18/10/2023
💥 নতুন কারিকুলাম 💥
#৬ষ্ঠ_ও
্রেণির_বার্ষিক_মূল্যায়ন অ্যাপ্স এবং ম্যানুয়ালি-দুই ভাবেই করার সুযোগ থাকছে।
যেটি আপনার কাছে সুবিধাজনক মনে হবে -
*********************************
যথাযথ কর্তৃপক্ষ-আফিয়া পিনা ম্যাডামের স্ট্যাটাস থেকে সংগৃহীত-
--------------------------------------------------------------
#সম্মানিত_শিক্ষক_মহোদয়,
আপনারা ইতোমধ্যে বার্ষিক মূল্যায়নের রুটিন দেখেছেন। প্রতিটি বিষয়ের জন্য এই রুটিন অনুযায়ী ৩ দিন সময় পাওয়া যাবে। বার্ষিক মূল্যায়নের জন্য আলাদা মূল্যায়ন নির্দেশিকা দেওয়া হবে। মূল্যায়ন নির্দেশিকায় যে প্রজেক্ট/অ্যাসাইনমেন্ট থাকবে সেটি মূল্যায়নের প্রথম দিন বুঝিয়ে দিয়ে মূল্যায়ন শুরু করতে হবে।
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিনের জন্য আলাদা আলাদা কাজ মূল্যায়ন নির্দেশিকায় উল্লেখ থাকবে। প্রতিটি কাজের সাথে নির্দিষ্ট PI ও উল্লেখ থাকবে। উল্লেখিত PI অনুযায়ী প্রতিটি কাজের জন্য শিক্ষার্থীদের মূল্যায়ন করতে হবে এবং মূল্যায়ন রেকর্ড করতে হবে।
#সবগুলো_অভিজ্ঞতা শেষ করতে হবে। যেহেতু শিখনকালীন মূল্যায়ন সবগুলোর অভিজ্ঞতার উপরই ইনপুট দিতে হবে। আর সামষ্টিক মূল্যায়নে কোন কোন যোগ্যতা এবং পারদর্শীতার নির্দেশক (PI) থাকবে তা মূল্যায়ন নির্দেশিকায় পাবেন।
#বার্ষিক_মূল্যায়ন_নির্দেশিকা মূল্যায়নের প্রথম দিনের এক সপ্তাহ আগে প্রকাশ হবে।
#তৃতীয়_দিন প্রতি বিষয় মোট কত সময় মূল্যায়ন হবে তা অ্যাসাইনমেন্ট/প্রজেক্ট এর ডিজাইন অনুযায়ী বিভিন্ন বিষয়ে বিভিন্ন হতে পারে। ৩-৪ ঘন্টা হতে পারে।
সবকিছু মূল্যায়ন নির্দেশনায় উল্লেখ থাকবে। এছাড়া প্রথম মূল্যায়নের দিন ৯০ মিনিট এবং দ্বিতীয় মূল্যায়নের দিন ৯০ মিনিট থাকবে।
#মূল্যায়ন শেষে নির্দিষ্ট সময়ের ভিতর
এই বছর অ্যাপ্স এবং ম্যানুয়েলি দুইভাবেই ইনপুট দেওয়ার সুযোগ থাকবে আশা করি। শিক্ষক যে পদ্ধতিতে সুবিধা মনে করবেন সে পদ্ধতিতে ইনপুট দিতে পারবেন।
(সংগৃহীত)