04/03/2021
😅😅
দুই বিয়ে করলে, বাড়িতে এমন পরিস্থিতি সৃষ্টি হবে, তা আমার জানা ছিল না।
কোন এক জ্ঞানী লোক বলেছেন,
"যদি একটা বিয়ে করেন, তাহলে বউ আপনার সাথে সারাদিন ঝগড়া করবে। আর যদি দুইটা বিয়ে করেন, তাহলে দুই বউ ঝগড়া করবে স্বামীকে পাবার জন্য।"
তাই একটু বেশি আদর পাওয়া আশায় দুইটা বিয়া করেছি। কিন্তু আমার কপাল খারাপ, না পারি ঘুমাইতে, না পারি খাইতে, না পারি শান্তিমত বসতে। সারাদিন ঝগড়া চেচামেচি লেগেই থাকে।
কোন উপায় না পেয়ে, সবকিছু দুই বউকে ভাগ করে দিলাম। সকালে বড় বউ রান্না করলে, বিকালে ছোট বউ রান্না করবে। এভাবে সবই দুই ভাগ করা হলো, এবং কি নিজেকেও তাদের মাঝে ভাগ করে দিলাম। বড় বউ, ডান সাইড। ছোট বউ, বাম সাইড।
এভাবে কয়েকদিন ভালই চলছিল। ঝগড়াঝাটি হচ্ছিল না। হঠাৎ করে একদিন, ডান সাইডে ব্যাথা করছিল। তাই বড় বউকে বললাম,
"ডান সাইডে ব্যাথা করছে, একটু টিপে দাও।"
বড় বউ ডান সাইড টিপে দিচ্ছে, ভাগে পাওয়া সাইড বলে কথা।
বড় বউ আদুরে গলায় বললো,
"দেখছো আমি তোমাকে কত ভালবাসি। আর ঐ পোড়ামুখী শয়তান্নী শুধু সাজগোজ নিয়ে ব্যস্ত থাকে।"
একটু বেশি আদর পাবার জন্য পাম দিয়ে বললাম,
"তুমি তো আমার আদরের বড় বউ। এই বাড়িতে তুমি আগে আসছ, তুমার দায়িত্ব-জোর বেশি। তুমার বুদ্ধি-জ্ঞান বেশি।
আর ও তো নতুন একটু সাজগোজ তো করবেই। ছোট মানুষ, বুদ্ধিও কম। তবে ছোট বউও কিন্তু আমায় কম ভালোবাসে না। সেদিন তো তার ভাগের বাম সাইড, আর তোমার ভাগের ডান সাইড, দুই সাইডই টিপে দিলো। ছোট বউও খুব ভালবাসে আমাকে।"
বড় বউ এবার তেলে বেগুনে জ্বলে উঠে বলল,
"কি কইলা, ও আমার ডান সাইডে হাত দিয়েছে!
ওর বাম সাইড আজ ভেঙ্গেই ফেলবো, দেখি কে ঠেকায়। বলেই বাঁশ এনে ইচ্ছা মত বাড়ি দিল বাম সাইডে।"
আমি চিৎকার করে উঠলাম।
আমার চিৎকারে শব্দ পেয়ে ছোট বউ রুমে এসে বললো, "কি হয়েছে আমার সোনা বরটার?"
আমি করুন কণ্ঠে বললাম,
"এই অল্প বয়সে বিধবা না হতে চাইলে, বাঁচাও।
সেদিন তুমি বড় বউয়ের ডান সাইড টিপে দিয়েছো বলে, তোমার বাম সাইডে বাঁশ দিয়ে বাড়ি দিয়ে কি অবস্থা করেছে দেখ।"
ছোট বউ এবার তেলে-বেগুনে জ্বলে উঠে বলল,
"কি কইলা? ও আমার বাম সাইডে বাঁশ দিয়ে বাড়ি দিয়েছে। ওর ডান সাইড আজ আমি গুড়া করে ফেলবো।
বলেই বড় বউ এর হাত থেকে বাঁশ নিয়ে, ডান সাইডে ইচ্ছা মত দিল বাড়ি।"
আমি জ্ঞান হারালাম, নাকি মরে গেলাম, তা এখনো বলতে পারছি না। তবে বেহুস হয়ে পরে রইলাম।
াতনা
Collected