09/04/2024
আমি কখনোই কারোর কাছে গুরুত্বপূর্ণ ছিলাম না
ছোট থেকে আজ এই পর্যন্ত বড় হয়েছি কখনো আমি কারোর জীবনে গুরুত্বপূর্ন
ছিলাম না বলতে গেলে আমি সবার জীবনে একটা সাইড ক্যারেক্টার হিসেবেই ছিলাম এবং এখনো আছি,না পরিবার না বন্ধু বান্ধব জীবনের প্রতিটা অধ্যায় আমি একটা সাইড ক্যারেক্টার ছিলাম কখনো কাছের কাউকে পাইনি যে আমাকে বুঝবে অথবা খুঁজবে কেউ কখনো আমার জন্য অপেক্ষা করেনি বলতে গেলে কাছের কেউ কখনো ছিলো না কখনোই না। যাদের আমি আপন করেছি তারাই আমাকে বুঝিয়ে দিয়েছে আমার গুরুত্বটা ঠিক কতটুকু।যাদের সাথে জীবনের অর্ধেক সময় পার করেছি তারাই আজ সময়ের ব্যবধানে আমাকে ভুলে গিয়েছে। নিজেকে সবার থেকে আলাদা করে নিয়েছি। তবে একটা বিষয় ভেবে খুব কষ্ট লাগে যাদের বিপদের সময় আমি ছিলাম দিন শেষে তারাই আজ আমাকে ভুলে গেছে💔
Collect✍️