
24/05/2025
💝আসবে উৎসবকাল💖
NFSC নিয়ে বিগত ৫ বছরে যা যা যেভাবে এবং যে কল্পনায় বলা হয়েছে, তার কোনোটাই বিসৃত নয়! একথা সত্য 'অতি সন্ন্যাসীতে গাঁজন নষ্ট' হয়েছে প্রতিবার; এবং তা ঘটেছে বহু মহামানব ও মানবীর চিন্তার ক্ষুদ্রতা আর পরিচালকের নির্বোধ প্রতিক্রিয়াহীনতায়!
এমনটা যে হবে, তা পরিচালক শুরু থেকেই জানতেন, একারণে তিনি উচ্চস্বরে গর্দভ কণ্ঠে উচ্চারণ করেছেন: "যখন NFSC তার গন্তব্যে পৌঁছাবে, তখন এই ম্যারাথন যাত্রার ৭৫% ঝড়ে যাবে!" তাই বলে কিছুই হবে না, তা কিন্তু নয়!
যেভাবে ২০২০ সালের ৩০ জুন ৫ম প্রহরে ডাক দেওয়া হয়েছিলো, ঠিক সেভাবেই আগত শীতকালের কোনো এক প্রহরে আবারও ডাক দেওয়া হবে: "জাগো বাহে, কোনঠে সবাই!"
তবে তবে তবে..
সেই ডাক দেওয়া হবে, বিগত সময়ের গর্দভ চরিত্রে নয়; সবকিছু একহাতে গুছিয়ে এবং পরিপূর্ণ সৌধ সৃষ্টির পর, আপনার পরিচ্ছন্ন নগ্ন পদযুগল এবং দুইহাতে ফুল নিয়ে NFSC-কে বরণ করার জন্য!
শুভকামনা রাখবেন, ক্লাবের একটি স্বপ্ন বাস্তবে রূপান্তর করার জন্য রওনা দিচ্ছি! মনে রাখবেন: ক্লাব নিয়ে যা যা যেভাবে বলা হয়েছে, সব হবে; তাতে এই একরোখা পরিচালকের সমগ্র জীবনের সময়ক্রম লাগুক না কেনো!
বিঃদ্রঃ
যেদিন ৫৮৭ জন স্থায়ী এবং অস্থায়ী সদস্য সরাসরি পরিচালকের ফোন পাবেন, এবং আপনাকে বলা হবে: এবার আপনার প্রাপ্য বুঝে নিন; সেদিন মনে করবেন, NFSC তার আসল পথ খুঁজে পেয়েছে!
💐ধন্যবাদ💐