Mixed Mood

Mixed Mood Memes | News | Music | Feelings | Entertainment

Do like, follow & share!

[If you have any problem with any video, then let us know.we will remove it]
(3)

ক্যাপশন🖤
25/07/2025

ক্যাপশন🖤

সকাল সাড়ে ৬টা থেকে বার্ন ইনস্টিটিউট এর আইসিইউতে ডিউটি করছি। হয়তো জীবনের সবচেয়ে কঠিন সময়ের একটা পার করছি। এই ছবিটা কে তুল...
22/07/2025

সকাল সাড়ে ৬টা থেকে বার্ন ইনস্টিটিউট এর আইসিইউতে ডিউটি করছি। হয়তো জীবনের সবচেয়ে কঠিন সময়ের একটা পার করছি।
এই ছবিটা কে তুলেছে জানিনা। তবে আমার পাশে যেই মা দাঁড়িয়ে আছেন তার ১৫ বছর বয়সী মেয়ে গতকাল রাতে মারা গেছেন। আর ৯ বছর বয়সী ছেলেটার ৯৫% বার্ন, আইসিইউতে ভর্তি। উনি সকাল থেকে একটাই প্রশ্ন সবাইকে হাজারবার করেছেন, "বাচ্চাটার শ্বাস আছে তো?" যদি কেউ বলে হ্যাঁ আছে উনি তাতেই খুশি। মাঝেমধ্যে বলছেন ওর হাত পা অনেক ঠান্ডা হয়ে আছে ওকে জেনো ঠিকমতো কম্বল গায়ে দিয়ে দেওয়া হয়। তাকে শেষ পর্যন্ত স্বান্তনা দেওয়ারও কোনো ভাষাই আমাদের কারও কাছে ছিল না।
আরেকজন মা ছিলেন। তিনি মাহতাবের মা। মাহতাবও অনেক ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। ও মায়ের খুব সম্ভবত এই একটাই সন্তান। আইসিইউ থেকে ডাক্তাররা যদি কোনো কারণে পরিবারের খোঁজ করেন তখন তাদের চোখে যে আতঙ্ক তা দেখার মতো না।
এইযে এনাদের মতো আরও মায়েরা যারা এখানে আছেন, এনারা শুধু এটুকুতেই খুশি যে তাদের সন্তানদের শরীরে প্রাণ আছে। তারা হয়তো বুঝতে পেরেছেন, এই দেশে শুধু দেহে প্রাণ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন!

© Raunak Tabassum

টানা তিনদিন পর টিউশনিতে গিয়ে দেখি স্টুডেন্ট এর বাড়ি লাইটিং করা, বাড়ি ভর্তি অতিথি।আন্টি বললো কাল মেয়েকে হলুদ দিবো..তোমার ...
20/07/2025

টানা তিনদিন পর টিউশনিতে গিয়ে দেখি স্টুডেন্ট এর বাড়ি লাইটিং করা, বাড়ি ভর্তি অতিথি।
আন্টি বললো কাল মেয়েকে হলুদ দিবো..তোমার কাল আর পরশু দাওয়াত থাকলো।
আমি বললাম..আন্টি, ও তো মাত্র সেভেনে পড়ে। এখনই...!
আন্টি বললো, আরে কি বলো..বেশি দেরী হলে তো স'ম'স্যা হবে। আমার তো ১০ বছর বয়সেই করে দিছিলো।
আমি বললাম,
আন্টি...?
আপনার বিয়ে না ২০ বছরে হইছে?
উনি বললো..
আরে বিয়ে তো ২০ এ হইছে।
কান ফু'টা করেছি ১০ বছরে।

(অতঃপর বুঝলাম ছাত্রীর কান ফু'টা করার অনুষ্ঠান হবে।)

আজ থেকে ঠিক নয় বছর আগের এই দিনে একজন অপরিচিত ফেসবুক ফ্রেন্ডের কাছে প্রেম নিবেদন করেছিলাম আর আজ সে আমার অর্ধাঙ্গিনী।প্রেম...
20/07/2025

আজ থেকে ঠিক নয় বছর আগের এই দিনে একজন অপরিচিত ফেসবুক ফ্রেন্ডের কাছে প্রেম নিবেদন করেছিলাম আর আজ সে আমার অর্ধাঙ্গিনী।
প্রেম গ্রহণের আগে তার সাথে আমার কখনোই দেখা হয়নি।
আমি পড়েছিলাম তার লম্বা কেশের প্রেমে।
সে পড়েছিলো আমার কথার প্রেমে।
সময় কত দ্রুতই চলে যায়। দীর্ঘ এই নয় বছর এখনো নয় দিনের মত মনে হয়।
একদম অপরিচিত একটা মানুষের সাথে বাধাঁ এখন আমার বাকিটা জীবন।
এভাবেই জায়গা করে থাকতে চাই সবসময় তোমার মনের ভিতর।
আমরা কথা দিয়েছিলাম
আমরা কথা রেখেছি

© Rifat esan

মেয়েটা হাতে জবা নিয়ে দাঁড়িয়ে আছে;অথচ মেয়েটা নিজেই জানে না সে একটা জবা 🌸
20/07/2025

মেয়েটা হাতে জবা নিয়ে দাঁড়িয়ে আছে;অথচ মেয়েটা নিজেই জানে না সে একটা জবা 🌸

আমরা পছন্দের জিনিসের কদর করতে জানি না বলেই পাওয়ার থেকে না পাওয়াই সুন্দর। 🌻
20/07/2025

আমরা পছন্দের জিনিসের কদর করতে জানি না বলেই পাওয়ার থেকে না পাওয়াই সুন্দর। 🌻

আজান আর দোয়া করে করে কক্সবাজার সৈকতের আনাচে-কানাচে নিজেদের একমাত্র সন্তানকে ১২ দিনের মতো খুঁজছেন অরিত্র হাসানের অসহায় বা...
19/07/2025

আজান আর দোয়া করে করে কক্সবাজার সৈকতের আনাচে-কানাচে নিজেদের একমাত্র সন্তানকে ১২ দিনের মতো খুঁজছেন অরিত্র হাসানের অসহায় বাবা-মা। বাবা সাকিব হাসানের বিশ্বাস উনার ছেলে- অরিত্র কোথাও ভেসে উঠেছে হয়তো, বে',চে আছে, তার মনে হচ্ছে, একদিন ফোন করে বলবে বাবা আমাকে নিয়ে যাও। মিরাকেল ঘটতেই পারে। ওকে পেলে হাতটা ধরে বলবো বাবা আমাকে ফিরিয়ে দিওনা।

ছেলেকে ছাড়া ঘরে ফিরবোনা আমরা!
মা জেসমিন আক্তার গত ১২ দিন ধরে কক্সবাজার সৈকতের বিভিন্ন পয়েন্টে ছুটে বেড়াচ্ছেন ছেলেকে খুঁজে পাওয়ার আশায়। গেলো মঙ্গলবারের আগের মঙ্গলবার কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন বন্ধুসহ নি’খোঁ’জ হন তার ছেলে অরিত্র হাসান। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
সেদিন সকালে সাগরে নামার আগে মাকে শেষ একটা ছবি পাঠিয়েছিলো অরিত্র। সেই স্মৃতি জানিয়ে জেসমিন আক্তার বলেন, “ছবিটা দেখে আমি শুধু ছোট্ট একটা ম্যাসেজ দিই। ওই ম্যাসেজটা সে রিসিভ করতে পারেনি। রাতে একটু রা’গা’রা’গিও করেছি ছেলেটার সাথে। বলেছি- যে বাবা তুমি না জানাইয়া সেখানে গেছো, একটু সা'বধা'নে থাকো। । ছবি তুলো কিন্তু উপকূলে থাকো।”

অসহ্য এক কষ্ট বুকে চাপা দিয়ে পুরো পরিবার ১৫ দিনের মতো সৈকতে সৈকতে ঘুরছে আর ছেলেকে খুঁজছে। কারো জানা নেই অরিত্র কি ফিরবে পরিবারে, ফিরবে বাবা-মায়ের কাছে?💔
©️

Photo Caption🌸
19/07/2025

Photo Caption🌸

আজকের এই সমাবেশের আয়োজন আমাকে গভীরভাবে মুগ্ধ করেছে।কী ছিল না এতে! মন ছুঁয়ে যাওয়া কবিতা আবৃত্তি, হৃদয়কে নরম করে দেওয়া ইসল...
19/07/2025

আজকের এই সমাবেশের আয়োজন আমাকে গভীরভাবে মুগ্ধ করেছে।
কী ছিল না এতে! মন ছুঁয়ে যাওয়া কবিতা আবৃত্তি, হৃদয়কে নরম করে দেওয়া ইসলামি গান, চিন্তা জাগানো নাটক, আর অনুপ্রেরণাদায়ক সাহিত্যভিত্তিক সংগীত—সব মিলিয়ে এক অপূর্ব সাংস্কৃতিক পরিবেশনা।❤️

Address

West Bangla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mixed Mood posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mixed Mood:

Share