গ্রন্থবাজার - Gronthobazar

গ্রন্থবাজার - Gronthobazar বইয়ের খনিতে আপনাকে স্বাগতম। ইসলাম ও সাহিত্যজগতের যেকোনো বই আমাদের কাছে পাবেন অতি সূলভ মূল্যে।
(1)

18/07/2025

“একবার যখন পিছু নিয়েছি সহজে ছাড়ছি না। তুমিই যে এখন আমার ভালো থাকার মন্ত্র!”

বই: ❝চোখের নালিশ❞
লেখক: সাজি আফরোজ

বই: দ্য ভিঞ্চি ক্লাবলেখক: মোহাম্মদ নাজিম উদ্দিন
18/07/2025

বই: দ্য ভিঞ্চি ক্লাব
লেখক: মোহাম্মদ নাজিম উদ্দিন

১ বছর ১ দিন।
17/07/2025

১ বছর ১ দিন।

আজ এই মুহুর্ত থেকে জাফর ইকবালের সকল বই গ্রন্থ বাজার থেকে বিক্রি বন্ধ ঘোষণা করা হলো। এতে আমাদের কিছু লস হলে হবে, তাতে আমাদের কিচ্ছু যায় আসেনা। আমার ভাইদের যে বা যারা রাজাকার বলে তাদেরকে চিরজীবনের জন্য বয়কট করলাম।

আশা করি কোনো বিবেকবান পাঠক আমাদের কাছে তার বই চেয়ে আমাদের লজ্জা দেবেন না।

17/07/2025

পার্টনারকে কখনও "little less than you" ফিল করাবেন না।

হতেই পারে আপনার থেকে তার যোগ্যতা কম। তাই বলে সে আপনার কম্পিটিটর না, আপনিও তার কম্পিটিটর না। জগতের সবার যোগ্যতা সমান হবে না। পার্টনার মানেই দুই এক-এ এক। আপনিই সে, সে-ই আপনি। দুজনে একসাথে গ্রো করবেন। একে অপরকে জিতায় দিবেন। একে অপরের প্রশংসা করবেন।
এজন্যই আপনারা পার্টনার। স্বামী-স্ত্রী কিংবা প্রেমিক-প্রেমিকা।এই সম্পর্কগুলো উদার হতে হয়। নইলে জমে না।♥️

~জারজিস

থ্রিলার ট্রিলজি গুলো বরাবরই পাঠকদের পছন্দের। বিবিবি তে আজ থ্রিলার ট্রিলজি স্পেশাল অফার চলমান। ✅আর্সেন লুপা ট্রিলজি ৫০%✅এ...
17/07/2025

থ্রিলার ট্রিলজি গুলো বরাবরই পাঠকদের পছন্দের।
বিবিবি তে আজ থ্রিলার ট্রিলজি স্পেশাল অফার চলমান।

✅আর্সেন লুপা ট্রিলজি ৫০%
✅এলডোরাডো ট্রিলজি ৫০%
✅মুভিং ক্যাসেল ট্রিলজি ৫০%
✅বিলহজেস ট্রিলজি ৫০%
✅মহাকাল ট্রিলজি ৫০%

এছাড়া ও থাকছে,

✅সাম্ভালা ট্রিলজি
✅শোনিত উপাখ্যান ট্রিলজি
✅বাজিকর ট্রিলজি
✅শয়তান ট্রিলজি
✅শ্যামা ট্রিলজি
✅সত্যবতী ট্রিলজি
✅ঘনাদা ট্রিলজি

📩পছন্দের ট্রিলজি কিনতে ইনবক্সে যোগাযোগ করুন

এম.জে.বাবু একজন পাঠকপ্রিয় লেখক!(বই উপহার ঠিক রাত ১২ টায়)আমি নিজে এম.জে.বাবু ভাইয়ের বই পড়ে মুগ্ধ হয়েছি।হাজার হাজার পাঠক ব...
17/07/2025

এম.জে.বাবু একজন পাঠকপ্রিয় লেখক!
(বই উপহার ঠিক রাত ১২ টায়)

আমি নিজে এম.জে.বাবু ভাইয়ের বই পড়ে মুগ্ধ হয়েছি।হাজার হাজার পাঠক বাবু ভাইয়ের বই পড়ে বিস্ময় প্রকাশ করেছেন।অ্যানার্কিস্ট সিরিজ(১-৩) এম.জে.বাবুর সবচেয়ে জনপ্রিয় সিরিজ।

বিবিবি অ্যানার্কিস্ট সিরিজ বিক্রি করেছে প্রায় ১০০০+ সেট।আপনি থ্রিলার প্রেমী হলে নি:সন্দেহে এই সিরিজ টি সংগ্রহ করতে পারেন।

📒সর্বোচ্চ ডিসকাউন্ট শুধুমাত্র গ্রন্থবাজারে

এই সেটটিতে অফার দিলে কেমন হয়?
17/07/2025

এই সেটটিতে অফার দিলে কেমন হয়?

17/07/2025

আমার মৃ'ত্যুর দিনে
যদি তোমার মন ভাঙে
তুমি কেঁদে নিও কাজল ভেজা
দেখে নিও লেবাননের আকাশ!

~ সাইফুল কাসমি।

যারা কোনোদিন দু'জন দু'জনের সঙ্গে থাকলো না,সংসার করলো না,তাদের ভালোবাসার গল্প বয়ে বেড়ালো কত যুগ।।বই- ইন্দুবালা ভাতের হোটে...
17/07/2025

যারা কোনোদিন দু'জন দু'জনের সঙ্গে থাকলো না,সংসার করলো না,তাদের ভালোবাসার গল্প বয়ে বেড়ালো কত যুগ।।

বই- ইন্দুবালা ভাতের হোটেল।
~কল্লোল লাহিড়ী।

বইটি পড়া হয়েছে আপনার?

✨মে ফ্লাওয়ার ~হুমায়ূন আহমেদ ট্রেন ঝড়ের গতিতে ছুটে চলেছে। কামরায় গাড়ি ভরা ঘুম রজনী নিঝুম। আমরা দুজনে চুপচাপ বসে আছি। চ...
16/07/2025

✨মে ফ্লাওয়ার
~হুমায়ূন আহমেদ

ট্রেন ঝড়ের গতিতে ছুটে চলেছে। কামরায় গাড়ি ভরা ঘুম রজনী নিঝুম। আমরা দুজনে চুপচাপ বসে আছি। চোখের সামনে আদিগন্ত বিস্তৃত মাঠ। মাঠের উপর ফিনিক ফোটা জোছনা।

মে ফ্লাওয়ার প্রচণ্ড রকমের আমেরিকা বিদ্বেষ প্রকাশ করে। বইয়ের প্রতি পাতায় বাংলাদেশকে বড় করে দেখানো আর আমেরিকাকে ছোট করে দেখানোর একটা চেষ্টা লক্ষ্যনীয়। লেখক যা লিখেছেন সেগুলো কী সবই ভুল? নিজ দেশের সংস্কৃতির সাথে অন্য দেশের সংস্কৃতির তুলনা করে ছোট বড় করে দেখানোটা অস্বাস্থ্যকর একটা চর্চা। একটা উদাহরণ দেই, উনি লিখেছেন আমেরিকার সাইকোপ্যাথদের কথা, বাবা তার সন্তানকে হত্যা করে এমনকি ক্যানিবলিজম এর উদাহরণও টেনেছেন এই সব কিছুর পর উনি বলছেন বাংলাদেশে এমন কোনো বাবা পাওয়া যাবে না যে তার সন্তানকে হত্যা করেছে।

✨বইয়ের ভালো লাগা দুটো লাইন

আসছে ১০০ বছরেও এই আমেরিকায় কোনো মহিলা
প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট হবে না। অতি সুসভ্য এই দেশ
তা হতে দিবে ন।
(দেখা যাক উনার এই ধারণা সত্য হয় নাকি, আমার মনে হয়
সত্য হবে)

ক্যামেরা থাকে ট্যুরিস্টদের হাতে সুন্দর কোন দৃশ্য দেখলেই
চোখের সামনে ক্যামেরা তুলে ধরে। ছবি তোলা মাত্রই তার কাছে
দৃশ্যটির আবেদন শেষ হয়ে যায়। যার হাতে ক্যামেরা থাকে না সে
জানে এই অপূর্ব দৃশ্য সে ধরে রাখতে পারবে না, সে প্রাণ ভরে
দেখার চেষ্টা করে।

পার্থক্য🙂
16/07/2025

পার্থক্য🙂

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when গ্রন্থবাজার - Gronthobazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গ্রন্থবাজার - Gronthobazar:

Share