Ran With RsL

Ran With RsL চার পাশের সবকিছু একসাথে....

10/09/2025

অফিসে কেউ না থাকলেও আমার আছি

06/07/2025

সোমেশ্বরী নদীর অস্থায়ী কাঠের সেতু থেকে পাঁচ মাসে আয় ৫২ লাখ

নেত্রকোনার দুর্গাপুরের পাহাড়ি খরস্রোতা সোমেশ্বরী নদীর উপর নির্মাণ করা অস্থায়ী কাঠের সেতু থেকে পাঁচ মাসে প্রায় হয়েছে ৫২ লাখ ৬৭ হাজার ৬৪০ টাকা।
শনিবার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এই তথ্য তুলে ধরেন দুর্গাপুর শিবগঞ্জ অস্থায়ী সেতু কমিটি। আয়ের পুরো টাকাই স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠান সহ জনকল্যাণমূলক কাজ ব্যয় হবে বলে জানান তারা।
এর আগে ২০২৪ সালের ১৫ই ডিসেম্বর দুর্গাপুর শিবগঞ্জে পর্যটক, গবাদিপশু, ছোট-বড় গাড়ি ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী স্বল্প সময়ের মধ্যে পারাপারের লক্ষ্যে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক সহযোগিতায় সোমেশ্বরী নদীর উপর কাঠ বাঁশ একটি অস্থায় সেতু চালু করা হয়। অস্থায়ী এই সেতু নির্মাণে ব্যয় হয় প্রায় ১৫ লাখ ৪০ টাকা। এতে যাত্রী, গবাদিপশু সম্পূর্ণ বিনামূল্যে ও ছোট-বড় গাড়ির জন্য ভাড়া নির্ধারিত করে দেয় কর্তৃপক্ষ।

তবে চলতি বছরের ১৫ই মে খরস্রোতা সোমেশ্বরী পাহাড়ি ঢলে অস্থায়ী কাঠের সেতুটি ভেঙে যায়। ডিসেম্বর থেকেই মে পর্যন্ত বিগত পাঁচ মাসে অস্থায়ী এই সেতু থেকে প্রায় হয়েছে ৫২ লাখ ৬৭ হাজার ৬৪০ টাকা। এরমধ্যে পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও সংস্কার বাবদ খরচ হয়েছে ১২ লাখ ৪০ হাজার ৪০ টাকা। এছাড়াও অস্থায়ী সেতু নির্মাণকালীন খরচ ১৫ লাখ ৪০ হাজার বাদ দিয়ে এখন পর্যন্ত অবশিষ্ট রয়েছে ২৪ লাখ ৮৭ হাজার ৬শ । যা ধর্মীয় প্রতিষ্ঠান সহ জনকল্যাণমূলক কাজ ব্যয় হবে বলে জানান দুর্গাপুর শিবগঞ্জ অস্থায়ী সেতু কমিটি।

ব্যক্তি মালিকানায় অস্থায়ী কাঠের সেতু নির্মাণ হলেও প্রথমবারের মতো নির্ভুল ও স্বচ্ছ ভাবে আয় ব্যয়ের হিসাব তুলে ধরায় পরিচালনা কমিটি ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে ধন্যবাদ জানান উপজেলাবাসী। এছাড়াও সেতু কমিটিতে হিন্দু, মুসলিম ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ঐক্যকেও স্বাগত জানিয়েছেন তারা।

#সোমেশ্বরীনদী #কাঠেরসেতু

পেছনে ভারতের মেঘালয়ের পাহাড়। বৃষ্টি শেষে নেত্রকোনা আকাশ।
22/06/2025

পেছনে ভারতের মেঘালয়ের পাহাড়। বৃষ্টি শেষে নেত্রকোনা আকাশ।

05/05/2025

আসছে তীব্র গরম আগামী কয়েক কমে আসবে বাড়বে গরম | আজকের আবহাওয়ার খবর | Weather Update

আগামী কয়েক দিন বাংলাদেশের প্রতিটি জেলায় বাড়ছে গরম। ৬ থেকে ১০ তারিখ পর‌্যন্ত থাকবে এই গরম।

Cyclone Fengal বাড়ছে গরম, Cyclone Fengal Update, Kalavaishakhi Storm, Kalboishakhi jhor, কালবৈশাখী ঝড়, বাংলাদেশে, Weather, Weather News, Weather Update, West bengal Weather, Bangladesh Weather, tripura Weather, Weather News Bengali, Weather Today, Travel Shooters, Travel Shooters Weather Update, Kolkata, Dhaka, Silchar, Assam, আবহাওয়া, আজকের আবহাওয়া, আবহাওয়ার খবর, আবহাওয়ার পূর্বাভাস, কোলকাতা আবহাওয়া, ঢাকা আবহাওয়া, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, বঙ্গোপসাগর, ঘূর্ণাবর্ত, ঘূর্ণিঝড়, Cyclone, Low Pressure,
WB Weather News
Bangladesh weather
Dhaka weather Khulna weather
Borisal weather
Rajshahi weather
Sylhet weather
Rangpur weather
Chittagong weather
Westbengalweather
Kolkata weather
Howrah weather
Hooghly weather
Bankura weather
Purulia weather
Birbhum weather
Murshidabad weather
Medinipur weather
Darjeeling weather
Jalpaiguri weather
Coochbehar weather

#কালবৈশাখী #ফেঙ্গাল #ফেঙ্গল #আবহাওয়া #ঘূর্ণিঝড় #বঙ্গোপসাগর #আবহাওয়ারখবর #বৃষ্টিরখবর

10/03/2025

নেত্রকোনায় ধ/র্ষ/ক/দের ফাঁ/সি/র দাবিতে বি/ক্ষো/ভ কর্মসূচি

ধর্ষকদের ফাঁসির দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠনগুলো। আজ রবিবার বেলা ১২টায় নেত্রকোনা শহরের মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণে জমায়েত হয় নারী-পুরুষ।

পরে সেখান থেকে নানা স্লোগানে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সামাজিক প্রতিরোধ আন্দোলনের ব্যানারে ডিসি অফিস আসে। বিক্ষোভকারীরা ডিসি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে।

এতে বিভিন্ন সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অভিভাবক শিক্ষক সকল শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। বিক্ষোভ সমাবেশ থেকেই জেলায় ঘটে যাওয়া এ পর্যন্ত ৪৭৩০ টি ঝুলে থাকা নারী শিশুর মামলার সুরাহা চেয়ে ডিসির কাছে প্রতিবেদন দেয়া হয়।

এসময় জেলা প্রশাসক বনানী বিশ্বাস এগুলোকে দ্রুত নিষ্পত্তির ব্যপারে পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

#নেত্রকোনা #বিচারচাই #বিক্ষোভ ゚viralvideo ゚

03/03/2025

ইন্না লিল্লাহ 😥
ভিতরটা কেঁপে ওঠলো!

জায়গা জমির বাগবাটোয়ারা নিয়ে নিজের ভাইয়ের মাসুম বাচ্চা ছেলেটাকে দাও দিয়ে কো*পা*চ্ছে। দাওটা যখন হাড়ের ভিতরে আটকে গেছে যখন ওই জা*নোয়ারটা দাও টানতেছে তখন আমার মনে হচ্ছে আমার কলিজার ভিতর কেউ ধারালো ছুরি দিয়ে আঘাত করতেছে,।😭

ঘটনাটা পাথরঘাটা কোতোয়ালী থানা এলাকার।
বেশি বেশি শেয়ার করুন, প্রশাসনের চোখে যেন পড়ে !

09/01/2025

নেত্রকোনায় দুর্বৃ*ত্তদে*র হা*ম*লায় পুলিশ সদস্য নি*হ*ত

নেত্রকোনার দুর্গাপুরে শফিকুল ইসলাম (৪৫) নামে এক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৯ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের তার মৃত্যু হয়।

রাত দশটায় এই তথ্য নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া।

এর আগে সন্ধ্যার পর সাড়ে ছয়টায় পৌরশহরের উকিলপাড়ার পানমহল সংলগ্ন গলি সড়কে এই ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও এলাকার রফিকুল ইসলামের পুত্র এবং স্ত্রী সন্তানদের নিয়ে পৌর শহরের বাগিচা এলাকায় বসবাস করতেন। তিনি জামালপুরে বেতারে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্য।

এদিকে স্থানীয় একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ৬টা ২১ মিনিটে পান মহল সংলগ্ন সড়কে আগে থেকেই অবস্থান নিয়ে রাখা কয়েকজন দূর্বৃত্ত আচমকা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শফিকুল ইসলামকে ঘেরাও করে হাতে এবং পায়ে কোপাতে শুরু করে। এ সময় তিনি একাধিক বার পালানোর চেষ্টা করলেও হামলাকারীরা তাকে ঘিরে ধরে। সিসিটিভি ফুটেজ দেখে ধারণা করা হচ্ছে হামলাকারী সবাই তরুণ ছিলো।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাত ৯ টার পর ময়মনসিংহে মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

09/01/2025

নেত্রকোনায় দুর্বৃত্তদের হা*ম*লায় পুলিশ সদস্য নি*হ*ত

নেত্রকোনার দুর্গাপুরে শফিকুল ইসলাম (৪৫) নামে এক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৯ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের তার মৃত্যু হয়।

রাত দশটায় এই তথ্য নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া।

এর আগে সন্ধ্যার পর সাড়ে ছয়টায় পৌরশহরের উকিলপাড়ার পানমহল সংলগ্ন গলি সড়কে এই ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও এলাকার রফিকুল ইসলামের পুত্র এবং স্ত্রী সন্তানদের নিয়ে পৌর শহরের বাগিচা এলাকায় বসবাস করতেন। তিনি জামালপুরে বেতারে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্য।

এদিকে স্থানীয় একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ৬টা ২১ মিনিটে পান মহল সংলগ্ন সড়কে আগে থেকেই অবস্থান নিয়ে রাখা কয়েকজন দূর্বৃত্ত আচমকা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শফিকুল ইসলামকে ঘেরাও করে হাতে এবং পায়ে কোপাতে শুরু করে। এ সময় তিনি একাধিক বার পালানোর চেষ্টা করলেও হামলাকারীরা তাকে ঘিরে ধরে। সিসিটিভি ফুটেজ দেখে ধারণা করা হচ্ছে হামলাকারী সবাই তরুণ ছিলো।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাত ৯ টার পর ময়মনসিংহে মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

#পুলিশ #পুলিশসদস্য #দুর্গাপুর #নেত্রকোনা ゚viralシ

31/12/2024
অভিনন্দন 🇧🇩🇧🇩🇧🇩 সাফ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ২-১ গোলে হারিয়ে আবারো চ্যাস্পিয়ন বাংলাদেশ 💐
30/10/2024

অভিনন্দন 🇧🇩🇧🇩🇧🇩

সাফ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ২-১ গোলে হারিয়ে আবারো চ্যাস্পিয়ন বাংলাদেশ 💐

Address

Dhaka
2420

Telephone

+8801780468786

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ran With RsL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ran With RsL:

Share