ঈদগাহ মানবিক ফাউন্ডেশন

ঈদগাহ মানবিক ফাউন্ডেশন মানুষ মানুষের জন্য। জীবন জীবনের জন্য?

সম্মাননা স্বারক প্রদান 🌿ঈদগাহ মানবিক ফাউন্ডেশনের অফিস প্রাঙ্গণেসংগঠনের সম্মানিত “প্রবাসী বিষয়ক সম্পাদক”জনাব মোহাম্মদ রিদ...
24/10/2025

সম্মাননা স্বারক প্রদান 🌿

ঈদগাহ মানবিক ফাউন্ডেশনের অফিস প্রাঙ্গণে
সংগঠনের সম্মানিত “প্রবাসী বিষয়ক সম্পাদক”
জনাব মোহাম্মদ রিদুয়ান ভাইয়ের হাতে
ভালোবাসা ও শ্রদ্ধার নিদর্শন হিসেবে
সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়। 💐

প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও
সংগঠনের পাশে থেকে মানবিক কর্মকাণ্ডে
যেভাবে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন,
তা সত্যিই প্রশংসনীয় ও অনুসরণযোগ্য। 🤝💚

ঈদগাহ মানবিক ফাউন্ডেশন পরিবার
আপনার আগামীর পথচলায় আরও সাফল্য ও কল্যাণ কামনা করছে। 🌺

📅 তারিখঃ ২৪ অক্টোবর ২০২৫ ইং
📍 স্থানঃ ঈদগাহ মানবিক ফাউন্ডেশন অফিস, ঈদগাঁও, কক্সবাজার

22/10/2025

গত ১৪ই অক্টোবর পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী চরপাড়া এলাকায় ঘটে যাওয়া অ|গ্নি|কা|ন্ডে|র ঘটনায় ক্ষ|তি|গ্র|স্থ পরিবারকে আর্থিক সহযোগিতা দিয়েছে ঈদগাহ মানবিক ফাউন্ডেশন।

অগ্নিকান্ডের ঘটনার ৮দিন পার হলেও এখনো ক্ষতিগ্রস্থ পরিবারের মাথা গুজার ঠাঁইটুকু হয়ে উঠেনি। তাদের এ করুণ পরিস্থিতিতে আমরা গিয়েছিলাম তাদের দুঃখের ভাগিদার হতে। দেশবাসীর কাছে অনুরোধ থাকবে আপনাদের সাধ্যমত এ পরিবারের পাশে দাড়ান।

Sponsor by `Bahaza tour and travel agency eidgaon`

পোকখালীর পশ্চিম গোমাতলী চরপাড়ায় ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ মরহুম সিরাজুল ইসলামের  পরিবারের মাঝে আর্থিক সহয...
22/10/2025

পোকখালীর পশ্চিম গোমাতলী চরপাড়ায় ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ মরহুম সিরাজুল ইসলামের পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা করেছে ঈদগাহ মানবিক ফাউন্ডেশন।

২২ই অক্টোবর বোধবার দুপুর ২টায় ক্ষতিগ্রস্থ পরিবারের কাছে গিয়ে এ আর্থিক সহযোগিতা (নগদ অর্থ) প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইসতিয়াক হাদি ও সাংগঠনিক সম্পাদক জুবাইর।

ঈদগাহ মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মনির আহমদের সার্বিক সহযোগিতায় এ অর্থ স্পন্সর করেন সংগঠনের শুভাকাঙ্খী "ঈদগাঁও বাহাজা টুর এন্ড ট্রাভেল এজেন্সির" সিইও হাসনাত মোহাম্মদ বিজয়।

ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাড়ে তিন বছর ধরে মে'রু'দ'ণ্ড ও কোমরে আ'ঘাতপ্রা'প্ত গুরা মিয়ার পরিবারের পাশ...
21/10/2025

ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাড়ে তিন বছর ধরে মে'রু'দ'ণ্ড ও কোমরে আ'ঘাতপ্রা'প্ত গুরা মিয়ার পরিবারের পাশে এক মাসের বাজার নিয়ে দাঁড়িয়েছে ঈদগাহ মানবিক ফাউন্ডেশন পরিবার।

ঈদগাহ্ মানবিক ফাউন্ডেশন নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা সম্পর্কে স্পষ্টীকরণ।
20/10/2025

ঈদগাহ্ মানবিক ফাউন্ডেশন নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা সম্পর্কে স্পষ্টীকরণ।

এইচএসসি আলিম ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা।
16/10/2025

এইচএসসি আলিম ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা।

ঈদগাহ মানবিক ফাউন্ডেশনের সমাজ কল্যাণ সম্পাদক MD Fahim তৃতীয় বারের মতো A+ লাল ভালোবাসার উপহার দিলেন ❤️💉 “রক্তের এক ফোঁটা ...
15/10/2025

ঈদগাহ মানবিক ফাউন্ডেশনের সমাজ কল্যাণ সম্পাদক MD Fahim তৃতীয় বারের মতো A+ লাল ভালোবাসার উপহার দিলেন ❤️

💉 “রক্তের এক ফোঁটা দান, পারে বাঁচাতে এক প্রাণ।”
💖 “ভালোবাসা মানে শুধু কথা নয়, কাজের মাধ্যমে মানবতার ছোঁয়া।”
🌿 “যেখানে মানুষ আছে, সেখানেই মানবতার সেবা।”

ফাহিম ভাইয়ের এই মহৎ উদ্যোগ হোক সবার জন্য অনুপ্রেরণা ✨
#রক্তদানে_জীবন_বাঁচে
#মানবতার_জয়
#ঈদগাহ_মানবিক_ফাউন্ডেশন

13/10/2025

-মেহেরঘোনায় অ'গ্নি'কা'ণ্ডে ক্ষ'তি'গ্র'স্থ দিনমজুর নুরুল ইসলামের পরিবারের পাশে ঈদগাহ মানবিক ফাউন্ডেশন।

#আলহামদুলিল্লাহ #মানবতারপাশে #অনুপ্রেরণা fans

ঈদগাঁও মেহেরঘোনায় অগ্নি*কা*ণ্ডে ক্ষ*তিগ্র*স্ত দিনমজুর নুরুল ইসলামের পরিবারের পাশে আমরা মানবতার ডাকে সাড়া দিয়ে ঈদগাহ মানব...
12/10/2025

ঈদগাঁও মেহেরঘোনায় অগ্নি*কা*ণ্ডে ক্ষ*তিগ্র*স্ত দিনমজুর নুরুল ইসলামের পরিবারের পাশে আমরা

মানবতার ডাকে সাড়া দিয়ে ঈদগাহ মানবিক ফাউন্ডেশন সবসময় বিপদগ্রস্ত মানুষের পাশে থাকে।

এই মহৎ কাজে আমাদের সহযোগিতায় ঈদগাহ মানবিক ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা Sarwar Kamal — যার আন্তরিকতা ও মানবিক মনোভাব সত্যিই অনুপ্রেরণার।

🤲 আল্লাহ যেন ক্ষতিগ্রস্ত পরিবারটিকে এই কঠিন সময় অতিক্রম করার শক্তি দান করেন।

#মানবতারপাশে
#ঈদগাহ_মানবিক_ফাউন্ডেশন
#অগ্নিকাণ্ড_সহায়তা

শুভ জন্মদিন প্রিয় Sarwar Kamalসম্মানিত উপদেষ্টা – ঈদগাহ মানবিক ফাউন্ডেশনআপনার নিষ্ঠা, পরিশ্রম ও মানবতার প্রতি অবিচল ভাল...
10/10/2025

শুভ জন্মদিন প্রিয় Sarwar Kamal
সম্মানিত উপদেষ্টা – ঈদগাহ মানবিক ফাউন্ডেশন

আপনার নিষ্ঠা, পরিশ্রম ও মানবতার প্রতি অবিচল ভালোবাসা ঈদগাহ মানবিক ফাউন্ডেশনের জন্য অনুপ্রেরণার উৎস।
আপনার অবদান এই সংগঠনের প্রতিটি কাজে আলো ছড়িয়েছে।
আল্লাহ আপনাকে দীর্ঘ আয়ু, সুস্বাস্থ্য ও অফুরন্ত সফলতা দান করুন।
মানবতার সেবায় আপনি আরও এগিয়ে চলুন — এই দোয়া রইল ইনশাআল্লাহ 🌺

দারিদ্র অ*স*হায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ঈদগাহ মানবিক ফাউন্ডেশনরবিবার ৫ই অক্টোবর বেলা ১১ টায় জালালা...
05/10/2025

দারিদ্র অ*স*হায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ঈদগাহ মানবিক ফাউন্ডেশন

রবিবার ৫ই অক্টোবর বেলা ১১ টায় জালালাবাদ ইউনিয়নের খামার পাড়া মোহাম্মদীয়া নুরানি মাদ্রাসায় এ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক ইসতিয়াক হাদি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জুবায়ের, পরিকল্পনা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ্ মিয়াজী, সমাজকল্যাণ সম্পাদক ইফতেখার হোছাইন ফাহিম।

এ কার্যক্রম ধাপে ধাপে পুরো উপজেলাজুড়ে পরিচালনা করা হবে।

Address

Dhaka

Telephone

+8801864631389

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঈদগাহ মানবিক ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ঈদগাহ মানবিক ফাউন্ডেশন:

Share