Md. Zahidul Alam

Md. Zahidul Alam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md. Zahidul Alam, Digital creator, Dhaka.
(2)

Content Creator
This page is about entertainment only
Brand promotion / paid promotion / product review / photo shoot এর জন্য ইনবক্সে নক দিতে পারেন
what's up - 01625416839
E-mail - [email protected]
ধন্যবাদ।

না জানি সেই গভীর অন্ধকার গর্তে বাচ্চাটি তার মাকে কতবার মা মা বলে ডেকেছে,,,, না জানি তার নিঃশ্বাস নিতে কতটা কষ্ট হয়েছে,,,...
11/12/2025

না জানি সেই গভীর অন্ধকার গর্তে বাচ্চাটি তার মাকে কতবার মা মা বলে ডেকেছে,,,, না জানি তার নিঃশ্বাস নিতে কতটা কষ্ট হয়েছে,,,, না জানি তার পেটে কত খুদা ছিলো

হয়তো ভেবেছে মা কে ডাকলে অন্য সময় আসে এখন কেন আসে না,,,, না জানি কত ভয় পেয়েছে প্রতিটা মূহুর্তে,,,, ছোট কলিজাটা না জানি কত ধড়ফড় করেছে ভয়ে
এগুলো ভাবলে আর কিছু ভালো লাগে না,,,, আহা রে জীবন! আল্লাহ এই নিষ্পাপ বাচ্চাকে বেহেশত নসীব করুক আমিন।
যাক তাও আল্লাহ কাছে শুকরিয়া বাচ্চার দেহটা পাওয়া গেছে।
আর বাংলাদেশ ফায়ার সার্ভিস কে ধন্যবাদ না দিলেই নয়,, অনেক চেষ্টা করেছে,,,, ধন্যবাদ এবং সম্মান জানাই তাদের কে এবং তাদের সাথে কাজ করা সবাইকে।

আর সর্বশেষ বলতে চাই,,, এই জমির মালিক যে গর্ত করে রেখেছিলো তার কঠোর শাস্তি যেন হয়।

05/12/2025

মেয়ে যে কলেজে পড়াশোনা করছে,,মা সেই কলেজের শিক্ষক ছিলো 😂

04/12/2025

" ভালোবাসা " বলে মূলত কোন কিছু নেই,,, অনেক গুলো বিষয়ের সমন্বয়ে আসলে যেটা গঠিত হয় সেটাকে সংক্ষেপে আমরা "ভালোবাসা" নাম দিই।

"ভালোবাসা" এই শব্দ টার নিজস্বতা বলে কিছু হয় না,, যেমনটা চাঁদের নিজস্ব কোন আলো নেই। সূর্যের থেকে আলো নিয়ে চাঁদ সুন্দর হয়ে ওঠে।
তেমনি কারো প্রতি যখন আপনার বিশ্বাস, ওয়াদা, ভরসা, মর্যাদা, যত্ন এগুলো কাজ করে এগুলো সব গুলোকে মিলিয়ে আমরা যে নাম টা দিই সেটাই ভালোবাসা।
ধরুন আপনার পার্টনার কে আপনি অনেক বিশ্বাস করেন,, আপনি ধরে আছেন আপনাকে সে যে ওয়াদা দিয়েছে সেগুলো সে রাখছে, দেখবেন তখন আপনার ও তার প্রতি একটা টান কাজ করবে এটাকেই ভালোবাসা নাম দেওয়া যায়।

আমাদের চারপাশে আমরা যে এতো ভালোবাসার গল্প শুনি আজকাল,,,, কখনও ভেবে দেখেছেন এই ভালোবাসা গুলো বেশিদিন টিকছে না কেন?
আমি বলছি,,, ঐ যে মুখে মুখে বলে দেয় আমি তোমাকে ভালোবাসি,, অপর মানুষ টা ও বলে আমি তোমাকে ভালোবাসি।
ভালোবাসা কি আসলেই এতো সহজ?
তাই আমি শুরুতেই বলেছি কয়েকটি বিষয় যদি ২ জন মানুষের মধ্যে সমপরিমাণে কাজ করে,,,, তাহলেই সেটাকে ভালোবাসা নাম দেওয়া যায়।

কিন্তু তাদের মধ্যে ১ জন যখন গোপনে সেই বিশ্বাস আর ওয়াদা ভঙ্গ করতে শুরু করে,,,, সে নিজেও আসলে বুঝতে পারে না যে সে ক্ষতি টা নিজের ই ডেকে আনছে,,, তারা ভাবে তার পার্টনার ত অনেক দূরে আমি কি করি না করি সে তো দেখছে না,,

হুমমম সে দেখছে না,,, কিন্তু সে উপলব্ধি করতে শুরু করবে একদিন,,,, মানুষ যে চোখেই সব সময় সব কিছু দেখবে এমন টা না,,, চোখের থেকে মাঝে মধ্যে মন আরো বেশি উপলব্ধি করতে পারে।

বিশ্বাস হলো ঝকঝকে কাঁচের আয়নার মত,,, সে আয়নায় যখন আপনি তাকাবেন আপনার নিজের চেহারাটা খুব সুন্দর মনে হবে,,,,,
কিন্তু যখন এই আয়না টাই ভেঙে যাবে সেই আয়নায় একবার তাকিয়ে দেখবেন আপনার চেহারা টা টুকরো টুকরো কুৎসিত লাগবে। ঠিক আপনি কারো বিশ্বাস নষ্ট করলে তার মনে আপনার চেহারা টা এমনই হয়ে দাড়াবে।

একটা সম্পর্কে সুঁই পরিমাণ মিথ্যা ও অনেক বড় মিথ্যা। আর সম্পর্কের ফাটল শুরু হয় এই মিথ্যা আর ধোঁকা দিয়েই।
আজকাল মানুষের প্রতি মানুষের বিশ্বাস নষ্ট করা,, মিথ্যা কথা বলে সত্য লুকানো,,, যত্নবান না হওয়া, ভরসা নষ্ট করা,, মূলত এইসবের কারণেই আমাদের চারপাশে সম্পর্কের ভাঙ্গের এতো প্রতিযোগিতা।

আমাদের ছোটবেলা থেকেই পড়ানো হয়েছে, "মিথ্যা বলা মহাপাপ"। কারণ সকল সমস্যা এখান থেকেই শুরু হয়।

তাই,,, আপনার ওপর আপনার পার্টনারের বিশ্বাস যেন সব সময় বজায় থাকে এটা রক্ষা করা আপনার দায়িত্ব।

২ জন মানুষ যদি একে অপরের প্রতি বিশ্বাস, কথা দিয়ে কথা রাখা, দায়িত্ব, মর্যাদা, যত্নবান, ভরসা এসব সঠিক ভাবে বজায় রাখে তবে তখনই আপনি বলতে পারবেন,,, হ্যাঁ আমি কাউকে ভালোবাসি এবং আমাকেও কেউ ভালোবাসে 🥰।

মনে রাখবেন,, যে মিথ্যা বলে সে একদিন কঠিন ভাবে ঠকে যায়,, আর যাকে মিথ্যা বলা হয় সে একদিন জিতে যায় নিজের কাছে। 😊

- Md. Zahidul Alam.

02/12/2025

স্যার ম্যাডামের নজর সব সময় আমার খাতার দিকেই কেন থাকে 😭,,

01/12/2025

একাউন্টিং পরীক্ষার দিন এমন ধুমধাম শব্দ হতো পুরো রুম জুড়ে 😂

30/11/2025

আপনি কোনটা ভালোবাসেন ফুলকপি নাকি শিম 😒

30/11/2025

নভেম্বর মাস টা এভাবেই কাটছে 😒

ছুটির বিকেলে লালবাগ কেল্লায় ❤️
28/11/2025

ছুটির বিকেলে লালবাগ কেল্লায় ❤️

28/11/2025

জুমা’র নামাজে আজকে জিলাপি তো পেলাম ই না,, বরং ভাইয়ের জুতো গুলো চুরি গেলো 😒

26/11/2025

এই বুদ্ধিটা অবলম্বন করে, জীবন যুদ্ধে আরো ১ ধাপ এগিয়ে গেলাম 😁

23/11/2025

এই বেডিডার জন্য আমি A+ পাই নি,, না হলে আজ আমি ডাক্তার হতাম 😭

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Zahidul Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Zahidul Alam:

Share