গ্রন্থবাজার - Gronthobazar

গ্রন্থবাজার - Gronthobazar বইয়ের খনিতে আপনাকে স্বাগতম। ইসলাম ও সাহিত্যজগতের যেকোনো বই আমাদের কাছে পাবেন অতি সূলভ মূল্যে।
(1)

Welcome to Hotel Cortesia Tokyoসুধী অতিথি,হোটেল কর্তেসিয়া টোকিও-তে আপনাকে স্বাগত। আপনার রিজার্ভেশনটি নিশ্চিত করা হয়েছে এ...
11/08/2025

Welcome to Hotel Cortesia Tokyo

সুধী অতিথি,
হোটেল কর্তেসিয়া টোকিও-তে আপনাকে স্বাগত। আপনার রিজার্ভেশনটি নিশ্চিত করা হয়েছে এবং আপনার আগমনের অপেক্ষায় আমরা পথ চেয়ে আছি।

এই হোটেলের প্রতিটি কোণ আপনার স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই গড়া হয়েছে। আমাদের ঝাড়বাতির আলো আপনার উপর স্ফটিকের মতো ঝরে পড়বে, মসৃণ মার্বেলের মেঝেতে প্রতিধ্বনিত হবে আপনার আত্মবিশ্বাসী পদধ্বনি, আর নরম বিছানার রেশমি চাদর আপনার সব ক্লান্তি মুছে দেওয়ার জন্য প্রস্তুত। আমাদের কর্মীরা বিশ্বমানের সেবা প্রদানে প্রশিক্ষিত; তারা আপনার প্রতিটি প্রয়োজন আপনার বলার আগেই বুঝে নেবে, মুখে এক নিখুঁত হাসি ধরে রাখবে এবং আপনার ব্যক্তিগত জগতে কখনোই উঁকি দেবে না।

তারা হাসিমুখে আপনার মালপত্র বহন করবে, বিনয়ের সাথে আপনার ঘরের দরজা খুলে দেবে। কিন্তু তাদের সেই নিখুঁত হাসির আবরণে ঠিক কী ঢাকা আছে, সে প্রশ্ন করার অবকাশ আপনি পাবেন না।

প্রসঙ্গক্রমে একটি তথ্য জানিয়ে রাখা ভালো, আমাদের কর্মীদলে সম্প্রতি একজন নতুন সদস্য যোগ দিয়েছেন। তিনি হোটেলের রীতিনীতি নিষ্ঠার সাথেই শিখছেন, কিন্তু তার দৃষ্টি বড় বেশি অন্তর্ভেদী। তিনি অতিথিদের দিকে এমনভাবে তাকান, যেন তাদের হাতে ধরা স্যুটকেসের চেয়ে তাদের মনের গভীরে কী লুকানো আছে, তা খুঁজে বের করাই তার আসল উদ্দেশ্য।

তবে চিন্তার কিছু নেই। আমাদের হোটেলের সুনাম রক্ষায় আমরা সর্বদা সচেষ্ট। এখানে আপনার নিরুপদ্রব অবস্থান নিশ্চিত করাই আমাদের একমাত্র লক্ষ্য। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।
অন্তত, আমরা তেমনটাই আশা রাখি।

আপনার ঘরের চাবি—এই বইয়ের প্রথম পাতা।
আপনার রুম নম্বর—প্রথম অধ্যায়।

অনুগ্রহ করে চেক-ইন করুন।
আশা করি আমাদের হোটেলে আপনার সময় আনন্দে কাটবে।

শুভেচ্ছান্তে,
কর্তৃপক্ষ,
হোটেল কর্তেসিয়া টোকিও

📒বইটি অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন

দুই পার্ট এর কিছু জনপ্রিয় বই!
11/08/2025

দুই পার্ট এর কিছু জনপ্রিয় বই!

এমনি!
11/08/2025

এমনি!

উইলিয়াম শার্লক স্কট হোমস—ঠিকানা ২২১বি, বেকার স্ট্রিট, লন্ডন। জন্ম ১৮৫৪ সালে। বাবা সিগার হোমস, মা ভায়োলেট শেরিনফোর্ড। হোম...
10/08/2025

উইলিয়াম শার্লক স্কট হোমস—ঠিকানা ২২১বি, বেকার স্ট্রিট, লন্ডন। জন্ম ১৮৫৪ সালে। বাবা সিগার হোমস, মা ভায়োলেট শেরিনফোর্ড। হোমসের দাদি ছিলেন ফরাসি শিল্পী ভারনেটেজ গেন। ছাপার অক্ষরে শার্লক হোমসের প্রথম আবির্ভাব ১৮৮৭ সালে। আবির্ভাবে দৃষ্টি কাড়তে না পারলেও পরে ঠিকই তুমুল জনপ্রিয় হয়ে ওঠে, পাল্টে দেয় রহস্য-সাহিত্যের ধারা। হোমস ছয় ফুট তিন ইঞ্চি লম্বা, চৌকো মুখ, সংগীত ও ভায়োলিনে আসক্ত। অবসরে ভায়োলিন বাজাতে পছন্দ করে। প্রখর পর্যবেক্ষণ ও বিশ্লেষণশক্তির অধিকারী, ছদ্মবেশ নিতে জুড়ি নেই। জন্ম দিয়েছে অনুমানবিজ্ঞান—অর্থাৎ সায়েন্স অভ ডিডাকশনের।
অপরাধের তদন্তে বৈজ্ঞানিক পদ্ধতির ছোঁয়া লাগে হোমসেরই কল্যাণে। হাত-পায়ের ছাপ নিতে প্লাস্টার অভ প্যারিসের ব্যবহার, জমাট রক্তের পরীক্ষা, টাইপরাইটিঙের বৈশিষ্ট্য পরীক্ষা, অপরাধীকে অনুসরণে কুকুর ব্যবহার—এসবই প্রথম দেখা যায় হোমসের গল্পে। পরে একসময় বিভিন্ন দেশের পুলিশ বিভাগ এসব পদ্ধতি গ্রহণ করতে বাধ্য হয়েছে। অপরাধী শনাক্তকরণে হোমসের অবদান মাথায় রেখে, ২০০২ সালে, লন্ডনের রয়্যাল সোসাইটি অভ কেমিস্ট্রি শুধু হোমসের ফরেনসিক বিদ্যার ওপর গবেষণা করে ফেলোশিপ নেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। পৃথিবীতে কোনো কল্পিত চরিত্রের ওপর এমন বৈজ্ঞানিক গবেষণার সুযোগ এই প্রথম।
আজ প্রায় দেড়শো বছর পরও হোমসকে নিয়ে তুঙ্গস্পর্শী উন্মাদনা। সেই উন্মাদনার ছোঁয়া বাংলাদেশি পাঠককে দিতে শার্লকের সবগুলো গল্প ও উপন্যাসের অনুবাদ চার খণ্ডে প্রকাশের উদ্যোগ নিয়েছে বিবলিওফাইল প্রকাশনী। পাঠকের সুবিধার্থে এ অনুবাদে যোগ করা হয়েছে টীকা, এবং বেশ কিছু ইলাস্ট্রেশন।

৪ খন্ডের এই সেট এ চলছে বিশেষ ডিসকাউন্ট! অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন।

আপনার কি কখনো এমন হয়েছে... আপনি একইসাথে দুজন মানুষকে মিস করছেন? আপনার মন দিয়ে দিয়েছেন একজনকে, কিন্তু অন্য আরেকজনের সাথে ...
10/08/2025

আপনার কি কখনো এমন হয়েছে...
আপনি একইসাথে দুজন মানুষকে মিস করছেন?
আপনার মন দিয়ে দিয়েছেন একজনকে, কিন্তু অন্য আরেকজনের সাথে দেখা হলে মন খারাপ হচ্ছে? তার কেয়ারের অভাববোধ হচ্ছে?
ওদিকের অপর দুজনই তাদের মন দিয়ে বসেছে আপনাকে!

সময়টা এখন না। চাইলেও সরাসরি অনেক কথা বলে ফেলা যেত না। বলুন তো, নব্বই দশকের দিনগুলোতে কেমন ছিল এই দোটানা?

নন্দিত কথাসাহিত্যিক শরীফুল হাসানের "যেখানে রোদেরা ঘুমায়" এমন দ্বিধাদ্বন্দে ফেলবে আপনাকে। শেষ পর্যন্ত কোনটা হলে ভালো হতো, এই সিদ্ধান্ত আপনি নিজেও দিতে পারবেন না— বাজি ধরে বলছি।

📒অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন

বই: মা*র্ডার অ্যানালাইসিস
10/08/2025

বই: মা*র্ডার অ্যানালাইসিস

–মানুষ চলে গেলে দুঃখ বাড়ে?
10/08/2025

–মানুষ চলে গেলে দুঃখ বাড়ে?

❝মানুষ নির্জনে হোক বা জনরবে, সর্বাবস্থায় আল্লাহর সামনে। আল্লাহ তার মনের অবস্থাও মনের গোপন সংকল্পের কথাও জানেন। যার মনে স...
10/08/2025

❝মানুষ নির্জনে হোক বা জনরবে, সর্বাবস্থায় আল্লাহর সামনে। আল্লাহ তার মনের অবস্থাও মনের গোপন সংকল্পের কথাও জানেন। যার মনে সামান্য লজ্জা আছে, আল্লাহর কথা চিন্তা করে সে মনের কুমন্ত্রণা ও কুপ্রবৃত্তিকে তাড়ানোর ব্যাপারে আল্লাহর আশ্রয় প্রার্থনা করবে। মনে কুচিন্তা আসামাত্র নিজেকে বোঝাবে, আল্লাহ তো নিকটেই। তিনি সব দেখছেন। এই কুচিন্তাগুলো কী জঘন্য! ❞

বই: চোখের হেফাজত
লেখক: মুফতি তাকী উসমানী দা. বা.
বইছবি: সংগৃহীত

- এইযে শুনুন।- জি বলুন।- একটা প্রশ্ন ছিল।- কী প্রশ্ন?- আপনি তো কবিতা লিখেন তাইনা?- জি, আমি কবিতা লিখি।- তারমানে আপনি একজ...
10/08/2025

- এইযে শুনুন।
- জি বলুন।
- একটা প্রশ্ন ছিল।
- কী প্রশ্ন?
- আপনি তো কবিতা লিখেন তাইনা?
- জি, আমি কবিতা লিখি।
- তারমানে আপনি একজন কবি?
- জি, কবিতাকে পরিচয় করিয়ে দিতে গিয়ে
নিজেকে 'কবি' বলে পরিচয় দিতে হয়।
- আচ্ছা, বলুন তো 'কবি' কার?
- কবি তার কবিতার।

কিছুক্ষণ পর......

- আগে কবি হতে চাইতাম।
- আর এখন?
- এখন কবিতা হতে চাই।
- এর কারণ?
- কারণ আমি জেনেছি—
আমি কবিতা হলেই কবি হবে আমার।
কেননা কবি বলেছেন 'কবি তার কবিতার'।

কবিতা : কবি তার কবিতার
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ
ছবি:সংগৃহীত

ঘটনাচক্রে কিংবা নিয়তির প্রবল টানে অন্ধকার জগতে ঢুকে পড়ে সে। তারপর শুরু হয় অস্তিত্ব রক্ষার লড়াই, নিজেকে আড়ালে রাখার ...
09/08/2025

ঘটনাচক্রে কিংবা নিয়তির প্রবল টানে অন্ধকার জগতে ঢুকে পড়ে সে। তারপর শুরু হয় অস্তিত্ব রক্ষার লড়াই, নিজেকে আড়ালে রাখার সংগ্রাম। সবার মাঝে থাকলেও খুব কম মানুষই তাকে চেনে আর তার সম্পর্কে জানে আরো কম। স্লা"ইপার-স্কোপে চোখ রেখে খুঁজে নেয় টার্গেট। অলক্ষ্যে আর অগোচরে আঘাত হানে সে একজন অগোচরা হয়ে। একেকটা বু'লেট নিশ্চিত করে তার অন্তরাল, তার অস্তিত্ব আর কাঙ্ক্ষিত মুক্তি!

বই - অগোচরা
লেখক- মোহাম্মদ নাজিম উদ্দিন
প্রকাশনী - বাতিঘর
মুদ্রিত মূল্য - ২৬০ টাকা
পৃষ্ঠা সংখ্যা - ১৭৬

বইঃ ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
09/08/2025

বইঃ ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ

"আই কিচ্ছি?" 🙄 (নোয়াখাইল্লাদের জাতীয় ডায়ালগ)😂বই - টেরিবেল
09/08/2025

"আই কিচ্ছি?" 🙄
(নোয়াখাইল্লাদের জাতীয় ডায়ালগ)😂
বই - টেরিবেল

Address

38 Bangla-Bazar
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when গ্রন্থবাজার - Gronthobazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গ্রন্থবাজার - Gronthobazar:

Share