16/04/2025
কিচ্ছু বদলায়নি, দেখো।
ঐ যে আকাশের রং, বাতাসের গন্ধ, শহরের অলি-গলি, রাস্তাঘাট কোনো কিছুই বদলায়নি। শুধু বদলে গেছে সময়, অনুভূতি আর সম্পর্ক!
যে সময় ফুরিয়ে গেছে, তা কি চাইলেই আর ফিরে পাবো কভু? মানুষ কি আর মানুষ আঁকড়ে বাঁচে? মানুষ বেঁচে থাকে স্মৃতি আঁকড়ে!
কোনো কিছুই বদলায়নি, দেখো। শুধু বদলে গেছে মন.! অবহেলা-অনাদরে বদলে গেছে অনুভূতি। তোমাকে ভালোবেসে বদলে গেছে নিত্যদিনের আচরণ! তোমার অভাবে পৃথিবীতে নেমে গেছে দুর্ভিক্ষ! চারদিকে কত জনসমাগম, অথচ কি নিদারুণ নিঃসঙ্গ একা আমি।
শুধু বদলে গেছে অভিমানের ভাষা!
এখন অভিমান করতে ভালো লাগে না।
অভিমান মুখ থুবড়ে পড়ে থাকে মনের এক কোণে!
অবসরে কেটে যায় তোমার দেয়া সময়গুলো। কথারা বুকের হিমঘরে বন্ধ থাকে, বের হয় না। বুকটা ভীষণ ভারী লাগে, অসহ্য যন্ত্রণা হয়!
পৃথিবীর কিছুই বদলায়নি, শুধু বদলে গেছে ঠোঁট, গভীর আলিঙ্গনে জড়িয়ে থাকা বুক-মাথা,, বদলে গেছে হাসি_কান্না, আনন্দ_সুখ! অবশেষে তুমিও.....
শুধু বদলে গেছে চিরচেনা ডাক নাম!
আমাদের সম্পর্ক, আমাদের অধিকার। অবহেলায় বদলে গেছে তোমাকে কাছে চাওয়ার আকুতি।
মানুষ কি আর এমনিতেই বদলায়? মানুষ বদলায় অবহেলায়, অনাদরে, বিশ্বাসঘাতকতায়! মানুষ হারায় অনাদরে, অযত্নে আর ভালোবেসে। 🥹🥹💔
ᩣシ ゚ ゚