিনে একবার গোবর বা কম্পোস্ট মেশান। পানি সঠিক পরিমাণে দিন, অতিরিক্ত দিলে শিকড় পঁচে যেতে পারে। গাছকে দিনে কমপক্ষে ৪-৫ ঘণ্টা রোদ দিন এবং পরিস্কার পরিচ্ছন্ন রাখুন।

#ছাদবাগান

বড়ই গাছের পাতায় ছিদ্র হওয়ার প্রধান কারণ হলো পোকামাকড়ের আক্রমণ এবং কিছু সময় ছত্রাকজনিত রোগ। পোকামাকড় যেমন টেইলর মথ, পাতাম...
15/06/2025

বড়ই গাছের পাতায় ছিদ্র হওয়ার প্রধান কারণ হলো পোকামাকড়ের আক্রমণ এবং কিছু সময় ছত্রাকজনিত রোগ।

পোকামাকড় যেমন টেইলর মথ, পাতামাকড় বা অন্যান্য ছোট পোকা পাতায় ক্ষতি করে ছিদ্র তৈরি করে। এই সমস্যা থেকে রক্ষা পেতে নিয়মিত নিম তেল বা জৈব কীটনাশক স্প্রে করা উচিত।

ছত্রাকজনিত রোগ হলে পাতায় ছোপ বা দাগ পড়ে, পরে তা ছিদ্রের মতো হয়ে যায়। ছত্রাক হলে বেকিং সোডা ও সাবান মিশিয়ে পানি স্প্রে করলে উপকার হবে।

গাছের চারপাশ পরিষ্কার রাখা, শুকনো পাতা ও ডাল ফেলে দেয়া এবং নিয়মমতো পানি দেয়া খুব জরুরি। এভাবে যত্ন নিলে বড়ই গাছের পাতা সুস্থ ও সবুজ থাকবে, ছিদ্র হবে না।

#ছাদবাগান #কৃষি

Address

Mohammadpur
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when M. Foyjur Razzak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share