Md. Zahidul Alam

Md. Zahidul Alam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md. Zahidul Alam, Digital creator, Dhaka.

Content Creator
This page is about entertainment only
Brand promotion / paid promotion / product review / photo shoot এর জন্য ইনবক্সে নক দিতে পারেন
what's up - 01625416839
E-mail - [email protected]
ধন্যবাদ।

14/09/2025

আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? 🥰

09/09/2025

Breaking News 🚨🚨 🇳🇵

তীব্র ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি , রাষ্ট্রপতি এবং পুরো সংসদ।
ইতিমধ্যে সেনাবাহিনীর সাহায্য সকল মন্ত্রী এমপিদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।
বন্ধ করে দেওয়া হয়েছে এিভূবন আন্তঃজার্তিক এয়ারপোর্টে।
নেপালে থাকা সকল বাংলাদেশীদের নিরাপদ জায়গায় এবং ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার।
ইতিমধ্যে সকল এমপি মন্ত্রীদের বাসভবনে ব্যাপক তান্ডব ও অগ্নিসংযোগ শুরু হয়েছে।

Gen - z Nepal 🇳🇵নেপালের দুর্নীতি বাজ সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। গত কয়েকদিন আগে শুরু হওয়া এই আন্দোলন গতকাল ৮ সেপ্টেম্...
09/09/2025

Gen - z Nepal 🇳🇵
নেপালের দুর্নীতি বাজ সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে।
গত কয়েকদিন আগে শুরু হওয়া এই আন্দোলন গতকাল ৮ সেপ্টেম্বর রক্তাক্ত এক যুদ্ধে পরিণত হয়। পুলিশের নির্বিচার গুলিতে কমপক্ষে ১৯ জন শিক্ষার্থী প্রাণ হারায় এবং ৩০০ এর অধিক সাধারণ মানুষ এবং শিক্ষার্থী গুলিবিদ্ধ ও আহত হয়।
নেপালে Gen-Z দের এই আন্দোলন কেন এটা আপনারা অনেকেই হয়তো জানেন না । মূলত নেপালের যে বর্তমান সরকার তারা দেশের কর্মসংস্থান বা নেপালের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে তেমন কিছুই করতে পারে নি। নেপালের যে রাজনৈতিক পদ সেটা নিজেদের পারিবারিক সদস্যদের মধ্যেই ঘুরপাক খায়। পরিবারের এক সদস্যদের পর অন্য সদস্য মন্ত্রী এমপি হয়।
শুধুমাত্র মন্ত্রী এমপিদের জীবনযাত্রার মান বেড়েছে,, বিলাসবহুল জিনিসপত্রে বাড়ি ভর্তি করেছে এবং দেশের অর্থ হরিলুট করেছে।
নেপালের শিক্ষিত জনগণের জন্য তেমন কোন কাজ নেই নেপালে।
এগুলো নিয়ে কথা বলার কারণে গতমাসে নেপালের সরকার সে দেশে চলমান থাকা প্রায় ২৩ টি সোশ্যাল মিডিয়া এ্যাপ ব্যান করার সিদ্ধান্ত নেয়।
যার মধ্যে,, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব ও আছে। সরকারের এই সিদ্ধান্তে তরুণ সমাজের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হতে থাকে।
যার জন্য গতকাল সে দেশের সাধারণ মানুষ সারাদেশে ব্যাপী আন্দোলনের ডাক দেয়।
আর এই শান্তি পূর্ণ আন্দোলনের পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে শুরু হয় ব্যাপক সংঘর্ষ। আর এই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় ১৯ জন সাধারণ মানুষ ও শিক্ষার্থী।
আজ ৯ সেপ্টেম্বর নেপাল জুড়ে এই আন্দোলন আরো ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে।। ইতিমধ্যে সে দেশের ২ জন মন্ত্রী পদত্যাগ করেছে।
নেপালের Gen z রা আজকে ঘোষণা দিয়েছে তারা এই সরকারের পতন না ঘটিয়ে ঘরে ফিরবে না এবং লাশের হিসাব যথাযথ বুঝে নিবে।
শুভকামনা রইলো নেপালের সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের জন্য,,,, এগিয়ে যাও তোমরা তোমাদের লক্ষ্যের খুব কাছে চলে এসেছো।
- Md. Zahidul Alam.

আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ 🌍 পৃথিবী ☀️ সূর্য আর 🌙 চাঁদ – এই তিনটি বস্তু এই সময় একই সরল রেখায় চলে আসে।ঘটনার ধাপ:1. পূর্ণিম...
07/09/2025

আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
🌍 পৃথিবী ☀️ সূর্য আর 🌙 চাঁদ – এই তিনটি বস্তু এই সময় একই সরল রেখায় চলে আসে।

ঘটনার ধাপ:
1. পূর্ণিমার সময় চাঁদ পৃথিবীর বিপরীতে থাকে, মানে সূর্যের আলো পুরোপুরি পড়ে চাঁদে।
2. চন্দ্র গ্রহণের সময় পৃথিবী সূর্য আর চাঁদের মাঝখানে চলে আসে।
3. তখন পৃথিবীর ছায়া (Umbra ও Penumbra) চাঁদের উপর পড়ে।
যদি পুরো চাঁদ পৃথিবীর মূল ছায়ায় ঢেকে যায় →তবে তখনই তাকে পূর্ণ চন্দ্র গ্রহণ হিসেবে ধরা হয়
চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সূর্য থেকে আলো গ্রহণ করেই পৃথিবীতে সে স্নিগ্ধ আলো ছড়ায়। সেদিকে ইঙ্গিত করেই আল্লাহ তায়ালা বলেন, ‘তিনিই সত্তা, যিনি সূর্যকে কিরণোজ্জ্বল ও চাঁদকে স্নিগ্ধ আলোয় আলোকিত করেছেন।’ (সুরা ইউনুস : ৫)

সুরা কিয়ামাতে রাব্বুল আলামিন ইরশাদ করেন, ‘যখন দৃষ্টি চমকে যাবে, চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে, তখন সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে’ (আয়াত : ৭-৯)। উল্লিখিত আয়াতে ‘চন্দ্র জ্যোতিহীন হয়ে পড়া’- এর বাস্তব রূপই হচ্ছে চন্দ্রগ্রহণ।
এটা কেবল মহাকাশের ঘটনা নয়, বরং আল্লাহর এক নিদর্শন।
এই সময় নামাজ, দোয়া আর ইস্তিগফার—এটাই মুমিনের করণীয়।"
চন্দ্র গ্রহন নিয়ে নবী করিম ( সা: ) এর হাদিস -
"সূর্য ও চাঁদ আল্লাহর নিদর্শন, কারও জন্ম বা মৃত্যুর কারণে এগুলোর গ্রহণ হয় না।
তোমরা যখন তা দেখতে পাও, তখন নামাজ পড়ো, দোয়া করো এবং আল্লাহকে স্মরণ করো।"
— (সহিহ বুখারি: ১০৪৪)
দোয়া:
اللّٰهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَتُبْ عَلَيَّ
** “আল্লাহুম্মাগফির লি, ওয়ারহামনি, ওয়া তুব আলাইয়্যা”
*বাংলা:* “হে আল্লাহ! আমাকে ক্ষমা করো, দয়া করো এবং আমার তাওবা কবুল কর। "

যারা চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করবেন, তারা নিজ নিজ বাসায় ফজরের নামাজের মতোই দুই রাকাত নফল নামাজ আদায় করবেন। ইচ্ছা করলে চার রাকাত বা এর চেয়ে বেশিও পড়া যাবে, তবে প্রত্যেক দুই বা চার রাকাত পরপর সালাম ফেরাতে হবে। অন্যান্য নফল নামাজের মতো এ নামাজেও আজান-একামত নেই। নামাজ শেষে চন্দ্রগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত জিকির, দোয়া ও মোনাজাতে মশগুল থাকবে। (বোখারি, আল-মাবসুত, শারহুল বিকায়া)

চন্দ্র গ্রহণ নিয়ে সমাজে নানা ধরনের কু-সংস্কার প্রচলিত আছে,, এগুলো কেউ বিশ্বাস করবেন না।
বাহিরে পূর্ণ চন্দ্র গ্রহণ চলছে,, সবাই নিজ চোখে দেখুন এবং আল্লাহকে স্মরণ করুণ।

06/09/2025

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ

অর্থ-হে আল্লাহ! আমাদের নবী মুহাম্মদ ﷺ এর উপর রহমত, শান্তি ও সালাম বর্ষণ করুন।

আজকের এই মহিমান্বিত দিনে আমরা স্মরণ করছি বিশ্বমানবতার মুক্তির দিশারী, অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে আলো হয়ে আগত মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর আগমন ❤️‍
১২ই রবিউল আওয়াল ❤️❤️
তিনি এসেছিলেন সত্য, শান্তি, ন্যায় ও মানবতার বার্তা নিয়ে। তাঁর জীবন ছিল ত্যাগ, দয়া, ক্ষমা আর ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত। আমাদের প্রতিটি কাজ, প্রতিটি আচরণ, প্রতিটি সিদ্ধান্তে তাঁর আদর্শ ও শিক্ষাকে অনুসরণ করাই হলো প্রকৃত ইবাদত।

মিলাদুন্নবী (সা.) আমাদের জন্য শুধুই একটি স্মরণ দিবস নয়, বরং জীবন বদলে দেওয়ার শিক্ষা ও আলোকবর্তিকা। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তাঁর প্রিয় হাবিবের (সা.) দেখানো পথ অনুসরণ করার তৌফিক দান করেন। আমিন।

বিকেলের মিষ্টি রোদ উপভোগ করতে আমি আর আনাস অনেকদিন পর ছাদে একসাথে 🥰
04/09/2025

বিকেলের মিষ্টি রোদ উপভোগ করতে আমি আর আনাস অনেকদিন পর ছাদে একসাথে 🥰

29/08/2025
আপনারা এতো দুষ্ট কেন 😭😭 আপনাদের কি দয়া মায়া নাই,, এখন আমি পাটা কিভাবে উঠাবো 😭আমি ও ফারিয়া আপুর মত মজা করে পোস্ট টা শেয়ার...
29/08/2025

আপনারা এতো দুষ্ট কেন 😭😭 আপনাদের কি দয়া মায়া নাই,, এখন আমি পাটা কিভাবে উঠাবো 😭
আমি ও ফারিয়া আপুর মত মজা করে পোস্ট টা শেয়ার করে নামাজে গিয়েছিলাম,,, বিকেলে দেখি ১০০০ কমেন্ট + 🙂
আচ্চা কথা যেহেতু দিয়েছে চেষ্টা করবো 🥲 কালকে ভিডিও দিবো,,আশা করি 🥴🥴

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Zahidul Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Zahidul Alam:

Share