
17/03/2025
খ্রিষ্টান থেকে মুসলিম হয় হামজার স্ত্রী..!!
ব্রিটেনের গণমাধ্যমের তথ্য বলছে, হামজা পত্নীর আগের নাম ছিল অলিভিয়া ফাউন্টেইন। হামজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে নিজেকে অলিভিয়া চৌধুরী হিসেবেই পরিচয় দেন তিনি। সোশ্যাল মিডিয়ায়ও এই নামেই পরিচিত। শোনা যায়, ধর্মত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি।
বিয়ের ইতিহাস নিয়ে হামজার বাবা বলেন, সে (হামজা) মেয়েটাকে আমার কাছে নিয়ে আসে। সে সময় তাকে জানানো হয় আমরা বাঙালি এবং মুসলমান, হামজাকে যদি পছন্দ করো তাহলে বিয়ে করতে হবে। আর হামজাকে বিয়ে করতে হলে তোমাকে মুসলমান হতে হবে।
শর্তটা শুনেই আকাশ ভেঙে পড়ে ব্রিটিশ কন্যার। অলিভিয়া প্রথমে তার পরিবারের আপত্তির কথা তুললেন। তবে মুসলমানদের প্রতি ভুল ধারণা ছিল, সত্য প্রকাশে সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। জানা গেছে, হামজার পরিবার থেকে মুসলিম ধর্মের নিয়ম-কানুনগুলো সহজেই বুঝাতে পেরেছিলেন অলিভিয়াকে।
তবে মা-বাবাকে জানানো যাবে না বলে জানিয়েছিলেন অলিভিয়া। সবকিছু জেনেশুনে অলিভিয়া তার পরিবারকে না জানিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মোরশেদ চৌধুরীর বাসায় ঘরোয়া অনুষ্ঠানে বিয়ের কাজ সম্পন্ন করা হয়।