Turabi's everyday

Turabi's everyday l like to travel to different places and taste different kinds of food. I love to cook
(1)

রাত ৩টা বাজে।সারা পৃথিবী গভীর ঘুমে ডুবে, আর আমি—একটা ছোট্ট পুতুলের ন্যায় মানুষটাকে বুকে নিয়ে জেগে আছি।তুমি ঘুমাতে চাও ন...
23/05/2025

রাত ৩টা বাজে।
সারা পৃথিবী গভীর ঘুমে ডুবে, আর আমি—একটা ছোট্ট পুতুলের ন্যায় মানুষটাকে বুকে নিয়ে জেগে আছি।
তুমি ঘুমাতে চাও না, কাঁদছো… কখনও পেটব্যথা, কখনও ঘাম, কখনও শুধু মায়ের কোলে থাকতে ইচ্ছে।

আমি ক্লান্ত, চোখ জ্বলে যাচ্ছে।
শরীরটা ব্যথায় ভরা, রাতে ঠিকমতো ঘুম হয়নি কতদিন? মনে নেই।
তবু তোমার মুখখানা দেখি—সে কি প্রশান্তি!
তোমার নিঃশ্বাসে আমার জীবনের অর্থ জড়িয়ে আছে।

একটা সময় ছিল, যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতাম।
এখন খুব একটা আয়না দেখি না,
দেখি তোমার মুখ—যেখানে আমার পৃথিবী, আমার সৌন্দর্য, আমার পরিচয়।

তুমি কাঁদলে, আমার বুক ভেঙে যায়।
তোমার হাসি দেখলে, চোখে জল আসে।
তুমি হাত বাড়িয়ে ধরলে, মনে হয়, জীবন ব্যর্থ হয়নি।
তোমার দুধের গন্ধ মাখা গাল ছুঁয়ে আমি নতুন প্রাণ খুঁজে পাই।

বাইরের মানুষ বলে, "কীই বা করছো সারাদিন?"
তারা বোঝে না, এই ছোট্ট মানুষটাকে গড়ে তুলতে গিয়ে আমি প্রতিদিন ভাঙছি, গড়ছি, শিখছি—এক নতুন মায়ের পরিচয়ে।

তুমি একদিন বড় হবে, হাঁটবে, কথা বলবে, স্কুলে যাবে, স্বপ্ন দেখবে…
তুমি হয়তো এই রাতগুলো মনে রাখবে না।
কিন্তু আমি? আমি জীবনের শেষ দিন পর্যন্ত মনে রাখব—
এই না ঘুমানো রাত, তোমার মুখে লেগে থাকা দুধের দাগ,
আর এক বুক ভালোবাসা নিয়ে জেগে থাকা আমার সমস্ত দিনরাত্রি।

কারণ, মা হওয়া মানেই শুধু জন্ম দেওয়া নয়—
মা হওয়া মানে প্রতিদিন নিজেকে বিসর্জন দিয়ে তোমাকে ভালোবাসা শেখানো।

With Srity vlog – I just got recognised as one of their top fans! 🎉
23/05/2025

With Srity vlog – I just got recognised as one of their top fans! 🎉

Big shout out to my newest top fans! 💎Nuba NoorDrop a comment to welcome them to our community,  fans
23/05/2025

Big shout out to my newest top fans! 💎

Nuba Noor

Drop a comment to welcome them to our community, fans

With Nusrat israt – I just got recognised as one of their top fans! 🎉
14/05/2025

With Nusrat israt – I just got recognised as one of their top fans! 🎉

কাহিনী পড়ুন। ঘটনা অন্যদিকে মোড়ে নিচ্ছে ঘটনাটা বলছে এমনটাই হ‌ওয়ার কথা।।______________________________বাবাকে কুপিয়ে হ*ত...
10/05/2025

কাহিনী পড়ুন। ঘটনা অন্যদিকে মোড়ে নিচ্ছে ঘটনাটা বলছে এমনটাই হ‌ওয়ার কথা।।
______________________________
বাবাকে কুপিয়ে হ*ত্যা করা মেয়েটা প্রথম থেকেই একটু উশৃংখলভাবে চলাফেরা করতো। বাবা প্রথমে কিছুটা বাঁধা দিতেন কিন্তু মেয়ে মানতে চাইতো না।

বাবা আব্দুস সাত্তার ভাবতেন- থাক মেয়ে বড় হয়েছে এখন আর এতকিছু না বলি।

এর কিছুদিন পরই বাবা খেয়াল করেন তার মেয়ে তার আরও দুই বান্ধবীকে তাদের সাভারের ফ্ল্যাট বাসায় সাবলেট থাকার জন্যে নিয়ে আসে।

আব্দুস সাত্তার প্রথমে কিছু বলেননি।ভেবেছিলেন মেয়ের বান্ধবীই হবে হয়তো, বাসায় থাকুক সমস্যা কি।

আব্দুস সাত্তার তাদের জন্যে রুম ছেড়ে দিয়ে নিজে কষ্ট করে ডাইনিং রুমে থাকতেন। মেয়ের বান্ধবীরা ডাইনিং রুমে থাকবে এতে মেয়ের সম্মান নষ্ট হবে তাই নিজেই থাকতেন।

মেয়েটাকে অনেক আদর করতেন তাই মেয়ের কষ্ট সইতে পারতেন না।

তার কিছুদিন পর বাবা লক্ষ করেন মেয়েসহ তার ওই বান্ধবীরা ড্রাগস নিচ্ছে, উগ্র আচরণ করছে। এটা দেখার পর তিনি মনে মনে অনেক কষ্ট পান।

মেয়েকে এসব ছেড়ে দিতে বলেন। সাথে মেয়ের বান্ধবীরা যাতে সাবলেট বাসা থেকে চলে যায় সেটা বলেন।

বান্ধবীদের বাসা ছেড়ে যেতে বলায় মেয়ে প্রচন্ড রেগে যায়। কথা কাটাকাটি হয় এমনকি মেয়ে একপর্যায়ে বাবার গায়ে হাত তুলতেও আসে।

বাবা কি করবেন বুঝতে না পেরে এর মধ্যে একবার থানায়ও গিয়েছিলেন। মেয়ের নামে জিডি করিয়েছিলেন যাতে অন্তত এ বিপথ থেকে মেয়েটা ফিরে আসে।

কিন্তু মেয়ের কোন উন্নতি ঘটে না। দিনদিন আরও উগ্রতা বাড়তে থাকে। বাবা আব্দুস সাত্তারও সীমাহীন কষ্ট নিয়েই ডাইনিং রুমে থেকে দিন পার করতে থাকেন।

এভাবেই আরও কিছু দিন কেটে যায়। বান্ধবীদের সাথে এতটা ঘনিষ্ঠভাবে থাকাটা ধীরে ধীরে সন্দেহের সৃষ্টি করে বাবা আব্দুস সাত্তারের মনে।

তিনি একরাতে মেয়েকে ডাকতে যাওয়ার সময় দুই বান্ধবী এবং মেয়েকে রুমে আপত্তিকর অবস্থায় দেখতে পান।

মানে দুটো বান্ধবী এবং তার মেয়ে লেসবিয়ান ছিল। ছেলেদের প্রতি কোন আকর্ষণ ছিল না তাদের।
বাবা আব্দুস সাত্তারকে ডাইনিং এ রেখে এতদিন অনৈতিক সম্পর্কে লিপ্ত ছিল মেয়ে এবং বান্ধবীরা।

এবারে বাবা প্রচন্ড কষ্ট পান এবং মেয়েকে তখন বলেন তার বান্ধবীরা যেন এ বাসা থেকে ইমিডিয়েট চলে যায়।

মেয়ে এবারেরও রেগে যায়। তাদের মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়।

আব্দুর সাত্তার ঘনিষ্ঠ কয়েকজনের কাছে একথা শেয়ার করে সমাধানও চান কিন্তু কোন সুরাহা হয়না।

অন্যদিকে মেয়ে বুঝতে পারে তার বাবা তাদের এ অনৈতিক সম্পর্ক এবং নেশার জগতের জন্যে বাঁধা হয়ে দাঁড়াবে। তাই মেয়ে প্ল্যান করতে থাকে কিভাবে কৌশলে বাবাকে পথ থেকে সরানো যায়।

সেই প্ল্যানমাফিক গতকাল ভোর ৪ টার দিকে বাবাকে সাভারের ওই বাসাতেই কুপিয়ে হত্যা করে ।

পাশাপাশি একটা ধ*র্ষণের একটা মিথ্যা নাটক সাজায় যাতে সবাই তাকে সাপোর্ট করে এবং জামিনে বের হয়ে আসা সহজ হয়।

এমনকি হ*ত্যার করার ওই ভিডিওতেও মেয়েটা সবাইকে উদ্দেশ্য করে বলে- জনগণই যেন তাকে সাপোর্ট করে জামিনের ব্যবস্থা করে দেয়। কেননা তার উদ্দেশ্যই ছিল এটা।

এর আগে ২০২৩ সালেও বাবার নামে ধ*র্ষণের মিথ্যা মামলা করেছিল মেয়েটা। আদালত এবং ফরেনসিক টিম কোনরূপ প্রমাণ না পেয়ে বাবাকে সসম্মানে জামিনে ছেড়ে দিয়েছিল।

বাবা আব্দুস সাত্তার চাইতেন তার মেয়েটা একটু শালীনতার সাথে চলুক, এ ধরনের অনৈতিক সম্পর্ক থেকে বেরিয়ে আসুক।

কিন্তু এটাই কাল হলো বাবা আব্দুস সাত্তারের। সবশেষে নিজের আদরের মেয়ের হাতেই নৃশংসভাবে খুন হতে হলো ৫৬ বছর বয়সী এ বাবাকে

তথ্য সংগ্রহ এবং লেখা- Ibrahim Khalil Shawon

মূলত সে একজন সম*কামী ছিল। তার বান্ধবীর সাথে বাসায় অ*নৈতিক কাজে লিপ্ত হতে বাঁধা দিলে নিজ পিতাকে হ*ত্যা করে পরে ধর্ষণের নাটক সাজায়৷ তাছাড়া ব্যক্তিগত লাইফে চলাফেরা এমন কিছুর দিকেই ইঙ্গিত করছে।
😭

I got 20 reactions and comments on one of my posts last week! Thanks everyone for your support! 🎉
08/05/2025

I got 20 reactions and comments on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

উপকরণ:🔴 লিচু – ২০টি🟡 চিনি / তালমিসরি – ২ টেবিল চামচ🟣 আমার আগার পাউডার – ১/২ চা চামচ 🟠 পানি – ২ কাপ🔵 লিচু কুচি – ১ কাপপ্র...
06/05/2025

উপকরণ:
🔴 লিচু – ২০টি
🟡 চিনি / তালমিসরি – ২ টেবিল চামচ
🟣 আমার আগার পাউডার – ১/২ চা চামচ
🟠 পানি – ২ কাপ
🔵 লিচু কুচি – ১ কাপ

প্রস্তুত প্রণালী:
🟣 লিচু কুচি করে জুস করে ছেঁকে নিন।
🟣 জুসে পানি, চিনি দিন, কিছু লিচু কুচিও মেশান।
🟣 আগার আগার পাউডার ১/২ কাপ পানিতে গুলে লিচুর জুসে ঢেলে কিছুক্ষণ নাড়াচাড়া করুন
🟣 জ্বাল দিয়ে ঘন হলে গরম অবস্থায় মোল্ডে ঢালুন।
🟣 ঠান্ডা হলে ফ্রিজে রেখে সেট করুন।
🟣 নিজের মতো সাজিয়ে পরিবেশন করুন।

04/05/2025

Address

Uttara
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Turabi's everyday posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Turabi's everyday:

Share