getup

getup Please pray for me

24/05/2025

plz follow my page 🙏

24/05/2025

💗💗😅

05/05/2025

আমার ময়না পাখি

01/01/2022

ইংরেজী নববর্ষের শুভেচ্ছা। আল্লাহ্ আমাদের সবাইকে ভালো রাখুন।

প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে,প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। ২৬শে মার্চ আমাদের স্বাধীনতা ...
26/03/2021

প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে,প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। ২৬শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস।

21/03/2021
An empowered woman is powerful beyond measure and beautiful beyond description. May we know them. May we raise them. May...
08/03/2021

An empowered woman is powerful beyond measure and beautiful beyond description.
May we know them.
May we raise them.
May we be them.

😅😅দুই বিয়ে করলে, বাড়িতে এমন পরিস্থিতি সৃষ্টি হবে, তা আমার জানা ছিল না।কোন এক জ্ঞানী লোক বলেছেন,"যদি একটা বিয়ে করেন, তাহল...
04/03/2021

😅😅

দুই বিয়ে করলে, বাড়িতে এমন পরিস্থিতি সৃষ্টি হবে, তা আমার জানা ছিল না।

কোন এক জ্ঞানী লোক বলেছেন,
"যদি একটা বিয়ে করেন, তাহলে বউ আপনার সাথে সারাদিন ঝগড়া করবে। আর যদি দুইটা বিয়ে করেন, তাহলে দুই বউ ঝগড়া করবে স্বামীকে পাবার জন্য।"

তাই একটু বেশি আদর পাওয়া আশায় দুইটা বিয়া করেছি। কিন্তু আমার কপাল খারাপ, না পারি ঘুমাইতে, না পারি খাইতে, না পারি শান্তিমত বসতে। সারাদিন ঝগড়া চেচামেচি লেগেই থাকে।

কোন উপায় না পেয়ে, সবকিছু দুই বউকে ভাগ করে দিলাম। সকালে বড় বউ রান্না করলে, বিকালে ছোট বউ রান্না করবে। এভাবে সবই দুই ভাগ করা হলো, এবং কি নিজেকেও তাদের মাঝে ভাগ করে দিলাম। বড় বউ, ডান সাইড। ছোট বউ, বাম সাইড।

এভাবে কয়েকদিন ভালই চলছিল। ঝগড়াঝাটি হচ্ছিল না। হঠাৎ করে একদিন, ডান সাইডে ব্যাথা করছিল। তাই বড় বউকে বললাম,
"ডান সাইডে ব্যাথা করছে, একটু টিপে দাও।"

বড় বউ ডান সাইড টিপে দিচ্ছে, ভাগে পাওয়া সাইড বলে কথা।

বড় বউ আদুরে গলায় বললো,
"দেখছো আমি তোমাকে কত ভালবাসি। আর ঐ পোড়ামুখী শয়তান্নী শুধু সাজগোজ নিয়ে ব্যস্ত থাকে।"

একটু বেশি আদর পাবার জন্য পাম দিয়ে বললাম,
"তুমি তো আমার আদরের বড় বউ। এই বাড়িতে তুমি আগে আসছ, তুমার দায়িত্ব-জোর বেশি। তুমার বুদ্ধি-জ্ঞান বেশি।
আর ও তো নতুন একটু সাজগোজ তো করবেই। ছোট মানুষ, বুদ্ধিও কম। তবে ছোট বউও কিন্তু আমায় কম ভালোবাসে না। সেদিন তো তার ভাগের বাম সাইড, আর তোমার ভাগের ডান সাইড, দুই সাইডই টিপে দিলো। ছোট বউও খুব ভালবাসে আমাকে।"

বড় বউ এবার তেলে বেগুনে জ্বলে উঠে বলল,
"কি কইলা, ও আমার ডান সাইডে হাত দিয়েছে!
ওর বাম সাইড আজ ভেঙ্গেই ফেলবো, দেখি কে ঠেকায়। বলেই বাঁশ এনে ইচ্ছা মত বাড়ি দিল বাম সাইডে।"

আমি চিৎকার করে উঠলাম।

আমার চিৎকারে শব্দ পেয়ে ছোট বউ রুমে এসে বললো, "কি হয়েছে আমার সোনা বরটার?"

আমি করুন কণ্ঠে বললাম,
"এই অল্প বয়সে বিধবা না হতে চাইলে, বাঁচাও।
সেদিন তুমি বড় বউয়ের ডান সাইড টিপে দিয়েছো বলে, তোমার বাম সাইডে বাঁশ দিয়ে বাড়ি দিয়ে কি অবস্থা করেছে দেখ।"

ছোট বউ এবার তেলে-বেগুনে জ্বলে উঠে বলল,
"কি কইলা? ও আমার বাম সাইডে বাঁশ দিয়ে বাড়ি দিয়েছে। ওর ডান সাইড আজ আমি গুড়া করে ফেলবো।
বলেই বড় বউ এর হাত থেকে বাঁশ নিয়ে, ডান সাইডে ইচ্ছা মত দিল বাড়ি।"

আমি জ্ঞান হারালাম, নাকি মরে গেলাম, তা এখনো বলতে পারছি না। তবে বেহুস হয়ে পরে রইলাম।

াতনা
Collected

চলে যাচ্ছ আপন জায়গায়❤
27/02/2021

চলে যাচ্ছ আপন জায়গায়❤

অনলাইনে  কিছু কিনার আগে যাচাই বাচাই করে করে কিনুন।কম দামে অফার পেলে ঝাপ না দিয়ে আগে সব কিছু দেখে বুজে কিনুন🙂
25/02/2021

অনলাইনে কিছু কিনার আগে যাচাই বাচাই করে করে কিনুন।
কম দামে অফার পেলে ঝাপ না দিয়ে আগে সব কিছু দেখে বুজে কিনুন🙂

চলে গেলো রিপিট কাষ্টমারের কাছে❤❤❤
24/02/2021

চলে গেলো রিপিট কাষ্টমারের কাছে❤❤❤

✅আসসালামু আলাইকুম☑গেটআপ এ আপনাদের স্বাগতম।👉অর্ডার করার আগে ডেলিভারি প্রসেস পড়ার অনুরোধ রইলো।✅অর্ডার কনফার্ম করার জন্য প্...
24/02/2021

✅আসসালামু আলাইকুম

☑গেটআপ এ আপনাদের স্বাগতম।

👉অর্ডার করার আগে ডেলিভারি প্রসেস পড়ার অনুরোধ রইলো।

✅অর্ডার কনফার্ম করার জন্য প্রোডাক্ট এর পিকচার অথবা স্ক্রিনশট, আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর দিয়ে মেসেজ করতে হবে।

🚛REDX Delivery
ঢাকার মধ্যে অর্ডার করলে হোম ডেলিভারি চার্জ 60 টাকা ।
ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 130 টাকা REDX এর মাধ্যমে বিভগিয় শহর, জেলা সদর এবং থান/উপজেলা সদর হোম ডেলিভারি। প্রোডাক্ট এক কেজির বেশি হলে অতিরিক্ত 30 টাকা যোগ হবে। প্রতি কেজির জন্য 30 টাকা।

🚛সুন্দরবন ডেলিভারি

সুন্দরবন এর মাধ্যমে ঢাকা সিটি 60 ডেলিভারি চার্য।
জেলা সদর পযর্ন্ত কন্ডিশনে যাবে। কন্ডিশনে নিতে হলে অগ্রিম 200 টাকা বিকাশ করতে হবে। থান সদর নিতে হলে ফুল টাকা পেমেন্ট করতে হবে।

✅বিকাশে ফুল পেমেন্ট করতে বিকাশ চার্জ যুক্ত হবে। ঢাকার বাইরে অর্ডার করার সময় 200 টাকা বিকাশ করে কনফার্ম করতে হবে।

✅আপনি প্রোডাক্ট না তুললে ঐ 200 টাকা ব্যাক করা হবে না।

✅বিকাশ করতে লেট করলে, প্রোডাক্ট সোল্ড হয়ে গেলে টাকা ব্যাক করে দেয়া হবে।

💯১০০% শিওর হয়ে অর্ডার কনফার্ম করতে হবে, যাতে অর্ডার চেঞ্জ বা ক্যানসেল করতে না হয়।

📱আলো,ক্যামেরা সেটিংস, মোবাইল ডিসপ্লে কোয়ালিটি ইত্যাদির কারনে কালার সামান্য তম চেঞ্জ হতে পারে।

✅ছিড়া, ফাটা, রং উঠলে প্রোডাক্ট চেঞ্জ করে দেওয়া হবে।

✅প্রোডাক্ট হাতে পাওয়ার পর আমাদের রিভিউ দেওয়ার অনুরোধ রইলো।

বিকাশ পার্সোনাল
01717699944
01721831812

বিকাশ মার্চেন্ট
01400797950
01400797923

❤আপনাদের অনুপ্রেরণা আমাদের এগিয়ে চলার প্রেরনা।

Address

Dhaka

Telephone

+8801400797950

Website

Alerts

Be the first to know and let us send you an email when getup posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to getup:

Share