শায়েখ আব্দুল হক মহিলা মাদ্রাসা মেইন ক্যাম্পাস

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • শায়েখ আব্দুল হক মহিলা মাদ্রাসা মেইন ক্যাম্পাস

শায়েখ আব্দুল হক মহিলা মাদ্রাসা মেইন ক্যাম্পাস আন্তর্জাতিক হিফজুল কোরআন বিষয়ে জানতে পেজটিকে ফলো করুন ও আমাদের সাথেই থাকুন Standwithmycountry 🇧🇩

12/08/2025

📚হে মহান রব !
কাবার দরোজায় দারিয়ে কেউ তবু হজ্ব করলোনা আবার কেউ শত মাইল পাড়ি দিয়ে এসেও হজ্ব পেলো না।
اظهار رابعة 🥀✍️

12/08/2025

✅ভালোবাসা সবসময় সুন্দর, কিন্তু বেশী ভালো বাসা মানেই......
বিশ্রী আত্মহনন।
" ডলফিন ইস্যু
✍️اظهار رابعة🥀

11/08/2025

📚মুআল্লিমা প্রশিক্ষণ ও কুরআন শিক্ষা কার্যক্রম সময়সূচি

#১ম ব্যাচ: দুপুর ১২: টা থেকে ১:টা পর্যন্ত

#২য় ব্যাচ: দুপুর ২:টা থেকে ৩টা পর্যন্ত

#৩য় ব্যাচ:বিকাল ৩:৩০ মি: থেকে ৪:৩০মি: পর্যন্ত

#৪র্থ ব্যাচ: বিকাল ৫:টা থেকে ৬:টা পর্যন্ত।
শায়েখ আব্দুল হক মহিলা মাদ্রাসা মেইন ক্যাম্পাস

11/08/2025

এক লোক রাতে বাড়িতে এসে দেখেন, তার সন্তানরা সবাই ঘুমিয়ে পড়েছে। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, 'ওরা নামায পড়েছে'?

স্ত্রী বললেন, 'বাড়িতে কোনো খাবার ছিলোনা। সবাই ক্ষুধায় কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। নামায পড়েনি'।

'ওদেরকে জাগিয়ে দাও। ওরা নামায পড়ুক'।

'ওদেরকে জাগিয়ে উঠালে খাবার না পেয়ে ওরাতো ক্ষুধায় আবার কান্না-কাটি করবে'।

'ওদেরকে জাগিয়ে দিতে বলেছি জাগিয়ে দাও। আমার আদেশ পালন করো। তাদের রিজিকের দায়িত্ব আমার না। রিজিকের দায়িত্ব আল্লাহ তাআ’লার উপর'।

আল্লাহ তাআ’লা বলেছেন,
وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى

"তোমার পরিবারবর্গকে নামাযের আদেশ দাও এবং তার উপর অবিচল থাকো। আমি তোমার কাছে কোন রিযিক চাইনা আমিই তোমাদেরকে রিযক দান করি। শুভ পরিণাম তো শুধুমাত্র মুত্তাকীদের জন্য"।
(১৩২ - সূরা ত্বহা)

একথা শুনে স্ত্রী তৎক্ষণাৎ সন্তানদের জাগিয়ে নামায়ে দাঁড় করিয়ে দিলেন। নামায শেষ করে যখন তারা উঠলো। এমন সময় দরজার বাইরে থেকে সালামের আওয়াজ ভেসে আসলো। দরজা খুলে দেখা গেলো, এক লোক তার কাধে অনেক খাবার। লোকটি বললো, 'এগুলো আপনার পরিবারের জন্য। গ্রহণ করুন'।

লোকটি কৈফিয়তের সুরে আরো বললো, 'শহর থেকে একজন নেতা আমার বাসায় মেহমান হয়ে এসেছিলেন। তার সামনে আমি খাবারগুলো পরিবেশন করলাম। কিন্তু খাবার শুরু করার পূর্বেই আমাদের মাঝে প্রচন্ড কথা কাটাকাটি হয়ে গেলো। মেহমান রাগান্বিত হয়ে কিছু না খেয়েই চলে গেলেন। অতঃপর আমি খাবারগুলো নিয়ে বের হলাম। ভাবলাম, আল্লাহ যেদিকেই নেন, যেখানে নেন সেখানে খাবারগুলো দিয়ে আসবো। আল্লাহর নামে শপথ করে বলছি, হাঁটতে হাঁটতে আমি আপনার দরজায় এসে দাড়িয়ে গেলাম। আমি বুঝতে পারছিনা, কে আমাকে আপনার দরজার সামনে এনে দাঁড় করিয়ে দিলো'

- Tasawwuf

©

25/07/2025

✅ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে,
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বি'ক্ষো'ভ।


22/07/2025

✅ #উত্তরার গতকালের ট্রাজেডি শুধু একটা দুর্ঘটনা না
এটা আমাদের সিস্টেমের পচন ধরা বাস্তবতা।

#যখন সারা দুনিয়ায় মানুষের জীবনকে সবচেয়ে বড় সম্পদ মনে করা হয়,
আমরা তখনও ভুল নীতিমালার, দুর্নীতির, আর অব্যবস্থাপনার শিকার।
ফলাফল সাধারণ মানুষ মরছে।

#একটা যুদ্ধবিমান স্কুলের ওপর পড়ে যাবে
এটা কি আসলে শুধুই অ্যাক্সিডেন্ট?
নাকি এর পেছনে আছে আমাদের দায়িত্বহীনতা, ঘুষ-দুর্নীতি, অবহেলা আর অযোগ্য লোককে বড় পদের চেয়ার দেওয়া?

#যে দেশে রাজনীতি মানে ক্ষমতা আর কামাই সেখানে এভাবেই মানুষ মরবে।
কেউ গুম হবে, কেউ দুঃস্বপ্নের মধ্যে পুড়ে মারা যাবে, কেউ প্লেনের নিচে চাপা পড়বে।

#উত্তরার আকাশ থেকে আগুন পড়লো।
কিন্তু সেই আগুন শুধু একটা স্কুলের ছাদ ভাঙলো না, ভাঙলো এই দেশের ভবিষ্যৎ।

#বেশিরভাগই ছিল ছোট ছোট স্কুল পড়ুয়া বাচ্চা।
যারা হয়তো স্বপ্ন দেখছিল, “বড় হয়ে ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো”
কিন্তু তাদের জীবনের শেষ ক্লাসটা ছিল মৃত্যুর ক্লাস।
কেউ মা-বাবার হাত ধরে আর ঘরে ফিরবে না।

আজ যারা হারিয়ে গেল, তারা শুধু দুর্ঘটনার শিকার না।
তারা এই দেশের ব্যর্থতার শিকার।

একটা দেশের সিস্টেম যখন মরার জন্য প্রস্তুত হয়ে যায়,
তখন তাতে বাস করা মানুষগুলোকেও মরতে হয়।

আল্লাহ সবাইকে ধৈর্য দিক।
আশা করি এই দেশের রাজনীতিবিদ, নীতিনির্ধারক আর ক্ষমতার মাতালরা একদিন বুঝবে!
'ক্ষমতা আসলে মানুষের জীবন নিয়ে খেলা না।
এই খেলার শেষ হলো, ওদের জীবনের শেষ দিয়ে।





22/07/2025

✅ #কোন সরকারি মহড়া/সরকারি প্রশিক্ষণ অথবা সরকারি যে কোনো কার্যক্রম এর ফলাফল যদি এই হয় যে,দেশ ও জনগনের সুনিশ্চিত ক্ষতি ..শতশত মায়ের বুক খালি হওয়া ,তবে এর দায়ভার সরকারকেই নিতে হবে।
want to justice right now..

22/07/2025

✅হায়রে বাংলাদেশ, উত্তরার এই ট্রাজিডি এর কারণে কোনও একটা রোডেও এম্বুলেন্স এর জন্যে ইমার্জেন্সি লেন করেনি ডিএমপি ট্রাফিক বিভাগ।

এম্বুলেন্সগুলো সিগন্যাল বা জ্যামের মধ্যে আটকাই আছে।

22/07/2025

✅ লা*শ কমপক্ষে ২০০,২৩০+ হবে ভাই,
কিন্তু মিডিয়া দেখাচ্ছে ২০,৩০।
১ম-২য় মিলে ২ তালা,
বিমান ২য় তালায় ক্রাশ করে, সেখানের যে ক্লাস, সে গুলায়কি মাত্র ২০,৩০ জন ছিলো?
২ তালা মিলিয়ে তাদের হিসাবে ১৫০,২০০+ মা*রা গেছে
যখন প্রিন্সিপাল সার বলতে গেছে ১৫০,২০০ লা*শ হবে, তখনি উনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়।
রাত ১,২ টা নাগাত এম্বুলেন্স নিয়ে ক্যাম্পাসে ডুকে লা*শ নিয়ে যাচ্ছে।
তার উপর অনেক লাশ এখন ও খুঁজে পাচ্ছে না তাড়া!
সোর্স কমেন্ট।

21/07/2025

উত্তরা মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত অনেক ছাত্র নিহত! হতাহত! আল্লাহ তুমি সহায় হও! ইন্নালিল্লাহ! 🥲🤲

20/07/2025

✅"আমি ঐ মূর্তিগুলো ধ্বংস করব এবং সারা বিশ্বকে এটা দেখাব যে, আমি হব মূর্তি ভাঙার ওমর, মূর্তি বিক্রেতা ওমর নই"

আমিরুল-মু'মিনিন, মো*ল্লা মু_হ|ম্মদ ও*মর (রহিমাহুল্লাহ)
তিনি ২৩শে এপ্রিল, ২০১৩ তারিখে শহীদ হন।

মধ্য আ*ফগানিস্তানের বামিয়ান উপত্যকার বেলেপাথরের পাহাড়ে খোদাই করা দুটি বিশাল বৌদ্ধ মূর্তি ছিলো। ষষ্ঠ শতাব্দীর দিকে নির্মিত এই মূর্তিগুলি একসময় বিশ্বের বৃহত্তম দণ্ডায়মান বুদ্ধ মূর্তিগুলির মধ্যে একটি ছিল এবং গান্ধার বৌদ্ধ শিল্পের উদাহরণ ছিল। মূর্তির সংখ্যা: দুটি (একটি ৫৫ মিটার, আরেকটি ৩৮ মিটার উঁচু)

২০০১ সালের মার্চ মাসে, আমিরুল মুমিনীন মো*ল্লা মু_হাম্মাদ ও*ম*র (রহিমাহুল্লাহ) এর নেতৃত্ব তা_লে*বানরা মূর্তিগুলি ধ্বংস করে দেয়।

স্থান: বামিয়ান উপত্যকা, আ*ফগানিস্তান

Address

Dhaka

Telephone

+8801774598860

Website

Alerts

Be the first to know and let us send you an email when শায়েখ আব্দুল হক মহিলা মাদ্রাসা মেইন ক্যাম্পাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share