চন্দ্র ভ্রমণ

চন্দ্র ভ্রমণ The most Beautiful & luxurious boat at Tanguar Haor, 𝐂𝐇𝐎𝐍𝐃𝐑𝐎 𝐕𝐑𝐎𝐌𝐎𝐍

30/06/2024
14/06/2024
03/01/2024

এই শীতের আমেজে ঘুরে বেড়ান পদ্মা নদীর বুকে আমাদের চন্দ্র ভ্রমণ হাউজবোটে করে।

এই হাউজবোটে আছে রুফটপ লাউঞ্জ, কেবিন এবং ঘুরে দেখা যাবে পদ্মা ব্রিজ সহ পদ্মা নদীর বুকে জেগে উঠা চর ডুবোচড় ও ভাগ্যকূল বাজার এবং বিভিন্ন স্পটও! তাই ঘুরে আসুন এই মৌসুমে পদ্মা নদীতে আমাদের সাথে।আপনার পছন্দ মতো প্যাকেজ নিয়ে উপভোগ করতে পারবেন Day Long Picnic থেকে শুরু করে Staycation সহ আরও অনেক ভ্যারাইটি।

✦ ঢাকা থেকে চন্দ্রভ্রমণ হাউসবোটে করে পদ্মা মাওয়া প্রান্ত থেকে আমাদের ট্রিপ রুটঃ
✦ পদ্মা মাওয়া প্রান্ত – ভাগ্যকুল- পদ্মা মাওয়া প্রান্ত
✦আমাদের ভ্রমনের স্থানঃ
১. পদ্মা ব্রিজ মাওয়া প্রান্ত ।
২. পদ্মা ব্রিজ জাজিরা প্রান্ত ।
৩. রহস্যময় দ্বীপ। ।
৪. ভাগ্যকুল ।
৫. ডুবো চর।
✦ খাবারঃ ব্রেকফাস্ট-স্ন্যাক্স-লাঞ্চ-বিকালে ক্যাম্পফায়ার ও বার্বিকিউ। নাইটস্টে গেস্টদের জন্য ডিনার-সকালের নাশতা ও পরের দিনের লাঞ্চ করে ফেরার সুযোগ। পুরো সময় চন্দ্রভ্রমণ এর রান্নাঘরে প্রস্তুত হতে থাকবে দারুণ সব ট্রেডিশনাল খাবার। বিশেষ করে পদ্মার ইলিশ এবং ঐতিহ্যবাহী খাবার গুলো আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা থাকবে সর্বোচ্চ।
রিভার ক্রজের সাথে উপভোগ করবেন চরে ক্যাম্পফায়ার, বিচ ফুটবল ও ভলিবল, ইনডোর গেইমস এবং সুযোগ থাকবে নদীতে ছিপ ফেলে মাছ ধরার!

✦ প্রপার সেইফটি ইকুইপমেন্ট রয়েছে আমাদের হাউসবোটে লাইফ জ্যাকেট , বয়া, ফায়ারফাইটিং ইকুইপমেন্ট এবং ফার্স্ট এইড বক্স। আমাদের প্রশিক্ষিত স্টাফ ও সিকিউরিটি আপনার যাত্রাকে করবে আনন্দময় এবং টেনশন বিহীন

✦নির্ধারিত দিনে ঢাকা থেকে মাওয়াগামী বাসে বা ট্রেনে করে খান বাড়ি স্টেশনে নামতে হবে, এখান থেকে অটোরিক্সাতে করে ৫ মিনিটে পুরান ঘাটে সকাল ৮ টার মধ্যে পৌঁছানো। আপনাকে আমাদের ট্যুর গাইড রিসিভ করে হাউজবোটে নিয়ে আসবে। তারপর ফ্রেশ হয়ে সকালের নাস্তা পরিবেশন। হাউজবোটে ভাগ্যকুল পৌঁছানোর পূর্বে পদ্মা ব্রিজ মাওয়া প্রান্ত কবুতর খোলা ও ছোট বড় অনেক গুলো চর দেখা যাবে। দুপুর ১১ টা থেকে ১২:৩০ মিনিটের মধ্যে আমরা ভাগ্যকুল পৌছাবো।
ভাগ্যকুল আমরা গত 200 বছরে পুরনো ঐতিহ্যবাহী ঘোল খাবো ও ঐতিহ্যবাহী মার্কেটটি পরিদর্শন করব এবং ১:৩০ মিনিটের মধ্যে আমরা ভাগ্যকুল থেকে ফিরে দুপুরের লাঞ্চ করব।
লাঞ্চ করে আমরা পদ্মা ব্রিজ জাজিরা প্রান্তর দিকে রওনা করবো পূর্বে আমরা ছোট-বড় অনেকগুলো চর দেখতে পাব ও আমাদের একটি নির্দিষ্ট চরে আমরা নামবো, সেখানে আমরা ঝাঁকি জাল দিয়ে মাছ ধরবো, মন চাইলে সবাই এখানে পদ্মায় গোসল করে নিতে পারবেন বিকাল ৪ টায় ভয়ংকর সুন্দর আমাদের ট্যুরের সেই কাঙ্ক্ষিত পদ্মা ব্রিজ আমরা দেখতে পাবো। বিকাল ৫ নাগাদ হাউজবোটে চলে আসব। রাতে বার-বি-কিউ ডিনার করে হাউজবোটে রাত্রি যাপন।
সকালের নাস্তা খেয়ে বাসে/ ট্রেনে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়া হবে।
জোয়ার ভাটার কারনে ১/২ ঘন্টা সময় ব্যবধান হতে পারে।

✦ ওপেনিং অফারে খরচ (জনপ্রতি)
ডে-ট্রিপের জন্যঃ
- ৪,৯৯৯.০০
এক দিন এক রাতের জন্যঃ
- ৬,৯৯৯.০০
✦ নৌকার অন্যান্য সুবিধাসমূহঃ
* ০৮টি সুসজ্জিত ডিলাক্স রিভার ভিউ রুম ও সুবিশাল লাউঞ্জ, টপার বেড এবং হোটেল পিলো, কম্ফোর্টার ও প্রতিটি রুমের সাথেই এটাচড টয়লেট।
* প্রতিটি রুমে লাগেজ স্পেস
* ডোর লক সিস্টেম
* আরামদায়ক রিমোট অপারেটেড বক্স সিলিং ফ্যান/এয়ার সার্কুলেটর
* আধুনিক বাথরুম ফিচারস/ফিটিংস, প্রেসারাইজড পানির সংযোগ
* পরিষ্কার তোয়ালে, রুম এমিনিটিজ/টয়লেট্রিজ
* অন রিকোয়েস্ট রুম সার্ভিস
* সর্বোচ্চ সময় জেনারেটর/আইপিএস সুবিধা
* আনলিমিটেড চা, বিশুদ্ধ পানি
* বুফে খাবার ও ডাইনিং (ছাদে এবং লাউঞ্জে)
* সুসজ্জিত এবং সুবিশাল গ্রাস টার্ফ ছাদ
* জুসবার ও রুফটপ ওপেন কিচেন
* ওঠানামার বিশেষ সিড়ি
* প্রত্যেকের জন্য লাইফ জ্যাকেট, বয়া/বাচ্চাদের জন্য চাইল্ড সাইজড লাইফ জ্যাকেট
* পর্যাপ্ত অগ্নি নির্বাপক (ABC, Foam Type এবং CO2 Type) ও ফার্স্ট এইড বক্স

আপনার রুম বুক করতে এবং বিস্তারিত জানতে কল করুন:
Mob: +8801880088266
Mob: +8801880088211
Mob: +8801880088221
Mob: +8801880088222

বাংলাদেশে পর্যটন খাতে বিনিয়োগে চন্দ্র ভ্রমন শীর্ষে ।১৯৭১ সালের দেশ স্বাধীনের পর আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অবকাঠামোগ...
03/12/2023

বাংলাদেশে পর্যটন খাতে বিনিয়োগে চন্দ্র ভ্রমন শীর্ষে ।
১৯৭১ সালের দেশ স্বাধীনের পর আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অবকাঠামোগত উন্নয়ন তাতে আমরা সফল হয়েছি। দেশের অর্থনীতি ও আর্থ সামাজিক খাতকে বিশ্বের সাথে তাল মিলিয়ে বিশ্ব অর্থনীতির প্রতিযোগিতায় শীর্ষ পর্যায়ে নেয়ার জন্য সরকার তথা আপামর জনগনের আন্তরিকতার কখনই কমতি ছিলনা এবং ভবিষ্যতে ও থাকবে না। তারা নিজেদের আত্ম মর্যাদাকে প্রতিষ্ঠিত করার জন্য দেশ বিদেশে এক মহা কর্মযজ্ঞে লিপ্ত রয়েছে । নিজের দেশ এবং অর্থনীতিকে ফুটিয়ে তোলার জন্য অবিরত সংগ্রামের মাধ্যমে তারা নিজেদের এই জাতির নিকট অর্পণ করেছেন। তারা তাদের সুদক্ষ কর্ম দিয়ে বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে যেমনি গর্বিত করেছেন , তেমনি তাদের রক্ত ঝরানো বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়ে আমার প্রিয় সোনার দেশ বাংলাদেশের অর্থনীতির চাকা মজবুত এবং টেকসই করেছেন আমদের অর্থনীতিকে । এখন প্রশ্ন হলো কেন তারা দেশ মার্তৃকার স্বার্থে নিজেদের অর্পণ করেছেন। কারন একটাই দেশের শান্তি এবং নিরাপদ যোগ্য বসবাসের বাংলাদেশ চায় তারা। দেশে তাদের রেখে যাওয়া মানুষগুলো যেন নিরাপদ , টেকসই এবং সুন্দর পরিবেশ বসবাস করে নিজেদের সুনাগরিক হিসাবে গরতে পারে এই সপ্ন ভিশনে আমাদের প্রবাসী সোনার ছেলেরা সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। আমিও তাদের সাথে একমত হয়ে এই মুহূর্তে একটি সুশৃঙ্খল ,টেকসই ও মজবুত অর্থনীতির বাংলাদেশ চাই। এই চাওয়া শুধু একা আমার নয় । দেশের ১৮ কোটি আমজনতার চাওয়া। স্বাধীনতার অর্ধশত বছরেও যদি আমরা এই অবস্থানে শক্তভাবে দাঁড়াতে না পারি তাহলে জাতি হিসেবে আমরা সত্যিই লজ্জিত। জাতি হিসাবে আমাদের সবই আছে। মানব সম্পদে আমরা বিশ্ব সেরা , কৃষি, মৎস্য , প্রানি সম্পদেও আমরা ইচ্ছা করলে শতভাগ স্বয়ংসম্পূর্ণ হতে পারি। আমাদের সর্বোবৃহৎ রপ্তানি পোষাক শিল্প দিয়ে সারা বিশ্বকে আমরা মাতিয়ে রেখেছি । এই খাতের উন্নতি আরো সুশৃঙ্খল এবং শক্ত অবস্থানে ধরে রাখার জন্য একটি দেশপ্রেমিক , যোগ্য ন্যায় পরায়ণ ও উদার মনো ভাবাপন্ন দক্ষ নেতৃতে দরকার। আমার দৃষ্টিতে এই জাতির মাঝে কোন কিছুর ঘাটতি নেই । আছে বিশাল কর্মধক্ষতা , আছে অদম্য এক মানসিক মনোবল , আছে এক অবিস্মরণীয় প্রবল ইচ্ছা শক্তি ।সর্ব দিকেই বাঙালি জাতি একটি স্মার্ট ও সুদক্ষ জাতি হিসেবে বিশ্ব অবয়বে আজকে প্রতিষ্ঠিত । এখন আমদের শুধুই প্রয়োজন সুদক্ষ এবং ন্যায়পরায়ণ নেতৃত্বের । যে নেতৃত্বের সুদৃষ্টিতে থাকবে ১৮ কোটি মানুষের উন্নয়নকে সমভাবে প্রতিষ্ঠিত করা। শতভাগ রপ্তানিযোগ্য বিশাল পোষাক শিল্পখাত দিয়ে আমরা যে ভাবে বিশ্বকে মাতিয়ে রেখেছি তেমনি এই জাতির জন্য আরেকটি বৈদেশিক মুদ্রা অর্জনের বিশাল সম্ভাবনার খাত হচ্ছে পর্যটন শিল্প। বাংলাদেশের পর্যটন শিল্পকে আমরা যদি সুশৃঙ্খল ও নিরাপত্তার বেষ্টনীতে আগলে রাখি । আমাদের সোনার ছেলেরা বিদেশ থেকে ডলার এনে দেশের পর্যটন শিল্পে দুহাতে খরচ করবে, আবার বিনিয়োগও করবে। কারন আমাদের আবহাওয়া নাতিশীতোষ্ণ এবং প্রাকৃতিক পরিবেশ মনোরম ও মনোমুগ্ধকর। বিদেশিরা একবার ঘুরতে এসে যদি পরিবেশের সাথে খাপ খাইয়ে ভ্রমন করতে আনন্দ পায় তাহলে তারা প্রতিবছর আমাদের দেশে ঘুরতে আসবে। আর তখনই বৈদেশিক মুদ্রা অর্জনের অবারিত সুযোগ সৃষ্টি হবে। বাংলাদেশের যত পর্যাটনের স্পট রয়েছে সবগুলকে সরকারের ব্যবস্থাপনায় ভ্রমন এবং বিনোদন উপযোগী করে নজর কাড়া পরিবেশ সৃষ্টি করতে হবে। সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় টাঙ্গুয়ার হাওরে ও খুলনা বিভাগের সুন্দরবনে চন্দ্র ভ্রমণ গ্রুপ আন্তর্জাতিক মানের হাউজবোট ও কুরুজ শিপ এর নির্মাণে কাজ চালিয়ে যাচ্ছে এবং তা বাস্তবে রূপান্তরিত হয়েছে ,বর্তমানে চন্দ্র ভ্রমণ গ্রুপ মালিকানা শেয়ার বিক্রয় করছে এখানে সুদ মুক্ত হালাল উপায়ে সুলভ লাভ এবং মুনাফার ধারা উন্মোচিত হবে এবং ভবিষ্যতে উচ্চমূল্যে মালিকানা হস্তান্তর বা বিক্রয় করা যাবে । চন্দ্র ভ্রমন হাউস বোট বা কুরুজ শিপ এ মালিকানা শেয়ার ক্রয় করিলে নিজ হাউস বোটে অবকাশ যাপন ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে তাই দেশের মাটিতেই বিনিয়োগ করে সুলভ লাভ এবং মুনাফার ধারা উন্মোচিত হবে।সরকার যদি দেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত 720 কিলোমিটার উপকূলীয় পর্যটন এলাকা জুড়ে অত্যাধুনিক পর্যটন নগরী গড়ে তুলতে পারে তাহলে আমাদের দেশী পর্যটক রাই আনন্দ উপভোগের জন্য দুই হাতে টাকা খরচ করবে। তখন আমাদের অর্থনীতিতে অশ্ব শক্তি মত গতি ফিরে আসবে। আমার পরামর্শ থাকবে, আধুনিক পর্যটন শিল্প গড়তে দেশের সকল বড় বড় আবাসন ব্যবসায়ী ও শিল্পপতিদের বিনিয়োগের বাধ্য করতে হবে। বাংলাদেশ আগামী প্রজন্মের জন্য দেশীয় বিদেশি মুদ্রা আয়ে এই পর্যটন শিল্প। একটি বিপুল সম্ভাবনাময় শিল্প,এই শিল্পে অবারিত উন্নয়নে সরকারকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আমাদের গার্মেন্টস শিল্প দিয়ে আমরা যে বিপুল পরিমাণে বৈদেশি মুদ্রা অর্জন করছি। সরকার যদি আন্তরিক হয় তাহলে অল্প বিনিয়োগী এই সম্ভাবনাময়ী পর্যটন খাত থেকে কারি কারি বেশি বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে। সরকারের একক সিদ্ধান্তে যদি বাংলাদেশী টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত টেকসই, দৃষ্টিনন্দন এবং নিরাপদ নজর কারা পর্যটন নগরীতে রূপ নেয় তাহলে আমি কথা দিতে পারি বিদেশি পর্যটকরা বাংলাদেশে ঘুরতে আসবে! আমাদের দেশের পর্যটকরা আকৃষ্ট হবে আকাশ পথে নয় জল পথে আনন্দ ভ্রমন আসতে দ্বিধা করবেন না। ৫৫ হাজার বর্গমাইল দেশের বাংলাদেশ । নিরাপদ নিরিবিলি পর্যটনের এক বিশাল সম্ভাবনার দেশ এই বাংলাদেশ। আমাদের শুধু প্রয়োজন হবে ঐক্যবদ্ধ উদ্যোগ এবং প্রয়াস। আর সেই প্রয়াসের অংশ হিসেবে আমরা সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় টাঙ্গুয়ার হাওরে ও খুলনা বিভাগের সুন্দরবনের চন্দ্র ভ্রমণ গ্রুপ এর মাধ্যমে আন্তর্জাতিক মানের হাউজবোট ও কুরুজ শিপ এর নির্মাণে কাজ চালিয়ে যাচ্ছে এবং তা বাস্তবে রূপান্তরিত হয়েছে। আপনারা আমাদের সত্য বাস্তবায়ন দেখে আসুন, ঘুরে আসুন সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় টাঙ্গুয়ার হাওরে ও খুলনা বিভাগের সুন্দরবনে । দেশবাসী তথ্য ব্যবসায়ী শিল্পপতি ভাই-বোনদের আহ্বান জানাচ্ছি আর বিদেশ নয় দেশের মাটিতে আমরা সোনা ফলাতে পারি। দেশের মাটিতেই পারি শুধু দরকার আমাদের মানসিকতার পরিবর্তন। আমার দেশের পর্যটন খাত হলো আপনার আমার বিনিয়োগের একমাত্র নির্ভেজাল প্রত্যাশা আর ভরসা স্থল। বিনিয়োগ করলে কোন ঝুঁকি নেই সরকারের পাশাপাশি আমরা যারা দেশের অর্থনীতি চাকা ঘোরানো সহায়ক উপযোগী ব্যবসায়ী শিল্পপতি রয়েছি সবাই মিলে যদি সৎ ভাবে, সৎ নিয়তে পর্যটন খাতে বিনিয়োগ করি আমার বিশ্বাস অল্পদিনে মধ্যেই আমাদের পর্যটন শিল্প গার্মেন্ট শিল্পের মতো বিশ্বকে অবাক করে দিবে ।আমাদের প্রকৃতি পরিবেশ বায়ু পানি সবই আল্লাহর মেহেরবানীতে। পর্যটনের জন্য সময় উপযোগী। আমরা এই সুযোগকে কাজে লাগাতে চাই। আমাদের যত নদী সাগর অঞ্চল তথা পাহাড়ি অঞ্চল রয়েছে তাতে যদি টেকসই পরিকল্পিত পরিকল্পনা মাধ্যমে দৃষ্টিনন্দন করে পর্যটন নগরীতে সাজাতে পারি তাহলে বিশ্বের যত নামিদামি পর্যটন রয়েছে তা আমাদের পর্যটন খাতের নিকট হার মানবে । আমরা কেন সিঙ্গাপুর থাইল্যান্ড মালায়েশিয়া ভারত মালদ্বীপ নেপাল কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আমেরিকা জাপান বিনোদনের জন্য ঘুরতে যাব কেন আমাদের কষ্টারজিত মুদ্রা বিদেশের মাটিতে অপচয় করব আসুন আমরা সবাই মিলে শস্য শ্যামল সবুজে ঘেরা প্রিয় সোনার বাংলায় নন্দিত সৌরবে পর্যটন শিল্প গড়ে নিজেরা আনন্দে মেতে উঠি আনন্দ বিলাস ভোগে জেগে উঠি এবং দেশি-বিদেশি পর্যটকদের জন্য খুলে দেই অবারিত সুযোগ সুবিধার দুয়ার। ‘’’’’ সবার মঙ্গল কামনায় চন্দ্র ভ্রমণ’’’’’

02/12/2023
এই শীতের আমেজে ঘুরে বেড়ান পদ্মা নদীর বুকে আমাদের চন্দ্র ভ্রমণ হাউজবোটে করে।এই হাউজবোটে আছে রুফটপ লাউঞ্জ, কেবিন এবং ঘুরে ...
18/11/2023

এই শীতের আমেজে ঘুরে বেড়ান পদ্মা নদীর বুকে আমাদের চন্দ্র ভ্রমণ হাউজবোটে করে।

এই হাউজবোটে আছে রুফটপ লাউঞ্জ, কেবিন এবং ঘুরে দেখা যাবে পদ্মা ব্রিজ সহ পদ্মা নদীর বুকে জেগে উঠা চর ডুবোচড় বিভিন্ন স্পটও! তাই ঘুরে আসুন এই মৌসুমে পদ্মা নদীতে আমাদের সাথে।আপনার পছন্দ মতো প্যাকেজ নিয়ে উপভোগ করতে পারবেন Day Long Picnic থেকে শুরু করে Staycation সহ আরও অনেক ভ্যারাইটি।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
বুকিং কিংবা অন্যান্য তথ্য জানতে আমাদের ইনবক্স করুন।
অথবা, সরাসরি যোগাযোগ করুন: 01880088211, 01880088266

Address

House# 14, Road#8, Block#M, Banasree Rampura
Dhaka
1219

Telephone

+8801880088266

Website

Alerts

Be the first to know and let us send you an email when চন্দ্র ভ্রমণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চন্দ্র ভ্রমণ:

Share