Impact Asia

Impact Asia The Impact Asia is about the thoughts of a person who has worked in bank and media for around 33 year

এখন ভিসা ছাড়াই ৩৯টি দেশে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা!!যুক্তরাজ্য-ভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্স গ্লোবাল পাসপোর্ট র‍্...
11/02/2025

এখন ভিসা ছাড়াই ৩৯টি দেশে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা!!

যুক্তরাজ্য-ভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্স গ্লোবাল পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ের সাম্প্রতিক সংস্করণ অনুসারে, বাংলাদেশি পাসপোর্ট চার ধাপ এগিয়ে ৯৩তম স্থানে এসেছে। পূর্ববর্তী হেনলি অ্যান্ড পার্টনার্স র‍্যাঙ্কিংয়ে, বাংলাদেশ ৯৭তম স্থানে ছিল। র‍্যাঙ্কিং তৈরি করতে, হেনলি অ্যান্ড পার্টনার্স ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (IATA) থেকে প্রাপ্ত অনন্য তথ্য বিশ্লেষণ করে।

এই সূচক অনুসারে, বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ৩৯টি দেশে প্রবেশ করতে পারবেন।

বাংলাদেশি পাসপোর্টধারীরা যারা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন তারা হলেন: বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে দ্বীপপুঞ্জ, কোমোরো দ্বীপপুঞ্জ, কুক দ্বীপপুঞ্জ, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, মোজাম্বিক, নেপাল, নিউ, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস, গাম্বিয়া, পূর্ব তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং ভানুয়াতু।

নিচে একটি ধারনা দেওয়া হলো, বাংলাদেশ থেকে এই সকল দেশে ভ্রমন করতে চাইলে ৭ দিনের ট্রিপে কেমন খরচ হবার সম্ভবনা থাকে। এর অর্ন্তভূক্ত আছে বর্তমানের এভারেজ ট্রাভেল কস্ট, গড় মানে থাকা, খাওয়া ও ট্রাভেল ইন্সুরেন্স, ভিসা ফি সহ হালকা খরচের মাত্রা। হিসেবটি বিষয়, সময় ও পছন্দের উপর পরিবর্তনশীল।

-------------------------------------------------------
৩৯ দেশে গড় ট্রাভেল এর খরচ এর ধারনাঃ

1Bahamas: 1,728,000 - 2,700,000 BDT (1,600 - 2,500 USD)
2 - Barbados: 1,620,000 - 2,592,000 BDT (1,500 - 2,400 USD)
3 - Bhutan: 1,080,000 - 1,620,000 BDT (1,000 - 1,500 USD)
4 - Bolivia: 1,296,000 - 2,052,000 BDT (1,200 - 1,900 USD)
5 - British Virgin Islands: 2,160,000 - 3,780,000 BDT (2,000 - 3,500 USD)
6 - Burundi: 1,080,000 - 1,620,000 BDT (1,000 - 1,500 USD)
7 - Cambodia: 756,000 - 1,296,000 BDT (700 - 1,200 USD)
8- Cape Verde Islands: 1,296,000 - 2,376,000 BDT (1,200 - 2,200 USD)
9 - Comoro Islands: 1,080,000 - 1,944,000 BDT (1,000 - 1,800 USD)
10 - Cook Islands: 1,836,000 - 3,024,000 BDT (1,700 - 2,800 USD)
11 - Djibouti: 1,188,000 - 1,836,000 BDT (1,100 - 1,700 USD)
12 - Dominica: 1,620,000 - 2,484,000 BDT (1,500 - 2,300 USD)
13 - Fiji: 1,944,000 - 3,240,000 BDT (1,800 - 3,000 USD)
14 - Grenada: 1,620,000 - 2,916,000 BDT (1,500 - 2,700 USD)
15 - Guinea-Bissau: 1,080,000 - 1,728,000 BDT (1,000 - 1,600 USD)
16 - Haiti: 1,404,000 - 2,376,000 BDT (1,300 - 2,200 USD)
17 - Jamaica: 1,620,000 - 2,916,000 BDT (1,500 - 2,700 USD)
18 - Kenya: 1,080,000 - 1,944,000 BDT (1,000 - 1,800 USD)
19 - Kiribati: 1,836,000 - 3,240,000 BDT (1,700 - 3,000 USD)
20 - Madagascar: 1,188,000 - 1,944,000 BDT (1,100 - 1,800 USD)
21 - Maldives: 1,080,000 - 1,932,000 BDT (1,000 - 1,900 USD)
22 - Micronesia: 1,836,000 - 3,132,000 BDT (1,700 - 2,900 USD)
23 - Montserrat: 1,944,000 - 3,240,000 BDT (1,800 - 3,000 USD)
24 - Mozambique: 1,080,000 - 1,944,000 BDT (1,000 - 1,800 USD)
25 - Nepal: 648,000 - 1,296,000 BDT (600 - 1,200 USD)
26 - Niue: 1,944,000 - 3,240,000 BDT (1,800 - 3,000 USD)
27 - Rwanda: 972,000 - 1,728,000 BDT (900 - 1,600 USD)
28 - Samoa: 1,944,000 - 3,456,000 BDT (1,800 - 3,200 USD)
29 - Seychelles: 1,728,000 - 3,240,000 BDT (1,600 - 3,000 USD)
30 - Sierra Leone: 1,188,000 - 1,944,000 BDT (1,100 - 1,800 USD)
31 - Somalia: 972,000 - 1,728,000 BDT (900 - 1,600 USD)
32 - Sri Lanka: 648,000 - 1,296,000 BDT (600 - 1,200 USD)
33 - St. Kitts and Nevis: 1,620,000 - 2,916,000 BDT (1,500 - 2,700 USD)
34 - St. Vincent and the Grenadines: 1,620,000 - 2,916,000 BDT (1,500 - 2,700 USD)
35 - The Gambia: 1,080,000 - 1,944,000 BDT (1,000 - 1,800 USD)
36 - Timor-Leste: 1,080,000 - 1,944,000 BDT (1,000 - 1,800 USD)
37 - Trinidad and Tobago: 1,836,000 - 3,024,000 BDT (1,700 - 2,800 USD)
38 - Tuvalu: 1,944,000 - 3,240,000 BDT (1,800 - 3,000 USD)
39 - Vanuatu: 1,944,000 - 3,240,000 BDT (1,800 - 3,000 USD)
-----------------------------------------------------------------

তথ্য সূত্রঃ UK-based Henley & Partners’ Global Passport Rankings
ও ইন্টারনেট।

27/06/2024

পেশাজীবনের শুরুতে Job, না Business? জেনে নিন সঠিক পথ।

20/06/2024

একাডেমিতে যে Subject পড়েন না কেন, কর্মক্ষেত্রে কাজটাই Focus করতে হবে।

13/06/2024

আগে অন্যকে বলতে দিন, তারপর আপনার Delivery।

06/06/2024

পোশাকে নিজের টিমের অন্যদের চেয়ে বেশি different হওয়া যাবে না।

30/05/2024

নিজের প্রচার নিজে করার জন্য যেসব দিক খেয়াল রাখতে হবে।

23/05/2024

নির্ধারিত সময়ে কত বেশি Delivery দিচ্ছেন, এটা হচ্ছে Smartness।

আজ ২২ মে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। এবারের প্রতিপাদ্য- ‘পরিকল্পনায় অংশগ্রহণ, জীবের বৈচিত্র্য সংরক্ষণ’।
22/05/2024

আজ ২২ মে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। এবারের প্রতিপাদ্য- ‘পরিকল্পনায় অংশগ্রহণ, জীবের বৈচিত্র্য সংরক্ষণ’।

16/05/2024

অফিসের পুরো সপ্তাহের কাজের Calendar সাজিয়ে নিতে হবে।

আজ চল্লিশে পা দিলেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক ইলিয়ট জাকারবার্গ। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।
14/05/2024

আজ চল্লিশে পা দিলেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক ইলিয়ট জাকারবার্গ। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।

09/05/2024

ছুটিতে গেলে অফিসের কাজ নয়, ছুটি অবশ্যই Enjoy করতে হবে।

22/03/2024

Boss বয়সে ছোট, এই Ego থেকে বেরিয়ে আসতে হবে।

Address

ICT Tower(14th Floor), Agargaon
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Impact Asia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Impact Asia:

Share

Category