22/07/2025
✅ #উত্তরার গতকালের ট্রাজেডি শুধু একটা দুর্ঘটনা না
এটা আমাদের সিস্টেমের পচন ধরা বাস্তবতা।
#যখন সারা দুনিয়ায় মানুষের জীবনকে সবচেয়ে বড় সম্পদ মনে করা হয়,
আমরা তখনও ভুল নীতিমালার, দুর্নীতির, আর অব্যবস্থাপনার শিকার।
ফলাফল সাধারণ মানুষ মরছে।
#একটা যুদ্ধবিমান স্কুলের ওপর পড়ে যাবে
এটা কি আসলে শুধুই অ্যাক্সিডেন্ট?
নাকি এর পেছনে আছে আমাদের দায়িত্বহীনতা, ঘুষ-দুর্নীতি, অবহেলা আর অযোগ্য লোককে বড় পদের চেয়ার দেওয়া?
#যে দেশে রাজনীতি মানে ক্ষমতা আর কামাই সেখানে এভাবেই মানুষ মরবে।
কেউ গুম হবে, কেউ দুঃস্বপ্নের মধ্যে পুড়ে মারা যাবে, কেউ প্লেনের নিচে চাপা পড়বে।
#উত্তরার আকাশ থেকে আগুন পড়লো।
কিন্তু সেই আগুন শুধু একটা স্কুলের ছাদ ভাঙলো না, ভাঙলো এই দেশের ভবিষ্যৎ।
#বেশিরভাগই ছিল ছোট ছোট স্কুল পড়ুয়া বাচ্চা।
যারা হয়তো স্বপ্ন দেখছিল, “বড় হয়ে ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো”
কিন্তু তাদের জীবনের শেষ ক্লাসটা ছিল মৃত্যুর ক্লাস।
কেউ মা-বাবার হাত ধরে আর ঘরে ফিরবে না।
আজ যারা হারিয়ে গেল, তারা শুধু দুর্ঘটনার শিকার না।
তারা এই দেশের ব্যর্থতার শিকার।
একটা দেশের সিস্টেম যখন মরার জন্য প্রস্তুত হয়ে যায়,
তখন তাতে বাস করা মানুষগুলোকেও মরতে হয়।
আল্লাহ সবাইকে ধৈর্য দিক।
আশা করি এই দেশের রাজনীতিবিদ, নীতিনির্ধারক আর ক্ষমতার মাতালরা একদিন বুঝবে!
'ক্ষমতা আসলে মানুষের জীবন নিয়ে খেলা না।
এই খেলার শেষ হলো, ওদের জীবনের শেষ দিয়ে।