Manik Hasan manik

Manik Hasan manik Dear friend's,
Radio program,show,and all update news

09/02/2019

ভালবাসা কখনো ১০০🔃১০০ হয়না। ভালবাসা হল ৫০↔️৫০। ভালো থাকা-খারাপ থাকা, সুখ-দুঃখ, বিশ্বাস-অবিশ্বাস সব কিছু মিলেই ভালবাসা। ভালবাসা কখন পরিপূর্ণতা পায়না। সেই জন্যই এটা ভালবাসা। কারন এটার ভিতর আকাঙ্খা থাকে।

মানিক @

03/02/2019

বাংলাদেশের সকল সিমের USSD Codes :

☞Balance Check : *566 #
☞Show SIM Number : *2 #
☞Package Check : *111*7*2 #
☞Minute Check : *566*24 # , *566*20 #
☞SMS Check : *566*2 #
☞MMS Check : *566*14 #
☞Data (MB) Check : *566*10 # , *567 #
☞Call Me Back : *123*Number #
☞Net Setting Request : *111*6*2 #
☞Miss Call Alert (On) : type START MCA &
Send to 6222
☞Miss Call Alert (Off) : Type STOP MCA &
Send to 6222

☞Balance Check : *124 #
☞Show SIM Number : *511 #
☞Package Check : *125 #
☞Minute Check : *124*2 #
☞SMS Check : *124*3 #
☞MMS Check : *124*2 #
☞Data (MB) Check : *124*5 # , *222*3 #
☞Call Me Back : *126*Number #
☞Net Setting Request : Type ALL & Sent to
3343
☞Miss Call Alert (On) : Type START & Send
to 622
☞Miss Call Alert (Off) : Type STOP & Send
to 622

☞Balance Check : *222 #
☞Show SIM Number : *140*2*4 #
☞Package Check : *140*14 #
☞Minute Check : *222*3 #
☞SMS Check : *222*11 #
☞MMS Check : *222*13 #
☞Data (MB) Check : *222*81 # , 8444*88 #
☞Call Me Back : unknown
☞Net Setting Request : *140*7 #
☞Miss Call Alert (On) : Type ON & Send to
8272
☞Miss Call Alert (Off) : Type OFF & Send to
8272

☞Balance Check : *778 #
☞Show SIM Number : *121*6*3 #
☞Package Check : *121*8 #
☞Minute Check : *778*5 *778*8 #
☞SMS Check : *778*2 #
☞MMS Check : *222*13 #
☞Data (MB) Check : *778*39 *778*4 #
☞Call Me Back : *121*5 #
☞Net Setting Request : *140*7 #
☞ Miss Call Alert (On) : *121*3*4 #
☞ Miss Call Alert (Off) : unknown

☞Balance Check : *152 #
☞Show SIM Number : Type “Tar” & send to 222
☞Package Check : unknown
☞Minute Check : *152 #
☞SMS Check : *152 #
☞MMS Check : *152 #
☞Data (MB) Check : *152 #
☞Call Me Back : unknown
☞Net Setting Request : Type SET & Send to 738
☞Miss Call Alert (On) : Type REG & Send to
2455
☞Miss Call Alert (Off) : Type CAN & Send to
245

25/03/2018

বাঙালী মেয়েরা আর কিছু পারুক বা না পারুক,
গুছিয়ে ভালোবাসতে জানে
আবার বাঁশ ও দিতে পারে...

বাঁশ বাগানের মাথায় উপর চাঁদ উঠেছে ঐ..
মা গো আমার আইক্কা ওয়ালা বাঁশ গুলো কই....মানিক@

20/08/2017

জমি রেজিস্ট্রেশনেরবাংলাদেশে প্রযোজ্য সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইন ২০০৪ এর ৫৪এ ধারা অনুসারে অস্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি হবে লিখিত ও রেজিস্ট্রিকৃত। সুনির্দিষ্ট প্রতিকার (সংশোধন) আইন ২০০৪ এর ২১এ ধারার বিধান অনুসারে আদালতের মাধ্যমে চুক্তি বলবতের দুই শর্ত হলোঃ লিখিত ও রেজিস্ট্রিকৃত বায়না ব্যতীত চু...

ফান পোষ্ট___চিহ্নিত সন্ত্রাসী পিচ্ছি কালুকে ৩বোতল বিদেশী দাঁতের মাজন,৪ টি দেশি প্লেস্টিকের পিস্তল ও এক পাতা বিদেশীগ্যাস্...
19/08/2017

ফান পোষ্ট___

চিহ্নিত সন্ত্রাসী পিচ্ছি কালুকে ৩
বোতল বিদেশী দাঁতের মাজন,৪ টি দেশি প্লেস্টিকের পিস্তল ও এক পাতা বিদেশী
গ্যাস্টিকের ওষুধ সহ আটক করা হয়েছে।আজ সকালে এই সব নিয়ে খেলা করার সময় তাকে হাতেনাতে আটক করা হয় বলে জানা গেছে...

বাঁশ বাগানের মাথায় উপর চাঁদ উঠেছে ঐ..মা গো আমার আইক্কা ওয়ালা বাঁশ গুলো কই..মানিক@
19/08/2017

বাঁশ বাগানের মাথায় উপর চাঁদ উঠেছে ঐ..
মা গো আমার আইক্কা ওয়ালা বাঁশ গুলো কই..মানিক@

★কিছু পদক্ষেপের তালিকা দেওয়া হলোআপনার শিশুকে শিক্ষা দিতে পারেনঃ১. আপনার শিশুকে কারো কোলে বসতে দিবেন না। এমনকি তার চাচার ...
17/08/2017

★কিছু পদক্ষেপের তালিকা দেওয়া হলো
আপনার শিশুকে শিক্ষা দিতে পারেনঃ
১. আপনার শিশুকে কারো কোলে বসতে দিবেন না। এমনকি তার চাচার কোলেও না।
২. সন্তানের বয়স দু’বছরের বেশী হলেই তার সামনে আর আপনি কাপড়চোপড় পাল্টাবেন না।
৩. প্রাপ্ত বয়স্ক কেউ আপনার শিশুকে উদ্দেশ্য করে বলছে: ‘আমার বৌ’, ‘আমার স্বামী’- এটা অ্যালাউ করবেন না।
৪. আপনার শিশু যখন বলছে সে খেলতে যাচ্ছে, কোন্ ধরণের খেলা সে খেলছে সেদিকে লক্ষ্য রাখুন, উঠতি বয়সি বাচ্চাদের মধ্যে অ্যাবিউজিং প্রবণতা পাওয়া যাচ্ছে।
৫. স্বাচ্ছন্দবোধ করছে না এমন কারো সাথে কোথাও যেতে আপনার শিশুকে জোরাজুরি করবেন না। পাশাপাশি লক্ষ্য রাখুন, আপনার শিশু বিশেষ কোন প্রাপ্ত বয়স্কের ভক্ত হয়ে উঠেছে কিনা।
৬. দারুণ প্রাণচ্ছল কোন শিশু হঠাৎ নির্জিব হয়ে গেলে, তাকে প্রশ্ন করুণ। তার মনের অবস্থাটা পড়তে চেষ্টা করুণ।
৭. বয়:সন্ধি পেরোচ্ছে এমন বাচ্চাকে যৌনমূল্যবোধ সম্পর্কে শিক্ষা দিন। আপনি যদি এ কাজ না করেন, তবে সমাজ তাকে ভুল টা শিখিয়ে দেবে।
৮. কোন ছবি, কার্টুন ইত্যাদি বাচ্চাদের জন্য আনলে আগে তা নিজে দেখুন। কোন বই সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই তা কোমলমতি সন্তানের হাতে দিন।
৯. আপনি নিশ্চিত হন যে আপনি প্যারেন্টাল কন্ট্রোল অপশন অ্যাক্টিভেট করে রেখেছেন কেবল নেটওয়ার্কে, বিশেষ করে সেই সমস্ত নেটওয়ার্কে যেখানে আপনার শিশু প্রায়শই ভিজিট করে।
১০. তিন বছর বয়স হয়েছে এমন সন্তানকে তাদের ব্যক্তিগত গোপন স্থানসমূহ কিভাবে পরিস্কারপরিচ্ছন্ন রাখতে হয় তা শেখান। সতর্ক করে দিন যেন সেসব এলাকা কেউ স্পর্শ করতে না পারে- নিষিদ্ধদের মধ্যে আপনিও আছেন (মনে রাখবেন চ্যারিটি বিগিনস অ্যাট হোম এ্যান্ড উইথ ইউ)।
১১. কালো তালিকাভুক্ত করুণ সেই সব বই, গান, মুভি, পরিবার বা ব্যক্তিকে- আপনি মনে করেন যে বা যা আপনার শিশুর মনের সৌন্দর্য নষ্ট করতে পারে।
১২. আপনার শিশুকে ভিড়ের বাইরে গিয়ে দাড়ানোর মূল্যবোধ শেখান।
১৩. আপনার শিশু যদি কারো সম্পর্কে অভিযোগ করে তবে দয়া করে বিষয়টি নিয়ে মুখ বুজে থাকবেন না।
মনে রাখবেন আপনি হয় বাবামা নাহয় বাবামা হবেন দু’দিন বাদে, যে কোন ব্যথা কিন্তু সারাজীবন বয়ে বেড়াতে হয়...
আপনার সচেতনতা আপনার পরিবারের নিরাপত্তা.....মানিক.@

Life is a game room,,,,manik@
15/08/2017

Life is a game room,,,,manik@

15/08/2017
07/08/2017

সাঁতারে রেকর্ড গড়ার পথে ৬৬ বছর বয়সী মুক্তিযোদ্ধা

আলপনা বেগম: সাঁতারে রেকর্ড গড়ার পথে ৬৬ বছর বয়সী মুক্তিযোদ্ধা
বিরামহীন সাঁতারে নেত্রকোনায় তাক লাগিয়ে দিয়েছেন ৬৬ বছর বয়সের সাঁতারু ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য। কংশ নদী পথে ১৪৬ কিলোমিটার একক সাঁতারে তিনি অংশ নিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন।

শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ময়মনসিংহের ফলফুর থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য। শনিবার সন্ধ্যা ৬টায় নেত্রকোনা সদর উপজেলার বড়ওয়ারী কংশ নদের ঘাটে পৌঁছেন। আর এই সাঁতারুর সাঁতার দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমায় নদীর দুই তীরে। তীরবর্তী এলাকায় উপচে পরা ভিড় লক্ষ্য করা যায়। অনেকে ট্রলারে করে আসছেন কাছে থেকে তাকে এক নজর দেখতে। এভাবেই বিরামহীনভাবে সাঁতরিয়ে তিনি মগড়া নদীর মদন উপজেলা ব্রিজে সাঁতার সমাপ্ত করবেন। একটানা ৩৫ ঘণ্টা সাঁতার কেটে তিনি গন্তব্যে পৌঁছবেন। ২৪ ঘণ্টায় তিনি নেত্রকোনা সদর উপজেলার মেদনী ইউনিয়নে পৌঁছেন। রবিবার সকাল নাগাদ তিনি মদন পৌঁাঁবেন বলে জানা গেছে।

সাতারুর সাথে দুটি ইঞ্জিন চালিত নৌকা এবং একটি ডিঙ্গি নৌকা রয়েছে। নৌকায় গান বাজিয়ে বাজিয়ে বাদ্যের তালে তালে তিনি সাঁতার কাটছেন। এই একক সাঁতারের আয়োজন করেছে ফুলবাড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং মদন উপজেলা নাগরিক কমিটি।

আয়োজক সদস্য ভাগিনা বিমান রঞ্জন বৈশ্য বলেন, বাদ্যের তালে তালে তিনি সাতাঁর কাটেন। বাদ্য বন্ধ হয়ে গেলেই ক্লান্ত হয়ে পড়েন। যাতে তিনি দুর্বল না হন সেজন্য তরল খাবার দেয়া হচ্ছে। আমরা আশাবাদী তিনি এবার বিশ্ব রেকর্ড করবেন।

ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য মদন উপজেলা জাহাঙ্গীর পুর গ্রামের মৃত ক্ষিতিশ চন্দ বৈশ্যের ছেলে। তিনি একজন মুক্তিযোদ্ধা। বর্তমানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এএনএস কনসালট্যান্ট হিসেবে অবসর গ্রহণ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বিদ্যায় এমএসসি পাশ করেন। তিনি সাঁতার কেটে এ পর্যন্ত জাতীয় পর্যায়ে ৪টি পুরস্কার পেয়েছেন। ১৯৭০ সালে সিলেটের ধুপাদীঘি পুুকুরে অরুণ কুমার নন্দীর বিরামহীন ৩০ ঘণ্টার সাঁতার প্রদর্শনী দেখে তিনি উদ্বুদ্ধ হন। পরে একই বছর মদনের জাহাঙ্গীরপুর উন্নয়ন কেন্দ্রের পুকুরে তিনি ১৫ ঘণ্টার সাঁতার প্রদর্শনীতে অংশগ্রহণ করে আলোচিত হন। পরবর্তীতে ১৯৭২ সালে সিলেটের রামকৃষ্ণ মিশন পুকুরে ৩৪ ঘণ্টা, সুনামগঞ্জের সরকারি হাইস্কুলের পুকুরে ৪৩ ঘণ্টা, ১৯৭৩ সালে ছাতক হাইস্কুলের পুকুরে ৬০ ঘণ্টা, সিলেটের এমসি কলেজের পুকুরে ৮২ ঘণ্টা এবং ১৯৭৪ সালের ১৬ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথহলের পুকুরে ৯৩ ঘণ্টা ১১ মিনিট বিরামহীন সাঁতার প্রদর্শন করে জাতীয় রেকর্ড সৃষ্টি করেন।

জাতীয় রেকর্ড সৃষ্টি করায় ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ ঘোষণা করা হয় এবং ডাকসুর উদ্যোগে ক্যাম্পাসে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। ১৯৭৬ সালে তিনি জগন্নাথ হলের পুকুরে ১শ’ ৮ ঘণ্টা ৫ মিনিট সাঁতার প্রদর্শন করে নতুন রেকর্ড সৃষ্টি করেন। এর স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জগন্নাথ হলের পুকুর পাড়ে একটি স্মারক ফলক নির্মাণ করা হয়। এছাড়াও বিভিন্ন সময়ে ঢাকা স্টেডিয়ামের সুইমিং পুল, মদন উপজেলা পরিষদের পুকুর এবং নেত্রকোনা পৌরসভার পুকুরে তার একাধিক সাঁতার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ভারতেরও দূরপাল্লার সাঁতার প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি। ১৯৮০ সালে মাত্র ১২ ঘণ্টা ২৮ মিনিটে মুর্শিদাবাদের ভাগিরথী নদীর জঙ্গীপুর ঘাট থেকে গোদাবরী ঘাট পর্যন্ত ৭৪ কিলোমিটার নদীপথ পাড়ি দেন। সাঁতার প্রদর্শনী ও রেকর্ড সৃষ্টির স্বীকৃতি হিসেবে অসংখ্য পুরস্কার-সম্মাননা পেয়েছেন তিনি।

ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য বলেন, সিলেট অরুন নন্দীর একক সাঁতার দেখে আমি সাঁতার প্রদর্শনীতে উদ্দীপনা পেয়েছি। শেরপুর নালিতাবাড়ী থেকে সাঁতার দেয়ার কথা থাকলেও নানা প্রতিকূলতায় ফুলপুর সরচাপুর কংস থেকে সাঁতার শুরু করছি। জীবনে অনেক সাঁতার কেটেছি, এটাই হবে হয়ত আমার শেষ সাঁতার। বিশ্ব রেকর্ড করার জন্যই আমার এ সাঁতার।

17/07/2017

মানুষ দ্বিমনা। তার ভেতরে দুইটি মন আছে একটা খোলা মন একটা ভালো মন তার একটা অবজাত একটা অভিজাত তাদের একজন ছোটলোক একজন ভদ্রলোক...মানিক@

14/06/2017
খুব মিষ্টি"couple"হয় তারা যারা একটু পর পরঝগড়া করে,আর বলে তুমি আমার সাথে আর কথাবলবানা :-* কিন্তু কেউ কাউকে ছাড়া এক মুহুর্...
17/05/2017

খুব মিষ্টি"couple"হয় তারা যারা একটু পর পর
ঝগড়া করে,আর বলে তুমি আমার সাথে আর কথা
বলবানা :-* কিন্তু কেউ কাউকে ছাড়া এক মুহুর্তও থাকতে পারেনা,,মানিক@

Address

Purana Polton
Dhaka

Telephone

+8801913485782

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manik Hasan manik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Manik Hasan manik:

Share

Category