
27/06/2025
মাধবীলতা গাছের পাতা হলুদ বা দুর্বল হওয়ার কারণ হতে পারে পানির ঘাটতি, পুষ্টির অভাব বা অতিরিক্ত পানি।
গাছের গোড়ার মাটিতে মাসে ৩০-৫০ গ্রাম পচা গোবর বা কম্পোস্ট দিন। এছাড়া মাসে একবার ১ লিটার পানিতে আধা চা চামচ এপসম সল্ট মিশিয়ে রোদ কম থাকাকালীন সময়ে (সকাল বা বিকেল) পাতায় স্প্রে করুন - পাতাগুলো অল্প সময়ে সবুজ ও সতেজ হয়ে উঠবে।
সপ্তাহে একবার ১ লিটার পানিতে ১ চা চামচ নিম তেল মিশিয়ে স্প্রে করুন যাতে পোকামাকড় কমে।
গাছকে হালকা রোদ ও ছায়ার মাঝে রাখুন, এতে পাতা সবুজ ও প্রাণবন্ত থাকবে।
#ছাদবাগান