Coaching News

Coaching News Online news portal

কোচিং এসোসিয়েশন বাংলাদেশ (CAB) এর আংশিক কমিটি গঠন ............................................................শামসেয়ারা ...
03/09/2024

কোচিং এসোসিয়েশন বাংলাদেশ (CAB) এর আংশিক কমিটি গঠন ............................................................
শামসেয়ারা খান ডলিকে সভাপতি ও মাহবুব আরেফিনকে সাধারণ সম্পাদক করে সারা বাংলাদেশের কোচিং পরিচালকদের সংগঠন কোচিং এসোসিয়েশন বাংলাদেশ (CAB) এর আংশিক কমিটি গঠন করা হয়েছে. গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে CAB সম্মেলন অনুষ্ঠিত হয়. সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন জেলা ও ইউনিটের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন. ভিডিও কনফারেন্সেও অনেকে অংশগ্রহণ করেন. কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি আবু রায়হান, সহ সভাপতি সালমা জাহান, মাহমুদ আলম, ফখরুল ইসলাম ও মোঃ শাহীন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সালাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবির রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আল হেলাল, অর্থ ও দপ্তর সম্পাদক মোঃ বেলাল হোসাইন, প্রচার সম্পাদক এম এ সবুর, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মোঃ জিকরুল হক, এবং কার্যকরী সদস্য এস এম ছোটন, মতিউর রহমান, মোঃ আতাউর রহমান হান্নান, এম এইচ রাফসান সানি ও মোঃ আরিফুর রহমান. এছাড়াও উপদেষ্টা পরিষদে আছেন সাইফুর'স প্রাইভেট লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক সাইফুর রহমান খান এবং ম্যাক্স কোচিংয়ের পরিচালক মোঃ কুতুব উদ্দিন.
উল্লেখ্য মোঃ আল মামুনের সঞ্চালনায় CAB সম্মেলনে সভাপতিত্ব করেন ফার্মগেট ইউনিটের সভাপতি মোঃ শফিকুল ইসলাম, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাইফুরস প্রাইভেট লিমিটেডের চেয়ারপারসন শামসেয়ারা খান ডলি. অনুষ্ঠান উদ্বোধন করেন মোহাম্মদপুর ইউনিটের সভাপতি মোঃ আবু রায়হান.

প্রীতি ক্রিকেট টুর্ণামেন্টে জয়ী CAB মোহাম্মদপুর-------------------------------------------------------------------আজ শনি...
12/11/2022

প্রীতি ক্রিকেট টুর্ণামেন্টে জয়ী CAB মোহাম্মদপুর
-------------------------------------------------------------------
আজ শনিবার সকালে ঢাকাস্থ ইন্দিরা রোড ক্রীড়াচক্র মাঠে বাংলাদেশ কোচিং এসোসিয়েশন (CAB) আয়োজিত প্রীতি ক্রিকেট টুর্ণামেন্টে ১ উইকেটে জয়লাভ করেছে CAB মোহাম্মদপুর। দিনের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন CAB ফার্মগেট অধিনায়ক মো: আব্দুস সালাম। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে CAB ফার্মগেট সংগ্রহ করে ১৭৬ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন উদ্বোধনী ব্যাটার ইঞ্জিনিয়ার এস এম ছোটন। CAB মোহাম্মদপুরের পক্ষে জাহিদ ৩ টি এবং মামুন ও নোমান ২টি করে উইকেট লাভ করেন। জবাবে CAB মোহাম্মদপুর ১৯.৪ ওভারে ৯ উইকেটে ১৮০ রান সংগ্রহ করে ১ উইকেটের জয় নিশ্চিত করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন আরিফ। CAB ফার্মগেটের পক্ষে হৃত্বিক দেবনাথ ৩ টি ও আব্দুস সালাম ২টি উইকেট লাভ করেন। যৌথভাবে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন CAB ফার্মগেটের ইঞ্জিনিয়ার এস এম ছোটন ও CAB মোহাম্মদপুরের আরিফ।

ক্যাডেট ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ:
01/11/2022

ক্যাডেট ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ:

Salam's English Care ও কমার্স প্রাঙ্গন এর HSC ২০২২ ব্যাচের বিদায় অনুষ্ঠিত .................................................
23/10/2022

Salam's English Care ও কমার্স প্রাঙ্গন এর HSC ২০২২ ব্যাচের বিদায় অনুষ্ঠিত ...............................................................
ঢাকার ফার্মগেটস্থ গ্রান্ড মহল রেস্টুরেন্টে আজ দুপুরে অনুষ্ঠিত হলো Salam's English Care ও কমার্স প্রাঙ্গন এর HSC ২০২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান. অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কনফার্ম শিক্ষা পরিবারের পরিচালক মোস্তফা পাটোয়ারী, গেস্ট অব অনার ছিলেন BCA এর পরিচালক মাহবুব আরেফিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছোটনস ম্যাথ কেয়ারের পরিচালক ইঞ্জিনিয়ার এস এম ছোটন , রিপন বায়োলজি কেয়ারের পরিচালক ডা. রিপন বিশ্বাস, আলতাফস ম্যাথ কর্নারের পরিচালক আলতাফ হোসাইন ও ICT কেয়ারের পরিচালক মনির হোসাইন. উক্ত অনুষ্ঠানে মডেল টেস্টে মেধাস্থানপ্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়. এছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়.

বাংলাদেশ ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মাহবুব আরেফিন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত ....................................
18/10/2022

বাংলাদেশ ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মাহবুব আরেফিন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত ............................................................
অধ্যাপক ড. এস. এম. মান্নানকে সভাপতি, অধ্যাপক, ড. মো. সাইফুল ইসলামকে মহাসচিব ও মাহবুব আরেফিনকে সাংগঠনিক সম্পাদক করে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ এলামনাই এসোসিয়েশন ঢাকা বিশ্ববিদ্যালয় এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৫ অক্টোবর ২০২২ তারিখে আহবায়ক কমিটির এক সভা বিভাগের ১০০৭ নং শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্ত মেতাবেক ৩৫ (পঁয়ত্রিশ) সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটির সদস্যবৃন্দ হলেন, সভাপতি: অধ্যাপক ড. এস. এম. মান্নান, সহ-সভাপতি:জনাব ফজলে এলাহী, জনাব কাজী আব্দুল মাজেদ ও জনাব রেজিনা আক্তার, মহাসচিব: অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, যুগ্ম মহাসচিব: ড. মো. আনোয়ারুল ইসলাম ও ড. দিলারা বেগম, অর্থ সচিব: জনাব মফিজুর রহমান, সাংগঠনিক সচিব: জনাব মাহবুব আরেফিন, দপ্তর সম্পাদক: জনাব মোহাম্মদ জয়নাল আবদীন, তথ্য, যোগাযোগ ও গ্রন্থগার ব্যবস্থাপনা সচিব: জনাব এ.কে. এম. নূরুর আলম, প্রকাশনা ও জনসংযোগ সচিব: ড. মো. মনিরুজ্জামান, ক্রীড়া, সংস্কৃতি ও সাহিত্য সচিব: জনাব মো. আতিকুর রহমান, গবেষণা ও উন্নয়ন সচিব: অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক, কার্যনির্বাহী সদস্য: অধ্যাপক ড. এস. এম. জাবেদ আহমদ, অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন মুন্সী, জনাব বিজয় বসাক, ড. হোচ্ছাম হায়দার চৌধুরী, জনাব সৈয়দ জহুরুল আমিন কাইয়ুম, ড. দিলরুবা মাহবুবা, ড. জিল্লুর রহমান, জনাব হাজেরা রহমান, জনাব মোঃ আবু হান্নান মিয়া, মিসেস নাসিমা আকতার, অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান, ড. মোঃ মুস্তাফিজুর রহমান, জনাব সৈয়দ আলী আকবর, জনাব হুমায়ুন কবির, জনাব সোহানা নওরীন, অধ্যাপক ড. মো. নাসির উদ্দীন, ড. মোঃ সাইফুর রহমান, জনাব মোহাম্মদ শরিফ উল ইসলাম, জনাব মো. খোরশেদ আলম। এছাড়াও ল্যাব এবং বেলিড থেকে দুইজন প্রতিনিধি কার্যকরি সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবেন।

BCA বৃত্তি 2022 এর বিজ্ঞপ্তি প্রকাশ ........................বাংলাদেশ ক্যাডেট একাডেমি আয়োজিত BCA বৃত্তির  সার্কুলার প্রকা...
06/09/2022

BCA বৃত্তি 2022 এর বিজ্ঞপ্তি প্রকাশ ........................
বাংলাদেশ ক্যাডেট একাডেমি আয়োজিত BCA বৃত্তির সার্কুলার প্রকাশিত হয়েছে. ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে চতুর্দশ BCA বৃত্তি পরীক্ষা. অফিস থেকে ফরম সংগ্রহ ও পূরণ পরবর্তী জমা দিয়ে প্রবেশ পত্র সংগ্রহ করতে হবে. ফরম পূরণ চলবে ৮ অক্টোবর পর্যন্ত. উল্লেখ্য ১০০ নম্বরের পরীক্ষায় ৮০ থেকে ৮৯ প্রাপ্তরা সাধারণ এবং ৯০ থেকে ১০০ প্রাপ্তরা ট্যালেন্টপুল গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হবে . ৩০ ডিসেম্বর বৃত্তিপ্রাপ্তদের এককালীন টাকা, সার্টিফিকেট, ক্রেস্ট ও সংবর্ধনা প্রদান করা হবে.

পাঠশালা কোচিংয়ের পরিচালক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ সরকারকে ৮ ভোটে পরাজিত করে ASEB  মোহাম্মদপুর ইউনিটের ...
15/02/2021

পাঠশালা কোচিংয়ের পরিচালক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ সরকারকে ৮ ভোটে পরাজিত করে ASEB মোহাম্মদপুর ইউনিটের নতুন সভাপতি মোঃ ফখরুল ইসলাম....................................................................
বাংলাদেশের ছায়া শিক্ষা প্রতিষ্ঠানের মালিকদের সংগঠন এসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশ: ঢাকাস্থ মোহাম্মদপুর ইউনিটের কমিটি গঠনের উদ্দেশ্যে সদস্যদের প্রত্যক্ষ ভোটের আয়োজন করা হয়। আজ সন্ধ্যা সাত ঘটিকায় রাজধানীর তাজ কিচেনে সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই চারটি পদের জন্য উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ ভোট গ্রহণ করা হয়। ভোটে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ সরকারকে ৮ ভোটে পরাজিত করে নতুন সভাপতি নির্বাচিত হন বাংলাদেশ সাইন্স একাডেমির পরিচালক মোঃ ফখরুল ইসলাম। সহ সভাপতি নির্বাচিত হন মোঃ বিল্লাল হোসাইন, সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ আবির রহমান এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন এম এইচ সুমন।
উল্লেখ্য মোট ভোটার সংখ্যা ৫৫। ভোট প্রদান করেছেন ৫২ জন। সভাপতি পদে মোঃ ফকরুল ইসলাম পেয়েছেন ৩০ ভোট, পরাজিত প্রার্থী পলাশ সরকার পেয়েছেন ২২ ভোট। সহ সভাপতি পদে বিল্লাল হোসেন পেয়েছেন ৩৩ ভোট, পরাজিত প্রার্থী কাসিফ ইকবাল পেয়েছেন ১৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ আবির রহমান পেয়েছেন ৩২ ভোট, পরাজিত প্রার্থী রাসেল রায়হান পেয়েছেন ১৯ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে এম এইচ সুমন পেয়েছেন ৩১ ভোট, পরাজিত প্রার্থী মোঃ জহির রায়হান পেয়েছেন ২১ ভোট।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন কেন্দ্রীয় প্রধান নির্বাচন কমিশনার মোঃ মাহবুবুর রহমান এবং নির্বাচন কমিশনার হিসাবে নির্বাচন পরিচালনা করেন হাশেমী রাফসান সানি ও মোঃ শরীফ।

24/01/2021
05/12/2020

ASEB মোহাম্মদপুর ইউনিটের হাঁস পার্টি

21/10/2020

অটো পাস!!!
মাধ্যমিকে পরীক্ষা ছাড়াই উত্তীর্ণ শিক্ষার্থীরা।

14/10/2020

ERAB এর অভিষেক অনুষ্ঠান

Address

Farmgate
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Coaching News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Coaching News:

Videos

Share