26/04/2024
স্মারক নম্বরঃ বি/এ/ই-২৪-০০৪
তারিখঃ২৫/০৪/২৪
আসসালামু আলাইকুম
বাংলাদেশ এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স এর সকল পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ আপনাদেরকে জানানো যাচ্ছে যে পরিচালনা পর্ষদ এর আওতাধীন কেন্দ্রীয় নির্বাহী কমিটি আহবায়ক কমিটি থেকে পূর্ণাঙ্গ কমিটি হতে যাচ্ছে।
বাংলাদেশ এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স এর কেন্দ্রীয় নিঃ আহবায়ক কমিটি থেকে পূর্ণাঙ্গ কমিটির কাইটেরিয়া (শর্ত ও নিয়মাবলী)ঃ
১)প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় নিঃ কমিটি থেকে প্রতিষ্ঠাতা পূর্ণাঙ্গ কমিটি ১০১ সদস্য বিশিষ্ট হতে যাচ্ছে। (৫৭ জন পূর্ণাঙ্গ সদস্য এবং ৪৪ জন পদাধিকার বলে সদস্য) বর্তমান আহ্বায়ক কমিটির সকল সদস্য এবং কেন্দ্রীয় কমিটির আওতাধীন সকল বিভাগ ইউনিট ক্যাম্পাস আহবায়ক কমিটির সকল সদস্য পূর্ণাঙ্গ কমিটির জন্য পদ প্রত্যাশী হতে পারবেন।এছাড়া নন পোস্টটেড হওয়ার পরেও সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা রেখেছেন বিগত দিনে তাদের বিশেষ বিবেচনায় সুযোগ দেয়া হবে।
২)সংগঠনিক দুর্বলতার দিক বিবেচনা করে প্রথম কমিটি ইলেকশন না হয়ে সিলেকশন হবে। ৭ জনের ইলেকশন কমিশন এবং পরিচালনা পর্ষদ এই সিলেকশন এর দায়িত্বে থাকবেন। ইলেকশন কমিশন সম্পূর্ণ স্বাধীনতার তাদের মতামত পরিচালনা পর্ষদ কে দিবেন। ইলেকশন কমিশন কে কমিটি গঠন প্রসঙ্গে কোন প্রকার পরামর্শ দেয়া থেকে প্রার্থীরা বিরত থাকবে।ইলেকশন কমিশনের সাথে পরিচালনা পর্ষদ সমন্বয় করে কমিটি প্রদান করবে।
যাচাই-বাছাই করে একটা প্রস্তাবিত কমিটি কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ ইলেকশন কমিশন কে প্রদান করবে।
উক্ত কমিটি পরিচালনা পর্ষদের পক্ষে সুপারিশ করবে সভাপতি এবং সাধারণ সম্পাদক। কমিটির সিগনেটরি হবেন প্রধান নির্বাচন কমিশনার। অর্থাৎ এই ইলেকশন কমিশন পূর্ণাঙ্গ কমিটির স্বাক্ষরকারী হবেন এবং প্রজ্ঞাপন জারি করবেন পরিচালনা পর্ষদ দপ্তর।
৩)পদ প্রত্যাশী সকলেই কাঙ্ক্ষিত পদ উল্লেখপূর্বক তার ব্যাক্তিগত তথ্য,(ফরমাল ছবি সহ যেটা ওয়েবসাইটে থাকবে) লিখিত চিঠি,মেইল বা ইলেকশন কমিশনারদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে। আগামী দুই বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সময় স্বল্পতার কারণে প্রার্থিতা ঘোষণা করার পরে বাতিল করার কোন সুযোগ রাখা হচ্ছে না। একজন প্রার্থি একাধিক পদের জন্য প্রার্থিতা ঘোষণা করতে পারবেন না।
৪)কমিটি ঘোষণার সাত কার্যদিবসের মধ্যে নতুন পূর্ণাঙ্গ কমিটি পরিচিতি সভা, এবং শপথ গ্রহন অনুষ্ঠানের
আয়োজন করবে এবং দুই বছরের জন্য শপথ গ্রহণ করবেন।শপথ গ্রহণ করাবেন পরিচালনা পর্ষদ সভাপতি। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন
পরিচালনা পর্ষদ সাধারণ সম্পাদক। বছর ক্যালেন্ডার অনুসারে সাংগঠনিক কার্যক্রম শুরু করবে নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী পূর্ণাঙ্গ কমিটি।
৫)পদ প্রত্যাশী সকলকেই আগামী ০২-০৫-২৪ তারিখের মধ্যে ইলেকশন কমিশন কে তথ্য প্রদান করতে হবে। উক্ত তারিখের পরে কেউ প্রার্থিতা ঘোষণা করতে পারবেন না।
৬)যেহেতু স্বেচ্ছাসেবী সংগঠন, কেন্দ্রীয় কমিটি সম্পূর্ণরূপে নিজেদের শ্রমে এবং অর্থে তাদের কার্যক্রম পরিচালনা করবে। সকলকে উদার মনোভাব সম্পূর্ণ, স্বেচ্ছাসেবী মনোভাব নিয়ে অঙ্গীকারবদ্ধ হতে হবে।সংগঠন থেকে যে সকল প্রোগ্রামের আয়োজন করা হয় সে সকল প্রোগ্রামে সশরীরে উপস্থিত হয়ে শ্রম এবং প্রোগ্রাম অনুষ্ঠান সফল করার জন্য সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করার জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে। সংগঠনের সকল সভাতে উপস্থিত থাকতে হবে বিশেষ কারণে যদি অনুপস্থিত হতে হয়, কারণ উল্লেখপূর্বক প্রধান দায়িত্বশীল কে অবহিত করতে হবে। সাংগঠনিক কাজে অবহেলা এবং সংগঠনের রুলস ভায়োলেট করলে পরিচালনা পর্ষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যে কোন কর্মকর্তার সদস্য পদ স্থগিত বা গঠনতন্ত্র অনুযায়ী বহিষ্কার করার অধিকার রাখবে। সততার সহিত অর্পিত দায়িত্ব পালন করতে হবে, পরিশ্রমধারা সংগঠনের সাফল্য ভূমিকা রাখতে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।
★পূর্ণাঙ্গ কমিটির জন্য প্রার্থীরা যে সব সত্য দিবেনঃ
নামঃ (বাংলা, ইংরেজি)
শিক্ষাগত যোগ্যতাঃ
স্থায়ী ঠিকানাঃ
বর্তমান ঠিকানাঃ
পেশাঃ (পজিশন,অরগানাইজেশান নাম সহ)
ব্লাড গ্রুপঃ
ইমেইলঃ
ফোন নাম্বারঃ
জন্ম তারিখঃ
স্বেচ্ছাসেবক হিসেবে অভিজ্ঞতাঃ (সংগঠন এর নাম,পদের নাম)
বিএই বর্তমান সাংগঠনিক পদঃ
সংগঠনকে গতিশীল করতে আপনার মতামতঃ
ফরমাল ছবিঃ
প্রত্যাশিত সংগঠনিক পদঃ (কেন্দ্রীয় নিঃ পূর্ণাঙ্গ কমিটির ফরমেটঃ
১) সভাপতি ★★★
২) সিনিয়র সহ সভাপতি
৩) সহ সভাপতি
৪) সহ সভাপতি
৫) সহ সভাপতি
৬) সাধারণ সম্পাদক★★
৭) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক
৮) যুগ্ম সাধারণ সম্পাদক*
৯) যুগ্ম সাধারণ সম্পাদক
১০) যুগ্ম সাধারণ সম্পাদক
১১) সাংগঠনিক সম্পাদক★
১২) সহ সাংগঠনিক সম্পাদক
১৩) সহ সাংগঠনিক সম্পাদক
১৪) সহ সাংগঠনিক সম্পাদক
১৫)সহ সাংগঠনিক সম্পাদক
১৬) দপ্তর সম্পাদক
১৭) সহ দপ্তর সম্পাদক
১৮) প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক
১৯) সহ প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক
২০) অর্থ বিষয়ক সম্পাদক
২১) সহ অর্থ বিষয়ক সম্পাদক
২২) কর্মসংস্থান বিষয়ক সম্পাদক
২৩) ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক
২৪) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিষয়ক সম্পাদক
২৫) প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্পাদক
২৬) পরিবেশ উন্নয়ন ও সমাজসেবা বিষয়ক সম্পাদক
২৭) বাজেট প্রনয়ন ও বন্টন বিষয়ক সম্পাদক
২৮) আপ্যায়ন ও অভ্যর্থনা বিষয়ক সম্পাদক
২৯) অর্থনীতি - ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক
৩০) আইসিটি বিষয়ক সম্পাদক
৩১) তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক
৩২) বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক
৩৩) আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন ও প্রবাসীকল্যান বিষয়ক সম্পাদক
৩৪) নারী ও শিশু বিষয়ক সম্পাদিকা
৩৫) নারী প্রকৌশল উন্নয়ন বিষয়ক সম্পাদিকা
৩৬) ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক
৩৭) শিক্ষা ও প্রকৌশল উন্নয়ন বিষয়ক সম্পাদক
৩৮) যুব উন্নয়ন বিষয়ক সম্পাদক
৩৯) স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক
৪০) শ্রমিক উন্নয়ন ও অধিকার বিষয়ক সম্পাদক
৪১) কৃষি ও মৎস্য উন্নয়ন এবং গবেষণা বিষয়ক
৪২) শিল্প - বানিজ্য ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক সম্পাদক
৪৩) ধর্ম বিষয়ক সম্পাদক
৪৪) মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক
৪৫) ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক
৪৬) আইন ও প্রশাসন বিষয়ক সম্পাদক
৪৭) মানবাধিকার ও মানবকল্যান বিষয়ক সম্পাদক
৪৮) গণশিক্ষা বিষয়ক সম্পাদক
৪৯) গ্রাম সরকার ও স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক
৫০) ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক
৫১) জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক
৫২) পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক
৫৩) ক্ষুদ্র ও কুটিরশিল্প উন্নয়ন বিষয়ক সম্পাদক
৫৪)সম্মানিত সদস্য
৫৫)কার্যনির্বাহী সদস্য
৫৬)কার্যনির্বাহী সদস্য
৫৭)কার্যনির্বাহী সদস্য................................................................
বার্তা প্রেরক,
ইঞ্জিঃ নাজির আহমেদ খান
প্রধান নির্বাচন কমিশনার
বাংলাদেশ এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স
(তথ্য পাঠানোর জন্য ইলেকশন কমিশন এর হোয়াটসঅ্যাপ নম্বরঃ 01601-302300, 01318-881613, 01718-529444)