Manik

Manik সত্য ও সঠিক পথের সন্ধানে

01/05/2025

বাংলাদেশে সবচেয়ে ভয়ংকর পার্টি কোনটি—আওয়ামী লীগ, বিএনপি, না জাতীয় পার্টি? উত্তর কোনোটিই না। সবচেয়ে ভয়ংকর হচ্ছে এখন অজ্ঞান পার্টি। এর সঙ্গে মলম পার্টি, মরিচগুঁড়া পার্টি এবং বগুড়ায় সুঁই পার্টি!
মলম পার্টি ও মরিচগুঁড়া পার্টি মানুষের চোখেমুখে মলম মেখে দেয়, মরিচ ডলে দেয়। আর সুঁই পার্টি আকস্মিকভাবে কোমরের নিচে পেছন দিকে বড় সুঁই দিয়ে গুঁতো মারে। আক্রান্ত ব্যক্তি ‘উহ-আহ’ বলে সেদিকে মনোযোগী হয়। হাত ব্লক হয়ে পড়ে। তত্ক্ষণাত্ সুঁই পার্টি পকেটের পার্স বা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দৌড় দেয়। সম্পদ খোয়া গেলেও এতে মৃত্যুর ঝুঁকি কম!
আগে ঈদ-পূজাজাতীয় উৎসবগুলোর আগে অজ্ঞান পার্টির আক্রমণ হতো। এখন সারা বছরই এই উৎপাত চলে।
অজ্ঞান পার্টি নামে একটি নাটক করতে গিয়ে এই দলের সদস্যদের খুঁজছিলাম অনেক দিন। উচ্চপর্যায়ে বলে রেখেছিলাম। অবশেষে একদিন সেই সোর্সের ফোন এল। আমি অজ্ঞান পার্টির সর্দারের সাক্ষাত্ পেলাম। তাঁর নাম চান মিয়া পণ্ডিত। বয়স ৫২-৫৩। ‘পণ্ডিত’ তাঁর উপাধি।
চান মিয়া পণ্ডিতকে দেখে হতাশ হলাম। হ্যাংলা-পাতলা গায়ের গড়ন। চাপা ভাঙা। ঠোঁটের ওপর চিকন গোঁফ। পাক ধরেছে। শুকনো স্বাস্থ্য। অতি নিরীহ চেহারা। পরনে সাদা ময়লা লুঙি। ঘিয়ে রঙের ফুলশার্ট। বুকের বোতাম ছেঁড়া। পায়ে স্যান্ডেল নেই। এই লোক মানুষ অজ্ঞান করার ওস্তাদ—কেউ কল্পানাও করতে পারবে না।
উপস্থিত একজন জানালেন, ইনি শুধু ওস্তাদ না, মানুষকে অজ্ঞান করার নিত্যনতুন ফাঁদ অবিষ্কার করেন বলে তাঁর নামের সঙ্গে ‘পণ্ডিত’ উপাধি যুক্ত হয়েছে।
তাঁর সঙ্গে কথা শুরু করলাম। চান মিয়া পণ্ডিত ছিলেন রিকশার মিস্ত্রি। ঢাকাতে যারাই আসে, সবারই প্রধান টার্গেট বড়লোক হওয়া, বড়লোকদের সঙ্গে থাকা। একটি বাড়ি করা, না হলে অন্তত একটা প্লট কেনা বা দু-চার কাঠা জায়গা করা। চান মিয়ার সঙ্গে মুনতুর মিয়া নামের এক ব্যক্তির সখ্য ছিল। তাঁরও টার্গেট ঢাকায় একটা বাড়ি বা জায়গা করা। শেষে বুঝলেন, সেটা সম্ভব না। তবু তাঁর ঢাকায় থাকতে হবে। তিনি ভিক্ষা করে বনানীতে একটা কবর কিনে ফেললেন। মরার পরে অন্তত বড়লোকদের সঙ্গে স্থায়ীভাবে থাকা যাবে—এ আশায়। তবু ঢাকায় থাকা! বিভিন্ন হাউজিং ও ডেভেলপার কোম্পানিগুলোও মানুষের এই কষ্টগুলোর কথা চিন্তা করে। তাই তারা নদী-নালা, খাল-বিল যেখানে যেভাবে পারছে দখল করে নিচ্ছে। দেড় হাজার থেকে পাঁচ হাজার টাকা কিস্তিতে প্লট দেওয়ার লোভনীয় বিজ্ঞাপন দিচ্ছে। অনেকে সেসব কিনে গোলও খেয়েছে।
চান মিয়া পণ্ডিতের আকাঙ্ক্ষাও উচ্চ। কিন্তু রিকশামিস্ত্রির আয়ে তাঁর পোষাত না। সঙ্গে বউয়ের চাপ! আয় বাড়ানোর কৌশল হিসেবে তিনি রিকশা চুরি শুরু করলেন। চুরির আগে রিকশাওয়ালাদের চা-বিস্কুট খাইয়ে অজ্ঞান করা শুরু করেন।
জিজ্ঞেস করলাম, চা-বিস্কুটে কী মেশান? বিষ?
‘নাহ! দামি ওষুধ দেই। ইয়েত এটিভেন। মেড ইন পাকিস্তান। ঘুমের অষুধ। গুঁড়া কইরা মিশায়া দেই। খাওয়ার একটু পরেই বেহুঁশ! জন্মের ঘুম দেয়। ছয়-সাত ঘণ্টায়ও ঘুম ভাঙ্গে না।’
অজ্ঞান পার্টির খাবার খেয়ে অনেকেই মারা গেছেন। পত্রিকায় পড়েছি।
চান মিয়া পণ্ডিত বললেন, ‘কাহিনি সত্য। ডোজের পরিমাণ বেশি হইলে মওত ঘটে। আসলে হায়াত শ্যাষ হয়া গেলে তো কারোর কিছু করার থাকে না। সিদ্ধান্ত আল্লাহপাকের! আমগো অষইধ হইল উছিলা! দোষ পড়ে অজ্ঞান পার্টির!’
প্রধানত চা, ক্রিমঅলা বিস্কুট, খোসা ছিলে ধুয়ে দেওয়া শসা-আমড়া ইত্যাদি, ঝালমুড়ি, আখের রস, ফালি করে কাটা তরমুজের সঙ্গে অজ্ঞান করার ওষুধ মেশানো থাকে। ছোটখাটো এসব দোকানির অনেকেই অজ্ঞান পার্টির সদস্য।
পত্রিকা ও টিভি চ্যানেলগুলোর যন্ত্রণায় অজ্ঞান পার্টি তাদের কৌশলেও নিত্যনতুন বদল ঘটাচ্ছে। আগে শুধু বড়লোকদের টার্গেট করা হতো। তাতে পত্রিকায় রিপোর্ট হতো। টেলিভিশনের খবরে ছবি দেখাত। ঝামেলা সৃষ্টি হতো। গত দুই রমজান আগে থেকে অজ্ঞান পার্টি ভিক্ষুক এবং গ্রাম থেকে আসা গরিব মানুষদের টার্গেট করছে। গরিব মানুষের মধ্যে গ্লামার নেই। ফলে মিডিয়ারও আগ্রহ নেই। ঝামেলা কম।
আমার ঘনিষ্ঠ এক বন্ধুর নাম শাহজাদা। সে একটি রপ্তানিমুখী প্রতিষ্ঠানের ম্যানেজার। স্মার্ট, সতর্ক ও সাহসী। অফিস থেকে বাসে করে মতিঝিল আসছিল। বাইরে প্রচণ্ড গরম। পিপাসায় সে কাতর। ফার্মগেটে গাড়ি থেমেছে। আনন্দ সিনেমার কাছে ডাব নিয়ে এক বৃদ্ধ দাঁড়ানো। সব ডাবের মুখ কাটা। কিছু মিশিয়ে রাখতে পারে এই আশঙ্কায় শাহজাদা জিজ্ঞেস করল, ফ্রেশ ডাব কেটে দেওয়া যাবে কি না।
বৃদ্ধ বললেন, অবশ্যই যাবে। দ্রুত ডাব কেটে দিলেন। গাড়ি ছেড়ে দিয়েছে। প্রচণ্ড গরমে চলন্ত গাড়িতে খুব আরাম করে শাহজাদা ডাব খেল। তারপর তার আর কিছু মনে নেই। হুঁশ ফিরল তিন দিন পরে। তখন সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুয়ে আছে। জান ছাড়া তার সব খোয়া গেছে।
এটি অজ্ঞান পার্টির নতুন উদ্ভাবন। অক্ষত ডাবের ভেতর বিশেষভাবে ওষুধ মেশানো! চলন্ত গাড়ি বা ফেরির যাত্রীদের টার্গেট করা। ডাব বিক্রির সঙ্গে সঙ্গে অজ্ঞান পার্টির মোবাইল টিমের দুই-তিন সদস্য ওই গাড়িতে উঠে যায়। সুবিধামতো জায়গায় অপারেশন চালায়। কিছু গাড়ির হেলপার-ড্রাইভারও এই চক্রের সঙ্গে যুক্ত!
চান মিয়া পণ্ডিত বললেন, তাঁর একটা নাটক গ্রুপও আছে। সেইখানে ভালো পোশাক পরা ছেলেমেয়েরা কাজ করে। রাস্তার মধ্যে নাটক করে মানুষকে ফাঁদে ফেলে!
চিরকাল শুনে এসেছি, নাটক সমাজ বদলের হাতিয়ার। বাংলাদেশে নাটকও এখন অজ্ঞান পার্টির হাতিয়ার!
নাটক পার্টির মেয়েরা প্রেমের অভিনয় করে প্রধানত রিকশাচালক, সিএনজিঅলা এবং ক্যাবচালকদের ফাঁদে ফেলে!
আমি জিজ্ঞেস করলাম, পুলিশ যে আপনাকে ধরে, আপনার বিচার হয় না?
চান মিয়া খুবই স্বাভাবিক কণ্ঠে বললেন, ‘এই নিয়া সাতাইশবার ধরল। ছাব্বিশবার ছাড়া পাইছি! আইন দিয়া আমারে আটকাইতে পারে নাই। দোষী করতে পারে নাই!’
কিন্তু আসলে তো আপনি নির্দোষ না।
‘পাবলিক আর পুলিশ আমারে দোষী বললে তো হবে না। বাংলাদেশের আদালত বলছে, আমি নির্দোষ! আমারে কেউ দোষী বললে আদালত অবমাননার মামলা হওয়া দরকার।’
প্রসঙ্গ বদল করে বললাম, কত নিরীহ মানুষকে আপনি বিপদে ফেলেছেন! আপনার কখনো খারাপ লাগে না? আপনার বউ-ছেলেমেয়েরা কি জানে আপনি এই কাজ করেন?
চান মিয়া বেশ খানিক চুপ করে রইলেন। বললেন, ‘এত কিছু করছি বউরে খুশি করতে। বউয়ের মন পাইতে কামাই কইরা পয়সা ঘরে নিয়া গেছি। কিন্তু কেমনে কেমনে জানি বউয়ের লগে ঝগড়া হয়্যা যায়। মারামারি লাইগা যায়। শ্যাষে বউ বদল করলাম। তিনবার বিবাহ করলাম। তবু সংসার টিকল না। বড় অশান্তি। তাই ঠিক করছি, আমিই যুুদি অশান্তিতে থাকি, মাইনষেরে শান্তিতে থাকতে দিব ক্যান?’
পুনশ্চ: সর্বশেষ তথ্য হলো, চান মিয়া পণ্ডিত ডিবি পুলিশের হাতে ধরা পড়েছেন। আবারও আদালতে গিয়ে ছাড়া পেয়েছেন কি না জানি না।

কোথায় কীভাবে পাবেন জমির এই উল্লেখযোগ্য ডকুমেন্ট।★. পর্চা বা খতিয়ান। ★. দলিল। ★. ম্যাপ বা নকশা।★★.এই ডকুমেন্টগুলো ছাড়া ...
05/02/2025

কোথায় কীভাবে পাবেন জমির এই উল্লেখযোগ্য ডকুমেন্ট।
★. পর্চা বা খতিয়ান।
★. দলিল।
★. ম্যাপ বা নকশা।
★★.এই ডকুমেন্টগুলো ছাড়া আপনি জমি ক্রায়-বিক্রয় ও হস্তান্তর অথবা ব্যাংক লোন নিতে বিভিন্ন ধরনের সমস্যা হয়।
সেকারণে, জমির খতিয়ান, দলিলসহ সকল কাগজ পত্র সরকারি বিভিন্ন দপ্তর রয়েছে।
★★.আপনার জমির খতিয়ান বা পর্চা কোথায় পাবেন।
জমির পর্চা বা খতিয়ান মূলত তিন/ চারটি অফিসে পাবেন।
১/ইউনিয়ন ভূমি অফিস।
২/উপজেলা ভূমি অফিস।
৩/জেলা ডিসি অফিস।
৪/সেটেলমেন্ট অফিস।
★★.ইউনিয়ন ভূমি অফিস বা তহশিল অফিস। ইউনিয়ন ভূমি অফিসে যদিও খতিয়ান বা পর্চার বালাম বহি থাকে কিন্তু আপনি এই অফিসে হতে খতিয়ানের কপি নিতে পারবেন না। ইউনিয়ন ভূমি অফিস হতে শুধু খসরা খতিয়ান নিতে পারবেন যেটা আইনত কোন মূল্য নেই তারপরেও এই অফিসটি গুরুত্বপূর্ণ কারণ আপনার জমির খতিয়ান নাম্বার জানা না থাকলে এই অফিস থেকে জেনে নিতে পারবেন এছাড়া জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর এই অফিসে দিতে হয়।
★★.উপজেলা ভূমি অফিস।
যদিও উপজেলা ভূমি অফিসের মূল কাজ নামজারী বা খারিজ বা মিউটেশন করা তবে খসরা খতিয়ান তুলতে পারবেন। এই অফিস হতে খতিয়ানের সার্টিফাইড পর্চা বা কোর্ট পর্চা তুলতে পারবেন না।
★★.জেলা ডিসি অফিস।
এই অফিস হতে পর্চা বা খতিয়ানের সার্টিফাইড কপি সংরক্ষণ করতে পারবেন। এই অফিসের খতিয়ান এর গুরুত্ব সর্বাধিক। সব জায়গায় এই অফিসের খতিয়ান এর গুরুত্ব রয়েছে।
★★.সেটেলমেন্ট অফিস।
শুধুমাত্র নতুন রেকর্ড বা জরিপের পর্চা / খতিয়ান এই অফিস হতে সংগ্রহ করা যাবে।
পাশাপাশি নতুন রেকর্ড এর ম্যাপ ও সংগ্রহ করা যায়।
★★. খতিয়ান তুলতে কত টাকা লাগবে.?
উত্তরঃ সি এস, এস এ, আর এস, এর জন্য কত টাকা দিতে হবে তা নির্ভর করে ঐ স্থানের সিন্ডিকেটের উপর।
★★. আপনার জমির দলিল বা বায়া দলিল কোথায় পাবেন।
দলিল বা দলিল এর সার্টিফাইড কপি বা নকল মূলত দুটি অফিস হতে সংগ্রহ করা যায়, তা হলো।
**/উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস।
**/জেলা রেজিস্ট্রি বা সদর রেকর্ড রুম অফিস।
★★.উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
যেখানে নতুন দলিল রেজিস্ট্রেশন করা হয় এই অফিস হতে নতুন দলিলের নকল ও মূল দলিল পাওয়া যায়। কিন্তু পুরাতন দলিল বা বায়া দলিল এই অফিসে পাওয়া যায় না।
★★.জেলা রেজিস্ট্রি অফিস বা সদর রেকর্ড রুম।
এই অফিসে নতুন বা পুরাতন দলিলের সার্টিফাইড কপি বা নকল পাওয়া যায়।
★★.মূল অথবা সার্টিফাইড দলিল তুলতে কত টাকা লাগতে পারে।
মূলতঃ সরকারি খরচ যদিও সামান্য কিন্তু নকলের খরচ নির্ভর করে ঐ স্থানের সিন্ডিকেটের উপর।
★★ আপনার জমির মৌজা ম্যাপ বা নকশা যেখানে পাওয়া যাবে।
সাধারণত ম্যাপ বা নকশা দুইটি অফিসে পাবেন, তা হলো
১/জেলা ডিসি অফিস
২/ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ( DLR) অফিস, ঢাকা।
★★.জেলা ডিসি অফিস:
এই অফিস হতে সিএস, এসএ, আরএস, বিএস যেকোনো মৌজা ম্যাপ সংগ্রহ করা যাবে।
★★.ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, (তেজগাঁও সাতরাস্তার মোড়), ঢাকা।
সারা বাংলাদেশের যে কোনো মৌজা ম্যাপ সিএস, এসএ, আরএস, বিএস, জেলা ম্যাপ, বাংলাদেশ ম্যাপ উক্ত অফিস হতে তুলতে পারবেন।
এই অফিসের ম্যাপের গ্রহণযোগ্যতা ও অনেক বেশি। সারা বাংলাদেশের যে কোন ম্যাপ এই অফিসে পাওয়া যায়।

কারো কাছে পূণ্য তুমি, কারো কাছে শূন্য, কারো কাছে গন্য তুমি, কারো কাছে নগন্য।❤️🖤
31/01/2025

কারো কাছে পূণ্য তুমি, কারো কাছে শূন্য, কারো কাছে গন্য তুমি, কারো কাছে নগন্য।❤️🖤

23/10/2024

Al-Baqarah 2:136

قُوْلُوْۤا اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ اِلَيْنَا وَمَاۤ اُنْزِلَ اِلٰۤي اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَاۤ اُوْتِيَ مُوْسٰي وَعِيْسٰي وَمَاۤ اُوْتِيَ النَّبِيُّوْنَ مِنْ رَّبِّهِمْ ۚ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْهُمْ ۫ۖ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ

Bangla - Bayaan Foundation

তোমরা বল, ‘আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা নাযিল করা হয়েছে আমাদের উপর ও যা নাযিল করা হয়েছে ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকূব ও তাদের সন্তানদের উপর আর যা প্রদান করা হয়েছে মূসা ও ঈসাকে এবং যা প্রদান করা হয়েছে তাদের রবের পক্ষ হতে নবীগণকে। আমরা তাদের কারো মধ্যে তারতম্য করি না। আর আমরা তাঁরই অনুগত’।

Bangla - Tafsir Abu Bakr Zakaria

তোমরা বল, ‘আমরা ঈমান এনেছি আল্লাহ্‌র প্রতি এবং যা আমাদের নাযিল হয়েছে, এবং যা ইবরাহীম, ইসমা’ঈল, ইসহাক, ইয়া’কূব ও তার বংশধরদের প্রতি [১] প্রতি নাযিল হয়েছে, এবং যা মূসা, ঈসা ও অন্যান্য নবীগণকে তাদের রবের নিকট হতে দেয়া হয়েছে [২]। আমরা তাদের মধ্যে কোনো তারতম্য করি না [৩]। আর আমরা তাঁরই কাছে আত্মসমর্পণকারী’।

[১] কুরআন ইয়াকুব ‘আলাইহিস সালামের বংশধরকে (اَسْبَاط) শব্দ দ্বারা ব্যক্ত করেছে। এটা (سبط) এর বহুবচন। এর অর্থ গোত্র ও দল। তাদের (سِبْط) বলার কারণ এই যে, ইয়াকুব ‘আলাইহিস সালামের ঔরসজাত পুত্রদের সংখ্যা ছিল বারজন। পরে প্রত্যেক পুত্রের সন্তানরা এক-একটি গোত্রে পরিণত হয়। আল্লাহ্‌ তা'আলা তার বংশে বিশেষ বরকত দান করেছিলেন। তিনি যখন ইউসুফ ‘আলাইহিস সালামের কাছে মিশরে যান, তখন সন্তান ছিল বার জন। পরে ফিরআউনের সাথে মোকাবেলার পর মূসা ‘আলাইহিস সালাম যখন মিশর থেকে ইসরাঈল বংশধরকে নিয়ে বের হলেন, তখন তার সাথে ইয়াকুব ‘আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে প্রত্যেক ভাইয়ের সন্তান হাজার হাজার সদস্যের একটি গোত্র ছিল। তার বংশে আল্লাহ্‌ তা'আলা আরও একটি বরকত দান করেছেন এই যে, অনেক নবী ও রাসূল ইয়াকুব ‘আলাইহিস সালামের বংশেই জন্মেছে। [তাফসীরে মা'আরিফুল কুরআন]
[২] আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, আহলে কিতাবগণ হিব্রু ভাষায় তাওরাত পড়ত এবং মুসলিমদের জন্য আরবীতে অনুবাদ করে দিত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, “তোমরা তাদেরকে সত্যায়নও করবে না, মিথ্যারোপ করবে না; বরং বলবে, আমরা ঈমান এনেছি আল্লাহ্‌র প্রতি এবং যা আমাদের প্রতি নাযিল হয়েছে এবং যা ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরদের প্রতি নাযিল হয়েছে, এবং যা মূসা, ‘ঈসা ও অন্যান্য নবীগণকে তাদের রবের নিকট হতে দেয়া হয়েছে। ” [বুখারী ৪৪৮৫]
[৩] নবীদের মধ্যে পার্থক্য না করার অর্থ হচ্ছে, কেউ সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন এবং কেউ সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন না অথবা কাউকে মানি এবং কাউকে মানি না - আমরা তাদের মধ্যে এভাবে পার্থক্য করি না। আল্লাহ্‌র পক্ষ থেকে আগত সকল নবীই একই চিরন্তন সত্য ও একই সরল-সোজা পথের দিকে আহবান জানিয়েছেন। কাজেই যথার্থ সত্যপ্রিয় ব্যক্তির পক্ষে সকল নবীকে সত্যপন্থী ও সত্যের উপর প্রতিষ্ঠিত বলে মেনে নেয়া ছাড়া গত্যন্তর নেই। যে ব্যক্তি এক নবীকে মানে এবং অন্য নবীকে অস্বীকার করে, সে আসলে যে নবীকে মানে তারও অনুগামী নয়। তার আসল দীন হচ্ছে বর্ণবাদ, বংশবাদ ও বাপ-দাদার অন্ধ অনুসরণ। কোনো নবীর অনুসরণ তার দীন নয়।

- কোটায় উপদে*ষ্টা হওয়া যায়, সমন্ব*য়ক হওয়া যায় ! কিন্তু সাকিব না, ১৭ বছরের ক্যারিয়ারে তিনি শুধু নিজের জন্যই খেলেছে...
19/10/2024

- কোটায় উপদে*ষ্টা হওয়া যায়, সমন্ব*য়ক হওয়া যায় ! কিন্তু সাকিব না, ১৭ বছরের ক্যারিয়ারে তিনি শুধু নিজের জন্যই খেলেছেন ??? ৭ মাসের রাজনৈতিক ক্যারিয়ারের ৬ মাস'ই ছিলেন দেশের বাইরে কিছু বুঝে ওঠার আগেই তিনি হয়ে যান ফ্যাসিবাদী,খুনি! ফেইসবুকে পোস্ট না করার কারণে যদি তিনি খুনি হন - তাহলে আমি বলবো ইতিহাসের সবচেয়ে কালযুগ/ বিচারহীনতার যুগে প্রবেশ করেছে বাংলাদেশ! একটা কথা সবার মনে রাখা উচিত ক্ষমাতা কিন্তু চিরস্থায়ী নয়! তাঁর প্রমান কিছু দিন আগেই দেখতে পেয়েছেন! সুতরাং : আজকে কারো উপর অন্যায় অবিচার করলে কালকে সেটা আপনার কাছেও ফেরত আসবে! অবশ্যই আসবে ইনশাআল্লাহ ❤️
ভালোবাসা রইল প্রিয় ক্রিকেটার Shakib Al Hasan ❤️

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
23/09/2023

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

Address

Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Manik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Manik:

Share