Mehrish

Mehrish Hello Aschalamualaikum. welcome to our new henna page.we love to do henna artwork and we also take
(5)

★ একজন বি'বাহিত পুরু'ষকে প্রশ্ন করা হলো, আপনি বিয়ে করে কি কি পেয়েছেন ? ♦ তার উত্তরটা যদিও মজার ছিল তারপরেও প্রত্যেকটা কথ...
11/08/2025

★ একজন বি'বাহিত পুরু'ষকে প্রশ্ন করা হলো, আপনি বিয়ে করে কি কি পেয়েছেন ?
♦ তার উত্তরটা যদিও মজার ছিল তারপরেও প্রত্যেকটা কথা ছিল সত্য...!
= বিয়ে করে সর্বপ্রথম একটা ব'উ পেয়েছি!
= পকেটে একটা মোবাইল থাকার পরও সারাদিনে যখন একটাও কল আসেনা তখন একটা কল করে ' তুমি এখন কোথায়? বলার মানুষ পেয়েছি! তখন নিজেকে খুব গুরুত্বপূর্ণ 'পাবলিক' মনে হয়।
= একজন কুকার/সেফ/পাঁচক/রাঁধুনি পেয়েছি। একটা ওয়াসিং মেশিন পেয়েছি। পাঞ্জাবীটা ময়লা হয়েছে বললেই, মেশিন অটো চলে!
= একটা অটো টেপরেকর্ডার পেয়েছি, মাঝে মাঝে 'কি-বোর্ড' টেপা ছাড়াই বাজতে থাকে! কখনো জোড়ে 'স্টপ' বললে বন্ধ হয়, কখনো শব্দ পরিবর্তন হয়ে 'বৃষ্টি' চালু হয়! কখনো 'হাইফাইভ' দেখালে অটো বন্ধ হয়ে যায়। বড় বিচিত্র এই রেকর্ডার!
♦ সপ্তাহ পাঁচ-সাত দিন পর পর অতি যত্ন সহকারে বাজার-সদায়ের লিস্ট ধরিয়ে দেয়ার জন্য একজন 'কেয়ারটেকার' পেয়েছি!
♦ আমার ঘরে রাত ১১টা সাড়ে ১১টার পর আমাকেই প্রবেশ নিষেধ বলে হু'মকি দেয়ার 'দারোয়ান' পেয়েছি!
♦ ছোট একটা 'এলার্মক্লক' পেয়েছি!
♦ বাড়তি প্রাপ্তি হিসেবে শ্বশুড়-শ্বাশুড়ি, শালা-শালী, সম্বন্ধী পেয়েছি। সম্পূর্ণ অপরিচিত কিছু মানুষকে নিকটাত্মীয় হিসেবে পেয়েছি।
♦ একটা সন্তান পেয়েছি। সে যখন Baba বলে কোলে চড়ে বসে কিংবা গলা জড়িয়ে ধরে তখন বাগানে ফুল ফুটলে মালির যে অনুভুতি হয় তার চেয়েও বেশি মনটা শীতল হয়!
★ তাহলে দেখছি কিছুই হারা'ননি।
♦ হারিয়েছি তো, এত এত প্রাপ্তির মাঝে কিছু হারি'য়েছিও! প্রথমত, কু'মারত্ব হারিয়েছি😊 (যদিও কোন মেডিকেল রিপোর্ট নাই)
= অতপর, মানিব্যাগ আর রিমোর্টের একছত্র অধিকার হারিয়েছি😊
= মাঝে মাঝে মোবাইলটাও বে'দখল হয়ে যায়!
★ যাইহোক, সর্বশেষ সুখে- দু'খে একটা কথা বলার সঙ্গী পেয়েছ...!!
©️

সন্তান সে তো আসমান থেকে পাওয়া,স্বপ্ন দিয়ে বোনা,স্বর্গ থেকে আসা,পৃথিবীর সবচেয়ে সুখের উৎস!🤍🌸
04/06/2025

সন্তান সে তো আসমান থেকে পাওয়া,স্বপ্ন দিয়ে বোনা,স্বর্গ থেকে আসা,পৃথিবীর সবচেয়ে সুখের উৎস!🤍🌸

যারা বলে ছেলেদের চেয়ে মেয়েদের যত্ন নেওয়া সহজ।আমার মেয়ে:💁🏻‍♀️💁🏻‍♀️💁🏻‍♀️💁🏻‍♀️
31/05/2025

যারা বলে ছেলেদের চেয়ে মেয়েদের যত্ন নেওয়া সহজ।
আমার মেয়ে:💁🏻‍♀️💁🏻‍♀️💁🏻‍♀️💁🏻‍♀️

তুমি আমার প্রথম সন্তান ‌‌!🌸💙যাকে পেয়ে আমি প্রথম মা হয়েছি ! 🥰যে মুহূর্তে তোমার হৃদস্পন্দন প্রথমবার শুনেছি ,আমার পৃথিবী ...
30/05/2025

তুমি আমার প্রথম সন্তান ‌‌!🌸💙
যাকে পেয়ে আমি প্রথম মা হয়েছি ! 🥰

যে মুহূর্তে তোমার হৃদস্পন্দন প্রথমবার শুনেছি ,আমার পৃথিবী এমন ভাবে বদলে গিয়েছিল যা আমি কখনো কল্পনাও করিনি ।তুমি আমাকে শিখিয়েছো ।সেই শক্তি,
যা আমার ছিল বলে জানতাম না ; সেই ধৈর্য, এবং এক গভীর ভালোবাসা,যা আমার পুরো অস্তিত্বকে নতুনভাবে গড়ে তুলেছে।

তোমার সঙ্গে আমি সবকিছুর প্রথম স্বাদ আমি পেয়েছি-তোমার ছোট লাথি, তোমার প্রথম কান্না, তোমার হাসি,
আর সেইসব দীর্ঘ নিদ্রাহীন রাত , যা এক অদ্ভুত মায়াবী অনুভূতি এনে দিত আমাকে।
এবং এক অবিস্মরণীয় মুহূর্ত, আমি বুঝতে পারলাম, তোমাকে সারা জীবন ঘিরে আমার ভালোবাসার পৃথিবীর কথা।

জীবন আমাদের যেখানে নিয়ে যাক না কেন, তুমি সব সময় এ আশ্চর্য যাত্রার শুরু। তুমি আমাকে নির্ঘাত ভালোবাসার অর্থ শিখিয়েছো। তুমি আমাকে মা বানিয়েছ। আর এজন্য আমি তোমাকে চিরকাল ভালোবাসবো এবং আগলে রাখবো। এই কথা কখনো ভুলে যেওনা তোমাকে নিয়েই মাম্মার পৃথিবীটা।

-Where is my lipstick???-My Daughter :
29/05/2025

-Where is my lipstick???
-My Daughter :

“খাওয়া দাওয়া ঠিকমতো না করেও জানালার গ্রিল বেয়ে ওঠার মতো এত শক্তি এদের কোথা থেকে আসে, আল্লাহই ভালো জানেন! 😅”— মা’দের মন থ...
29/05/2025

“খাওয়া দাওয়া ঠিকমতো না করেও জানালার গ্রিল বেয়ে ওঠার মতো এত শক্তি এদের কোথা থেকে আসে, আল্লাহই ভালো জানেন! 😅”
— মা’দের মন থেকে বেরিয়ে আসা প্রতিদিনকার প্রশ্ন 🤷‍♀️

📌 বাচ্চারা না খেয়ে দিন পার করলেও এনার্জি যেনো চার্জার দিয়ে লোড হচ্ছে সারাক্ষণ।😁

যখন প্রথমবার ওর কাঁপা কাঁপা নিঃশ্বাস শুনলাম, তখনই বুঝে গিয়েছিলাম জীবন আর আগের মতো থাকবে না।এখন আমার সকাল শুরু হয় ওর মু...
28/05/2025

যখন প্রথমবার ওর কাঁপা কাঁপা নিঃশ্বাস শুনলাম, তখনই বুঝে গিয়েছিলাম জীবন আর আগের মতো থাকবে না।
এখন আমার সকাল শুরু হয় ওর মুখ দেখে, আর রাত ঘুম আসে ওর শান্ত নিঃশ্বাস শুনে। এক নতুন জীবনের শুরু হয়েছে, আর আমি হয়েছি এক নতুন আমি “একজন মা।”

ওর ছোট্ট হাসিটা যেন পৃথিবীর সবচেয়ে মধুর সুর। আমি যতবার দেখি, ততবার মুগ্ধ হই। তাই ক্যামেরা বা ফোন সবসময় হাতের কাছেই রাখি—এই অমূল্য মুহূর্তগুলো হারিয়ে যেতে দিতে মন চায় না।

প্রথম খেলনা ছোঁয়া, প্রথম শব্দ বলা, হঠাৎ হেসে ওঠা—সবই তো আমার জন্য এক একটা অমূল্য স্মৃতি।

অনেকে হয়তো বলে, “এত ছবি তোলার কী দরকার?”
কিন্তু ওদের কে বোঝাবে—এই মুহূর্তগুলো আর ফিরে আসবে না।

আজ যে ছোট্ট হাতটা আমার আঙুল আঁকড়ে ধরেছে, কাল সে হাঁটবে, পরশু স্কুল যাবে। আমি চাই, প্রতিটি ধাপ ধরে রাখতে—যেন একদিন ও বড় হয়ে যখন ফিরে তাকাবে, তখন বুঝতে পারে, প্রতিটি নিঃশ্বাসে আমি কীভাবে ওর সঙ্গে ছিলাম।

আমি মা।
আর একজন মায়ের কাছে সন্তানের প্রতিটি হাসি, প্রতিটি কান্না, প্রতিটি চোখের ভাষা—একেকটা গল্প।
আমি সেই গল্পগুলো সাজিয়ে রাখছি ছবির ফ্রেমে, আর হৃদয়ের অ্যালবামে।

কারণ, আমার জন্য… আমার বাবুই-ই আমার পুরো পৃথিবী।❤️

*Collected*

এরচেয়ে সুন্দর করে বুঝিয়ে বলা যায় বলে মনে হয়না।✨🖤
13/03/2024

এরচেয়ে সুন্দর করে বুঝিয়ে বলা যায় বলে মনে হয়না।✨🖤

10/03/2024

"বাবাহ, ননির পুতুল দেখছি রান্নাঘরে!"

মাংস টা কষিয়ে মাত্র‌ই মেয়েটি চাল গুলো ধুয়ে নিচ্ছিল। কথা শুনে দরজায় তাকাল। পাশের বাড়ির ভাবী টা হাসছে। যদিও কথা বা হাসিটা মাহবুবার পছন্দ হলো না! তবুও মুখে হাসি টানলো।

"তা কি রান্না করছো?"

"এইতো ভাবী মাংস হয়ে এসেছে, এরপর ভাত দিব।"

"মাংস রান্না পার?"

মাহবুবা বিনয় হেসে খানিক মাথা দুলালো।

"তোমাকে রান্নাঘরে দেখে তো আমি অবাক হয়েছি। তার উপর মাংস রান্না করছো। বাবার বাড়ি তো আর রান্না ঘরে যাওনি। হাতে তুলে খানাও খাও নি শুনেছি। তা হঠাৎ করে শিখে গেলে।"

"মায়ের সংসার মা সামলেছে, আমার সংসার আমি সামলাচ্ছি ভাবি। যেহেতু সংসার টা আমার, কাজগুলোও তো আমার! আর মেয়েদের কাজ শিখতে হয়না। আল্লাহ আমাদের মাঝে অদ্ভুত এক ক্ষমতা দিয়েছেন। বাবার ঘরে রাজকন্যা, আপনার ভাষায় ননির পুতুল। স্বামীর ঘরে রাজরানী! রাজরানীদের দায়িত্ব একটু বেশী ভাবী। পুরো রাজ্য সহ রাজা কে সামলাতে হয়!"

ভাবীটা যুতস‌ই উত্তর পেয়ে চুপসে যাওয়ার বদলে হেসে পরিস্থিতি টা স্বাভাবিক করতে চাইল। মাহবুবা তার হাতে সমুচা, মমো সহ একটি বাটি ধরিয়ে দিয়ে বলল,

"ড্রয়িংরুমে গিয়ে বসুন ভাবী। এখানে অনেক তাপ।"

রান্নাঘরের তাপ কে উপেক্ষা করে ভাবী টুল টেনে সেখানেই বসে পড়ল। অস্বস্তির এক শ্বাস ছেড়ে মাহবুবা নিজের মতো রান্নায় মন দিল। বাবার বাড়িতে সব মেয়েই ননির পুতুলের মতো থাকে, কিন্তু বিয়ের পর চিত্র টা ভিন্ন। স্বামী, সংসার সবটাই তখন বড্ড আপন হয়ে যায়। হুট করে দায়িত্বজ্ঞানহীন মেয়েটিও অত্যন্ত দায়িত্বশীল হয়ে উঠে। সংসারে অমূল্য সুখ খুঁজে পেয়ে সবটা উজাড় করে দিয়ে আগলে রাখে স্বামী, সংসার কে!

#সংসার
~সুবর্ণ সাইদ শেখ

07/03/2024

Father love❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mehrish posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category