
15/08/2025
হঠাৎ পুরো একটা জেনারেশন রিপন মিয়ার ফ্যান হয়ে গেল! পৃথিবী উত্তর আধুনিকতায় ফিরে যাচ্ছে এটাই তার বড় প্রমাণ। উত্তর আধুনিকতা হলো আধুনিকতার চাকচিক্য ছেড়ে দিয়ে আদিম ফ্যাশন ও কাজকারবারে ফিরে যাওয়া। পৃথিবী এখন আধুনিকতার ভারে ক্লান্ত।আর তাই রেহাই পেতে উত্তর আধুনিকতায় ঝুঁকছে।রিপন মিয়ার সরলতার ফ্যান হওয়াটাই উত্তর আধুনিকতাবাদ।