27/08/2025
তুমি ছিলে আমার একরাশ অভ্যেস,
যাকে ছাড়তে গিয়ে নিজেকেই বারবার ভেঙে ফেলেছি।
তুমি শেখালে-
ভালোবাসা মানে সব সময় থাকা নয়,
কখনো কখনো হারিয়ে যাওয়াও ভালোবাসার ভাষা।
আমি তো চেয়েছিলাম পাশে থাকতে,
তুমি বেছে নিয়েছিলে দূরত্ব।
আজ আমি একাকীত্বে বেঁচে থাকি,
তোমাকে ভুলে থাকার চেষ্টা নিয়ে।
তুমি নেই,
তবু তুমি ছাড়া প্রতিটা দিন অসম্পূর্ণ লাগে খুব। #ইচ্ছে_কাব্য