Addictedツ

Addictedツ Trying to making you guys Happy

09/09/2024

নিশ্চয় আল্লাহ উত্তম পরিকল্পনা কারি।
আলহামদুলিল্লাহ

28/05/2024

“Maturity in a relationship is not expecting your partner to constantly be happy.
Ups and downs are natural; giving each other space to feel heavy emotions
while staying attentive and actively giving support is a sign of real love.
Relationships are not about fixing everything for each other,
they are about experiencing joyful moments and tough times as a team
and loving each other through the changes.
Sometimes your partner just needs to go
through their own process to emerge lighter and freer than before.”

11/05/2024

সবাই সারাক্ষণ দু:খ পুষে রাখতে পারে না। নিশাচর পাখির মত দুঃখগুলো দিনভর আটকে থাকে। এরপর সাঁঝের বেলা পেরানোর পরে চুপটি করে জমাটবন্ধ হয় বুকের ভিতর। লেপ্টে থাকে আষ্টেপৃষ্ঠে ।দিনভর সুখের গল্প ফেরি করা মানুষটাও অসহায় আত্মসমর্পণ করে। নিজের সঙ্গে নিজের আলাপনে অযুতগুন হয়ে সেই কষ্ট ছিঁড়েখুঁড়ে খায়। গভীর অন্ধকারের সঙ্গে হাওয়ায় মিলিয়ে যায় দীর্ঘশ্বাস। কেউ টের পায় না। একান্ত প্রিয়জনরাও হাসিমুখ দেখে, ভিতরে ভিতরে পুড়ে ক্ষত হয়ে যাওয়া মানুষটাকে কেউ দেখে না।দুঃখগুলো একান্তই নিজের। চাইলেও যেখানে কেউ ভাগ বসাতে পারে না।

11/04/2024

ঈদ মুবারাক🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

06/12/2023

কোনো অভিমান না করা মানুষ যদি অভিমান করে, তবে নিঃসন্দেহে সেটা ভয়ঙ্কর।

06/12/2023

একটা মানুষের কাছে সব সময় তার পছন্দের মানুষ হয়ে থাকতে পারবেন না, এটাই বাস্তব, সময়ের সাথে সাথে মানুষ বদলায়, মানুষের ভালো লাগা বদলায়, চিন্তা বদলায়, পছন্দের‌ মানুষ‌ও বদলায়.!!

16/11/2023

বিরক্তিকর দিন, অনিশ্চিত ভবিষ্যৎ, অনিয়মিত ঘুম; দিন চলে যায়, নতুন কিছুই নাই!

কোনো একজন নির্যাতিত মুসলিম যেকোনো ভূখণ্ডেরই হউক না কেন, তার প্রতি সহমর্মিতা প্রদর্শন করা এবং তার পাশে দাড়ানো প্রত্যেক মু...
13/10/2023

কোনো একজন নির্যাতিত মুসলিম যেকোনো ভূখণ্ডেরই হউক না কেন, তার প্রতি সহমর্মিতা প্রদর্শন করা এবং তার পাশে দাড়ানো প্রত্যেক মুসলিমেরই নৈতিক দায়িত্ব। কারণ ইসলাম তাদেরকে এরূপ ভ্রাতৃত্ব-বোধেরই শিক্ষা দেয়, পাশাপাশি ইসলাম সবকিছুকেই শারঈ সীমারেখার মধ্যে গণ্ডিবদ্ধ করে দিয়েছে যেন সবকিছুর মধ্যেই ন্যায় প্রতিষ্ঠার চিরন্তন নীতির কোনো ব্যাত্যয় না ঘটে। ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা সকলেরই কাম্য। সেখানে মুসলিমদের অধিকার রক্ষার জন্য যারা প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের মধ্যে যেমন আহলুস সুন্নাহর লোকজন আছেন, পাশাপাশি শিয়া-রাফেযীরাও আছে। তাই বলে ফিলিস্তিনের মুসলিমদেরকে সাপোর্ট এর সাইনবোর্ড এর আড়ালে একজন মুসলিম কখনোই শিয়া-রাফেযীদেরকে সমর্থন দিতে পারেন না। বস্তুত এই শিয়া-রাফেযী গোষ্ঠী নিজেদের কোনো হীন-স্বার্থ চরিতার্থ করা ব্যতীত কখনোই মুসলিমদের পাশে দাঁড়ায় নি। যুগে যুগে তার বহু প্রমাণ পাওয়া যাবে।

একজন আলিম এজন্যই বলেছিলেন, " যে সালাউদ্দীন আল আইয়ুবী বাইতুল মুকাদ্দাস বিজয় করেছিলেন, তিনিই কিন্তু মিশরের রাফেযী-বাতিনীদের শাসনের অবসান ঘটিয়েছেন।আর সালাউদ্দিন আল আইয়ুবীরও বহু পূর্বে উমর রাদ্বি'আল্লাহু আনহু বাইতুল মুকাদ্দাস বিজয় করেছিলেন, অথচ আজকালকার যুগে বাইতুল মুকাদ্দাস বিজয়ের জন্য যারা যুদ্ধে যাচ্ছে তাদের মধ্যেই তো একদল লোক উমরকে কাফির মনে করে। তাহলে এসকল ব্যক্তি কিভাবে সফল হতে পারে?? "

অতএব শিয়াদের সমর্থিত দল হামাসকে সমর্থন করা এবং ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের অধিকার সমর্থন করা- এই দুইটা আলাদা বিষয়। কিছুলোককে দেখলাম,মৃত্যুঞ্জয় ভাই হামাসের বিরুদ্ধে নেতিবাচক কথা বলার কারণে ক্ষেপে গেছে। অথচ, এসকল লোকের অনেকেই হামাস সম্পর্কে জানে না। আমরা মুসলিমদের পাশে আছি কিন্তু কোনো শিয়া ওরফে গুপ্তকাফিরের পক্ষপাতিত্ব করতে রাজি নই ।

আল্লাহ তা'আলা আমাদের নির্যাতিত মুসলিম ভাইয়ের পাশে থাকুন এবং তাদেরকে এই কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়ে দিন,এবং আমাদেরকেও সামর্থ্য দান করুন যেন আমরা আমাদের ভাইদের পাশে দাঁড়াতে পারি ।

একসাইড থেকে ভালোবেসে যাওয়া মানুষজন এই চাঁদের মতো! বিশাল আকাশে চাঁদ টা যেমন ছোট লাগতেছে, যেই মানুষ টা কে ভালোবাসেন, সেই ম...
03/10/2023

একসাইড থেকে ভালোবেসে যাওয়া মানুষজন এই চাঁদের মতো! বিশাল আকাশে চাঁদ টা যেমন ছোট লাগতেছে, যেই মানুষ টা কে ভালোবাসেন, সেই মানুষ টার কাছেও আপনার ভালোবাসা এই টুকুই! চাঁদ আলো ছড়িয়ে সৌন্দর্য বাড়ায়, আপনি ভালোবাসা না পেয়েও ভালোবেসে যান! ❤️

02/10/2023

‘তিনি জীবন দান করেন এবং তিনিই মৃত্যু ঘটান। আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই, কোনো সাহায্যকারীও নেই।

Togetherness 🖤
01/10/2023

Togetherness 🖤

Something so simple but meaningful.🤍✨
30/09/2023

Something so simple but meaningful.🤍✨

Address

Dhaka

Telephone

+9607455161

Website

Alerts

Be the first to know and let us send you an email when Addictedツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category