04/12/2025
" ভালোবাসা " বলে মূলত কোন কিছু নেই,,, অনেক গুলো বিষয়ের সমন্বয়ে আসলে যেটা গঠিত হয় সেটাকে সংক্ষেপে আমরা "ভালোবাসা" নাম দিই।
"ভালোবাসা" এই শব্দ টার নিজস্বতা বলে কিছু হয় না,, যেমনটা চাঁদের নিজস্ব কোন আলো নেই। সূর্যের থেকে আলো নিয়ে চাঁদ সুন্দর হয়ে ওঠে।
তেমনি কারো প্রতি যখন আপনার বিশ্বাস, ওয়াদা, ভরসা, মর্যাদা, যত্ন এগুলো কাজ করে এগুলো সব গুলোকে মিলিয়ে আমরা যে নাম টা দিই সেটাই ভালোবাসা।
ধরুন আপনার পার্টনার কে আপনি অনেক বিশ্বাস করেন,, আপনি ধরে আছেন আপনাকে সে যে ওয়াদা দিয়েছে সেগুলো সে রাখছে, দেখবেন তখন আপনার ও তার প্রতি একটা টান কাজ করবে এটাকেই ভালোবাসা নাম দেওয়া যায়।
আমাদের চারপাশে আমরা যে এতো ভালোবাসার গল্প শুনি আজকাল,,,, কখনও ভেবে দেখেছেন এই ভালোবাসা গুলো বেশিদিন টিকছে না কেন?
আমি বলছি,,, ঐ যে মুখে মুখে বলে দেয় আমি তোমাকে ভালোবাসি,, অপর মানুষ টা ও বলে আমি তোমাকে ভালোবাসি।
ভালোবাসা কি আসলেই এতো সহজ?
তাই আমি শুরুতেই বলেছি কয়েকটি বিষয় যদি ২ জন মানুষের মধ্যে সমপরিমাণে কাজ করে,,,, তাহলেই সেটাকে ভালোবাসা নাম দেওয়া যায়।
কিন্তু তাদের মধ্যে ১ জন যখন গোপনে সেই বিশ্বাস আর ওয়াদা ভঙ্গ করতে শুরু করে,,,, সে নিজেও আসলে বুঝতে পারে না যে সে ক্ষতি টা নিজের ই ডেকে আনছে,,, তারা ভাবে তার পার্টনার ত অনেক দূরে আমি কি করি না করি সে তো দেখছে না,,
হুমমম সে দেখছে না,,, কিন্তু সে উপলব্ধি করতে শুরু করবে একদিন,,,, মানুষ যে চোখেই সব সময় সব কিছু দেখবে এমন টা না,,, চোখের থেকে মাঝে মধ্যে মন আরো বেশি উপলব্ধি করতে পারে।
বিশ্বাস হলো ঝকঝকে কাঁচের আয়নার মত,,, সে আয়নায় যখন আপনি তাকাবেন আপনার নিজের চেহারাটা খুব সুন্দর মনে হবে,,,,,
কিন্তু যখন এই আয়না টাই ভেঙে যাবে সেই আয়নায় একবার তাকিয়ে দেখবেন আপনার চেহারা টা টুকরো টুকরো কুৎসিত লাগবে। ঠিক আপনি কারো বিশ্বাস নষ্ট করলে তার মনে আপনার চেহারা টা এমনই হয়ে দাড়াবে।
একটা সম্পর্কে সুঁই পরিমাণ মিথ্যা ও অনেক বড় মিথ্যা। আর সম্পর্কের ফাটল শুরু হয় এই মিথ্যা আর ধোঁকা দিয়েই।
আজকাল মানুষের প্রতি মানুষের বিশ্বাস নষ্ট করা,, মিথ্যা কথা বলে সত্য লুকানো,,, যত্নবান না হওয়া, ভরসা নষ্ট করা,, মূলত এইসবের কারণেই আমাদের চারপাশে সম্পর্কের ভাঙ্গের এতো প্রতিযোগিতা।
আমাদের ছোটবেলা থেকেই পড়ানো হয়েছে, "মিথ্যা বলা মহাপাপ"। কারণ সকল সমস্যা এখান থেকেই শুরু হয়।
তাই,,, আপনার ওপর আপনার পার্টনারের বিশ্বাস যেন সব সময় বজায় থাকে এটা রক্ষা করা আপনার দায়িত্ব।
২ জন মানুষ যদি একে অপরের প্রতি বিশ্বাস, কথা দিয়ে কথা রাখা, দায়িত্ব, মর্যাদা, যত্নবান, ভরসা এসব সঠিক ভাবে বজায় রাখে তবে তখনই আপনি বলতে পারবেন,,, হ্যাঁ আমি কাউকে ভালোবাসি এবং আমাকেও কেউ ভালোবাসে 🥰।
মনে রাখবেন,, যে মিথ্যা বলে সে একদিন কঠিন ভাবে ঠকে যায়,, আর যাকে মিথ্যা বলা হয় সে একদিন জিতে যায় নিজের কাছে। 😊
- Md. Zahidul Alam.