সূর্য নিউজ Surzo News

সূর্য নিউজ Surzo News সব ধরনের ফটো,ভিডিও ও নিউজ পেতে পেজটির ?

19/02/2020

করোনাভাইরাসে আক্রান্তের লক্ষণ হিসেবে সর্দি-কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর ও খিঁচুনির কথা বলা হচ্ছিল। এই ভাইরাস...

😍😍
19/02/2020

😍😍

ইসলাম ধর্ম গ্রহণ করলেন কানাডার মডেল রোজি গ্যাব্রিয়েল। তিনি একজন পর্যটকও। ধর্ম পরিবর্তনের মতো এত বড় সিদ্ধান্ত ....

12/02/2020

নাউজুবিল্লাহ এই লোকটি ঈসা নবী দাবি করল নিজেকে নাউজুবিল্লাহ

23/12/2019

লোকেরা কিভাবে হাওয়ায় উড়ে বেড়ায়,
কি আশ্চর্য!!
কি আজব লোক এরা।

31/10/2019

রানু মন্ডল ভাইরাল হয়
এগুলো ভাইরাল হয় না।
মাশাল্লাহ কত সুন্দর।

31/10/2019

হায় হায়!!!! এটাও কি চিকিৎসা
দেখুন কিভাবে আজকের ডাক্তাররা চিকিৎসা নেয়।

22/10/2019

উত্তাল রাজপথ,মিছিলে মিছিলে উত্তাল রাজাগঞ্জের রাজপথ।

22/10/2019

তাহেরীকে কিভাবে জুতা পেটা করলো একজন শ্রোতা।

সুদের টাকা দিতে অপারগতা প্রকাশ করায়একজন আলেমের লাশ গাছে ঝুলছে!আমরা এখনো নিরব কেন?গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার উদয়সাগর এলা...
20/10/2019

সুদের টাকা দিতে অপারগতা প্রকাশ করায়
একজন আলেমের লাশ গাছে ঝুলছে!
আমরা এখনো নিরব কেন?
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার উদয়সাগর এলাকার দাদন ব্যবসায়ী শাহারুলের নিকট থেকে ২০ হাজার টাকা ধার নেন।
৮ মাস আগে মাওলানা আবুল কালাম আজাদ।
কিছুদিন আগে সেই টাকা পরিশোধও করেন।
কিন্তু পরবর্তীতে জানতে পারেন তাকে ওই টাকার সুদ দিতে হবে।
গত বুধবার সুদের টাকার জন্য তাদের বাড়িতে ব্যবসায়ী শাহারুল তার সহযোগী শরিফুল ও মিলনসহ আসেন। তারা সুদের টাকা প্রদানের জন্য আবুল কালামকে চাপ দেন। কিন্তু তিনি সুদের টাকা দিতে অপারগতা জানান।
এতে দাদন ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে তাকে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যান।
এরপরই শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আবুল কালাম আজাদের ঝুলন্ত লাশ খুঁজে পাওয়া যায়। উপজেলার ইদিলপুর ইউনিয়নের গোবিন্দরায় দেবত্তর গ্রামের একটি আম গাছ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
মাওলানা আবুল কালাম আজাদ একই ইউনিয়নের মহিপুর উত্তরপাড়া গ্রামের মৃত. ইসমাইল হোসেনের ছেলে ও পার্শ্ববর্তী পলাশবাড়ী উপজেলার দুর্গাপুর গাবেরদিঘি এলাকার জামে মসজিদের পেশ ইমাম ছিলেন।
নিহত ইমামের বড় মেয়ে ফতেমা বেগম ও তার স্ত্রী লাবনী বেগম জানান, দুর্গাপুর গাবেরদীঘি এলাকায় জামে মসজিদে জুম্মার নামাজ পড়াতে যাবার জন্য ইমাম আবুল কালাম শুক্রবার বেলা ১১টায় বাড়ি থেকে রওনা হন। কিন্তু সেখান থেকে বিকাল পযর্ন্ত বাড়িতে ফিরে না আসায় তারা খোঁজ নিয়ে তার মোবাইল ফোনটি বন্ধ পান। এরপর খোঁজখবর নিয়ে জানতে পারেন জামে মসজিদে যাবার পথে ওই দাদন ব্যবসায়ীরা তাকে তুলে নিয়ে গেছে। বিষয়টি ওই রাতেই পলাশবাড়ী উপজেলার মহদীপুর
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মণ্ডলকে জানানো হয়।
বিষয়টির সত্যতা স্বীকার করে মহদীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মণ্ডল জানান, বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে পলাশবাড়ী থানার ওসিকে মোবইল ফোনে জানান।
পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান জানান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মণ্ডলের নিকট মোবাইল ফোনে বিষয়টি জানতে পেরে রাতেই সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে দাদন ব্যবসায়ী শাহারুলের কোন সন্ধান পাননি।
#সূত্র দৈনিক ইত্তেফাক।
অনতিবিলম্বে দাদন ব্যবসায়ী শাহারুলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
অন্যথায় হত্যাকারীর ফাসির দাবীতে বাংলার তৌহিদী জনতা মজলুমের পক্ষে রাজপথ উত্তপ্ত করে তুলবে.....

09/10/2019

চাপাতি আর হাতুড়ির মাধ্যমে নিরীহ ছাত্ররা প্রাণ হারাচ্ছে আল্লামা মামুনুল হক বলেছেন

09/10/2019

চাপাতি আর হাতুড়ির মাধ্যমে নিরীহ ছাত্ররা প্রাণ হারাচ্ছে আল্লামা মামুনুল হক বলেছেন

21/09/2019
21/09/2019

ভন্ডপীরের মুরিদ বক্তাকে হামলা করে পিঠা খেলো।
পূরা ভিডিও না দেখলে বুঝবেন না।

19/09/2019

ভিডিওটি দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না।
বিশ্বাস না হলে দেখতে পারেন।

🌋শাইখুল ইসলাম-🌋খলীফায়ে মাদানী-🌋আল্লামা শাহ 🌋আহমদ শফি (দা.বা.)🌋এর সংক্ষিপ্ত জীবনী-🕛🕛🕛🌋আল্লামা শাহ আহমদ শফী (দা.বা.) ১৯২০ ...
18/09/2019

🌋শাইখুল ইসলাম-🌋খলীফায়ে মাদানী-🌋আল্লামা শাহ 🌋আহমদ শফি (দা.বা.)🌋এর সংক্ষিপ্ত জীবনী-🕛🕛🕛

🌋আল্লামা শাহ আহমদ শফী (দা.বা.) ১৯২০ সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার পাখিয়ারটিলা গ্রামে জন্ম গ্রহন করেন।
🌋দশ বছর বয়সে তিনি আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম 🌋মুঈনুল ইসলাম মাদ্রাসায় ভর্তি হন।
ওই বয়সে কিছুদিনের মধ্যে তিনি পিতা-মাতা উভয়কে হারান।
🌋এরপর ১০ বছর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় অতিবাহিতকরেন। 🌋অতঃপর ২০ বছর বয়সে (১৯৪১)সালে তিনি ভারতের 🌋দারুল উলুম দেওবন্দ মাদরাসায় ভর্তি হন।
🌋ব্রিটিশ বিরোধী আন্দোলনের দূর্গ হিসেবে পরিচিত এ মাদ্রাসাটি।
ওই সময় তিনি শায়খুল আরব ওয়ালআজম, সাইয়্যিদ 🌋হুসাইন আহমাদ মাদানীর হাতে বায়আত গ্রহণ করেন।.
অল্প সময়েই তিনি 🌋খেলাফতপ্রাপ্ত হন। 🌋আল্লামা শাহ্ আহমদ শফী (দা.বা.) একাধারে 🌋চার বছর অধ্যয়ন ও বিশ্ববিখ্যাত আলেমদের পদাঙ্ক অনুসরণের মাধ্যমে হাদিস,তাফসির, ফিকাহশাস্ত্র ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জন করেন।.
তিনি মাদানি (র.) এর প্রতিনিধি হয়ে ভারত থেকে বাংলাদেশে আসেন।
🌋এরপর চট্টগ্রামে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুলইসলামে শিক্ষক হিসেবে তিনি নিযুক্তহন।
১৪০৭ হিজরিতে এর মহাপরিচালকের দায়িত্ব পান।
বর্তমানে মহাপরিচালকের পাশাপাশি শায়খুল হাদিসের দায়িত্বও তিনি পালন করছেন।
অনসৈলামিক কর্মকাণ্ডবন্ধ ও ইসলামী প্রচারণার জন্য আল্লামা আহমদ শফি (দা.বা.)"হেফাজতে
ইসলাম বাংলাদেশ" নামক সংগঠনটি গঠন করেন।
ভারতে বাবরী মসজিদ ধ্বংস, ফারাক্কাবাঁধ, তাসলিমা নাসরীন ইস্যু,সরকারের ফতোয়া বিরোধী আইনের বিরুদ্ধে আন্দোলনে তৎকালীন সময়ে আল্লামা আহমদ শফি (দা.বা.) ছিলেনপ্রথম সারিতে।
ওই সময় মরহুম শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক (র) -সহশীর্ষস্থানীয় আলেমদের নেতৃত্বে আন্দোলন করেন।
🌋যাদের সুহবত প্রাপ্ত ও যাদের দ্বারা প্রভাবিত:-
🌋হুসাইন আহমেদ মাদানি, 🌋শাহ ওয়ালিউল্লাহ, 🌋আনোয়ারশাহকাশ্মিরি, 🌋মাহমুদুল হাসান,
🌋রশিদ আহমেদ গাঙ্গোহি, 🌋হাজি ইমদাদ উল্লাহ মুহাজির মাক্কি, 🌋মুহাম্মদ কাসেম নানুতুবি,🌋আশরাফ আলী থানভী সহ প্রমূখ................
( ﺳﻘﻲ ﺍﻟﻠﻪ ﺛﺮﺍﻫﻢ ﻭﺟﻌﻞ ﺍﻟﺠﻨﺔ ﻣﺜﻮﺍﻫﻢ )
গ্রন্থাবলী:
[1] উর্দু ফয়জুল বারী (বুখারীর ব্যাখ্যা)|
[2] আল-বায়ানুল ফাসিল বাইয়ানাল হক্ব ওয়াল বাতিল|
[3] ইসলাম ও ছিয়াছাত|
[4] ইজহারে হাকিকাত
|[5] হক ও বাতিলের চিরন্তন দ্বন্দ্ব|
[6] ইসলামী অর্থ ব্যবস্থা|
[7] ইসলাম ও রাজনীতি|
[8] সত্যের দিকে করুন আহবান|
-
পরিশেষে দুআ করি -
আল্লাহ যেন এই মহান ব্যক্তত্বকে নেক হায়াত এবং সুস্থতা দান করেন।।
--------------------🌋🌋🌋আমীন-----🌋🌋---

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when সূর্য নিউজ Surzo News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share