07/06/2023
যে সালাদ খেলে ওজন কমবে দ্রুত, প্রোটিনও পাবেন ভরপুর
স্বাস্থ্যকর কাবলি ছোলা আর ডিমের সালাদ
কাবলি ছোলার সালাদ
১) |কাবলি ছোলা /chickpeas- এক কাপ ( ৫-৬ ঘণ্টা ভিজিয়ে সেদ্ধ করে নেওয়া)
২) শসা কুচি- হাফ কাপ
৩) টমেটো কুচি- হাফ কাপ,
৪)গাজর কুচি ১/২ কাপ
৫) কেপ্সিকাম কুচি ১/২ কাপ
৬) পেঁয়াজ কুচি- পরিমাণ মত,
৭) ধনেপাতা- কুচি,
৮) পুদিনা পাতা কুচি
৯)লেবুর রস- এক টেবিল চামচ,
১০) কাঁচা মরিচ ১ টি,
১১) কালো গোলমরিচ গুঁড়া- হাফ চা চামচ,
১২) বিট লবন হাফ চা চামচ
১৩) টালা জিরার গুড়া ১/২ চা চামচ
১৪) চাট মসলা- হাফ চা চামচ
১৫) লবন স্বাদ মত
১৬) সেদ্ধ ডিম