Md. Zahidul Alam

Md. Zahidul Alam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md. Zahidul Alam, Digital creator, Fulbaria.

Content Creator
This page is about entertainment only
Brand promotion / paid promotion / product review / photo shoot এর জন্য ইনবক্সে নক দিতে পারেন
what's up - 01625416839
ধন্যবাদ।

দাবি মেনে নেওয়ায় উত্তরায় মাইলস্টোনের সামনে আন্দোলন শেষে সব শিক্ষার্থী চলে যাচ্ছিলো। এই লোক তবুও কয়েকজন নিয়ে সেখানে পরিস্...
22/07/2025

দাবি মেনে নেওয়ায় উত্তরায় মাইলস্টোনের সামনে আন্দোলন শেষে সব শিক্ষার্থী চলে যাচ্ছিলো। এই লোক তবুও কয়েকজন নিয়ে সেখানে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে।

ছাত্র-জনতা ধরে পাছা লাল করে দেওয়ার পর প্রমাণ পায় ছাত্রলীগ করতো। এই মাত্র পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে তাকে।
সবাই সতর্ক থাকুন,, আইনশৃঙ্খলা বাহিনীকে সাহায্য করুন। শয়তান নাড়াচাড়া দিয়ে উঠতেছে

গুজব যে কত ভয়ংকর জিনিস,, তা একটি দেশকে ও ধ্বংস করে দিতে পারে। গতকাল থেকে বলা হচ্ছে আহতদের শরীর পানি ঢালার জন্য ২ লিটার প...
22/07/2025

গুজব যে কত ভয়ংকর জিনিস,, তা একটি দেশকে ও ধ্বংস করে দিতে পারে।
গতকাল থেকে বলা হচ্ছে আহতদের শরীর পানি ঢালার জন্য ২ লিটার পানি ৬০০ টাকা চাওয়া হয়েছে,,,,,এই লোকটার ভিডিও ক্লিপ কেটে সেটা প্রচার করা হচ্ছে।।
অথচ ঘটনা টা ছিলো জুনের ১০ তারিখে বাংলাদেশ সিঙ্গাপুর ফুটবল ম্যাচের সময়কার। মাঠের বাহিরে পানির দাম বেশি চাওয়া হয়েছিল দর্শকদের কাছে।

একজন পোড়া রোগীর জন্য ২ লিটার পানি ৬০০ টাকা চাওয়া হবে এতো অমানবিক ও না আমাদের দোকানদার ভাইয়েরা,,, রক্ত দেওয়ার জন্য হাজার হাজার মানুষ গিয়েছিলো,, সেখানে সামান্য পানির দাম এতো চাইবে কিভাবে বিশ্বাস করলেন,,,

সবাই সতর্ক থাকবেন গুজবের বিষয়ে

22/07/2025

মাইলস্টোন কলেজে শিক্ষার্থীরা বারবার বলছে তারা ১৫০+ এর ও বেশি মানুষ মারা যেতে দেখেছে
এবং এটা নিয়ে দেখলাম সাংবাদিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করছে।
শিক্ষার্থীদের পূর্ণ তালিকা কলেজ কতৃপক্ষের কাছে আছে,, তারা হিসাব করে দেখবে কতজন মারা গেছে।

যদি এতো পরিমাণ মৃতদেহের হিসাব মাইলস্টোন এর শিক্ষার্থীরা দিতে না পারে তাহলে এদের সবাই কে গুজব সৃষ্টির অপরাধে যথাযথ শাস্তির আওতায় আনা অবশ্যই দরকার। কোন কিছু নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি ভালো না,,,, সবাই শোকের মধ্যে আছে তার মধ্যে এতো উশৃংখল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে।
এখন পর্যন্ত সরকার ৩১ এর মারা যাওয়ার খবর নিশ্চিত করেছে।

বাচ্চাটা একবার আগুনে পুড়ে মরলো,,,, আবার গাড়ি এক্সিডেন্ট করে ও মরলো আহ নির্মম পরিণতি গ্রামের বাড়ি নেওয়ার পথে গাজীপুরে উল্...
22/07/2025

বাচ্চাটা একবার আগুনে পুড়ে মরলো,,,, আবার গাড়ি এক্সিডেন্ট করে ও মরলো
আহ নির্মম পরিণতি
গ্রামের বাড়ি নেওয়ার পথে গাজীপুরে উল্টে গেল মাইলস্টোনের শিক্ষার্থীর ম'র'দেহ বহনকারী ফ্রিজার ভ্যান

21/07/2025

এখন পর্যন্ত আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়নি।
এতো বড় দূর্ঘটনার পর আসলে সবার মনমানসিকতা খুবই খারাপ হয়ে গেছে,, চোখের সামনে সেই ছবি এবং ভিডিও গুলো বারবার ভেসে আসছে।
বাংলাদেশের ইতিহাসে বিমান দূর্ঘটনায় এতো শিক্ষার্থী মারা যাওয়া এটাই প্রথম। আজকের এই হৃদয়বিদারক ঘটনায় পুরো দেশবাসী শোকের মধ্যে আছে,,

আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলে ও এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়নি বলে পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন কলেজ তাদের বিবৃতি দিয়েছে তারা আগামীকাল পরীক্ষা দিবে না,,,,
শিক্ষা উপদেষ্টার কাছে অনুরোধ থাকবে আগামীকালের এইচএসসি পরীক্ষা দ্রুত স্থগিত করা হোক

21/07/2025

অনেক অভিভাবক এখনো তাদের প্রিয় সন্তান কে খুঁজে পাচ্চে না,,

এক হসপিটাল থেকে আরেক হসপিটালে খুঁজে বেড়াচ্চে,,, লাশের প্রকৃত সংখ্যা নিয়ে ও তৈরি হচ্ছে ধোঁয়াশা,, মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা বলছে তারা অনেক লাশ দেখেছে সংখ্যা এতো কম না,,,,
এদিকে সরকার থেকে ও জোড় দিয়ে লাশের সংখ্যা বলা হচ্ছে না ১৯ -২০ এর মধ্যেই আটকে আছে।

আমি চাই মাইলস্টোন কলেজের টিচার রা তাদের শিক্ষর্থীদের অভিভাবকদের সাথে যোগাযোগ করে প্রকৃত সংখ্যা টা বের করুক। তাদের কাছে শিক্ষার্থীদের সব ইনফরমেশন ত আছেই। কিছু অভিভাবক ও মারা গেছে দেখলাম,,,
আশা করি সঠিক তথ্য টা কলেজ কতৃপক্ষ দেশবাসীকে তাড়াতাড়ি জানাবেন,, যেন কারোর মধ্যে হতাহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি না হয়।

21/07/2025

রান্নাঘর টা গরম বলে যে মায়েরা তাদের সন্তানকে রান্না ঘরে আসতে দেয় না,,, তেলের ছিটা গায়ে পড়বে এই ভয়ে দূরে সরিয়ে রাখে
স্কুল ছুটির পর মাথায় রোদ লাগবে করে,, বাচ্চার মাথায় ছাতা ধরে রাখে,,, গরমে ঘেমে যাওয়া মুখটা বারবার মুছে দেয়,,,,,
কারেন্ট চলে গেলে হাত পাখা দিয়ে বাতাস করতে থাকে যেন বাচ্চার গরম না লাগে

আমি জানি না সে সব বাবা - মা কিভাবে তাদের এর ছোট ছোট বাচ্চাদের পোড়া শরীর গুলো দেখে ঠিক থাকবে। কত আদর আর মমতা দিয়ে বড় করা বুকের ধন।
আহ কত কষ্ট পুড়ে যাওয়া শরীরের।

আগুনের লেলিহান শিখাকে ভয় না পেয়ে নিজের জীবন বাজি রেখে শিক্ষার্থীদের এক এক করে বের করে আনা  মাইলস্টোন স্কুলের সেই মাহিরীন...
21/07/2025

আগুনের লেলিহান শিখাকে ভয় না পেয়ে নিজের জীবন বাজি রেখে শিক্ষার্থীদের এক এক করে বের করে আনা মাইলস্টোন স্কুলের সেই মাহিরীন ম্যাডাম মারা গেছেন 😭। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ ওনার এই মহান আত্মত্যাগ কবুল করুন, আমিন।।তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি!
প্রায় ২০টি শিশুর জীবন বাঁচালেন নিজে ৮০% অগ্নিদগ্ধ হয়েও!
নিজে পুড়ে গেছেন, কিন্তু তার অনেক শিক্ষার্থীদের পুড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছেন।
আপনার এই সাহসিকতা সারাজীবন মানুষ মনে রাখবে ম্যাম 🥹

একদিন ছুটি হবে অনেক দূরে যাবোনীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো।।যেখানে থাকবে না কোন বাধনথাকবে না নিয়মের কোন শাসন।পাখি হ...
21/07/2025

একদিন ছুটি হবে অনেক দূরে যাবো
নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো।।

যেখানে থাকবে না কোন বাধন
থাকবে না নিয়মের কোন শাসন।

পাখি হয়ে উড়বো ফুল হয়ে ফুটবো।
পাতায় পাতায় শিশির হয়ে হাসি ছাড়াবো।।

একদিন ছুটি হবে

অজানা পথে অচিন দেশে
ঝরনা ধারা হয়ে যাবো ভেসে, হো…. হো…

তারা হয়ে উঠবো মেঘ হয়ে ভাসবো।
লুকোচুরি খেলার ছলে লুকিয়ে রবো।।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Zahidul Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Zahidul Alam:

Share