M. Foyjur Razzak

M. Foyjur Razzak আধুনিক ছাদ কৃষি I was in the garment business for 17 years. Now I am a blogger and digital creator.

🌱 প্রশ্ন: টবে মাটির উর্বরতা কীভাবে বাড়ানো যায়?উত্তর: টবে বারবার চাষ করলে মাটির উর্বরতা কমে যায়। এটি ঠিক করতে প্রতি ১৫–২০...
02/10/2025

🌱 প্রশ্ন: টবে মাটির উর্বরতা কীভাবে বাড়ানো যায়?

উত্তর: টবে বারবার চাষ করলে মাটির উর্বরতা কমে যায়। এটি ঠিক করতে প্রতি ১৫–২০ দিনে ২০০ গ্রাম কম্পোস্ট বা গোবর সার ব্যবহার করুন। মাসে একবার কলার খোসা ভিজানো পানি, পেয়াজের খোসা ভিজানো পানি অথবা ডিমের খোসা গুড়া ব্যবহার করলে মাটির জৈব উপাদান বেড়ে যায়। এতে গাছ সবলভাবে বাড়ে এবং বেশি ফলন দেয়।

প্রশ্ন: শাকসবজিতে এফিড ও সাদা মাছির আক্রমণ কিভাবে কমাবো?উত্তর: এফিড ও সাদা মাছি পাতার রস শুষে গাছ দুর্বল করে দেয়। জৈব সম...
02/10/2025

প্রশ্ন: শাকসবজিতে এফিড ও সাদা মাছির আক্রমণ কিভাবে কমাবো?

উত্তর: এফিড ও সাদা মাছি পাতার রস শুষে গাছ দুর্বল করে দেয়। জৈব সমাধান হিসেবে প্রতি ৭–১০ দিনে ৫ মিলি নিমতেল ১ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন। প্রয়োজনে ৪ কোয়া রসুন- ৪টি কাচা মরিচ- ২০ গ্রাম আদা একসঙ্গে পিষে ১ লিটার পানিতে ৪ ঘন্টা ভিজিয়ে রেখে তারপর ছেঁকে নিয়ে বিকালে গাছে স্প্রে করা যেতে পারে। আক্রান্ত পাতা দ্রুত তুলে ফেলতে হবে। গাছকে রোদযুক্ত স্থানে রাখলে এফিডের আক্রমণ কম হয়।

🌱 প্রশ্ন: টবে লেবু বা মাল্টা গাছে ফল ঝরে পড়ছে কেন?উত্তর: লেবু বা মাল্টা গাছে ফল ঝরে পড়ার প্রধান কারণ হলো বোরনের ঘাটতি, অ...
02/10/2025

🌱 প্রশ্ন: টবে লেবু বা মাল্টা গাছে ফল ঝরে পড়ছে কেন?

উত্তর: লেবু বা মাল্টা গাছে ফল ঝরে পড়ার প্রধান কারণ হলো বোরনের ঘাটতি, অনিয়মিত পানি দেওয়া এবং পুষ্টির অভাব। সমাধান হিসেবে প্রতি ৩ মাস অন্তর ৫ গ্রাম বোরন সার মাটিতে মিশিয়ে দিন। টবে পানি জমতে দেবেন না, তবে নিয়মিত আর্দ্র রাখবেন। এছাড়া প্রতি ২০ দিনে ২০০–২৫০ গ্রাম কম্পোস্ট সার দিলে ফুল ও ফল ঝরে পড়া অনেকটাই কমে যাবে।

🌱 প্রশ্ন: গরম দিনে টবে গাছ শুকিয়ে যায় কেন?উত্তর: গরম দিনে টবের মাটি দ্রুত শুকিয়ে যায় এবং অতিরিক্ত তাপ শিকড়ের ক্ষতি করে। ...
02/10/2025

🌱 প্রশ্ন: গরম দিনে টবে গাছ শুকিয়ে যায় কেন?

উত্তর: গরম দিনে টবের মাটি দ্রুত শুকিয়ে যায় এবং অতিরিক্ত তাপ শিকড়ের ক্ষতি করে। এজন্য গাছ নেতিয়ে পড়ে। সমাধান হলো সকালে বা বিকেলে নিয়মিত পানি দেওয়া। টবের ওপরে খড়, শুকনো পাতা বা মালচিং করলে মাটির আর্দ্রতা বজায় থাকে। টব সরাসরি দুপুরের কড়া রোদে না রেখে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে।

🌱 প্রশ্ন: বর্ষার শেষে টবে কোন সমস্যা বেশি হয়?উত্তর: বর্ষার শেষে টবে সবচেয়ে বড় সমস্যা হলো মাটিতে পানি জমে থাকা। এতে শিকড় ...
02/10/2025

🌱 প্রশ্ন: বর্ষার শেষে টবে কোন সমস্যা বেশি হয়?

উত্তর: বর্ষার শেষে টবে সবচেয়ে বড় সমস্যা হলো মাটিতে পানি জমে থাকা। এতে শিকড় অক্সিজেন না পেয়ে পচে যায় এবং গাছ ধীরে ধীরে শুকিয়ে যায়। সমাধান হিসেবে টবের নিচে পর্যাপ্ত ড্রেনেজ ছিদ্র রাখতে হবে। মাটি ঝুরঝুরে করতে হবে এবং প্রতি টবে সামান্য বালি বা ইটের গুঁড়া মিশিয়ে নিতে হবে। অতিরিক্ত পানি জমে গেলে তা দ্রুত সরিয়ে ফেলার ব্যবস্থা করতে হবে।

সবজি গাছ পোকামাকড় থেকে কিভাবে বাঁচাব?উত্তর: নিমপাতা-রসুন ভিজানো পানি স্প্রে করুন সপ্তাহে একবার। সাবান পানি (অল্প) স্প্রে...
01/10/2025

সবজি গাছ পোকামাকড় থেকে কিভাবে বাঁচাব?

উত্তর: নিমপাতা-রসুন ভিজানো পানি স্প্রে করুন সপ্তাহে একবার। সাবান পানি (অল্প) স্প্রে করলে মিলিবাগ দূর হয়। এতে গাছ সুস্থ থাকবে।

টবে মরিচ গাছের পাতা হলুদ হয়ে গেলে কি করব?উত্তর: ডিমের খোসা গুঁড়া ও ছাই মাটিতে দিন, এতে ক্যালসিয়াম ও পটাশ মিলবে। প্রতি ২০...
01/10/2025

টবে মরিচ গাছের পাতা হলুদ হয়ে গেলে কি করব?

উত্তর: ডিমের খোসা গুঁড়া ও ছাই মাটিতে দিন, এতে ক্যালসিয়াম ও পটাশ মিলবে। প্রতি ২০ দিনে একবার দিন। নিমতেল স্প্রে করলে রোগও কমবে।

সবজি গাছে ফুল ঝরে পড়া কিভাবে কমানো যায়?উত্তর: ১৫ দিনে একবার সরিষার খৈল ভিজানো পানি গাছের গোড়ার মাটিতে অল্প অল্প দিন। কা...
01/10/2025

সবজি গাছে ফুল ঝরে পড়া কিভাবে কমানো যায়?

উত্তর: ১৫ দিনে একবার সরিষার খৈল ভিজানো পানি গাছের গোড়ার মাটিতে অল্প অল্প দিন। কাঠের ছাই মাটিতে মেশালে কুঁড়ি ঝরা কমবে। নিয়মিত পানি দিন তবে জমে থাকতে দেবেন না।

টবে শসা বা লাউ গাছে ফলন কিভাবে বাড়াব?উত্তর: মাসে একবার আধা কেজি কম্পোস্ট দিন। মাচায় তুলে দিলে লতা ঠিকমতো আলো পাবে। ফুলে ...
01/10/2025

টবে শসা বা লাউ গাছে ফলন কিভাবে বাড়াব?

উত্তর: মাসে একবার আধা কেজি কম্পোস্ট দিন। মাচায় তুলে দিলে লতা ঠিকমতো আলো পাবে। ফুলে হাত দিয়ে পরাগায়ন করলে ফলন বাড়ে।

টবে সবজি গাছের মাটি কিভাবে প্রস্তুত করব?উত্তর: ৫০% দোআঁশ মাটি, ৩০% গোবর/কম্পোস্ট আর ২০% বালু মিশিয়ে নিন। সাথে এক মুঠো ছা...
01/10/2025

টবে সবজি গাছের মাটি কিভাবে প্রস্তুত করব?

উত্তর: ৫০% দোআঁশ মাটি, ৩০% গোবর/কম্পোস্ট আর ২০% বালু মিশিয়ে নিন। সাথে এক মুঠো ছাই দিলে রোগ কমে। এতে শিকড় ভালোভাবে বাড়বে।

🍊 ছাদবাগানে টবে মাল্টা চাষ 🍊মাটি প্রস্তুত:মাল্টা গাছের জন্য অন্তত ২০–২৪ ইঞ্চি গভীর টব ব্যবহার করতে হবে। টবের নিচে ড্রেনে...
29/09/2025

🍊 ছাদবাগানে টবে মাল্টা চাষ 🍊

মাটি প্রস্তুত:
মাল্টা গাছের জন্য অন্তত ২০–২৪ ইঞ্চি গভীর টব ব্যবহার করতে হবে। টবের নিচে ড্রেনেজ ছিদ্র রাখা জরুরি। মাটি তৈরির জন্য ৫০% বাগানের মাটি, ৩০% গোবর সার বা কম্পোস্ট, ২০% বালি মিশিয়ে নিন। চাইলে সামান্য হাড়গুঁড়া ও কাঠের ছাই মেশাতে পারেন।

চারা রোপণ:
মাল্টা গাছ কলমজাত (grafted) চারা থেকে রোপণ করা উত্তম। এতে দ্রুত ফুল ও ফল আসে। বীজ থেকে লাগালে ফল পেতে অনেক সময় লাগে। প্রতিটি টবে ১টি চারা রোপণ করুন।

জাত নির্বাচন:
টবের জন্য উপযুক্ত জাত হলো – Nagpur Malta, Kinnow, Mandarin, Sweet Orange, এবং দেশি মাল্টা।

জৈব সার ব্যবহারের নিয়ম:

প্রতি ২৫–৩০ দিনে ২০০–২৫০ গ্রাম গোবর সার বা কম্পোস্ট দিন।

মাসে একবার কলার খোসা বা পেয়াজ খোসা ভিজানো পানি (২৫০ মি.লি.) গাছের গোড়ায় ঢালুন।

প্রতি ৪৫ দিনে ডিমের খোসা গুড়া (২–৩টি) ও সামান্য কাঠের ছাই মাটির সাথে মিশিয়ে দিন।

তিন মাস অন্তর সামান্য বোরন সার (৫–৭ গ্রাম) ব্যবহার করলে ফুল ঝরা কমবে ও ফলন বাড়বে।

যত্ন:
মাল্টা গাছকে প্রতিদিন অন্তত ৬–৭ ঘণ্টা সূর্যের আলো দিতে হবে। নিয়মিত পানি দিন তবে টবে পানি জমতে দেবেন না। শুকনো ডালপালা ছেঁটে ফেলুন। ফুল ফোটার সময় গাছ নাড়াচাড়া করবেন না।

পোকামাকড় প্রতিরোধ (জৈব পদ্ধতি):

প্রতি ১০–১২ দিনে নিম তেল (৫ মি.লি./লিটার পানি) স্প্রে করুন।

রসুন-লঙ্কা-আদা ভিজানো জৈব কীটনাশক প্রয়োগ করুন।

আক্রান্ত পাতা ও ফল দ্রুত সরিয়ে ফেলুন।

🍆 ছাদবাগানে টবে বেগুন চাষ 🍆মাটি প্রস্তুত:বেগুন চাষের জন্য অন্তত ১২–১৪ ইঞ্চি গভীর টব ব্যবহার করতে হবে। মাটি তৈরির জন্য ৫০...
29/09/2025

🍆 ছাদবাগানে টবে বেগুন চাষ 🍆

মাটি প্রস্তুত:
বেগুন চাষের জন্য অন্তত ১২–১৪ ইঞ্চি গভীর টব ব্যবহার করতে হবে। মাটি তৈরির জন্য ৫০% বাগানের মাটি, ৩০% গোবর সার বা কম্পোস্ট, ২০% বালি বা ইটের গুঁড়া মিশিয়ে নিন। টবের নিচে ড্রেনেজ ছিদ্র রাখা জরুরি।

বীজ/চারা রোপণ:
বীজ ট্রেতে বপন করে ২৫–৩০ দিন বয়সী চারা টবে রোপণ করা উত্তম। প্রতিটি টবে ১টি চারা রাখলে ভালো ফলন পাওয়া যায়।

জাত নির্বাচন:
টবের জন্য উপযুক্ত জাত হলো – দেশি লম্বা বেগুন, গোল বেগুন, Pusa Purple Long, Black Beauty, এবং Green Long.

জৈব সার ব্যবহারের নিয়ম:

প্রতি ২০–২৫ দিনে ২০০–২৫০ গ্রাম গোবর সার বা কম্পোস্ট গাছের গোড়ায় দিন।

মাসে একবার কলার খোসা বা পেয়াজ খোসা ভিজানো পানি (২০০–২৫০ মি.লি.) টবের গোড়ায় দিন।

প্রতি ৩০–৪৫ দিনে ডিমের খোসা গুড়া (৩–৪টা) এবং সামান্য কাঠের ছাই ব্যবহার করুন।

মৌসুমি সময়ে সামান্য সরিষার খৈল ভিজানো পানি দিলে ফলন বাড়বে।

যত্ন:
বেগুন গাছে প্রতিদিন অন্তত ৬–৭ ঘণ্টা রোদ দিতে হবে। নিয়মিত পানি দিন তবে টবে পানি জমতে দেবেন না। গাছ বড় হলে বাঁশ বা কাঠির সাহায্যে সাপোর্ট দিন। শুকনো ডালপালা কেটে ফেলুন।

পোকামাকড় প্রতিরোধ (জৈব পদ্ধতি):

প্রতি ৭–১০ দিনে নিম তেল (৫ মি.লি./লিটার পানি) স্প্রে করুন।

প্রয়োজনে রসুন-লঙ্কা-আদা ভিজানো জৈব কীটনাশক ব্যবহার করুন।

আক্রান্ত পাতা বা ফল দ্রুত সরিয়ে ফেলুন।

Address

Mohammadpur
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when M. Foyjur Razzak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share