
11/06/2025
কোনো স্বামী যদি তার স্ত্রীকে ভালোবাসে তাহলে তা প্রকাশ পেয়েই যায়। মানুষ সুখী হলে সেই সুবাস অনেক বেশি ছড়িয়ে যায়,বাহির থেকে ঝলমলে হয়ে ওঠে তার মুখ! যাকে বলে সুখী গ্লো। স্বামীর সংসারে অল্প বয়সী মেয়েরাও দ্রুত বুড়ি হয়ে যেতে পারে,আবার এই স্বামীর যত্নের অধিক বয়সী নারীও কিশোরীর মতো যৌবন উপভোগ করতে পারে..