শায়েখ আব্দুল হক মহিলা মাদ্রাসা মেইন ক্যাম্পাস

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • শায়েখ আব্দুল হক মহিলা মাদ্রাসা মেইন ক্যাম্পাস

শায়েখ আব্দুল হক মহিলা মাদ্রাসা মেইন ক্যাম্পাস আন্তর্জাতিক হিফজুল কোরআন বিষয়ে জানতে পেজটিকে ফলো করুন ও আমাদের সাথেই থাকুন Standwithmycountry 🇧🇩

22/07/2025

      want to justice right now
22/07/2025



want to justice right now

22/07/2025
22/07/2025

✅ #উত্তরার গতকালের ট্রাজেডি শুধু একটা দুর্ঘটনা না
এটা আমাদের সিস্টেমের পচন ধরা বাস্তবতা।

#যখন সারা দুনিয়ায় মানুষের জীবনকে সবচেয়ে বড় সম্পদ মনে করা হয়,
আমরা তখনও ভুল নীতিমালার, দুর্নীতির, আর অব্যবস্থাপনার শিকার।
ফলাফল সাধারণ মানুষ মরছে।

#একটা যুদ্ধবিমান স্কুলের ওপর পড়ে যাবে
এটা কি আসলে শুধুই অ্যাক্সিডেন্ট?
নাকি এর পেছনে আছে আমাদের দায়িত্বহীনতা, ঘুষ-দুর্নীতি, অবহেলা আর অযোগ্য লোককে বড় পদের চেয়ার দেওয়া?

#যে দেশে রাজনীতি মানে ক্ষমতা আর কামাই সেখানে এভাবেই মানুষ মরবে।
কেউ গুম হবে, কেউ দুঃস্বপ্নের মধ্যে পুড়ে মারা যাবে, কেউ প্লেনের নিচে চাপা পড়বে।

#উত্তরার আকাশ থেকে আগুন পড়লো।
কিন্তু সেই আগুন শুধু একটা স্কুলের ছাদ ভাঙলো না, ভাঙলো এই দেশের ভবিষ্যৎ।

#বেশিরভাগই ছিল ছোট ছোট স্কুল পড়ুয়া বাচ্চা।
যারা হয়তো স্বপ্ন দেখছিল, “বড় হয়ে ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো”
কিন্তু তাদের জীবনের শেষ ক্লাসটা ছিল মৃত্যুর ক্লাস।
কেউ মা-বাবার হাত ধরে আর ঘরে ফিরবে না।

আজ যারা হারিয়ে গেল, তারা শুধু দুর্ঘটনার শিকার না।
তারা এই দেশের ব্যর্থতার শিকার।

একটা দেশের সিস্টেম যখন মরার জন্য প্রস্তুত হয়ে যায়,
তখন তাতে বাস করা মানুষগুলোকেও মরতে হয়।

আল্লাহ সবাইকে ধৈর্য দিক।
আশা করি এই দেশের রাজনীতিবিদ, নীতিনির্ধারক আর ক্ষমতার মাতালরা একদিন বুঝবে!
'ক্ষমতা আসলে মানুষের জীবন নিয়ে খেলা না।
এই খেলার শেষ হলো, ওদের জীবনের শেষ দিয়ে।





✅ধিক্কার তোদের জন্যইউনুসের পেজ থেকে মাইলস্টোনের আহতদের জন্য আর্থিক সাহায্য চাওয়া হয়েছে। এখন টাকার অভাব, কিন্তু কয়েকদিন আ...
22/07/2025

✅ধিক্কার তোদের জন্য
ইউনুসের পেজ থেকে মাইলস্টোনের আহতদের জন্য আর্থিক সাহায্য চাওয়া হয়েছে। এখন টাকার অভাব, কিন্তু কয়েকদিন আগেই পতিতাদের টাকা দিল তারা। তখন টাকার অভাব হয়নি।
ছিঃ !!!!!!!!!!!
কেউ টাকা দিবেন না। আমাদের সন্তানদের আমরাই খেদমত করবো ইনশাআল্লাহ।

22/07/2025

✅ #কোন সরকারি মহড়া/সরকারি প্রশিক্ষণ অথবা সরকারি যে কোনো কার্যক্রম এর ফলাফল যদি এই হয় যে,দেশ ও জনগনের সুনিশ্চিত ক্ষতি ..শতশত মায়ের বুক খালি হওয়া ,তবে এর দায়ভার সরকারকেই নিতে হবে।
want to justice right now..

22/07/2025
✅আমরা যে চুলায় রান্না করি তার তাপমাত্রা বড়জোর হয় ৩০০ ডিগ্রি সেলসিয়াস। ১০০ ডিগ্রিতেই পানি ফুটতে শুরু করে। একটা জেট যখন ক্...
22/07/2025

✅আমরা যে চুলায় রান্না করি তার তাপমাত্রা বড়জোর হয় ৩০০ ডিগ্রি সেলসিয়াস। ১০০ ডিগ্রিতেই পানি ফুটতে শুরু করে।

একটা জেট যখন ক্র্যাশ করে, তখন এর আগুনের তাপমাত্রা কত থাকে জানেন?

প্রায় ১০০০ থেকে ১৫০০ ডিগ্রি সেলসিয়াস...

কল্পনা করা যায়, এই আগুনে পুড়ে যাওয়ার যন্ত্রণাটা কতটা ভয়াবহ হতে পারে?

এরকম নির্মমভাবে পুড়ে যাওয়া বাচ্চাগুলো আমাদের ক্ষমা করবে না যদি এমন ঘটনা আবার ঘটার পথ বন্ধ না করেন।

দুর্ঘটনার সম্ভাব্য বিমান গুলো আলাদা করে, সেগুলো এলিমিনেট করুন।
©

22/07/2025
22/07/2025

✅হায়রে বাংলাদেশ, উত্তরার এই ট্রাজিডি এর কারণে কোনও একটা রোডেও এম্বুলেন্স এর জন্যে ইমার্জেন্সি লেন করেনি ডিএমপি ট্রাফিক বিভাগ।

এম্বুলেন্সগুলো সিগন্যাল বা জ্যামের মধ্যে আটকাই আছে।

Address

Dhaka

Telephone

+8801774598860

Website

Alerts

Be the first to know and let us send you an email when শায়েখ আব্দুল হক মহিলা মাদ্রাসা মেইন ক্যাম্পাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share