17/10/2025
এদেশের বেশিরভাগ মানুষই কতটা সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড, তা রিয়েলাইজ করতে পারবেন নারী-সম্পর্কিত যেকোনো ইস্যু নিয়ে নিউজের কমেন্ট সেকশনে মন্তব্যগুলো দেখলে।
ছবির মেয়েটি এবার এইচএসসি পাশ করেছেন, কিন্তু তার প্রত্যাশিত রেজাল্ট হয়নি। পূর্বে এসএসসি, জেএসসিতে সে গোল্ডেন জিপিএ ফাইভসহ স্কলারশিপ পেয়েছিল। হিসেবে সে যেই মানের স্টুডেন্ট, নিশ্চিতভাবে এপ্লাস ডিজার্ভ করে। কিন্তু এপ্লাস সে পেল না, কারণ পরীক্ষার চলাকালীন সময়ে জীবনে বড় ধরনের একটা ধাক্কা খায় সে।
অল্প বয়সে তার বিয়ে হয়।
তার বিয়েটা এক্সিডেন্টলি হয়, তারপরও সে কন্টিনিউ করে যেতে চায়। কিন্তু তার হাজব্রেন্ড এইচএসসি পরীক্ষার মাঝে তাকে ডিভোর্স দেয়। মেয়েটি ভেঙে পড়ে। অল্প বয়সে বিয়ে, তারমধ্যে আবার ডিভোর্স; মানসিকভাবে ভেঙে পড়াটা খুব স্বাভাবিক। এই অবস্থায় সে আর পরীক্ষা দিতে চায়নি। তার মা তাকে মোটিভেটেড করেন। তুমি পরীক্ষায় এটেন্ড করো। যা হইছে হইছে। এরকম ট্রমাটাইজড সিচুয়েশনের ভেতরে মেয়েটি বাকি পরীক্ষাগুলো দিছে।
এই কথাগুলো শেয়ার করেছে সে। যেহেতু সাংবাদিক তাকে প্রশ্ন করেছে প্রত্যাশিত রেজাল্ট হলো কিনা। মেয়েটি বলেছে এপ্লাস মিস হলেও যে ফল এসেছে তার জন্য সে খুশী।
এই ভিডিয়োর কমেন্টে ঝাপিয়ে পড়ছে মানুষ। কী পরিমাণ নোংরামি করা হচ্ছে, অবিশ্বাস্য। ’বারোবাতারি', ‘অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, তারমানে কোনো আকাম করে ধরা পড়ায় বিয়ে দিয়ে দিছে', ‘ডিভোর্স দিছে কেন, নিশ্চয়ই সে কোনো আকাম করছে’, ‘এই সুন্দরী মালকে কোন ব্যাটা ডিভোর্স দিলো’! ইত্যাদি। আক্ষেপের বিষয় হলো এগুলো শুধু পুরুষ মানুষ করছে তা নয়, অসংখ্য নারীর আইডি চোখে পড়ছে একইরকম নোংরামি করতেছে।
কোনো মেয়ের এক্সিডেন্টলি বিয়ে হলে কিংবা অল্প বয়সে বিয়ে হলে সেটা শুধু আকাম করে ধরা পড়লেই বিয়ে হয়? অন্য কোনো কারণে বিয়ে হতে পারে না?
আর ডিভোর্স শুধু নারীর দোষে হয়, পুরুষের দোষ থাকতে পারে না? যে মেয়ে বলতেছে, অল্প বয়সে তার এক্সিডেন্টলি বিয়ে হয়ে গেলেও সে কন্টিনিউ করে যেতে চেয়েছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি। তাকে নিয়ে আবার নোংরামি করা হচ্ছে স্বামী কেন তাকে ডিভোর্স দিল। দোষ তার!
তার পারিবারিক বিষয়ে ফেসবুকে জাজ করা, কার দোষ কী, এসব নিয়ে চর্চা করা আমাদের পক্ষে আনইথিক্যাল।এসব একান্ত তাদের বিষয়। সে কেন এই আলাপ টেনেছে তার একটা প্রেক্ষাপট আছে, সাংবাদিক যেহেতু তাকে প্রশ্ন করেছে কেন প্রত্যাশিত রেজাল্ট হলো না। তাই সে বলেছে।
আমার বুঝে আসে না, এদেশের মানুষজন কেন এতোটাই সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড! কোনো নারীর অসহায়ত্বে কিংবা তার প্রতি ইনজাস্টিস হলে তার পাশে থাকার বদলে তাকে/তাদের উৎসাহিত করার বদলে এরা উপভোগ করে তাকে/তাদের নিয়ে হাসিঠাট্টা-গালাগালি করার মধ্য দিয়ে।
এদেশের বেশিরভাগ মানুষই ফ্রাস্ট্রেশনের একটা অংশ দূর করে অন্যের অপমান দেখে সুখানুভূতি লাভ করার মাধ্যমে।