My Mess World

My Mess World I do not exist to impress the world. I exist to live my life in a way that will make me always Happy.

কিছু মানুষ চলে গিয়েও কিছু লাইনে চিরকালই আটকে থাকে....  🫥🫥🫥
13/05/2023

কিছু মানুষ চলে গিয়েও কিছু লাইনে চিরকালই আটকে থাকে.... 🫥🫥🫥

আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বরাকাতুহু সালাম একটি অভ্যর্থনামূলক ইসলামী অভিবাদন। আসসালামু আলাইকুম অর্থ, আপনার ...
05/05/2023

আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বরাকাতুহু

সালাম একটি অভ্যর্থনামূলক ইসলামী অভিবাদন। আসসালামু আলাইকুম অর্থ, আপনার ওপর শান্তি বর্ষিত হোক। কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলে কথা বলার আগে সালাম দেওয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত। আর এর উত্তর দেওয়া ওয়াজিব। অনেক সময় সালামের উত্তর দিতে কেউ কেউ গরিমসি করেন অথবা সালামের উত্তরই দেন না। যেহেতু সালামের উত্তর দেওয়া ওয়াজিব তাই উত্তর না দিলে কি গুনাহ হবে?

এক্ষেত্রে ইসলামী বিধান হলো, কোনো ব্যক্তি যদি কোনো কারণ ছাড়াই সালামের উত্তর না দেয় তাহলে সে ওয়াজিব ছেড়ে দেওয়ার অপরাধে গুনাহগার হবে।

সালামের ফজিলতের বিষয়ে হাদিসে অনেক বর্ণনা এসেছে। পবিত্র কোরআনেও আল্লাহ তায়ালা বলেছেন, ‘যখন তোমরা গৃহে প্রবেশ করবে, তখন তোমরা তোমাদের স্বজনদের প্রতি সালাম বলবে। এ হবে আল্লাহর নিকট হতে কল্যাণময় ও পবিত্র অভিবাদন।’ (সূরা নূর,আয়াত ৬১)

হজরত আবু উমামা রা. থেকে বর্ণিত। রাসুল সা. ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি আগে সালাম দিবে সে আল্লাহ ও তাঁর রাসূলের কাছে উত্তম ব্যক্তি।

আরেক আয়াতে বলা হয়েছে, ‘যখন কেউ তোমাদের সালাম করে, তখন তোমরা তাকে তদপেক্ষাও উত্তম পন্থায় সালাম (জবাব) দিও কিংবা (অন্ততপক্ষে) সেই শব্দেই তার জবাব দিও। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর হিসাব রাখেন।’ - (সূরা নিসা, আয়াত, ৮৬)

এছাড়া আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে শিখিয়েছেন কেউ সালাম দিলে তার চেয়ে উত্তম শব্দে উত্তর দেয়া উচিত। বর্ণিত হয়েছে, ‘তোমার কাছে ইবরাহিমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে কি? যখন তারা তার কাছে উপস্থিত হয়ে বলল, ’সালাম।’ উত্তরে সে বলল, ’সালাম।’ (সূরা যারিয়াত, আয়াত, ২৪-২৫)

হজরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রা. থেকে বর্ণিত, ‘এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ’সর্বোত্তম ইসলামী কাজ কী?’ তিনি বললেন, “(ক্ষুধার্তকে) অন্নদান করবে এবং পরিচিত-অপরিচিত নির্বিশেষে সকলকে (ব্যাপকভাবে) সালাম পেশ করবে।’ (বুখারী ৬২৩৬, মুসলিম ৩৯, তিরমিযী ১৮৫৫)

হজরত আবু উমামা রা. থেকে বর্ণিত। রাসুল সা. ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি আগে সালাম দিবে সে আল্লাহ ও তাঁর রাসূলের কাছে উত্তম ব্যক্তি। -(মুসনাদে আহমাদ, ২২১৯২)

সেহরির সময় বাড়িতে ফোন দিলাম। আম্মা ফোন ধরে বললেন, 'হ্যালো'।আমি বললাম, 'আব্বাকে দেন'।আম্মা খানিক অবাক হলেন। সাধারণত বাড়িত...
12/04/2023

সেহরির সময় বাড়িতে ফোন দিলাম। আম্মা ফোন ধরে বললেন, 'হ্যালো'।

আমি বললাম, 'আব্বাকে দেন'।

আম্মা খানিক অবাক হলেন। সাধারণত বাড়িতে ফোন দিলে আম্মার সাথেই বেশি কথা হয়। আব্বা ফোনে কথা বলতে তেমন স্বাচ্ছন্দ্য বোধ করেন না। আম্মা আব্বাকে ফোন দিলেন। আব্বা ফোন ধরতেই আমি বললাম, 'আব্বা, আব্বা, ও আব্বা, আব্বা, আব্বা...'

আব্বা অবাক গলায় বললেন, 'কী হইছে আব্বা?'

আমি বললাম, 'আব্বা, ও আব্বা, আব্বা, আব্বা, আব্বা, ও আব্বা... আব্বা'।

আব্বা এবার রীতিমত চিন্তিত হয়ে পড়লেন। তিনি বিভ্রান্ত গলায় বললেন, 'কী হইছে আব্বা? কিছু হইছে?'

আমি আবারও বললাম, 'ও আব্বা, আব্বা, আব্বা, আব্বা, আব্বা... ও আব্বা।'

আব্বা বললেন, 'আব্বা, কী হইছে, কী হইছে?'

আমি ফিক করে হেসে দিয়ে বললাম, 'কিছু হয় নাই। এমনিই। অনেকদিন ধরে আপনারে ফোন দেই না। কতদিন আব্বা আব্বা বলে ডাকি না। মনে হচ্ছিল আব্বা আব্বা ডাকার জন্য বুকের ভেতরটা শুকাই গেছে, পানি না খাইতে পারলে যেমন তৃষ্ণা লাগে, সেইরকম। গলা শুকাই গেছে, কেমন খা খা লাগতেছিল বুকের মধ্যে। এইজন্য তৃষ্ণা মিটাইলাম। আব্বা, আব্বা, ও আব্বা, আব্বা, আব্বা...।

আমি ফোন রেখে দিলাম। খানিক বাদে আম্মা ফোন দিয়ে গম্ভীর গলায় বললেন, 'তুই তোর আব্বারে কি বলছস?'

আমি বললাম, 'কেন? কী হইছে?'

আম্মা বললেন, 'কী হইছে মানে? সেইটা তুইই জানস। সে ফোন রাখনের পর থেইকা কানতেছে আর কানতেছে। নামাজে দাঁড়াইয়া মোনাজাত ধইরাও হাউমাউ কইরা কানতেছে। কি কইছস তোর আব্বারে...;

কী বলেছি আমি?

আমি হঠাৎ চুপ করে যাই। একদম চুপ। আম্মার প্রশ্নের কোন জবাব দেই না। চুপ করে বসে থাকি। নিঃশব্দ। আম্মা আমাকে জিজ্ঞেস করতেই থাকেন। আমি জবাব দেই না। আমার চোখ ক্রমশই ঝাপসা হতে থাকে, গাল ভিজে যেতে থাকে। বাইরে সুবহে সাদিকের আলো ফুটছে। সেই আবছা আলোর দিকে তাকিয়ে আমার হঠাৎ মনে হতে থাকল, আব্বা কাঁদুক, কাঁদুক। কাঁদুক তার পুত্রও। জগতে এই কান্নার খুব দরকার, খুব, খুব।

এই অস্থির সময়ে অজস্র কষ্ট, বেদনা, শংকা, হাহাকার, ঘৃণা, মৃত্যু, জিঘাংসার কান্নায় ক্রমশই ডুবে যেতে থাকা জগতে এমন গভীর অনুভূতির তীব্র কান্না, এমন অপার ভালোবাসায় ডুবে থাকা বিশুদ্ধ কান্না খুব দরকার। খুব দরকার।

Copied
~ সাদাত হোসাইন
০৭.০৬.২০১৬
——————————————————

15/02/2023

Unboxing a Brand New iPhone 14 pro Max ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

It's just the BEGINNINGLong WAY to goLet's find, it's CRAGGY or SMOOTH
31/01/2023

It's just the BEGINNING
Long WAY to go
Let's find, it's CRAGGY or SMOOTH

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when My Mess World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category