R.K. Sohel Rana

R.K. Sohel Rana Hi.! This is R.K. Sohel Rana I am a all rounder Ilive a youtube channel please follow me to get my videos Everytime.

29/12/2023

বাবার হোটেলে খেয়ে নেতার পিছনে না দৌড়ে,বাজারের ব্যাগটা নিয়ে বাজারে গিয়ে দেখ!
দেশ কতটা উন্নয়ন হয়েছে!!

26/12/2023

কোন পুরুষ প্রার্থীকে জড়িয়ে ধরার সময় নেই আমাদের!!
মহিলা প্রার্থী হলে ভিন্ন কথা!😁

24/12/2023

দিনে 20,25 টা Friend Request আসে!
কিন্তু কেও Vhalobashar Request দেয় না!!

মাসুদার জাত অল!!

19/12/2023

তোমার শতশত বন্ধু আছে এটা আশ্চর্যের বিষয় না।
আশ্চর্যের বিষয় এটা যে তোমার এমন একজন বন্ধু থাকুক!
যে শতজন তোমার বিরুদ্ধে গেলেও সে তোমার পাশে এসে দাঁড়াবে ❤

18/12/2023

আগামী বিশ্বকাপে আর্জেন্টিনা,ফ্রান্স, পর্তুগাল অংশগ্রহণ না করলে শক্তিশালী ব্রাজিল কাপ নিবে 😁

17/12/2023

রক্তের সম্পর্ক বলতে কিছু নেই!
শুন্য পকেটে পৃথিবী মহা ভয়ানক টাকা হলো আসল বাপ!!

16/12/2023

দেশের জন্য প্রান দিছে মহিউদ্দিন, মতিউর, নূর মোহাম্মদ রা!
ফুল পায় সাদিয়া, মিম, আনিকারা
মাসুদা অক্কল!!

16/12/2023

১৬ই ডিসেম্বর বিজয় দিবস!
ভালোবাসা দিবস না!
মনে রাখিস ওডাইন!!

15/12/2023

ছাত্রকালে ছাত্রলীগ!
যৌবনকালে যুবলীগ!
বুড়াকালে তাবলীগ!!
ধাওয়া দিলে কয় ভাই আমি পাবলিক 😁

গোসসা কইরা একটুখানিক  মুখ ফেরায় থাকলে চোখের জল আর নাকের জল এক কইরা কইতা, আমার করা গোসসায় নাকি তোমার বুক পুইড়া উঠে। যেমন ...
13/12/2023

গোসসা কইরা একটুখানিক মুখ ফেরায় থাকলে চোখের জল আর নাকের জল এক কইরা কইতা, আমার করা গোসসায় নাকি তোমার বুক পুইড়া উঠে। যেমন কইরা মানুষ পুড়ায় শশ্মানে, তেমন কইরা পুইড়া উঠে তোমার শরীর খানা। তোমার মন লোহা অয়,আমার করা গোসসার আগুন কামাড় হইয়া পুড়ায় তোমারে। মস্তিষ্কে পাগলা কুকুর কামুড় দেয়, অসহ্য কথারা ঘেউঘেউ করে।সাপের বিষে মানুষ যেমন বিগড়ে যায়, ছটফট করে, তেমন বিষের জ্বালা উঠে বুকে, কান্দন আহে! তোমার ভেতর জন্ম লওয়া জল ভাতের ফেনের মতোন উতলে উঠে, গইড়া পড়ে, চোক্ষু নদী অইয়া বাণের জলে অঙ্গ ভাসায় ।

অভিমান ভাইঙা দিয়া, ছ্যাইড়া যাওনের ভয় লইয়া কইতা, তুমি কহনো ছ্যাইড়া যাইবা না তো?তুমি আমার হইয়া থাইকা যাইও বুকের দাবি মাইনা লও। ছল কইরো না,জলে ভাইসা যামু, মাথার কসম।

আইজকে কোন ডাঙায় ঘর তোমার,বুকে জমিদারী কারে দিলা? কাইরা নিলা বুকের দাবি! সিলিং ফ্যানে ঝুইলছে কসম। বারোমাসি বর্ষা এই যে আমার বুকের ছবি...

খোদা আমার আয়ু তোমাকে দিক বলা মানুষও হারায় যায় আয়ু নিয়া। মানুষ বদলাইতে ভালবাসে। আপন মানুষ আপন মানুষ কইয়া,কথার বুলেট বুকে ভইরা জ্যান্ত মরায় দাফন দিয়া গেলা! একটু খানি কইয়া যাও?এইডা কেমন বদলায় যাওয়া।

কথায় নাকি মানুষ মরে, এই যে আমি জ্যান্ত মরা। দিব্বি চলছি শরীর দেইখ্যা হোগল মানুষ আমায় জ্যান্ত মানুষ কয়,মন দেহনের মানুষ নাই। মন মরা যার দেহে, মানুষটা আর মানুষ নয়!

মন মারনের বুলেট লইয়া খেইলো না আর, হুনছি সাপ নিয়া খেলা করা ওঝা নাকি সাপের বিষে মরে। মনের লগে মনের খেলার বুলেট,তোমার বুকে না লাগুক...

লেখা - মোঃ মেহেদী হাসান

12/12/2023

বেশি ভাব নিও না প্রিয়!

এই শহরে তোমার থেকে পেঁয়াজ এর দাম বেশি!

11/12/2023

আমারে ভুইলা যাইয়েন না প্লিজ!
ভুল কইরাও যদি ভুইলা যান, আমি জানলে কষ্ট পামু।

ফুল হয়ে যাওয়া ফোনের স্টোরেজের মতো
যদি কখনো মনের মেমোরি পরিপূর্ণ হয়ে যায়।
যদি স্টোরেজের প্রয়োজনে কোনোকিছু ডিলিট করা লাগে,
আপনি অন্যকিছু ডিলিট কইরেন। তবুও আমারে
থাকতে দিয়েন মনে। যত্নে রাখেন কিংবা অযতনে।

সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ

নীল খামে সতেরো খান চিঠি লিখলাম, উত্তর আইলো না। তুমি কেমোন আছো? অনাদরে কি তোমার ঠোঁট ফাটে, আকাশে বর্জ্রপাত হইলে কারে জাপ্...
11/12/2023

নীল খামে সতেরো খান চিঠি লিখলাম, উত্তর আইলো না। তুমি কেমোন আছো? অনাদরে কি তোমার ঠোঁট ফাটে, আকাশে বর্জ্রপাত হইলে কারে জাপ্টাইয়্যা ধরো? কে তোমারে বুকে আগলাইয়্যা রাখে... আমার হাঁসফাঁস লাগে, দম আটকাইয়্যা আহে, তুমি কেমোন আছো... জানবার লাইগ্যা! ডাকপিয়োন কত মানষের চিঠির উত্তর নিয়ে আহে, হারামখোর আমার লাইগ্যা একখানা চিঠি নিয়ে আহে না।

চেনা পথে কত মানষে আহে যায়, কত মানষেরে দেহি, তোমারে ভুল কইরাও দেখি না। পথ কি তোমারে আমারে চেনায় না, তুমি ভুল কইরা একদিন এই পথে আইবার পারো না....এই পথ কত মানষেরে আপনা মানষের ঘরে নিয়ে যাইতাছে, জানোয়ার পথ শুধু তোমারে আমার ঘরে নিয়ে আইতাছে না!

গাঙ্গের পারে বহে থাকি, বাতাস বাদামের খোসা, পলিথিন, ঘরবাড়ি, ধুলাবালি, আম জাম, ময়লা আবর্জনা, কত কিছুই উড়াইয়্যা নিয়ে আহে, বাতাস শালা এতোই বজ্জাৎ তোমারে উড়াইয়্যা আমার কাছে নিয়ে আহে না!

লেখা: কাজল পারভেজ

11/12/2023

কত বড় মাদারচোদ হলে পেঁয়াজের কেজি ২৫০ টাকা জেনে ও উন্নয়নের গল্প বলে বলে চিল্লাই!

মাসুদা অল ওডাইন

10/12/2023

বাপে ১ কেজি ১৮০ টাকা দিয়ে পেঁয়াজ কিনে দোকানের পাশে গিয়ে কানদে!
ছেলে ফেইজবুকে উন্নয়নের গল্প বলে বলে চিল্লাই!
মাসুদা অল!!

05/12/2023

ছেলেদের অনেকে অনুপ্রেরণা দিচ্ছে, জ্ঞান দিচ্ছে, পরামর্শ দিচ্ছে, অথচ তাদের প্রয়োজন টাকার!🙂

04/12/2023

বাংলা ভাষার জন্য হাজার হাজার মানুষ প্রা'ণ দিছে.!
আর দেশে ইংরেজি ভাষা না জানলে চাকরী পাইনা!

04/12/2023

এদেশে জন্মনিবন্ধন বানাইতে যতটুকু কষ্ট হয়!
সন্তান জন্ম দিতে এত কষ্ট হয়না।

Address

Dhaka Sonir Akra
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when R.K. Sohel Rana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to R.K. Sohel Rana:

Share