Nehaan's World

Nehaan's World নিহানের দুষ্টুমি মনটা ভালো করে দেয়।
(4)

Result 🥰
02/11/2025

Result 🥰

The Art And The Artist ❣️
02/11/2025

The Art And The Artist ❣️

22/10/2025

একজন মেকাপ আর্টিস্ট আপু মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শুনেছি তিনি নাকি অতিরিক্ত ওজন দ্রুত কমানোর জন্য এতই কঠিন ডায়েট করেছেন যার করুন ফল আজকে তিনি আর নেই।আমার প্রেগন্যান্সির সময় আমি স্বাভাবিক ওজন থেকে প্রায় ২০ কেজি ওজন বেড়ে গিয়েছিলাম।যা পরবর্তীতে ১২ কেজি কমাতে পারলেও বারতি ৮ কেজি আর কমাতে পারিনি।আর এই ৮ কেজি ওজন কমানোর জন্য আমি প্রায় ৩ বছর যাবত সকল খাবারে লিমিট করে দিয়েছি। কিন্তু কোনো কাজ হয় নাই।নিজের পছন্দের কোনো খাবার বলতে যে কিছু ছিল তাও ভুলে গিয়েছি।আইসক্রিম, চকলেট,কোল্ড ড্রিংকস, এসবের তো কোনো পাত্তাই নেই আমার জীবনে। প্রিয় ফুসকা টাও যে খাই না কত বছর তার হদিস নেই। কিন্তু এত এত ত্যাগের পরও আমার ওজন কিন্তু আমাকে ছাড়ে নি। মাসের মধ্যে ১৫ দিন ভাত খাই নি। ইভেন এখনও আমি ১৭ ঘন্টা ফাস্টিং করছি গত ১৫ তারিখ থেকে তবে আমার কোনো পরিবর্তন নেই।কেজি কেজি শষা আর ডিম খেয়ে ক্ষুধা মেটাচ্ছি গত ৭ দিন ধরে।এরপরেও আমি ব্যর্থ। কিন্তু এখন মনে হয় কেন করলাম এত কিছু? মাঝখান থেকে দুনিয়ার অসুখ শরীরে জায়গা করে নিচ্ছে। লো প্রেসার জীবন সংগী হয়ে গেছে। এখন থেকে এসব আর করবো না। নিজের পছন্দের সবকিছু খাব। কে জানে কয়দিন বাঁচব। আমার একটা সন্তান আছে। আমার কিছু হলে ওকে কে দেখবে?
তাই যারা মোটা দেখলে বলেন তুমি মোটা হয়ে গেছো বা চিকন দেখলে বলেন এত শুকনা আবার ভালো লাগে না, তারা দয়াকরে এখন থামেন।বআপনারা জানেনও না নিজের অজান্তেই কারো কত বড় ক্ষতি করে ফেলছেন।

21/10/2025

‼️একজন মা সারাদিন কী করে, জানেন? ঘরে থাকা মানেই আরাম না— মায়ের স্ট্রেস লেভেল শুনলে চমকে যাবেন

👉সারাদিন বাচ্চা সামলানোর সময় মায়ের ব্রেইনে যে পরিমাণ স্ট্রেস তৈরি হয়,
👉 তা একেকদিনে প্রায় যুদ্ধক্ষেত্রে থাকা একজন সেনার মানসিক চাপের সমান হতে পারে — এটা বৈজ্ঞানিক গবেষণায়ও প্রমাণিত হয়েছে।

👉একজন মা, যিনি সারাদিন ছোট বাচ্চার দেখাশোনা করেন, তার মানসিক ও শারীরিক স্ট্রেস লেভেল 70% থেকে 90% পর্যন্ত বাড়তে পারে।

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
⭕⭕ কিছু গবেষণামূলক ব্যাখ্যা:

⭕1. Cortisol Level (স্ট্রেস হরমোন):

🔹গবেষণায় দেখা গেছে, ছোট বাচ্চার মায়েদের কর্টিসল লেভেল ২ গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে, যা ৮০-৯০% স্ট্রেস ইনডিকেট করে।
🔹চিকিৎসকদের মতে, দীর্ঘ সময় ধরে বাড়তি কর্টিসল মানে "চিরস্থায়ী স্ট্রেস"।

⭕ 2. “High Alert Mode”:

🔹এক গবেষণায় বলা হয়েছে, মায়েরা দিনে প্রায় ১৪ ঘণ্টা পর্যন্ত “high-alert mode”-এ থাকেন।
🔹অর্থাৎ যেন কিছু একটা ঘটতে পারে সেই মানসিক প্রস্তুতিতে থাকেন—যা ব্রেইনের ওপর অত্যন্ত চাপ সৃষ্টি করে।

🔹এটি এমন এক অবস্থা যেখানে ব্রেইন ও স্নায়ুতন্ত্র অবিরাম টেনশনে থাকে।
🔹এর মানে, ব্রেইনের রিল্যাক্স বা রিস্ট মোডে থাকার সুযোগ দিনে ১০-২০% মাত্র।

⭕ 3. ২০১৮ সালের একটি গবেষণায় দেখা গেছে,
গৃহিণী মায়েদের মানসিক চাপের মাত্রা (stress level) অনেক ক্ষেত্রেই একজন চাকরিজীবী ব্যক্তির চেয়ে বেশি হয়।

⭕ 4. ‍একটি নিউরোসায়েন্স রিপোর্ট অনুযায়ী,
দিনের পর দিন উচ্চমাত্রার স্ট্রেস মায়ের ব্রেইনে decision-making, emotion control এবং memory অংশে প্রভাব ফেলে।

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
🟢স্ট্রেস লেভেল তুলোনা করলে দেখা যায়
✔️অফিসে ৮ ঘণ্টা মানসিক কাজ 50–60%
✔️যুদ্ধে থাকা সেনা 80–100%
✔️ছোট বাচ্চার একা মা 70–90%

🧐 ১৪ ঘণ্টা অ্যালার্ট মোডে থাকলে আপনার কী হতো? ভেবে দেখেছেন। একজন মা সেটা প্রতিদিন করেন"

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
✅✅ কীভাবে বাচ্চা পালনে স্ট্রেস তৈরি হয়?

একজন মা যখন সারাদিন ধরে—
🔹বাচ্চাকে খাওয়ান
🔹কান্না থামান
🔹ঘুম পাড়ান
🔹খেলান
🔹বিপদ থেকে বাঁচান
🔹ঘর সামলান
🔹অসুস্থ হলে চিন্তা
🔹কখন ঘুমাবে
🔹নিজের কাজ বাদ দেন
🔹কোথায় গিয়ে পড়ে যাবে না
🔹টয়লেট ট্রেনিং
🔹মানসিক বিকাশ
😩এসব নিয়ে প্রতিটি মুহূর্ত যদি মা চিন্তা করতে থাকেন, তাহলে তার ব্রেইন একটি নিরবিচার “অ্যালার্ট সিস্টেম”-এ চলে যায়।
👉এটা বিশ্রাম পায় না, যেটা দীর্ঘমেয়াদে ক্লান্তি, বিষণ্ণতা, বা বার্নআউটের দিকে নিয়ে যেতে পারে।

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
✅ মনে রাখবেন
👉বাচ্চা পালন শুধু শারীরিক পরিশ্রম নয়, এটি একটি পুরোদস্তুর ব্রেইন-চালিত, হাই-স্ট্রেস কাজ।
👉এবং মায়েরা প্রতিদিন এটি করছেন—অভিনন্দনের জন্য নয়, ভালোবাসা ও দায়িত্ব থেকে।
👉 তাই তাদের মানসিক শান্তির সময়টা না দিলে, একসময় সেটি তাদের মানসিক স্বাস্থ্যকে ভেঙে ফেলতে পারে।

✅ তাই যতটা সম্ভব বাচ্চার মাকে সাহায্য করুন
👉 উৎসাহ দিন
👉 তাকে বলুন তার কষ্ট আপনি বোঝেন , আপনি তার পাশে আছেন
👉 শুধু বাচ্চার নয় বাচ্চার মায়ের যত্ন নিন।
👉 তার মানসিক কষ্ট দূর করার জন্য কিছু কাজ করতে পারেন

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
🎁লেখাটি ভালো লাগলে শেয়ার করে দিন যেন সবাই জানতে পারে একজন মা কতটা স্ট্রেসে থাকে

আপনার মতামত কমেন্টে জানাতে পারেন
ধন্যবাদ 🥰
© Ariba's Life Style

#বাচ্চা #শিশু #মা

20/10/2025
১৮ ঘন্টা ফাস্টিং করার পর প্রথম মিল।১০ দিনের চ্যালেন্জ। আজকে তৃতীয় দিন।টার্গেট ৩ কেজি কমানো।ইনশাআল্লাহ 🙃
18/10/2025

১৮ ঘন্টা ফাস্টিং করার পর প্রথম মিল।
১০ দিনের চ্যালেন্জ। আজকে তৃতীয় দিন।
টার্গেট ৩ কেজি কমানো।
ইনশাআল্লাহ 🙃

দাদা দাদুর সাথে কুট্টুস নিহান🥰মাশাল্লাহ ❣️
17/10/2025

দাদা দাদুর সাথে কুট্টুস নিহান🥰
মাশাল্লাহ ❣️

নিজের হাতে বানানো খাঁটি দানাদার ঘি😋 ゚
09/10/2025

নিজের হাতে বানানো খাঁটি দানাদার ঘি😋

08/10/2025

ঘরে বানানো ঘি 🥰

শরতের সাদার মায়ায়🥰 ゚
04/10/2025

শরতের সাদার মায়ায়🥰

Happiness is having an elder sister, Who cares for you like a mother❣️I never told you but I love you. May Allah gives y...
03/10/2025

Happiness is having an elder sister, Who cares for you like a mother❣️I never told you but I love you.
May Allah gives you all the happiness that you deserve.

30/09/2025

ছেলেকে বিয়ে দিয়েছি ৭বছর।
আমি আমার ছেলের বউকে এই ৭বছরে একবারের জন্য বলিনি 'মা আমার ছেলেটা ভালো'। তার এই এই যোগ্যতা। পৃথিবীর অন্য সবার কাছে ছেলের গুণগান করতে পারি,বলতে পারি। কিন্তু ছেলের বউকে বলিনি। কেন বলিনি? কারণ আমার ছেলে আমাকে তার ভালোটাই দিয়েছে এত বছর, আর এই ভালোটা দেখাতে সে বাধ্য ছিল, আমি তার মা। আমি মা হিসেবে তার এমন অনেক দোষই দেখিনি যা সে দেখাতে চায়নি।
পুরুষের চরিত্র চেনা যায় বিয়ের পরে, আর নারীকে চেনা যায় শাশুড়ি হলে।
এখন আমার ছেলে কেমন তার রায় একমাত্র আমার ছেলের বউটাই দিতে পারে। যে মায়েরা রাতদিন ছেলের বউকে ছেলের গুণগান শোনায় তারা মিথ্যাবাদী, চোর স্বভাবের। আজ ৭বছর পরে এসে যদি আমার ছেলের বউকে বলতে শুনি আমার ছেলেটা খারাপ,লম্পট, জালিম,কাপুরুষ। আমি প্রতিবাদ করার ইখতিয়ার রাখিনা। ভেতরঘরের বহু কিছু সামনের ঘরে আমার কানে আসেনা। আমিও তো এক সময়ে বউ ছিলাম.......

একজন অবাক করা মায়ের সঙ্গে আলাপ......

-ওয়ারদি নাওয়াল ✍️

copied

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Nehaan's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nehaan's World:

Share