03/01/2024
এই শীতের আমেজে ঘুরে বেড়ান পদ্মা নদীর বুকে আমাদের চন্দ্র ভ্রমণ হাউজবোটে করে।
এই হাউজবোটে আছে রুফটপ লাউঞ্জ, কেবিন এবং ঘুরে দেখা যাবে পদ্মা ব্রিজ সহ পদ্মা নদীর বুকে জেগে উঠা চর ডুবোচড় ও ভাগ্যকূল বাজার এবং বিভিন্ন স্পটও! তাই ঘুরে আসুন এই মৌসুমে পদ্মা নদীতে আমাদের সাথে।আপনার পছন্দ মতো প্যাকেজ নিয়ে উপভোগ করতে পারবেন Day Long Picnic থেকে শুরু করে Staycation সহ আরও অনেক ভ্যারাইটি।
✦ ঢাকা থেকে চন্দ্রভ্রমণ হাউসবোটে করে পদ্মা মাওয়া প্রান্ত থেকে আমাদের ট্রিপ রুটঃ
✦ পদ্মা মাওয়া প্রান্ত – ভাগ্যকুল- পদ্মা মাওয়া প্রান্ত
✦আমাদের ভ্রমনের স্থানঃ
১. পদ্মা ব্রিজ মাওয়া প্রান্ত ।
২. পদ্মা ব্রিজ জাজিরা প্রান্ত ।
৩. রহস্যময় দ্বীপ। ।
৪. ভাগ্যকুল ।
৫. ডুবো চর।
✦ খাবারঃ ব্রেকফাস্ট-স্ন্যাক্স-লাঞ্চ-বিকালে ক্যাম্পফায়ার ও বার্বিকিউ। নাইটস্টে গেস্টদের জন্য ডিনার-সকালের নাশতা ও পরের দিনের লাঞ্চ করে ফেরার সুযোগ। পুরো সময় চন্দ্রভ্রমণ এর রান্নাঘরে প্রস্তুত হতে থাকবে দারুণ সব ট্রেডিশনাল খাবার। বিশেষ করে পদ্মার ইলিশ এবং ঐতিহ্যবাহী খাবার গুলো আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা থাকবে সর্বোচ্চ।
রিভার ক্রজের সাথে উপভোগ করবেন চরে ক্যাম্পফায়ার, বিচ ফুটবল ও ভলিবল, ইনডোর গেইমস এবং সুযোগ থাকবে নদীতে ছিপ ফেলে মাছ ধরার!
✦ প্রপার সেইফটি ইকুইপমেন্ট রয়েছে আমাদের হাউসবোটে লাইফ জ্যাকেট , বয়া, ফায়ারফাইটিং ইকুইপমেন্ট এবং ফার্স্ট এইড বক্স। আমাদের প্রশিক্ষিত স্টাফ ও সিকিউরিটি আপনার যাত্রাকে করবে আনন্দময় এবং টেনশন বিহীন
✦নির্ধারিত দিনে ঢাকা থেকে মাওয়াগামী বাসে বা ট্রেনে করে খান বাড়ি স্টেশনে নামতে হবে, এখান থেকে অটোরিক্সাতে করে ৫ মিনিটে পুরান ঘাটে সকাল ৮ টার মধ্যে পৌঁছানো। আপনাকে আমাদের ট্যুর গাইড রিসিভ করে হাউজবোটে নিয়ে আসবে। তারপর ফ্রেশ হয়ে সকালের নাস্তা পরিবেশন। হাউজবোটে ভাগ্যকুল পৌঁছানোর পূর্বে পদ্মা ব্রিজ মাওয়া প্রান্ত কবুতর খোলা ও ছোট বড় অনেক গুলো চর দেখা যাবে। দুপুর ১১ টা থেকে ১২:৩০ মিনিটের মধ্যে আমরা ভাগ্যকুল পৌছাবো।
ভাগ্যকুল আমরা গত 200 বছরে পুরনো ঐতিহ্যবাহী ঘোল খাবো ও ঐতিহ্যবাহী মার্কেটটি পরিদর্শন করব এবং ১:৩০ মিনিটের মধ্যে আমরা ভাগ্যকুল থেকে ফিরে দুপুরের লাঞ্চ করব।
লাঞ্চ করে আমরা পদ্মা ব্রিজ জাজিরা প্রান্তর দিকে রওনা করবো পূর্বে আমরা ছোট-বড় অনেকগুলো চর দেখতে পাব ও আমাদের একটি নির্দিষ্ট চরে আমরা নামবো, সেখানে আমরা ঝাঁকি জাল দিয়ে মাছ ধরবো, মন চাইলে সবাই এখানে পদ্মায় গোসল করে নিতে পারবেন বিকাল ৪ টায় ভয়ংকর সুন্দর আমাদের ট্যুরের সেই কাঙ্ক্ষিত পদ্মা ব্রিজ আমরা দেখতে পাবো। বিকাল ৫ নাগাদ হাউজবোটে চলে আসব। রাতে বার-বি-কিউ ডিনার করে হাউজবোটে রাত্রি যাপন।
সকালের নাস্তা খেয়ে বাসে/ ট্রেনে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়া হবে।
জোয়ার ভাটার কারনে ১/২ ঘন্টা সময় ব্যবধান হতে পারে।
✦ ওপেনিং অফারে খরচ (জনপ্রতি)
ডে-ট্রিপের জন্যঃ
- ৪,৯৯৯.০০
এক দিন এক রাতের জন্যঃ
- ৬,৯৯৯.০০
✦ নৌকার অন্যান্য সুবিধাসমূহঃ
* ০৮টি সুসজ্জিত ডিলাক্স রিভার ভিউ রুম ও সুবিশাল লাউঞ্জ, টপার বেড এবং হোটেল পিলো, কম্ফোর্টার ও প্রতিটি রুমের সাথেই এটাচড টয়লেট।
* প্রতিটি রুমে লাগেজ স্পেস
* ডোর লক সিস্টেম
* আরামদায়ক রিমোট অপারেটেড বক্স সিলিং ফ্যান/এয়ার সার্কুলেটর
* আধুনিক বাথরুম ফিচারস/ফিটিংস, প্রেসারাইজড পানির সংযোগ
* পরিষ্কার তোয়ালে, রুম এমিনিটিজ/টয়লেট্রিজ
* অন রিকোয়েস্ট রুম সার্ভিস
* সর্বোচ্চ সময় জেনারেটর/আইপিএস সুবিধা
* আনলিমিটেড চা, বিশুদ্ধ পানি
* বুফে খাবার ও ডাইনিং (ছাদে এবং লাউঞ্জে)
* সুসজ্জিত এবং সুবিশাল গ্রাস টার্ফ ছাদ
* জুসবার ও রুফটপ ওপেন কিচেন
* ওঠানামার বিশেষ সিড়ি
* প্রত্যেকের জন্য লাইফ জ্যাকেট, বয়া/বাচ্চাদের জন্য চাইল্ড সাইজড লাইফ জ্যাকেট
* পর্যাপ্ত অগ্নি নির্বাপক (ABC, Foam Type এবং CO2 Type) ও ফার্স্ট এইড বক্স
আপনার রুম বুক করতে এবং বিস্তারিত জানতে কল করুন:
Mob: +8801880088266
Mob: +8801880088211
Mob: +8801880088221
Mob: +8801880088222