
09/08/2025
একটি কিশোর উপন্যাস- নয়ন
কৈশোরে কখনো কোনো ছেলের আচরণে মেয়েলি ভাব ফুটে ওঠে। সমবয়সীরা এদের তখন বন্ধু বলে মেনে নিতে চায় না। রসিকতা করে, পরিহাসের ভেতর দিয়ে উত্যক্ত করে তোলে। দিনেদিনে মনের দিক দিয়ে এরা বিচ্ছিন্ন হয়ে পড়ে। নিজের ভেতর গুটিয়ে যায়। তীব্র মানসিক যন্ত্রণা আর হতাশার কথা খুলে বলার মতো কাউকে পায় না। এরা হয়ে যায় একা। একদম একা। এদের নিয়ে লেখা কিশোর উপন্যাস 'নয়ন'। লিখেছেন - কথাসাহিত্যক দীপু মাহমুদ। একটি ঝুমঝুমি প্রকাশনা। প্রচ্ছদ ধ্রুব এষ।