25/01/2023
: The New Dawn, Uprising of a new era. :
___________________________________
নতুন ভোর, নবপ্রজন্মের সূচনা।
-------------------------
যোগ - বিয়োগ, গুণ - ভাগ, দক্ষতা - অপারগতা, নৈপুণ্য - অবহেলা, যোগ্যতা - মুর্খতা , ধর্ম - অধর্ম, বিশ্বাসী অবিশ্বাসী, প্রাকৃতিক বা কৃত্রিম।
মহাবিশ্বে এমন কোন বস্তু নেই যার বিপরীত নেই। আর আপনাকে দেয়া হয়েছে বিবেক।
সুখের মাঝে যদি শুধু হাসিই থাকতো, মানুষ হাসার আনন্দই ভূলে যেতো। তাই মানুষ অতি-সুখেও কাঁদে।
মানুষের জীবনে কোনো ঘটনাই দূর্ঘটনা নয়। যা ঘটছে, যা ঘটবে কিংবা যা ঘটতে চলেছে, প্রতিটি মুহূর্তই নির্ধারণ করে আসন্ন ভবিষ্যৎ।
পৃথিবীতে রাত আর দিনের তফাৎ না থাকলে। নিন্দ্রা নামক শব্দের উৎপত্তি কখনই হত না। ঠিক যেমন পানি না থাকলে "তৃপ্তি"।
ভারসাম্যহীন পৃথিবী দেখার আকাঙ্ক্ষা-ই বা কিভাবে করে মানুষ ? যেখানে সামান্য কটা সংখ্যা খচিত কাগজ যে বানিয়েছে , খোদ তারই ক্ষুধা নিবারণে সে ব্যর্থ !
আপনি/আমি উভয়ই জানি হারানোর কষ্ট কি ! শুধু আপনি আপনার টা হারিয়েছেন। আমি আমার।
আমরা উভয়ই অতিসাধারণ। পার্থক্য শুধু - খুঁজছি নিজের কষ্টের প্রতিকার। তাই পরষ্পরকে বলছি স্বার্থপর। আর এখান থেকেই জন্ম নিচ্ছে ঘৃণা।
যথার্থ অর্থে মানুষ কখনই একে অপরকে বুঝবে না। কারণ স্বার্থপরতা নয়।
কারণ ? :- সমঝোতার এই ফারাক খুঁজে যে ব্যক্তিটি ব্যবসা করে চলেছে তার বিক্রির ক্ষমতা।
আর সে বিক্রেতার প্রতিদ্বন্দ্বী ?
: বেদুঈন আসছে....
ছবির স্থানঃ পাকুড়িয়ার চড়, সারিয়াকান্দি, বগুড়া।
বাংলাদেশ।
তারিখঃ ২৩-০১-২৩ ইংঃ
© Copyright :Law: 2023 By Bedouin.inc All Rights reserved.