Priyo Sports Tube

Priyo Sports Tube No 1 Bangladeshi Sports Page With Cricket And Football Update.

Latest Shakib Tamim IPL BPL T20 ICC PSL CPL Live Messi, Ronaldo, Neymar, Mbappe , Brazil, Argentina, Miami, Psg, Barcelona, Real Madrid, Al Nassr News .

খ্রিষ্টান থেকে মুসলিম হয় হামজার স্ত্রী..!! ব্রিটেনের গণমাধ্যমের তথ্য বলছে, হামজা পত্নীর আগের নাম ছিল অলিভিয়া ফাউন্টেইন।...
17/03/2025

খ্রিষ্টান থেকে মুসলিম হয় হামজার স্ত্রী..!!

ব্রিটেনের গণমাধ্যমের তথ্য বলছে, হামজা পত্নীর আগের নাম ছিল অলিভিয়া ফাউন্টেইন। হামজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে নিজেকে অলিভিয়া চৌধুরী হিসেবেই পরিচয় দেন তিনি। সোশ্যাল মিডিয়ায়ও এই নামেই পরিচিত। শোনা যায়, ধর্মত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি।

বিয়ের ইতিহাস নিয়ে হামজার বাবা বলেন, সে (হামজা) মেয়েটাকে আমার কাছে নিয়ে আসে। সে সময় তাকে জানানো হয় আমরা বাঙালি এবং মুসলমান, হামজাকে যদি পছন্দ করো তাহলে বিয়ে করতে হবে। আর হামজাকে বিয়ে করতে হলে তোমাকে মুসলমান হতে হবে।

শর্তটা শুনেই আকাশ ভেঙে পড়ে ব্রিটিশ কন্যার। অলিভিয়া প্রথমে তার পরিবারের আপত্তির কথা তুললেন। তবে মুসলমানদের প্রতি ভুল ধারণা ছিল, সত্য প্রকাশে সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। জানা গেছে, হামজার পরিবার থেকে মুসলিম ধর্মের নিয়ম-কানুনগুলো সহজেই বুঝাতে পেরেছিলেন অলিভিয়াকে।

তবে মা-বাবাকে জানানো যাবে না বলে জানিয়েছিলেন অলিভিয়া। সবকিছু জেনেশুনে অলিভিয়া তার পরিবারকে না জানিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মোরশেদ চৌধুরীর বাসায় ঘরোয়া অনুষ্ঠানে বিয়ের কাজ সম্পন্ন করা হয়।

আট নাম্বার জার্সি পরে খেলবে হামজা চৌধুরী ..
17/03/2025

আট নাম্বার জার্সি পরে খেলবে হামজা চৌধুরী ..

সাকিব ছাড়া বাংলাদেশ দলের তামিম ইকবাল ও লিটন দাসকেও চেনেন হামজা। তবে বাংলাদেশ দল ইংল্যান্ডে সফরে গেলেও কখনো মাঠে বসে খেলা...
17/03/2025

সাকিব ছাড়া বাংলাদেশ দলের তামিম ইকবাল ও লিটন দাসকেও চেনেন হামজা। তবে বাংলাদেশ দল ইংল্যান্ডে সফরে গেলেও কখনো মাঠে বসে খেলা দেখা হয়নি তার।

#হামজা

গত মৌসুমে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে প্লে-অফ থেকেই বিদায় নিয়েছিল ইন্টার মায়ামি। তবে চলত...
17/03/2025

গত মৌসুমে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে প্লে-অফ থেকেই বিদায় নিয়েছিল ইন্টার মায়ামি। তবে চলতি মৌসুমে সেই হারের মধুর প্রতিশোধ নিয়েছে ফ্লোরিডার ক্লাবটি। শুরুতে পিছিয়ে পড়লেও আটলান্টাকে ২-১ গোলে হারিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে মায়ামি।

ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ:
⚽ আটলান্টা ইউনাইটেডে ১-২ ইন্টার মায়ামি
🔹 আটলান্টার গোল: ইমানুয়েল ল্যাটে (১১’)
🔹 ইন্টার মায়ামির গোল: মেসি (২০'), ফাফা পিকাউল্ট (৮৯')

#মেসি #আর্জেন্টিনা

হামজা চৌধুরী বাংলাদেশে ☺️
17/03/2025

হামজা চৌধুরী বাংলাদেশে ☺️

আতলেতিকোর মাঠে ২ গোল হজমের পর ৪ গোল করে জিতল বার্সেলোনা !! অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ হাসি হেসে...
17/03/2025

আতলেতিকোর মাঠে ২ গোল হজমের পর ৪ গোল করে জিতল বার্সেলোনা !!

অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ হাসি হেসেছে লামিন ইয়ামাল- ফেরান তোরেসরা। তোরেসের দুই গোলে মেট্রোপলিটনে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। এ জয়ে রিয়াল মাদ্রিদকে সরিয়ে এক ম্যাচ কম খেলে আবারও টেবিলের শীর্ষে উঠেছে দলটি।

ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ:

⚽ আতলেতিকো মাদ্রিদ ২-৪ বার্সেলোনা
🔹 আতলেতিকোর গোল: জুলিয়ান আলভারেজ (৪৫’), আলেকজান্ডার সোরলথ (৭০’)
🔹 বার্সার গোল: রবার্ট লেভানদোভস্কি (৭২’), ফেরান তোরেস (৭৮’, ৯০+৮’), লামিন ইয়ামাল (৯০+২’)

#বার্সেলোনা #ফুটবল

শাকিবের সঙ্গে সিনেমা করার প্রস্তাব পেলে কী করবেন তাসকিন ?
17/03/2025

শাকিবের সঙ্গে সিনেমা করার প্রস্তাব পেলে কী করবেন তাসকিন ?

দলকে জিতিয়েই দেশের পথে হামজা চৌধুরী !! বাংলাদেশের জার্সিতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত  ইংলিশ ফুটব...
16/03/2025

দলকে জিতিয়েই দেশের পথে হামজা চৌধুরী !!

বাংলাদেশের জার্সিতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। তার আগে রোববার (১৬ মার্চ) ছিল ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে নিজ দল শেফিল্ড ইউনাইটেডের গুরুত্বপূর্ণ ম্যাচ। এ ম্যাচে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি।

রোববার (১৬ মার্চ) ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে তার দল শেফিল্ড ইউনাইটেড। এই জয়ে ৮০ পয়েন্ট নিয়ে লিডসের সঙ্গে যৌথভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে শেফিল্ড। ম্যাচটিতে পুরো ৯০ মিনিট খেলেন ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী।

#হামজা

বাংলার ফুটবল হিরো হামজা চৌধুরী ..❤️
16/03/2025

বাংলার ফুটবল হিরো হামজা চৌধুরী ..❤️

দারুণ ফর্ম ধরে রেখে কিলিয়ান এমবাপ্পে করলেন জোড়া গোল। এল মাদ্রিগালে শনিবার লাস পালমাসকে ২-১ গোলে হারিয়ে লা লিগায় শীর্ষে উ...
15/03/2025

দারুণ ফর্ম ধরে রেখে কিলিয়ান এমবাপ্পে করলেন জোড়া গোল। এল মাদ্রিগালে শনিবার লাস পালমাসকে ২-১ গোলে হারিয়ে লা লিগায় শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ।

#খেলারখবর #রিয়াল

সিনিয়র খেলোয়াড়দের বিদায় নিয়ে জানতে চাওয়া হয় মিরাজের কাছে। তার উত্তর, 'সবাইকে একটা সময় জায়গা থেকে সরে যেতে হয়।   #মিরাজ  ...
15/03/2025

সিনিয়র খেলোয়াড়দের বিদায় নিয়ে জানতে চাওয়া হয় মিরাজের কাছে। তার উত্তর, 'সবাইকে একটা সময় জায়গা থেকে সরে যেতে হয়।

#মিরাজ #বাংলাদেশ #ক্রিকেট

আপনারা সবাই কি উনার সাথে একমত ??  প্রবাসী ফুটবলারদের প্রতি বাফুফের এতো আগ্রহ মোটেই ভালো চোখে দেখছে না দেশের সাবেক সব তার...
15/03/2025

আপনারা সবাই কি উনার সাথে একমত ?? প্রবাসী ফুটবলারদের প্রতি বাফুফের এতো আগ্রহ মোটেই ভালো চোখে দেখছে না দেশের সাবেক সব তারকারা।

এভাবে চললে খুব শীঘ্রই দেশের ফুটবল ধ্বংসের দিকে যাবে এমনটাই মনে করছেন আলফাজ


#হামজা

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Priyo Sports Tube posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Priyo Sports Tube:

Share