12/12/2025
হাদীর সর্বশেষ আপডেট!
১. মস্তিষ্কের অপারেশন সম্পন্ন (Lt. Decompressive craniectomy)।মাথার ভেতরে গুলি ছিল না।গুলি আগেই একদিক থেকে ঢুকে আরেকদিক থেকে বের হয়ে গেছে।CT Scan এ যেটা দেখা যাচ্ছিল সেটা বুলেট যেদিক থেকে ঢুকেছে সেটার ভাঙা হাড়ের অংশ বিশেষ।সেগুলো বের করা হয়েছে।খুলির একটা অংশ কেটে রাখা হয়েছে।মস্তিস্কের চাপ কমানোর জন্য।
২. চেস্ট ইঞ্জুরির জন্য Chest Drain Tube দেওয়া আছে।
৩. ডান পায়ে Lacerated wound ছিল।সেটার জন্য Surgical toileting সাথে প্লাস্টার করা হয়েছে।
৪. হাদীকে Ever Care এ নিয়ে যাওয়া হচ্ছে।
৫. মাল্টিপল (নট সিংগেল) গান শটের মাধ্যমে Massive injury হয়েছে। Brain, Chest, leg injured. Metabolic disorder evaluate করা হচ্ছে।
সকলের কাছে ওসমান হাদী ভাইয়ের জন্য দোয়াপ্রার্থী।
আমাদের প্রিয় ভাই আমাদের মাঝে ফিরে আসুন।